অভিনেত্রী পূর্ণিমা

দিলারা হানিফ রিতা (জন্ম: ১১ জুলাই ১৯৮১) একজন বাংলাদেশী অভিনেত্রী, তিনি চলচ্চিত্র জগতে পূর্ণিমা নামে অধিক পরিচিত । জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার (১৯৯৮) চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয়। কাজী হায়াৎ পরিচালিত ওরা আমাকে ভাল হতে দিল না (২০১০) চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনি তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

পূর্ণিমা
অভিনেত্রী পূর্ণিমা
জন্ম
দিলারা হানিফ রিতা

(1981-07-11) ১১ জুলাই ১৯৮১ (বয়স ৪২)
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্বঅভিনেত্রী পূর্ণিমা বাংলাদেশ
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৯৮ – বর্তমান
দাম্পত্য সঙ্গীমোস্তাক কিবরিয়া (বি. ২০০৫; বিচ্ছেদ. ২০০৭)আহমেদ ফাহাদ জামাল (বি. ২০০৭; বিচ্ছেদ. ২০২১)
আশফাকুর রহমান রবিন (বি. ২০২২)
সন্তানআরশিয়া উমাইজা (মেয়ে)
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার (১ বার)

পূর্ণিমা অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে এফ আই মানিক পরিচালিত অপরাধ-নাট্যধর্মী লাল দরিয়া (২০০২), মতিউর রহমান পানু পরিচালিত প্রণয়ধর্মী মনের মাঝে তুমি (২০০৩), চাষী নজরুল ইসলাম পরিচালিত যুদ্ধভিত্তিক মেঘের পরে মেঘ (২০০৪) ও নাট্যধর্মী সুভা, এবং এস এ হক অলিক পরিচালিত প্রণয়ধর্মী হৃদয়ের কথা (২০০৬) ও আকাশ ছোঁয়া ভালোবাসা (২০০৮)। পূর্ণিমার চলচ্চিত্রে অভিষেক হয় রিয়াজের বিপরীতে। রিয়াজের বিপরীতেই ২৫টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন।

প্রাথমিক জীবন

পূর্ণিমা ১৯৮১ সালের ১১ জুলাই বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তার বেড়ে ওঠা ঢাকায়। তার পারিবারিক নাম দিলারা হানিফ ও ডাক নাম রিতা।

কর্মজীবন

অভিনেত্রী পূর্ণিমা 
রিয়াজ ও পূর্ণিমা আকাশ ছোঁয়া ভালোবাসা চলচ্চিত্রের সেটে মহড়ায় ২০০৭-এ

পূর্ণিমার চলচ্চিত্রে আগমন জাকির হোসেন রাজু পরিচালিত এ জীবন তোমার আমার দিয়ে। চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৭ সালে, তখন তিনি ক্লাস নাইনে পড়তেন। সুন্দর চেহারার অধিকারিণী এই অভিনেত্রী শুরুতেই অভিনয় এর সাথে সাথে অসাধারণ শারীরিক সৌন্দর্য এর জন্য সবার মন জয় করে নেন।  মিস ডায়নাকাল্লু মামা ছায়াছবিতে বেশ খোলামেলা পোশাকে হাজির হয়ে দর্শকদের নজর কাড়েন। ২০০৩ সালে মুক্তি পায় তার সব থেকে সফল ছবি মতিউর রহমান পানু পরিচালিত মনের মাঝে তুমি। এটি বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বাংলাদেশের সবথেকে সফল ছবির মধ্যে অন্যতম। ২০০৪ সালে রাবেয়া খাতুনের উপন্যাস মেঘের পরে মেঘ অবলম্বনে চাষী নজরুল ইসলাম পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক ছায়াছবি মেঘের পরে মেঘ ছবিতে অভিনয় করেন। এছাড়া কাজী নজরুল ইসলামের গল্প রাক্ষুসী নিয়ে নির্মিত চলচ্চিত্র রাক্ষুসীতে ও অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। ২০০৫ সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্প অবলম্বনে নির্মিত শাস্তি চলচ্চিত্র চন্দরা চরিত্রে অভিনয় করেন।

