ওপেক

ওপেক (ইংরেজি: Organization of the Petroleum Exporting Countries, OPEC) হচ্ছে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির একটি আন্তঃসরকারি সংস্থা। এর সদস্য মোট ১৩ টি দেশ। ১৪ সেপ্টেম্বর ১৯৬০ সালে বাগদাদে প্রথম পাঁচ সদস্য (ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব এবং ভেনেজুয়েলা) এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। ১৯৬৫ সাল থেকে অস্ট্রিয়ার ভিয়েনায় এর সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হচ্ছে, যদিও অস্ট্রিয়া ওপেক সদস্যভুক্ত দেশ নয়। সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত, ১৩ টি সদস্য দেশ বিশ্বব্যাপী তেল উৎপাদনের আনুমানিক ৪৪ শতাংশ এবং বিশ্বের প্রমাণিত তেলের রিজার্ভের ৮১.৫ শতাংশের মত সংগ্রহে ছিল। ফলে ওপেক বিশ্বব্যাপী তেলের দামের উপর একটি বড় প্রভাব ফেলতে সক্ষম হয়েছিল। ১ জানুয়ারী ২০১৯ এ কাতার এবং ১ জানুয়ারী ২০২০ এ ইকুয়েডর এবং ১ জানুয়ারী ২০২৪ এ এঙ্গোলা সদস্য পদ ছেড়ে দেয়ার দরুন এর সদস্য সংখ্যা বর্তমানে ১২ টি।

তেল রপ্তানীকারক দেশগুলোর সংগঠন
তেল রপ্তানীকারক দেশগুলোর সংগঠনের Suit
Suit
তেল রপ্তানীকারক দেশগুলোর সংগঠনের অবস্থান
সদর দপ্তরভিয়েনা, অষ্ট্রিয়া
সরকারী ভাষাইংরেজি
ধরনবাণিজ্য সংযোজন (Trade bloc)
সদস্য দেশগুলি
নেতৃবৃন্দ
• মহাসচিব
মোহাম্মদ সানুসি বারকিন্দো (নাইজেরিয়া) ( ১ আগস্ট ২০১৬- বর্তমান)
প্রতিষ্ঠিত
• সংবিধি
সেপ্টেম্বর ১০-১৪ ১৯৬০
কার্যত জানুয়ারি ১৯৬১
আয়তন
• মোট
১,১৮,৫৪,৯৭৭ কিমি (৪৫,৭৭,২৩২ মা)
জনসংখ্যা
• আনুমানিক
৩৭,২৩,৬৮,৪২৯
• ঘনত্ব
৩১.১৬/কিমি (৮০.৭/বর্গমাইল)
মুদ্রাIndexed as USD-per-barrel
ওয়েবসাইট
http://www.opec.org/

এ সংস্থার লক্ষ্য হল "এর সদস্য দেশগুলির পেট্রোলিয়াম নীতিগুলির সমন্বয় ও একীকরণ করা এবং তেলের বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করা, যাতে ভোক্তাদের কাছে পেট্রোলিয়ামের একটি দক্ষ, অর্থনৈতিক এবং নিয়মিত সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি তেল উৎপাদনপকারী দেশের একটি স্থিতিশীল আয়ের উৎস তৈরি হত এবং পেট্রোলিয়াম শিল্পে বিনিয়োগকারীরা যেন তাদের মূলধনের উপর ন্যায্য রিটার্ন পায়।"

গঠন

১৯৬০ সালের ১৪ সেপ্টেম্বর ওপেক গঠিত হয়।

সদস্য

ওপেক এর বর্তমানে এর সদস্য.১৩টি দেশ - অ্যাঙ্গোলা, আলজেরিয়া, ইরাক, ইরান, ইউএই, কুয়েত, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, লিবিয়া, সৌদি আরব, গ্যাবন, ইকুয়েটোরিয়াল গিনিইন্দোনেশিয়া ২০০৮ সালে ওপেক থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। সারা পৃথিবীতে তেলের দাম নিধারন এবং রপ্তানি ও আমদানিতে বেশ গুরুত্ব বহন করে ।

উদ্দেশ্য

সদস্য দেশগুলোর মধ্যে পরস্পরকে বাণিজ্যিক সুবিধা দিয়ে শুল্কমুক্ত বাণিজ্যের এক বিশাল এলাকা গড়ে তোলা। ইন্দোনেশিয়া, ইকুয়েডর ও কাতার এর প্রাক্তন সদস্য।

