নাসা

ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (ইংরেজি: National Aeronautics and Space Administration (NASA) হলো মার্কিন ফেডারেল সরকারের একটি স্বাধীন সংস্থা; যা বিমানচালনাবিদ্যা ও মহাকাশ সম্পর্কিত গবেষণা করে থাকে।

মার্কিন জাতীয় বিমানচালনবিদ্যা ও মহাকাশ প্রশাসন (নাসা)
National Aeronautics and Space Administration (NASA) (ইংরেজি)
নাসা
নাসা এর লোগো
সংস্থার সংক্ষিপ্ত বিবরণ
সংক্ষেপনাসা
গঠিত২৯ জুলাই ১৯৫৮; ৬৫ বছর আগে (1958-07-29)
পূর্ববর্তী সংস্থা
  • ন্যাশনাল অ্যাডভাইসরি কমিটি ফর অ্যারোনটিক্স (১৯১৫ – ১৯৫৮)
প্রকারSpace agency
অধিক্ষেত্রমার্কিন ফেডারেল সরকার
সদর দপ্তরওয়াশিংটন, ডি.সি.
৩৮°৫২′৫৯″ উত্তর ৭৭°০′৫৯″ পশ্চিম / ৩৮.৮৮৩০৬° উত্তর ৭৭.০১৬৩৯° পশ্চিম / 38.88306; -77.01639
নীতিবাক্যসকলের কল্যাণের জন্য
প্রাথমিক মহাকাশ বন্দরs
মালিকনাসা যুক্তরাষ্ট্র
কর্মচারী১৭,৯০০
বার্ষিক বাজেটবৃদ্ধি মার্কিন $২২.৬২৯ বিলিয়ন (২০২০)
ওয়েবসাইটNASA.gov

১৯৫৮ সালে ন্যাশনাল অ্যাডভাইসরি কমিটি ফর অ্যারোনটিক্স (নাকা) এর পরিবর্তে একটি নতুন মহাকাশ গবেষণা সংস্থা গঠন করা হয়। যার নাম রাখা হয় নাসা। নবগঠিত সংস্থাটির জন্য একটি ভিন্ন ধরনের তত্ত্বাবধায়ন আশা করা হচ্ছিল, যা মহাকাশ বিজ্ঞান সম্পর্কিত গবেষণা ও প্রয়োগে উৎসাহিত করার মাধ্যমে মহাকাশ গবেষণার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রতিষ্ঠার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মহাকাশ অনুসন্ধানের নেতৃত্বে নাসা ভূমিকা পালন করে, যার মধ্যে অ্যাপোলো মুন ল্যান্ডিং মিশন, স্কাইল্যাব স্পেস স্টেশন এবং স্পেস শাটল মিশন ছিল। নাসা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের উন্নয়নে সহযোগিতা করছে এবং ওরিয়ন স্পেসক্রাফট, স্পেস লঞ্চ সিস্টেমের বিকাশে তদারকি করছে। এজেন্সি লঞ্চ সার্ভিস প্রোগ্রামের জন্যও নাসা কাজ করে যাচ্ছে। নাসা আর্থ অবসার্ভিং সিস্টেমের মাধ্যমে পৃথিবীকে আরও ভালোভাবে বুঝার দিকে মনোনিবেশ করেছে। নাসার গবেষণা ক্ষেত্রের মধ্যে রয়েছে, সাইন্স মিশন ডিরেক্টরেটের হেলিওফিজিক্স গবেষণা কার্যক্রমের প্রচেষ্টার মাধ্যমে হেলিওফিজিক্সের অগ্রগতি করা;নিউ হরাইজনসের মতো উন্নত রোবোটিক মহাকাশযানের মাধ্যমে সৌরজগৎ জুড়ে প্রাণীদেহ অনুসন্ধান করা;বিগ-ব্যাংয়ের মতো জ্যোতির্বিজ্ঞানের বিষয়গুলি নিয়ে গবেষণা।