২০০৬ সালে রবীন্দ্রনাথের শুভাসিনী গল্প অবলম্বনে নির্মিত সুভা চলচ্চিত্রে তিনি নাম ভূমিকায় একজন বাক প্রতিবন্ধী চরিত্রে অভিনয় করেন। একই বছর তার অন্যতম বাণিজ্যিক সফল ছায়াছবি হৃদয়ের কথা মুক্তি পায় এবং এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন। ২০০৭ সালে তিনি ধোকা চলচ্চিত্রে অভিনয়ের জন্য সমালোচক শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) বিভাগে পুরস্কৃত হন এবং মনের সাথে যুদ্ধ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) বিভাগে মনোনীত হন। ২০০৮ সালে তার অভিনীত আরেকটি বাণিজ্যিক সফল ছায়াছবি আকাশ ছোঁয়া ভালোবাসা মুক্তি পায়। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার-এর তারকা জরিপ ও সমালোচক শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) বিভাগে মনোনীত হন। একই বছর তিনি মান্নার প্রযোজিত শেষ চলচ্চিত্র পিতামাতার আমানত-এ মান্নার বিপরীতে অভিনয় করেন। ২০০৯ সালে ওয়াকিল আহমেদ পরিচালিত কে আমি, মনতাজুর রহমান আকবর পরিচালিত মায়ের চোখ এবং এফ আই মানিক পরিচালিত আমার স্বপ্ন আমার সংসার ছায়াছবিতে অভিনয় করেন। এছাড়া এ বছর তিনি শুভ বিবাহ চলচ্চিত্রে অতিথি চরিত্রে অভিনয় করেন। ২০১০ সালে কাজী হায়াৎ পরিচালিত ওরা আমাকে ভাল হতে দিল না ছায়াছবিতে অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মত শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। একই বছর পরাণ যায় জ্বলিয়া রে ছায়াছবির জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার-এর তারকা জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) বিভাগে মনোনীত হন।

অভিনেত্রী পূর্ণিমা 
পূর্ণিমা একজন বাংলাদেশী অভিনেত্রী।

২০১১ সালে চিত্রনায়ক আলমগীর প্রযোজিত শাহ আলম কিরণ পরিচালিত মাটির ঠিকানা মুক্তি পায়। ছায়াছবিটি বাণিজ্যিক সফলতা লাভ করে। পাশাপাশি মুক্তি পায় আরেক চিত্রনায়ক সোহেল রানা প্রযোজিত আহমেদ নাসির পরিচালিত মায়ের জন্য পাগল। এটিও বাণিজ্যিক সফলতা লাভ করে ও পূর্ণিমা মেরিল-প্রথম আলো পুরস্কার-এর তারকা জরিপ শাখায় শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী) বিভাগে মনোনয়ন লাভ করেন। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার চলচ্চিত্রটি বাণিজ্যিক সফলতা লাভ করে। বড় বাজেটের এ ছায়াছবিতে অভিনয় করেন রাজ্জাক, সোহেল রানা, আলমগীর, ও শাকিব খান। ২০১৪ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত লোভে পাপ পাপে মৃত্যু চলচ্চিত্রটি মুক্তি পায়। এতে পূর্ণিমার বিপরীতে ছিলেন রিয়াজ। কন্যা সন্তান জন্মানোর পর তিনি অভিনয় থেকে বিরতি নেন এবং ২০১৬ সালে ফিরে আসেন প্রতিবন্ধীদের নিয়ে নির্মিত চলচ্চিত্র বন্ধ দরজা দিয়ে।

