গোল মরিচ: উদ্ভিদের প্রজাতি

গোল মরিচ (বৈজ্ঞানিক নাম: Piper nigrum ইংরেজি নাম Black pepper) পিপারাসি গোত্রের পিপার গণের একটি লতাজাতীয় উদ্ভিদ। এদের ফলকে শুকিয়ে মসলা হিসাবে ব্যবহার করা হয়। গোল মরিচের Pepper শব্দটি এসেছে সংস্কৃত ভাষার পিপালী শব্দ থেকে, যার অর্থ দীর্ঘ মরিচ। এখান থেকে উদ্ভূত হয়েছে লাতিন ভাষার piper যা মরিচ ও গোল মরিচ দুটোকেই বোঝানোর জন্য রোমানরা ব্যবহার করতো।

Black pepper
গোল মরিচ
গোল মরিচ: বিবরণ:, গুনাগুণ:, রাসায়নিক উপাদান:
কাঁচা গোলমরিচ ফল সহ গোল মরিচ গাছ।
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Plantae
শ্রেণীবিহীন: Angiosperms
শ্রেণীবিহীন: Magnoliids
বর্গ: Piperales
পরিবার: Piperaceae
গণ: Piper
প্রজাতি: P. nigrum
দ্বিপদী নাম
Piper nigrum
L.

বিবরণ:

গোল মরিচ ফলটি গোলাকার, ৫ মিলিমিটার ব্যাসের, এবং পাকা অবস্থায় গাঢ় লাল বর্ণের হয়ে থাকে। এর মধ্যে মাত্র ১টি বীজ থাকে। গোল মরিচ গাছের আদি উৎস দক্ষিণ ভারত। পৃথিবীর উষ্ণ ও নিরক্ষীয় এলাকায় এটির চাষ হয়ে থাকে।

গোল মরিচের গুঁড়া পশ্চিমা (ইউরোপীয়) খাদ্যে মসলা হিসাবে ব্যবহার করা হয় প্রাচীন কাল থেকে। তবে ভারত বর্ষের মসলাধিক্য রান্নায় এটির ব্যবহার প্রচুর। এছাড়া ঔষধী গুণাগুণের জন্যেও এটি সমাদৃত। গোল মরিচে পাইপারিন (piperine) নামের রাসায়নিক উপাদান রয়েছে, যা থেকে এর ঝাঁঝালো স্বাদটি এসেছে।

গুনাগুণ:

গ্যাসট্রিক, কফ, ঠাণ্ডাজনিত সমস্যায়, ক্যান্সার কোষের বৃদ্ধি ব্যাহত করতে, ওজন কমাতে বিশেষভাবে সাহায্য করে।

রাসায়নিক উপাদান:

গোলমরিচে অনেক পরিমানে মেন্থল আছে। শুকনো গোলমরিচের (০.৩-০ .৪%) -এ সাধারণত মেন্থল (৭-৪৮%), মেন্টোন (২০-৪৬%), মিথাইল অ্যাসিটেট (৩-১০%), মেন্থোফুরান (১-১৭%) এবং ১,৮-সিনোল (৩-৬%) সমন্বিত উদ্বায়ী তেল থাকে। এছাড়াও limonene, pulegone, caryophyllene এবং pinene সহ অনেক যৌগ সামান্য পরিমাণে রয়েছে।

তথ্যসূত্র:

বহিঃসংযোগ:

Tags:

গোল মরিচ বিবরণ:গোল মরিচ গুনাগুণ:গোল মরিচ রাসায়নিক উপাদান:গোল মরিচ তথ্যসূত্র:গোল মরিচ বহিঃসংযোগ:গোল মরিচ

🔥 Trending searches on Wiki বাংলা:

লোকসভাফরাসি বিপ্লবভারতের নির্বাচন কমিশনআমচেক প্রজাতন্ত্রসূরা ক্বদরআইসোটোপমোশাররফ করিমপানিইসলাম ও হস্তমৈথুনরাজশাহী বিভাগআমাজন অরণ্যপ্রাকৃতিক পরিবেশফিলিস্তিনের ইতিহাসঅপু বিশ্বাসসিঙ্গাপুরতুরস্কবাংলাদেশ সেনাবাহিনীর পদবিজাকির নায়েকমিজানুর রহমান আজহারীবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলবিকাশতিতুমীরমুহাম্মাদের সন্তানগণকুড়িগ্রাম জেলাঅরবিন্দ কেজরীওয়ালনাটকবাংলা ভাষায় সাহিত্য অকাদেমি পুরস্কার বিজয়ীদের তালিকাবাংলা ব্যঞ্জনবর্ণউজবেকিস্তানসূরা ইয়াসীনথ্যালাসেমিয়াবাংলাদেশী জাতীয় পরিচয় পত্রবৌদ্ধধর্মের ইতিহাসকৃষ্ণচন্দ্র রায়আহসান মঞ্জিলচিকিৎসকন্যাটোগুরুতর তীব্র শ্বাসযন্ত্রীয় রোগলক্ষণসমষ্টি সৃষ্টিকারী করোনাভাইরাস ২জাতিসংঘএকাদশ রুদ্রনেপাললুয়ান্ডাসিরাজগঞ্জ জেলাসাধু ভাষাই-মেইলবিজয় দিবস (বাংলাদেশ)সোনালী ব্যাংক পিএলসিজাতিসংঘের মহাসচিববাল্যবিবাহবিদায় হজ্জের ভাষণপূর্ণ সংখ্যাটাঙ্গাইল জেলাসর্বনামবৈজ্ঞানিক পদ্ধতিকলকাতা নাইট রাইডার্সখালিদ বিন ওয়ালিদচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়নীলদর্পণশ্রীকৃষ্ণকীর্তনমহাত্মা গান্ধীআসরের নামাজঅস্ট্রেলিয়া (মহাদেশ)কুতুব মিনারবঙ্গভঙ্গ (১৯০৫)রাজশাহীবুধ গ্রহলোকনাথ ব্রহ্মচারীমাহরামবাঙালি হিন্দু বিবাহউত্তম কুমারতথ্যশাকিব খান অভিনীত চলচ্চিত্রের তালিকাবাংলাদেশের সংস্কৃতিইউরোপীয় ইউনিয়নযৌন খেলনাবাংলাদেশের অর্থনীতিরামায়ণ🡆 More