মালেক আফসারী: বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক

মালেক আফসারী একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক। ১৯৮৩ সালে ঘরের বউ চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে পূর্ণাঙ্গ চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। ১৯৮০-এর দশকে তিনি প্রযোজনা সংস্থা রোজী ফিল্মসের প্রতিষ্ঠা করেন। প্রখ্যাত অভিনেত্রী রোজী আফসারী তার দাম্পত্য সঙ্গী ছিলেন। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল ক্ষতিপূরণ (১৯৮৯), ক্ষমা (১৯৯২), ঘৃণা (১৯৯৪), দূর্জয় (১৯৯৬), ও এই ঘর এই সংসার (১৯৯৬)।

মালেক আফসারী
জন্ম
১৯৫৮

পেশাপরিচালক, চিত্রনাট্যকার
দাম্পত্য সঙ্গীরোজী আফসারী
(বি. ১৯৮৫; মৃ. ২০০৭)
সন্তানরবি আফসারী

কর্মজীবন

মালেক আফসারী ১৯৮০-এর দশকের প্রথম দিকে সহকারী পরিচালক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। পিয়াসী মন চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে তিনি চলচ্চিত্রে আগমন করেন। এরপর তিনি লুটেরা ছবির কাহিনি রচনা করেন এবং কার পাপে ছবির সংলাপ রচনা করেন। ১৯৮৩ সালে ঘরের বউ চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে পূর্ণাঙ্গ চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।

তার নির্মিত অন্যান্য চলচ্চিত্রসমূহ হল ক্ষতিপূরণ (১৯৮৯), ক্ষমা (১৯৯২), ঘৃণা (১৯৯৪), দূর্জয় (১৯৯৬), এই ঘর এই সংসার (১৯৯৬), হীরা চুনি পান্না (২০০০), ঠেকাও মাস্তান (২০০১), আমি জেল থেকে বলছি (২০০৫), মনের জ্বালা (২০১১), ফুল অ্যান্ড ফাইনাল (২০১৩)। ২০১৬ সালে তিনি জাজ মাল্টিমিডিয়ার রক্ত চলচ্চিত্র নির্মাণের জন্য চুক্তিবদ্ধ হন। কিন্তু জাজের ধরাবাঁধা সময়সূচিতে তিনি এই চলচ্চিত্র নির্মাণ করতে পারবেন না জানালে তাকে এই চলচ্চিত্র পরিচালনা থেকে বাদ দেওয়া হয়। তার পরবর্তী কাজ ছিল অন্তর জ্বালা। প্রয়াত অভিনেতা মান্নার এক ভক্তের কাহিনি নিয়েই ছবির গল্পটি আবর্তিত হয়েছে। জায়েদ খান প্রযোজিত এই ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেন জায়েদ নিজে ও পরীমনি। এর পরে ২০১৯ সালে তিনি সাকিব খানকে নিয়ে পাসওয়ার্ড সিনেমাটি নির্মান করেন, যা ব্যবসা সফল হয়।

পরিচালনা করা চলচ্চিত্রের তালিকা

  1. ঘরের বউ (১৯৮৩)
  2. গীত (১৯৮৫)
  3. গোলমাল (১৯৮৬)
  4. রাস্তার রাজা (১৯৮৬)
  5. ধনী গরীব (১৯৮৭)
  6. ক্ষতিপূরণ (১৯৮৯)
  7. সোনার সংসার (১৯৮৯)
  8. ক্ষমা (১৯৯২)
  9. ঘৃণা (১৯৯৪)
  10. দূর্জয় (১৯৯৬)
  11. এই ঘর এই সংসার (১৯৯৬)
  12. মৃত্যুর মুখে (১৯৯৮)
  13. লাল বাদশা (১৯৯৯)
  14. মরণ কামড় (১৯৯৯)
  15. রাজা (১৯৯৯)
  16. হীরা চুনি পান্না (২০০০)
  17. ঠেকাও মাস্তান (২০০১)
  18. বোমা হামলা (২০০২)
  19. আমি জেল থেকে বলছি (২০০৫)
  20. উল্টা পাল্টা (২০০৭)
  21. মনের জ্বালা (২০১১)
  22. ফুল এন্ড ফাইনাল (২০১৩)
  23. অন্তর জ্বালা (২০১৭)
  24. পাসওয়ার্ড (২০১৯)

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

মালেক আফসারী কর্মজীবনমালেক আফসারী পরিচালনা করা চলচ্চিত্রের তালিকামালেক আফসারী তথ্যসূত্রমালেক আফসারী বহিঃসংযোগমালেক আফসারীএই ঘর এই সংসারক্ষতিপূরণ (চলচ্চিত্র)ক্ষমা (চলচ্চিত্র)রোজী আফসারী

🔥 Trending searches on Wiki বাংলা:

ফেনী জেলাভালোবাসাতৃণমূল কংগ্রেসসূর্যশাহরুখ খানইসলাম ও হস্তমৈথুনকালো জাদুজবাসক্রেটিসপদ্মা নদীবাংলাদেশের সর্বাধিক ব্যবসাসফল চলচ্চিত্রসমূহের তালিকাশর্করাপ্লাস্টিক দূষণহরে কৃষ্ণ (মন্ত্র)ব্রিটিশ রাজের ইতিহাসগোত্র (হিন্দুধর্ম)বালুরঘাট লোকসভা কেন্দ্রপ্রাকৃতিক দুর্যোগইন্সটাগ্রামডায়াজিপামবিশেষ্যডায়ানা, প্রিন্সেস অব ওয়েলসহিলি স্থল বন্দর, বাংলাদেশজলবায়ু পরিবর্তনের প্রভাবচর্যাপদের কবিগণবিরাট কোহলিচন্দ্রবোড়ারাশিয়াবাংলাদেশের অর্থনীতিকাজলরেখামহাদেশভূমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধিনীল বিদ্রোহবাংলাদেশের জনমিতিমোহাম্মদ সাহাবুদ্দিনআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকাজী নজরুল ইসলামের রচনাবলিএইচআইভি/এইডসমানুষজসীম উদ্‌দীনদ্য কোকা-কোলা কোম্পানিদৈনিক প্রথম আলোব্যাকটেরিয়াশেখ হাসিনাক্ষুদিরাম বসুপশ্চিমবঙ্গের জলবায়ুলগইনঔষধ প্রশাসন অধিদপ্তরই-মেইলঅকাল বীর্যপাতভারতের জাতীয় পতাকাপাঞ্জাব কিংসবাংলাদেশ সিভিল সার্ভিসপুলিশনিউটনের গতিসূত্রসমূহকৃত্রিম বুদ্ধিমত্তাসার্বজনীন পেনশনরাহুল গান্ধীপর্নোগ্রাফিনয়নতারা (উদ্ভিদ)উয়েফা চ্যাম্পিয়নস লিগইন্ডিয়ান প্রিমিয়ার লিগভগবদ্গীতাদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনমহাসাগরবিভক্তিও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদতাপপ্রবাহছোটগল্পজগদীশ চন্দ্র বসুদীপু মনিরাধাপর্যায় সারণিআর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতাঢাকা বিভাগউমাইয়া খিলাফতসৌরজগৎমূত্রনালীর সংক্রমণ🡆 More