পূর্ণিমা চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি টিভি নাটকেও কাজ করেছেন। ২০১১ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবস উপলক্ষে তার ছোটগল্প ল্যাবরেটরি অবলম্বনে মাহবুবা ইসলাম সুমির পরিচালনায় ল্যাবরেটরি নাটকে সেজুতি চরিত্রে অভিনয় করেন। এছাড়া একই বছর বিভিন্ন টেলিভিশন চ্যানেলের জন্য ঈদের পাঁচটি নাটকে অভিনয় করেন। নাটকগুলো হল আরিফ খান পরিচালিত ওই খানে যেও নাকো তুমি, শামীমা আক্তার বেবী পরিচালিত উল্টোধনুক, মাহবুবা ইসলাম সুমি পরিচালিত এখনও ভালোবাসি, এসএ হক অলিকের পরিচালনায় নীলিমার প্রান্তে দাঁড়িয়েঅমানিশা। ২০১৫ সালে ঈদ উপলক্ষে নির্মিত প্রেম অথবা দুঃস্বপ্নের রাত দিন নাটকে অভিনয় করেন। তুহিন হোসেন পরিচালিত এ নাটকে তার বিপরীতে অভিনয় করেন মোশাররফ করিমইরেশ যাকের। ২০১৬ সালে প্রায় সাত মাসের বিরতির পর সেজান মাহমুদের লাভ অ্যান্ড কোং নাটকে অভিনয় করেন। এতে তার সহশিল্পী ছিল মাহফুজ আহমেদ। একই বছর সঙ্গীতশিল্পী হৃদয় খানের বিপরীতে এস এ হক অলিক পরিচালিত ফিরে যাওয়া হলো না টেলিফিল্মে অভিনয় করেছেন।

২০১৮ সাল থেকে তিনি তারকাদের নিয়ে আলাপচারিতা অনুষ্ঠান "এবং পূর্ণিমা" উপস্থাপনা করছেন। এই বছর তিনি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত হ্যালো ৯১১-লাভ ইমার্জেন্সি, রাজিবুল ইসলাম রাজিব পরিচালিত রোদ্দুরে পেয়েছি তোমার নাম টেলিছবি এবং আবির খান পরিচালিত ম্যানিকুই টেলিভিশন নাটকের অনুবর্তী পর্বে কাজ করেন।

ব্যক্তিগত জীবন

২০০৫ সালের ৬ সেপ্টেম্বর ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে ১ম বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার সাথে ডিভোর্স হয় ২০০৭ সালের ১৫ মে। ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি প্রথম কন্যা সন্তানের মা হন। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা। ফাহাদ জামালের সাথে বিচ্ছেদ ঘটার পর ২০২২ সালের ২৭ মে তিনি আশফাকুর রহমান রবিন এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

