মলাশয়ের ক্যান্সার

মলাশয়ের ক্যান্সার (ইংরেজি: colorectal cancer) হচ্ছে এক ধরনের ক্যান্সার যা দেহের মলাশয়, মলনালী (বৃহদান্ত্রের অংশ) বা অ্যাপেন্ডিক্সে অংশে অনিয়ন্ত্রিত কোষবৃদ্ধির কারণে সৃষ্টি হয়। এটি কোলন ক্যান্সার (colon cancer), বৃহদান্ত্রের ক্যান্সার বা অন্ত্রের ক্যান্সার (bowel cancer) নামেও পরিচিত। এ ধরনের ক্যান্সারের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে মলনালী দিয়ে রক্ত পড়া ও রক্তশূন্যতা, যা কিছু কিছু ক্ষেত্রে ওজনহীনতা ও অন্ত্রের আচরণগত পরিবর্তনের সাথে সম্পর্কযুক্ত।

মলাশয়ের ক্যান্সার
মলাশয়ের ক্যান্সার
বিশেষত্বক্যান্সারবিজ্ঞান উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

বেশিরভাগ মলাশয়ের ক্যান্সারের কারণ জীবনযাপনের পদ্ধতি এবং বয়সবৃদ্ধি। শুধুমাত্র অল্প কিছু ক্ষেত্রেই বংশগতকারণে এ রোগের সংক্রমণ ঘটতে পারে। সাধারণত অন্ত্রের পার্শ্বদেশে সংক্রমণের মাধ্যমে এই ক্যান্সারের সূচনা ঘটে, এবং যদি এটি চিকিৎসাহীন অবস্থায় রেখে দেওয়া হয় তবে এটি ক্রমান্বয়ে অন্ত্রের পেশীস্তরের নিচে, এবং সবশেষে অন্ত্রের প্রাচীরের মধ্য দিয়ে ছড়িয়ে পড়তে পারে। স্ক্রিনিংয়ের মাধ্যমে কার্যকরভাবে এই ক্যান্সারের সংক্রমিত হয়ে মৃত্যুর হার কমানো সম্ভব আর সেজন্য ৫০ বছর বয়স থেকে ৭৫ বছর বয়স পর্যন্ত নিয়মিতভাবে স্ক্রিনিং চালিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করা হয়। অন্ত্রের এই ক্যান্সার সাধারণত সিগময়েডোস্কোপি বা কোলনোস্কপি প্রক্রিয়ায় নির্ণয় করা হয়।

যে ধরনের মলাশয়ের ক্যান্সার শুধুমাত্র অন্ত্রের প্রাচীরে সংক্রমিত হয়েছে তা অস্ত্রোপচারের মাধ্যমে প্রতিকার করা সম্ভব। কিন্তু যেগুলো শরীরের বিভিন্ন অংশে বিস্তৃত হয়েছে তা সাধারণত প্রতিকার করা সম্ভব নয় এবং সেক্ষেত্রে কেমোথেরাপির সাহায্যে আক্রান্ত রোগীর ক্যান্সার নিয়ন্ত্রণের মাধ্যমে রোগীর জীবন বাঁচানোসহ জীবনের মানবৃদ্ধির চেষ্টা করা হয়। মলাশয়ের ক্যান্সার বিশ্বের সর্বাধিক প্রচলিত ক্যান্সারগুলোর মধ্যে চতুর্থ এবং মূলত উন্নত দেশগুলোতেই এর প্রচলন সবচেয়ে বেশি। মোট সংক্রমণের শতকার ৬০ ভাগই উন্নত বিশ্বে সংঘটিত হয়। ধারণা করা হয় ২০০৮ সালে বিশ্বের প্রায় ১২.৩ লক্ষ মানুষের দেহে মলাশয়ের ক্যান্সার সংক্রমণ নিশ্চিত করা হয়েছিলো যাদের ভেতর প্রায় ৬.০৮ লক্ষ মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

চিহ্ন এবং লক্ষণ

মলাশয়ের ক্যান্সার 
কোলরেক্টাল ক্যান্সারের উপস্থিতি এবং অঞ্চল

কোলরেক্টাল ক্যান্সারের লক্ষণ এবং চিহ্ন নির্ভর করে কোথায় টিউমরটি রয়েছে বা এটা কোলন ছাড়া শরীরের অন্য কোথাও ছড়িয়েছে কিনা। তবে যেসকল লক্ষনগুলো প্রায়ই দেখা যায়ঃ খুব খারাপ কৌষ্ঠকাঠিন্য, রক্তযুক্ত মল, কম পরিমাণ মল, ক্ষুদা কমে যাওয়া, ওজন কমে যাওয়া, বয়স পঞ্চাশোর্ধ হলে বমি বমি ভাব হওয়া ইত্যাদি। এছাড়াও বয়স্কদের এই রোগ হলে প্রধান ঝুঁকি হল কোলনে রক্তক্ষরণ এবং রক্তাল্পতা। ওজন কমে যাওয়া এবং মলত্যাগ করার ইচ্ছার পরিবর্তন এইগুলো সাধারণ লক্ষণ।