ইতিহাস

সৃষ্টি

নাসা 
উইলিয়াম এইচ. পিকারিং, (মাঝে) জে পি এল প্রধান, রাষ্ট্রপতি জন এফ. কেনেডি, (ডানে)। নাসা প্রধান জেমস ই. ওয়েব (পেছনে) মেরিনার পোগ্রাম নিয়ে আলোচনা করছেন, সামনেই মেরিনার পোগ্রামের মডেল উপস্থিত

১৯৪৬ সালে, ন্যাশনাল এডভাইসরি কমিটি ফর আরোনটিক্স রকেট বিমান নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছিল। বিশেষ করে সুপারসনিক বেল এক্স-১ নিয়ে তারা তাদের গবেষণা চালিয়ে যাচ্ছিল। ১৯৫০ এর দশকের প্রথম দিকে, জিওগ্রাফিকাল বর্ষে (১৯৫৭-১৯৫৮), এই কমিটির ওপর একটি কৃত্রিম স্যাটেলাইট উৎক্ষেপণের গুরুদায়িত্ব এসে পড়ে। এই প্রজেক্টটির নাম দেয়া হয় ভ্যানগার্ড। ১৯৫৭ সালের ৪ অক্টোবর, সোভিয়েত স্পেস প্রোগ্রামের প্রথম কৃত্রিম স্যাটেলাইট উৎক্ষেপিত হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র দ্রুত একটি কৃত্রিম স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ব্যস্ত হয়ে পড়ে। ইউ এস কংগ্রেসে,এ ব্যাপারে দ্রুতগামী পদক্ষেপ নেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়া হয়। রাষ্ট্রপতি ডিওয়াট ডি. আইজেনহাওয়ার এবং তার উপদেষ্টারা এ বিষয়ে আলোচনা করেন। ১৯৫৮ সালের ১৪ জানুয়ারী, কমিটির প্রধান হিউজ ড্রাইডেন "এ ন্যাশনাল রিসার্চ পোগ্রাম ফর স্পেস টেকনলজি" নামে একটি পরিকল্পনা প্রকাশ করেন এবং বলেনঃ

জাতিগত সম্মান ও সামরিক প্রয়োজনীয়তা বিবেচনার দিক থেকে আমাদের দেশের জন্য এটি একটি মহা জরুরি ও গুরুত্বপূর্ণ বিষয় যে এই চ্যালেঞ্জটি (স্পুটনিক ১) একটি শক্তিশালী গবেষণা কার্যক্রম এবং মহাকাশ বিজয়ের ক্ষেত্রে উন্নয়ন সাধনের মাধ্যমে সম্পন্ন হয়েছে...এটা প্রস্তাবিত যে বৈজ্ঞানিক গবেষণাগুলো জাতীয় সিভিলিয়ান সংস্থার অধীনস্থ হওয়া উচিত। নাকা সক্ষম... মহাকাশ প্রযুক্তিতে নেতৃত্ব দানের ক্ষেত্রে দ্রুত, বর্ধিত এবং বিস্তৃত প্রচেষ্টার মাধ্যমে।

নেতৃত্ব

নাসা 
প্রশাসক বিল নেলসন (২০২১–বর্তমান)

সংস্থাটির নেতা অর্থাৎ নাসার প্রশাসক, মার্কিন সিনেট অনুমোদনের সাপেক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত এবং দায়িত্বপ্রাপ্ত হন। এক্ষেত্রে রাষ্ট্রপতি সিনিয়র স্পেস সাইন্স অ্যাডভাইসরের দায়িত্ব পালন করেন। যদিও মহাকাশ অনুসন্ধান কার্যক্রম নির্দলীয় নয়, তবে নিয়োগকারী সাধারণত রাষ্ট্রপতির রাজনৈতিক দলের (ডেমোক্রেট বা রিপাবলিকান) সাথে যুক্ত হন এবং রাষ্ট্রপতি রাষ্ট্রদূতগণের মধ্যে পরিবর্তন আনলে সাধারণত একজন নতুন প্রশাসককে নিয়োগ দেয়া হয়। ড্যানিয়েল গোল্ডিনকে রিপাবলিকান পার্টির জর্জ এইচ. ডাব্লিউ. বুশ নিয়োগদান করেছিলেন এবং তিনি ডেমোক্রেট পার্টির বিল ক্লিনটনের ক্ষমতাকালেও নিজ পদে বহাল ছিলেন। ডেমোক্রেট বারাক ওবামার অধীনে সহযোগী প্রশাসক রবার্ট এম লাইটফুট জুনিয়রকে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের ভারপ্রাপ্ত প্রশাসক হিসাবে রাখা হয়েছিল যতক্ষণ না ট্রাম্প নিজ পছন্দমতো জিম ব্রিডেনস্টাইনকে এপ্রিল ২০১৮ সালে নিয়োগদান করেন। বিল নেলসন বর্তমানে জো বাইডেনের অধীনে নাসার প্রশাসক হিসেবে নিয়োজিত আছেন।