চলচ্চিত্রের তালিকা

চলচ্চিত্র

বছর চলচ্চিত্র চরিত্র পরিচালক টীকা
১৯৯৮ এ জীবন তোমার আমার সিথি জাকির হোসেন রাজু অভিনীত প্রথম চলচ্চিত্র
২০০১ নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি মাধুরী জাকির হোসেন রাজু
মেঘলা আকাশ রিমি নারগিস আক্তার
মায়ের সম্মান শান্তা গাজী জাহাঙ্গীর
শিকারী ইস্পাহানী-আরিফ জাহান মনোনীত: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার
২০০২ লাল দরিয়া আয়না এফ আই মানিক
মাস্তানের উপর মাস্তান মনতাজুর রহমান আকবর
স্বামী স্ত্রীর যুদ্ধ এফ আই মানিক মনোনীত: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার
আরমান মনতাজুর রহমান আকবর
২০০৩ জামাই শ্বশুর শিরি শাহাদাত খান
মনের মাঝে তুমি আনু/রেনু মতিউর রহমান পানু
২০০৪ মেঘের পরে মেঘ সুরাইয়া চাষী নজরুল ইসলাম মনোনীত: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার
টক ঝাল মিষ্টি প্রিয়া দেবাশীষ বিশ্বাস
আজকের সমাজ নজরুল ইসলাম খান
শাস্তি চন্দরা চাষী নজরুল ইসলাম মনোনীত: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার
২০০৫ গাদ্দারী সাফি-ইকবাল
ডেঞ্জার সেভেন সাফি-ইকবাল
বলো না ভালবাসি তমা সোহানুর রাহমান সোহান
সুভা সুভা চাষী নজরুল ইসলাম বাক প্রতিবন্ধী চরিত্রে
টাকা মৌলী শহীদুল ইসলাম খোকন মনোনীত: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার
ছোট্ট একটু ভালবাসা জি সরকার
বাধা বৃষ্টি শাহীন সুমন
২০০৬ সাথী তুমি কার এম এম সরকার
রাক্ষুসী মতিন রহমান
দাফন জাহাঙ্গীর আলম
হৃদয়ের কথা অধরা এস এ হক অলিক বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার
২০০৭ তুমি কত সুন্দর ভাবনা আবিদ হাসান বাদল
ধোকা শাহীন সুমন বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার
ধনী গরীবের প্রেম আবিদ হাসান বাদল
ক্ষমতার গরম পি এ কাজল
মনের সাথে যুদ্ধ মনোনীত: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার
মা আমার স্বর্গ জাকির হোসেন রাজু
উল্টা পাল্টা ৬৯ পূর্ণা মালেক আফসারী
জীবনের চেয়ে দামী সাথী মুস্তাফিজুর রহমান বাবু
২০০৮ বিয়ের প্রস্তাব এফ আই মানিক
তোমাকেই খুঁজছি মতিন রহমান
আকাশ ছোঁয়া ভালোবাসা ছোঁয়া এস এ হক অলিক মনোনীত: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার
মনোনীত: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার
পিতা মাতার আমানত এফ আই মানিক
২০০৯ কে আমি নীলিমা ওয়াকিল আহমেদ
শ্রমিক নেতা কাজী হায়াৎ
ভুল সবই ভুল মঈন বিশ্বাস
শুভ বিবাহ দেবাশীষ বিশ্বাস অতিথি চরিত্রে
সবাইতো ভালোবাসা চায় দেলোয়ার জাহান ঝন্টু
ভালোবাসার লাল গোলাপ মোহাম্মদ হোসেন জেমী
চিরদিন আমি তোমার শানু এফ আই মানিক
২০১০ জমিদার শাহীন সুমন
আমার স্বপ্ন কাজী হায়াৎ
মা আমার জান আহমেদ নাসির
মায়ের চোখ মনতাজুর রহমান আকবর
আমার মা আমার অহংকার রাজু চৌধুরী
আমার স্বপ্ন আমার সংসার এফ আই মানিক
পরাণ যায় জ্বলিয়া রে সোহানুর রহমান সোহান মনোনীত: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার
ওরা আমাকে ভাল হতে দিল না সেতু কাজী হায়াৎ বিজয়ী: বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী
২০১১ মায়ের জন্য পাগল আহমেদ নাসির মনোনীত: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার
গরিবের মন অনেক বড় মোহাম্মদ আসলাম
মাটির ঠিকানা শাহ আলম কিরণ
বন্ধু তুমি আমার নজরুল ইসলাম
অস্ত্র ছাড়ো কলম ধর রাজু চৌধুরী
২০১২ আই লাভ ইউ মুশফিকুর রহমান গুলজার
রাজা সূর্য খাঁ চাঁদ সুলতানা গাজী মাহবুব
২০১৩ জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার লিলি শাহীন সুমন
ছায়া-ছবি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মাণাধীন
২০১৪ লোভে পাপ পাপে মৃত্যু সোহানুর রহমান সোহান
২০১৭ টু বি কন্টিনিউড... ইফতেখার আহমেদ ফাহমি
২০২১ চিরঞ্জীব মুজিব শেখ ফজিলাতুন্নেছা মুজিব নজরুল ইসলাম
টিবিএ বন্ধ দরজা শাহরিয়ার নাজিম জয় নির্মাণাধীন
জ্যাম নঈম ইমতিয়াজ নেয়ামুল নির্মাণাধীন
গাঙচিল নঈম ইমতিয়াজ নেয়ামুল নির্মাণাধীন