প্রাথমিকভাবে কোলন ক্যান্সার নির্ণয় করা অত্যন্ত কঠিন। কেননা কোলন ক্যান্সারের লক্ষণ অতি সহজে বোঝা যায় না।  কোলন বা মলাশয়ের কোন জায়গায় ক্যান্সার রয়েছে তার উপর নির্ভর করে উপসর্গের বিভিন্নতা দেখা যায়।

১। হঠাৎ করে মল ত্যাগের প্রয়োজনের ব্যাপক তারতম্য অনুভূত হলে সেটা কোলন ক্যানসারের অন্যতম লক্ষণ।তখন পাকস্থলীর কার্যক্রমে দীর্ঘমেয়াদি পরিবর্তন ঘটে । যেমন রোগী সাধারণ সময়ের চেয়ে বেশি মলত্যাগ করে এবং মল অপেক্ষাকৃত তরল হয়ে থাকে।

২। হঠাৎ বমি বমি ভাব হওয়া,ওজন অনেক কমে যাওয়া ও গা গুলিয়ে ওঠা কোলন ক্যানসারের লক্ষণ হিসেবে গণ্য হতে পারে।

৩। কোলন ক্যানসারের রোগীদের মল ত্যাগের সময় প্রচন্ড ব্যথা ও যন্ত্রণা অনুভূত হতে পারে। মলত্যাগের পরেও কখনো কখনো মল রয়ে যাওয়ার অনুভূতি দেখা যায়। সরু ফিতের মতো মল নির্গত হওয়াকেও কোলন ক্যানসারের উপসর্গ হিসেবে বিবেচনা করা হয়।

৪। পেট ব্যথা ,পেট ফাঁপা কোলন ক্যানসারের অন্যতম মুখ্য একটি উপসর্গ। আপনার যদি কোন জানা কারণ ছাড়াই পেটে ব্যাথা হয়, দূর না হয় বা খুব বেশি ব্যাথা হয় তাহলে এটাকে কোলন ক্যানসারের উপসর্গ মনে করা হয় । অনেক কিছুই পেটে ব্যথার কারণ হতে পারে, তবে আপনার অস্বাভাবিক বা ঘন ঘন পেটে ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

অ্যাপেন্ডিক্সইংরেজি ভাষাক্যান্সারবৃহদান্ত্রমলাশয়রক্তশূন্যতা

🔥 Trending searches on Wiki বাংলা:

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২১লালবাগের কেল্লারক্তের গ্রুপহস্তমৈথুনের ইতিহাসসাঁওতাল বিদ্রোহঋগ্বেদলিঙ্গ উত্থান ত্রুটিসৈয়দ সায়েদুল হক সুমনবীর শ্রেষ্ঠবেদুঈনকাতারনাটকবিভিন্ন দেশের মুদ্রাবিজ্ঞানউত্তর চব্বিশ পরগনা জেলাহানিফ সংকেতরক্তশূন্যতাউইকিপিডিয়াহস্তমৈথুনবাংলাদেশের জেলাসংস্কৃত ভাষাবাংলাদেশী জাতীয় পরিচয় পত্রমানব শিশ্নের আকারমানবাধিকারজড়তার ভ্রামকমিমি চক্রবর্তীবেগম রোকেয়াস্যাম কারেনবাঁশমৃণাল ঠাকুরখাদ্যএপ্রিলআডলফ হিটলারপূর্ববঙ্গ আইনসভা নির্বাচন, ১৯৫৪ইউএস-বাংলা এয়ারলাইন্সসাহাবিদের তালিকা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপসেলিম আল দীনবিসিএস পরীক্ষাঅ্যান্টিবায়োটিক তালিকাঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষমহাত্মা গান্ধীমহাভারতবাংলাদেশ আওয়ামী লীগওয়ালটন গ্রুপসৌরজগৎচিয়া বীজপশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদযৌনাসনজনগণমন-অধিনায়ক জয় হেদুরুদভারতের রাষ্ট্রপতিজীবনমেঘনাদবধ কাব্যআবুল কাশেম ফজলুল হকজলাতংকফুলউহুদের যুদ্ধলোকনাথ ব্রহ্মচারীভারতের রাষ্ট্রপতিদের তালিকাউয়েফা চ্যাম্পিয়নস লিগঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর৬৯ (যৌনাসন)রাজশাহী বিভাগসার্বিয়ানুসরাত ইমরোজ তিশাহিন্দুধর্মের ইতিহাসচিকিৎসকনিরাপদ যৌনতাহজ্জবাঙালি হিন্দু বিবাহম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবছয় দফা আন্দোলনশক্তিমানিক বন্দ্যোপাধ্যায়অভিষেক বন্দ্যোপাধ্যায়পেপসি🡆 More