গাজওয়াতুল হিন্দ

গাজওয়াতুল হিন্দ হচ্ছে ইসলামের সর্বশেষ নবি মুহাম্মাদের একটি ভবিষ্যদ্বাণী, যেখানে উল্লেখ আছে, ভারতীয় উপমহাদেশে মুসলিম ও অমুসলিমদের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হবে, যাতে মুসলমানদের বিজয় ঘটবে।

গাজওয়াতুল হিন্দ
নাসার কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ভারতীয় উপমহাদেশের ছবি

ধর্মীয় পান্ডুলিপিতে

হাদিস

আবু হুরায়রা কর্তৃক বর্ণিত মুহাম্মাদ ভারতের (তৎকালীন সময়ে "ভারত" বলতে পুরো অখণ্ড ভারত বা ভারতীয় উপমহাদেশকে বোঝানো হতো) কথা উল্লেখ করেছেন এবং বলেছেন,

অবশ্যই আমাদের একটি দল ভারতের সাথে যুদ্ধ করবে, আল্লাহ্ সেই দলের যোদ্ধাদের সফলতা দান করবেন, আর তারা রাজাদের শিকল/বেড়ি দিয়ে টেনে আনবে । এবং আল্লাহ্ সেই যোদ্ধাদের ক্ষমা করে দিবেন (এই বরকতময় যুদ্ধের দরুন)। এবং সে মুসলিমেরা ফিরে আসবে তারা ঈসা ইবনে মরিয়ম কে সিরিয়ায় (শাম) পাবে।

আবু হুরায়রা বলেন,

“ আমি যদি সেই গাযওয়া পেতাম, তাহলে আমার সকল নতুন ও পুরাতন সামগ্রী বিক্রি করে দিতাম এবং এতে অংশগ্রহণ করতাম । যখন আল্লাহ্ (সুবঃ) আমাদের সফলতা দান করতেন এবং আমরা ফিরতাম, তখন আমি একজন মুক্ত আবু হুরায়রা হতাম; যে কিনা সিরিয়ায় হযরত ঈসা কে পাবার গর্ব নিয়ে ফিরত । ও মুহাম্মাদ  ! সেটা আমার গভীর ইচ্ছা যে আমি ঈসা এর এত নিকটবর্তী হতে পারতাম, আমি তাকে বলতে পারতাম যে আমি মুহাম্মাদের একজন সাহাবী।"

”বর্ণনাকারী বলেন যে মুহাম্মাদ মুচকি হাসলেন এবং বললেনঃ ‘খুব কঠিন, খুব কঠিন ’

উল্লেখ্য, মুসনাদে আহমদ, শাইখ নাসেরুদ্দিন আলবানী (র) হাদিসটিকে সহিহ বলেছেন

হাদিসে উল্লেখ পাওয়া যায়, মুহাম্মাদ বলেছিলেনঃ

"আমার উম্মতের দুটি দল, আল্লাহ্ তা‘আলা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করবেন। একদল যারা হিন্দুস্থানের জিহাদ করবে, আর একদল যারা ঈসা ইব্ন মারিয়াম -এর সঙ্গে থাকবে।"

আরও উল্লেখ পাওয়া যায় আবু হুরায়রা বলেছেন,

"রাসুলুল্লাহ (সা) আমাদেরকে ভারত অভিযানের ওয়াদা দিয়েছিলেন। যদি আমি তা (ঐ যুদ্ধে অংশ নেওয়ার সুযোগ) পাই, তা হলে আমি তাতে আমার সকল সম্পদ ব্যয় করব। আর যদি আমি তাতে নিহত হই, তাহলে আমি শহিদের মধ্যে উত্তম সাব্যস্ত হব। আর যদি আমি ফিরে আসি তা হলে আমি হবো জাহান্নাম হতে মুক্ত।"[সনদ দুর্বল (যইফ)]

হযরত কা’ব থেকে বর্ণিত, মুহাম্মাদ বলেন,

"বায়তুল মোকাদ্দাসের (জেরুসালেমের) একজন রাজা ভারতের দিকে সৈন্য প্রেরণ করবে এবং সেখানের যাবতীয় সম্পদ ছিনিয়ে নিবে। ঐ সময় ভারত বায়তুল মোকাদ্দাসের (জেরুসালেমের) একটি অংশ হয়ে যাবে। তখন তার সামনে ভারতের সৈন্য বাহিনী গ্রেফতার অবস্থায় পেশ করা হবে। প্রায় গোটা পৃথিবী তার শাসনের অধীনে থাকবে। ভারতে তাদের অবস্থান দাজ্জালের আবির্ভাব হওয়া পর্যন্ত থাকবে"।