ওপেকের গঠন প্রাকৃতিক সম্পদের উপর জাতীয় সার্বভৌমত্বের দিকে মোড় ঘুরিয়েছে এবং ওপেকের সিদ্ধান্তগুলি বিশ্বব্যাপী তেল বাজার এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে। প্রভাবগুলি বিশেষত শক্তিশালী হতে পারে যখন যুদ্ধ বা নাগরিক ব্যাধি সরবরাহে বর্ধিত বাধা সৃষ্টি করে। 1970-এর দশকে তেল উৎপাদনে বিধিনিষেধের ফলে তেলের দাম এবং ওপেকের উপার্জন ও সম্পদে নাটকীয় বৃদ্ধি ঘটে, বৈশ্বিক অর্থনীতির দীর্ঘস্থায়ী ও সুদূরপ্রসারী পরিণতি ঘটে। ১৯৮০-এর দশকে, ওপেক তার সদস্য দেশগুলির জন্য উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ শুরু করে; সাধারণত লক্ষ্যমাত্রা কমে গেলে তেলের দাম বেড়ে যায়। সংস্থাটির 2008 এবং 2016 সালের ওভারসপ্লাই ট্রিম করার সিদ্ধান্ত থেকে এটি সম্প্রতি ঘটেছিল।

তথ্যসূত্র

Tags:

ওপেক গঠনওপেক সদস্যওপেক উদ্দেশ্যওপেক তথ্যসূত্রওপেকইংরেজি ভাষাকাতার

🔥 Trending searches on Wiki বাংলা:

কুমিল্লাবাঙালি হিন্দু বিবাহসাধু ভাষাপশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২১শনি (দেবতা)আসামপূর্ণিমা (অভিনেত্রী)পৃথিবীবিদায় হজ্জের ভাষণচট্টগ্রামইউসুফলিঙ্গ উত্থান ত্রুটিজীববৈচিত্র্যজহির রায়হানমহাভারতবাংলাদেশের ইতিহাসডায়াচৌম্বক পদার্থহাদিস২০২২–২৩ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের পাকিস্তান সফর (এপ্রিল ২০২৩)কারকবাংলাদেশের ইউনিয়নপশ্চিমবঙ্গে ভারতের সাধারণ নির্বাচন, ২০২৪দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনচট্টগ্রাম জেলাসৌদি রিয়ালকলাইসরায়েলবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাঐশ্বর্যা রাইবিশ্বায়নবাংলাদেশ আনসারদ্বাদশ জাতীয় সংসদ সদস্যদের তালিকাতাহসান রহমান খানইসলামে বিবাহপল্লী সঞ্চয় ব্যাংকবেগম রোকেয়াসচিব (বাংলাদেশ)বাংলাদেশ জামায়াতে ইসলামীইহুদি গণহত্যাবদরের যুদ্ধএইচআইভিজগদীশ চন্দ্র বসুদক্ষিণ কোরিয়ামার্কিন যুক্তরাষ্ট্রকুষ্টিয়া জেলাভৌগোলিক নির্দেশকতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়দক্ষিণ এশিয়াজোট-নিরপেক্ষ আন্দোলনদারুল উলুম দেওবন্দরাজশাহী বিশ্ববিদ্যালয়সাহারা মরুভূমিপুলিশজরায়ুমান্নাসূরা ফালাকওয়ালাইকুমুস-সালামআব্বাসীয় বিপ্লবসাজেক উপত্যকাপেপসিবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়এ. পি. জে. আবদুল কালামজসীম উদ্‌দীননারী খৎনাএইচআইভি/এইডসমেঘনা বিভাগভারতের জাতীয় পতাকাসরকারি বাঙলা কলেজবঙ্গবন্ধু-২বাংলাদেশ ব্যাংকের গভর্নরদের তালিকাগোত্র (হিন্দুধর্ম)সৈয়দ সায়েদুল হক সুমনঢাকাবাংলাদেশের প্রধান বিচারপতিবিশেষ শাখা (বাংলাদেশ পুলিশ)চিরস্থায়ী বন্দোবস্তমানবজমিন (পত্রিকা)🡆 More