ভুট্টা: খাদ্য শষ্য

ভুট্টা (বৈজ্ঞানিক নাম Zea mays) একপ্রকারের খাদ্য শস্য। এই শস্যটির আদি উৎপত্তিস্থল মেসোআমেরিকা। ইউরোপীয়রা আমেরিকা মহাদেশে পদার্পণ করার পর এটি পৃথিবীর অন্যত্র ছড়িয়ে পড়ে।

Maize
ভুট্টা: পুষ্টি মূল্য, ব্যবহার, সার প্রয়োগ পদ্ধতি
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: উদ্ভিদ
বিভাগ: Magnoliophyta
শ্রেণী: Liliopsida
বর্গ: Poales
পরিবার: Poaceae
গণ: Zea
প্রজাতি: Z. mays
দ্বিপদী নাম
Zea mays
L.
ভুট্টা: পুষ্টি মূল্য, ব্যবহার, সার প্রয়োগ পদ্ধতি
Zea mays "fraise"
ভুট্টা: পুষ্টি মূল্য, ব্যবহার, সার প্রয়োগ পদ্ধতি
Zea mays "Oaxacan Green"
ভুট্টা: পুষ্টি মূল্য, ব্যবহার, সার প্রয়োগ পদ্ধতি
Zea mays 'Ottofile giallo Tortonese'

পুষ্টি মূল্য

ধানগমের তুলনায় ভুট্টার পুষ্টিমান বেশি। এতে প্রায় ১১% আমিষ জাতীয় উপাদান রয়েছে। আমিষে প্রয়োজনীয় এ্যামিনোএসিড, ট্রিপটোফ্যান ও লাইসিন অধিক পরিমানে আছে। এছাড়া হলদে রংয়ের ভুট্টা দানায় প্রতি ১০০ গ্রামে প্রায় ৯০ মিলিগ্রাম ক্যারোটিন বা ভিটামিন "এ" থাকে।

ব্যবহার

ভুট্টার দানা মানুষের খাদ্য হিসেবে এবং ভুট্টার গাছ ও সবুজ পাতা উন্নত মানের গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। হাঁস-মুরগি ও মাছের খাদ্য হিসেবেও এর যথেষ্ট গুরুত্ব রয়েছ। শুধু পশু, মুরগির খামার ও মাছের চাহিদা মিটানোর জন্যই বছরে প্রায় ২ লক্ষ ৭০ হাজার টন ভুট্টা দানা প্রয়োজন। বেলে দোআশ ও দোআশ মাটি ভুট্টা চাষের জন্য উপযোগী। লক্ষ্য রাখতে হবে যেন জমিতে পানি জমে না থাকে। জুমচাষেও ভুট্টার আবাদ হয়।

ভুট্টা: পুষ্টি মূল্য, ব্যবহার, সার প্রয়োগ পদ্ধতি 
ভুট্টা ক্ষেত, পাটগ্রাম, লালমনিরহাট, বাংলাদেশ

সার প্রয়োগ পদ্ধতি

জমি তৈরীর শেষ পর্যায়ে অনুমোদিত ইউরিয়ার এক তৃতীয়াংশ এবং এ সময় হেক্টর প্রতি জিংক সালফেট ১০-১৫কেজি,বোরন সার ৫-৭ কেজি এবং গোবর সার ৫ টন প্রয়োগ করলে ভালো ফলন পাওয়া যায়। অন্যান্য ইউরিয়া সারের সবটুকু ছিটিয়ে জমি চাষ দিতে হবে। বাকি ইউরয়া সমান ২ কিস্তিতে প্রয়োগ করতে হবে। প্রথম কিস্তি বীজ গজানোর ২৫-৩০ দিন পরএবং দ্বিতীয় কিসি- বীজ গজানোর ৪০-৫০ দিন পর উপরি প্রয়োগ করতে হবে। চারা গজানোর ৩০দিনের মধ্যে জমি থেকে অতিরিক্ত চারা তুলে ফেলতে হবে। চারার বয়স এক মাস না হওয়াপর্যন্ত জমি আগাছামুক্ত রাখতে হবে।