— আল ফিতান: নুয়াইম বিন হাম্মাদ - ১২৩৫

বিশেষজ্ঞদের অভিমত

কিছু ধর্মবিদ ও ইতিহাসবিদ বিশ্বাস করেন যে এই ভবিষ্যদ্বাণী ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে যখন মুসলমানরা দ্বিতীয় উমাইয়া খলিফা, মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান এর শাসনামলে মাহমুদ গজনভি ভারত আক্রমণ করেছিল। অপরপক্ষ বিশ্বাস করে যে, এটা ঘটবে ইমাম মাহদীর সময়কালে কারণ এই হাদিসে ঈসা ইবনে মরিয়ম এর সাথে থাকার উল্লেখ আছে। কিছু পাকিস্তানি বুদ্ধিজীবীগণ পাকিস্তানকে উক্ত যুদ্ধের পটভুমিতে বিবেচনা করেন, যেহেতু পাকিস্তান এর খোরাসানও হিন্দুস্তান বা হিন্দে অবস্থিত। কারণ অন্য হাদিসে খোরাসানের ধর্মযোদ্ধাদের ঈসা ইবনে মরিয়মের সাথে যুক্ত হবার কথা উল্লেখ আছে।

তথ্যসূত্র

Tags:

গাজওয়াতুল হিন্দ ধর্মীয় পান্ডুলিপিতেগাজওয়াতুল হিন্দ বিশেষজ্ঞদের অভিমতগাজওয়াতুল হিন্দ তথ্যসূত্রগাজওয়াতুল হিন্দইসলামখতমে নবুয়তদক্ষিণ এশিয়ায় ইসলামমুহাম্মাদ

🔥 Trending searches on Wiki বাংলা:

স্মার্ট বাংলাদেশ১৮৫৭ সিপাহি বিদ্রোহশ্রাবস্তী দত্ত তিন্নিবিবাহদৈনিক ইনকিলাবমেঘনাদবধ কাব্যবাংলাদেশ জাতীয়তাবাদী দলব্রিটিশ ভারতহস্তমৈথুনের ইতিহাসভগবদ্গীতাসন্ধিএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)শ্রীকৃষ্ণকীর্তনবাংলাদেশের সংবিধানতামিম বিন হামাদ আলে সানিতুরস্কদক্ষিণ কোরিয়াইন্সটাগ্রামইসরায়েল–হামাস যুদ্ধনোয়াখালী জেলাইসলামে বিবাহইহুদিআবদুল হামিদ খান ভাসানীসূর্যমহামৃত্যুঞ্জয় মন্ত্রলোকনাথ ব্রহ্মচারীযতিচিহ্নঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটাঙ্গাইল জেলালাহোর প্রস্তাববাংলা সাহিত্যশশাঙ্কঅস্ট্রেলিয়াপিঁয়াজবিবর্তনবিমান বাংলাদেশ এয়ারলাইন্সবাংলাদেশের জাতীয় সংসদের সদস্যদের তালিকাশক্তিসাতই মার্চের ভাষণহিট স্ট্রোকফুটবলবাক্যমুহাম্মাদের সন্তানগণআরবি ভাষাবিজয় দিবস (বাংলাদেশ)ভারতের ইতিহাসপলাশীর যুদ্ধঅক্ষয় তৃতীয়াকনডমজিএসটি ভর্তি পরীক্ষাসম্প্রদায়জ্বীন জাতিতরমুজসমরেশ মজুমদারমাইটোসিসঅসমাপ্ত আত্মজীবনীবিড়ালছয় দফা আন্দোলনএশিয়াহোমিওপ্যাথিম্যালেরিয়াপ্রথম বিশ্বযুদ্ধের কারণঅর্থ (টাকা)বাংলাদেশের স্বাধীনতা দিবসপূরণবাচক সংখ্যা (ভাষাতত্ত্ব)পানিপৃথিবীর বায়ুমণ্ডলজয়া আহসানআমাশয়ময়মনসিংহ জেলাঅগাস্ট কোঁৎদুরুদ২০২২–২৩ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের পাকিস্তান সফর (ডিসেম্বর ২০২২)দুবাইঅকাল বীর্যপাতবাংলা ভাষা আন্দোলনবাবরটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা🡆 More