ওয়েব ও টেলিভিশন

বছর নাটক পরিচালক চ্যানেল টীকা
২০১১ ল্যাবরেটরি মাহবুবা ইসলাম সুমি চ্যানেল আই বিশ্বকবির ল্যাবরেটরি গল্প অবলম্বনে
এখনো ভালবাসি মাহবুবা ইসলাম সুমি চ্যানেল আই
নীলিমার প্রান্তে দাঁড়িয়ে এস এ হক অলিক চ্যানেল আই
অমানিশা এস এ হক অলিক মাছরাঙা
ওইখানে যেওনাকো তুমি আরিফ খান এনটিভি
উল্টোধনুক শামীমা আক্তার বেবী এনটিভি
২০১৫ প্রেম অথবা দুঃস্বপ্নের রাত দিন তুহিন হোসেন
২০১৬ লাভ অ্যান্ড কোং সেজান মাহমুদ
ফিরে যাওয়া হলো না এস এ হক অলিক
২০২১ মুন্সিগিরি অমিতাভ রেজা চৌধুরী চরকি

পুরস্কার ও সম্মাননা

    ডায়মন্ড ওয়ার্ল্ড চ্যানেল আই পুরস্কার
  • মনোনীত: শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী - ২০১১

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

অভিনেত্রী পূর্ণিমা প্রাথমিক জীবনঅভিনেত্রী পূর্ণিমা কর্মজীবনঅভিনেত্রী পূর্ণিমা ব্যক্তিগত জীবনঅভিনেত্রী পূর্ণিমা চলচ্চিত্রের তালিকাঅভিনেত্রী পূর্ণিমা পুরস্কার ও সম্মাননাঅভিনেত্রী পূর্ণিমা তথ্যসূত্রঅভিনেত্রী পূর্ণিমা বহিঃসংযোগঅভিনেত্রী পূর্ণিমাওরা আমাকে ভাল হতে দিল নাকাজী হায়াৎজাকির হোসেন রাজুজাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)বাংলাদেশবাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী

🔥 Trending searches on Wiki বাংলা:

প্রাকৃতিক পরিবেশমলাশয়ের ক্যান্সারআবু বকরবাংলাদেশের মন্ত্রিসভাপ্রাকৃতিক দুর্যোগভারতের সংবিধানআদমবাংলাদেশ সিভিল সার্ভিসসিফিলিসআবহাওয়াযোহরের নামাজমাহিয়া মাহিগ্রীষ্মব্রাজিল জাতীয় ফুটবল দলপ্রাচীন ভারতম্যালেরিয়াসূর্যগ্রহণবিকাশবিভিন্ন দেশের মুদ্রাআলেকজান্ডার বো২০২৪ কোপা আমেরিকামাহরামইউএস-বাংলা এয়ারলাইন্সতানজিন তিশাপানিপথের প্রথম যুদ্ধরক্ত২০২৪ব্যাকটেরিয়ামানিউটনের গতিসূত্রসমূহবিমান বাংলাদেশ এয়ারলাইন্সপলিসিস্টিক ওভারি সিন্ড্রোমসালাহুদ্দিন আইয়ুবিভূমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধিইউরোপীয় ইউনিয়নসংস্কৃতিবৃষ্টিবৈজ্ঞানিক পদ্ধতিসার্বজনীন পেনশনজাতীয় সংসদ ভবনপ্রথম ওরহানব্যঞ্জনবর্ণশীর্ষে নারী (যৌনাসন)দুবাইপরীমনিতাপএইচআইভি/এইডসভারতীয় জাতীয় কংগ্রেসকমনওয়েলথ অব নেশনসগাজওয়াতুল হিন্দইন্সটাগ্রামসাঁওতাল বিদ্রোহজলবায়ুইসরায়েল–হামাস যুদ্ধলোকসভা কেন্দ্রের তালিকাজাতীয় বিশ্ববিদ্যালয়বাংলাদেশের বিমানবন্দরের তালিকাবৃক্ষচন্দ্রগ্রহণইন্টারনেটআইসোটোপবাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের তালিকাবিদ্রোহী (কবিতা)চিয়া বীজনোরা ফাতেহিমিয়া খলিফা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপশাহ জাহাননারী ক্ষমতায়নবাংলাদেশের জাতীয় পতাকাডাচ্-বাংলা ব্যাংক পিএলসিথ্যালাসেমিয়াওবায়দুল কাদেরমহাসাগরবাংলাদেশ নৌবাহিনীর প্রধানবিশ্ব বই দিবসসাদিয়া জাহান প্রভাজিয়াউর রহমান🡆 More