সেচ ও আগাছা ব্যবস্থাপনা

উচ্চ ফলনশীল জাতের ভুট্টার আশানুরূপ ফলন পেতে হলে রবি মৌসুমে সেচ প্রয়োগ অত্যাবশ্যক। উদ্ভাবিত জাতে নিম্নরূপ ৩-৪টি সেচ দেওয়া যায়।

  • প্রথমসেচ : বীজ বপনের ১৫-২০ দিনের মধ্যে (৪-৬ পাতা পর্যায়)
  • দ্বিতীয়সেচ : বীজ বপনের ৩০-৩৫ দিনের মধ্যে (৮-১২ পাতা পর্যায়)
  • তৃতীয়সেচ : বীজ বপনের ৬০-৭০ দিনের মধ্যে (মোচা বের হওয়া পর্যায়)
  • চতুর্থসেচ : বীজ বপনের ৮৫-৯৫ দিনের মধ্যে (দানা বাঁধার পূর্বপর্যায়)

ভুট্টারফুল ফোটা ও দানা বাঁধার সময় কোন ক্রমেই জমিতে যাতে জলবদ্ধতা সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। জমিতে আগাছা দেখা দিলে নিড়ানী দিয়ে দমন করতে হবে। ভুট্টার চারা অবস্থায় কাটুই পোকার আক্রমণ হলে হাত দিয়ে তা মেরে ফেলতে হবে।

রোগ ব্যবস্থাপনা

ভুট্টারবীজ পচা এবং চারা গাছের রোগ দমন

বীজ পচা এবং চারা নষ্ট হওয়ার কারণে সাধারণত ক্ষেতে ভুট্টা গাছের সংখ্যা কমে যায়। নানা প্রকার বীজ ও মাটি বাহিত ছত্রাক যেমন পিথিয়াম, রাইজোকটনিয়া, ফিউজেরিয়াম, পেনিসিলিয়াম ইত্যাদি বীজ বপন, চারা ঝলসানো, রোগ ও শিকড়পচা রোগ ঘটিয়ে থাকে। জমিতে রসের পরিমাণ বেশি হলে এবং মাটির তাপমাত্রা কম থাকলে বপনকৃত বীজের চারা বড় হতে অনেক সময় লাগে। ফলে এ সময়ে ছত্রাকের আক্রমণের মাত্রা বেড়ে যায়।

প্রতিকার

  • সুস্থ্য, সবল ও ক্ষতমুক্ত বীজ এবং ভুট্টার বীজ পচা রোগ প্রতিরোধী বর্ণালী ওমোহর জাত ব্যবহার করতে হবে।
  • উত্তমরূপে জমি তৈরী করে পরিমিত রস ও তাপমাত্রায় (১৩ সে. এর বেশি) বপন করতে হবে।
  • থিরাম বা ভিটাভেক্স (০.২৫%) প্রতি কেজি বীজে ২.৫-৩.০ গ্রাম হারে মিশিয়ে বীজ শোধন করলে ভুট্টার বীজ পচারোগের আক্রমণ অনেক কমে যায়।

ভুট্টারপাতা ঝলসানো রোগ দমন

হেলমিনথোসপরিয়াম টারসিকাম ও হেলমিনথোসপরিয়াম মেইডিস নামক ছত্রাকদ্বয় এ রোগ সৃষ্টি করে। প্রথম ছত্রাকটি দ্বারা দেশে ভুট্টার পাতাঝলসানো রোগ বেশি হতে দেখা যায়। হেলমিনথোসপরিয়াম টারসকাম দ্বারা আক্রান্ত গাছের নিচের দিকের পাতায় লম্বাটে ধূসর বর্ণের দাগ দেখা যায়। পরবর্তীতে গাছের উপরের অংশে তা বিস্তার লাভ করে। রোগের প্রকোপ বেশি হলে পাতা আগাম শুকিয়ে যায় এবং গাছ মরে যায়।এ রোগের জীবাণু গাছের আক্রান্ত অংশে অনেক দিন বেঁচে থাকে জীবাণুর বীজকণা বা কনিডিয়া বাতাসের সাহায্যে অনেক দূর পর্যন্ত সুস্থ্য গাছে ছড়াতে পারে। বাতাসের আদ্রতা বেশিহলে এবং ১৮-২৭ ডিগ্রী সে. তাপমাত্রায় এ রোগের আক্রমণ বেড়ে যায়।