সম্পর্কিত আইনসমূহ

  • ১৯১০ – ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন পিএল ৮৫-৫৬৮ ( ২৯ জুলাই পাশকৃত)
  • ১৯৬১ – অ্যাপোলো অভিযান পিএল ৮৭-৯৮ এ
  • ১৯৭০ – ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন রিসার্চ এন্ড ডেভলাপমেন্ট পিএল ৯১-১১৯
  • ১৯৮৪ – ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অথোরাইজেশন অ্যাক্ট পিএল ৯৮-৩৬১
  • ১৯৮৮ – ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অথোরাইজেশন অ্যাক্ট পি এল ১০০-৬৮৫

বাজেট

নাসা 
ফেডারেল বাজেটের শতকরা অংশ হিসেবে ১৯৫৮ থেকে ২০১২ সাল পর্যন্ত নাসার বাজেট
নাসা 
মঙ্গলে পতাকা স্থাপন সম্পর্কে একজন শিল্পীর কল্পনা। ১৯৬০ সাল থেকেই মঙ্গলে মানুষের ভ্রমণযাত্রা নাসার সম্ভাব্য অভিযান হিসেবে আলোচিত হয়ে আসছে।

১৯৬৬ সালে অ্যাপোলো প্রোগ্রাম চলাকালীন মোট ফেডারেল বাজেট থেকে নাসার প্রাপ্য অংশের হার প্রায় ৪.৪১% পর্যন্ত পৌঁছেছিল, ১৯৭৫ সালে যা দ্রুত হ্রাস পেয়ে প্রায় ১% এ দাঁড়ায় এবং ১৯৯৯ সাল জুড়ে এ হারের কাছাকাছি ছিল । এরপরে এ হার ধীরে ধীরে হ্রাস পেতে থাকে এবং ২০০৬ সালে প্রায় ০.৫ শতাংশে (২০০২ সালে যা ফেডারেল বাজেটের ০.৪৮% অনুমান করা হয়েছিল) পৌঁছানো পর্যন্ত।

রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালের মার্চ মাসে নাসার ট্রানজিশন অথোরাইজেশন অ্যাক্টে স্বাক্ষর করেন, যাতে নাসার বাজেট প্রায় ১৯.৫ বিলিয়ন ডলার নির্ধারিত হয়। নাসার ২০১৭ সালের জন্য ১৯.৩ বিলিয়ন ডলার বাজেট নির্ধারিত হওয়ার ব্যাপারেও প্রতিবেদন করা হয়েছিল।

প্রস্তাবিত কিছু এফওয়াই২০১৮ বাজেটের উদাহরণ:

  • অভিযান: $৪.৭৯ বিলিয়ন
  • গ্রহ বিজ্ঞান: $২.২৩ বিলিয়ন
  • পৃথিবী বিজ্ঞান: $১.৯২ বিলিয়ন
  • বিমানচালনাবিদ্যা: ০.৬৮৫ বিলিয়ন