প্রতিকার

  • রোগ প্রতিরোধী জাতের (মোহর) চাষ করতে হবে।
  • আক্রান্ত ফসলে টিল্ট ২৫০ ইসি (০.০৪%) ১৫ দিন পর পর ২-৩ বার স্প্রে করতেহবে।
  • ভুট্টা উঠানোর পর জমি থেকে আক্রান্ত গাছ সরিয়ে অথবা পুড়িয়ে ফেলতে হবে।

ফসল সংগ্রহ

দানার জন্য ভুট্টা সংগ্রহের ক্ষেত্রে মোচা চক্‌চক্‌ খড়ের রং ধারণ করলে এবং পাতা কিছুটা হলদে হলে সংগ্রহের উপযুক্ত হয়। এ অবস্থায় মোচা থেকে ছড়ানো বীজের গোড়ায় কালো দাগ দেখা যাবে। ভুট্টাগাছের মোচা ৭৫-৮০% পরিপক্ব হলে ভুট্টা সংগ্রহ করা যাবে। বীজ হিসেবে মোচার মাঝামাঝি অংশ থেকে বড় ও পুষ্ট দানা সংগ্রহ করতে হবে।

চিত্রশালা

তথ্যসূত্র

Tags:

ভুট্টা পুষ্টি মূল্যভুট্টা ব্যবহারভুট্টা সার প্রয়োগ পদ্ধতিভুট্টা সেচ ও আগাছা ব্যবস্থাপনাভুট্টা রবীজ পচা এবং চারা গাছের রোগ দমনভুট্টা প্রতিকারভুট্টা রপাতা ঝলসানো রোগ দমনভুট্টা প্রতিকারভুট্টা ফসল সংগ্রহভুট্টা চিত্রশালাভুট্টা তথ্যসূত্রভুট্টা

🔥 Trending searches on Wiki বাংলা:

যুক্তফ্রন্টপুলিশইসলামের ইতিহাসরংপুর বিভাগবাংলার ইতিহাসআলহামদুলিল্লাহভারতীয় জনতা পার্টিজামালপুর জেলাপ্রযুক্তিপথের পাঁচালীইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ক্রিকেটসেলজুক সাম্রাজ্যনিমমাদারীপুর জেলাসূরা নাসহসন্তশাবনূরফুটবল ক্লাব বার্সেলোনাকালামসৈয়দ ওয়ালীউল্লাহমিঠুন চক্রবর্তীধর্ষণচাঁদপুর জেলালালসালু (উপন্যাস)হাদিসলক্ষ্মীপুর জেলাচাণক্যবিভিন্ন দেশের মুদ্রাউমর ইবনুল খাত্তাবসতীদাহযৌন ওষুধরংপুরজ্বীন জাতিমানব দেহবাংলাদেশের বিমানবন্দরের তালিকাতিলোত্তমামুসাকম্পিউটার কিবোর্ডমানব শিশ্নের আকারসিরাজউদ্দৌলাওয়ার্ল্ড ওয়াইড ওয়েবসজনেবাংলাদেশের উপজেলাকরোনাভাইরাসমৌসুমি বায়ুমুহাম্মাদ ফাতিহভিয়েতনামআবদুল হামিদ খান ভাসানীআরবি বর্ণমালাবাংলাদেশ ব্যাংকআমাশয়জিয়াউর রহমানবাংলাদেশের সংবাদপত্রের তালিকালোকনাথ ব্রহ্মচারীশেখ হাসিনানৃত্যফরিদপুর জেলাযোহরের নামাজসাঁওতালজাতীয় সংসদফিলিস্তিনতাপপ্রবাহহস্তমৈথুনরবীন্দ্রজয়ন্তীকলাবাংলা সংখ্যা পদ্ধতিকুমিল্লাজগদীশ চন্দ্র বসুবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধতাপ সঞ্চালন২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগচেন্নাই সুপার কিংসদক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাবাংলাদেশের সর্বাধিক ব্যবসাসফল চলচ্চিত্রসমূহের তালিকামিজানুর রহমান আজহারীতথ্য২০২২ ফিফা বিশ্বকাপ🡆 More