বিবিধ

কোভিড-১৯ মহামারীর প্রভাব

নাসা পরবর্তী বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত তার সমস্ত ফিল্ড সেন্টার ভিজিটর কমপ্লেক্স অস্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা করে দেয়, পাশাপাশি সম্ভবপর সকল নন-ক্রিটিকাল (দুর্যোগ মোকাবেলায় সরাসরি সম্পৃক্ত নয় এমন) কর্মীদেরকে বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেয়। মিচাউড অ্যাসেমব্লিলি ফ্যাসিলিটিতে স্পেস লঞ্চ সিস্টেম এর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এর নির্মাণ কাজ সম্পন্নকরণেও আরও বিলম্ব আশা করা হচ্ছিল, যদিও ২০ শে জুন ২০২০ এর কাজ আবার শুরু হয়েছে।

জনসন স্পেস সেন্টারের বেশিরভাগ কর্মীদেরকে টেলিওয়ার্কিং করার এবং আন্তর্জাতিক স্পেস স্টেশন মিশনের ক্রিটিকাল (দুর্যোগ মোকাবেলায় সরাসরি সম্পৃক্ত) কর্মীদেরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মিশন কন্ট্রোল রুমে থাকার পরামর্শ দেওয়া হয়। স্টেশন অপারেশনগুলি তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়, তবে নতুন অভিযাত্রী নভোচারীদের ফ্লাইটের আগে দীর্ঘতর ও কঠোর কোয়ারেন্টাইন পালন করতে হয়েছিল।

চিত্রশালা

পর্যবেক্ষণসমূহ

অতীত ও বর্তমান স্পেসক্রাফট

পরিকল্পিত স্পেসক্রাফট

পরিকল্পনা

নাসা অনেক প্রযুক্তিগত কল্পনাকে সম্প্রসারিত করে বাস্তব পরিকল্পনায় রূপান্তর করেছে।

আরও দেখুন

পাদটীকা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

সাধারণ

অন্যান্য গবেষণা

Tags:

নাসা ইতিহাসনাসা নেতৃত্বনাসা সম্পর্কিত আইনসমূহনাসা বাজেটনাসা বিবিধনাসা চিত্রশালানাসা আরও দেখুননাসা পাদটীকানাসা তথ্যসূত্রনাসা বহিঃসংযোগনাসামহাকাশমার্কিন ফেডারেল সরকার

🔥 Trending searches on Wiki বাংলা:

জলাতংকবাইতুল হিকমাহব্রিক্‌সদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনমাযহাবস্বরধ্বনিবারো ভূঁইয়াপায়ুসঙ্গমআকিজ গ্রুপন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালফারাক্কা বাঁধপারমাণবিক ভরের ভিত্তিতে মৌলসমূহের তালিকাখুলনা বিভাগমঙ্গল গ্রহলোকসভা কেন্দ্রের তালিকাবগুড়া জেলাবিশ্ব ম্যালেরিয়া দিবসলগইনমাদারীপুর জেলাভারত বিভাজনশেখ হাসিনাদর্শনজোট-নিরপেক্ষ আন্দোলনইতালিবাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতিবাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকাকনডমবাংলাদেশ সরকারি কর্ম কমিশনরামমোহন রায়আমার সোনার বাংলানগরায়নদক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাছোটগল্পবুর্জ খলিফামার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৪ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহইবনে সিনাবীর্যভৌগোলিক আয়তন অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাস্মার্ট বাংলাদেশবৌদ্ধধর্মপ্রধান পাতাবন্ধুত্ববাংলাদেশের ইউনিয়নআয়াতুল কুরসিহরপ্পাসেলজুক রাজবংশরামায়ণজওহরলাল নেহেরুবাংলাদেশের বন্দরের তালিকাপরমাণুচট্টগ্রাম বিভাগমিঠুন চক্রবর্তীদেশ অনুযায়ী ইসলামমহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাওয়ালটন গ্রুপবেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশবাণাসুরসমাসসমরেশ মজুমদারহার্নিয়ারাজশাহী বিভাগজ্ঞানদারাজসাঁওতালএল নিনোজব্বারের বলীখেলাধর্মচন্দ্রযান-৩সমাজবিজ্ঞানপল্লী সঞ্চয় ব্যাংকমহামৃত্যুঞ্জয় মন্ত্রইংরেজি ভাষাশর্করাধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা🡆 More