ওয়ালাইকুমুস-সালাম

ওয়া'আলাইকুমুস-সালাম ( وَعَلَيْكُمُ ٱلسَّلَامُ ) একটি আরবী অভিবাদন, যা বিশ্বজুড়ে মুসলমানরা প্রায়শই আপনার উপর শান্তি বর্ষিত হোক অর্থে ব্যবহার করে থাকে। এটি অন্যদের জন্য দোয়াস্বরূপ। এটি আসসালামু আলাইকুম অভিবাদনটির ( ٱلسَّلَامُ عَلَيْكُمْ ) আদর্শ জবাব । কারো উপস্থিতির কৃতজ্ঞতা জানাতে বা কাউকে স্বাগত জানানোর জন্য অভিবাদনগুলি ব্যবহার করা হয়। এগুলি কথোপকথনের আগে ব্যবহার করা হয় এবং বলা হয়ে থাকে যে এটি একটি ভাল আচরণ। অভিবাদনটিকে একটি গুরুত্বপূর্ণ ইসলামি দায়িত্ব ও বাধ্যবাধকতা হিসাবে বিবেচনা করা হয়। সালাম মুসলমানদের মধ্যে একটি আদর্শ অভিবাদন। মুসলিম বক্তৃতা এবং খুতবা অনুষ্ঠানে নিয়মিত এই অভিবাদনটি বিনিময় হয়। এর পূর্ণ রূপ হল: সম্পূর্ণ ফর্ম ওয়া-আলাইকুমুস সালাম ওয়া-রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু (وَعَلَيْكُمُ ٱلسَّلَامُ وَرَحْمَةُ ٱللَّٰهِ وَبَرَكَاتُهُ , এবং তোমাদের উপর শান্তি এবং আল্লাহর করুণা ও তাঁর নেয়ামতসমূহ বর্ষিত হোক)।

আক্ষরিক অর্থ

"সালাম" এর আক্ষরিক অর্থ "শান্তি"। "ইসলাম" শব্দটিও এটি থেকেই উদ্ভূত হয়েছে। বিস্তৃত অর্থে, "সালাম" এর অর্থ নিরীহতা, সুরক্ষা এবং মন্দ এবং ত্রুটি থেকে সুরক্ষা। আল্লাহর অন্যতম নামও আস-সালাম।

সালাম ব্যবহার সম্পর্কিত ইসলামি বিধিবিধান

অভিবাদনটি দেখা হওয়ার এবং চলে যাওয়ার উভয় সময়ই ব্যবহার করা উচিত। আবূ হুরাইরাহ থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: “কোন ব্যক্তি মজলিসে এসে পৌছে যেন সালাম দেয়। সে মজলিসে বসার পর মজলিস শেষ হওয়ার পূর্বে উঠে যাওয়ার প্রয়োজন বোধ করলে যেন পুনরায় সালাম দেয়। কেননা আগের সালাম কোন অংশেই শেষের সালামের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ নয়।”। (জামে আল-তিরমিজীতে বর্ণিত হাসান হাদীস)

হাদিসে আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হয়েছিল যে কার সালামের অভিবাদন "শুরু" করা উচিত আর তিনি বলেছেন:

    "আরোহী ব্যক্তি পায়ে হাঁটা ব্যক্তিকে, পায়ে হাঁটা ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে এবং অল্প সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দেবে" (সহীহ-আল-বুখারী, ৬২৩৪; মুসলিম, ২১৬০)

এটিও বর্ণিত হয়েছে যে, কোনও বাড়িতে প্রবেশের পূর্বে সালামের অভিবাদন জানানো উচিত। এটি কুরআনের একটি আয়াতের উপর ভিত্তি করে:

    "তবে যখন তোমরা গৃহে প্রবেশ করবে তখন তোমরা তোমাদের স্বজনদের প্রতি সালাম করবে অভিবাদন স্বরূপ, যা আল্লাহর নিকট হতে কল্যাণময় ও পবিত্র। এভাবে আল্লাহ তোমাদের জন্য তাঁর নির্দেশ বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা বুঝতে পার।" (আন নূর ২৪:৬১)

মুসলমানরা অন্যান্য ধর্মের সদস্যদের কাছে সালামের উক্তিটি প্রবর্তন করতে পারে কিনা সে সম্পর্কে ধর্মীয় পণ্ডিতগণ ভিন্নমত পোষণ করেন। কুরআনে বলা হয়েছে: "আর যখন তোমাদেরকে অভিবাদন করা হয় (সালাম দেওয়া হয়), তখন তোমরাও তা অপেক্ষা উত্তম অভিবাদন কর অথবা ওরই অনুরূপ কর। " আল-নিসা ৪:৮৬

আরও দেখুন

তথ্যসূত্র

Tags:

ওয়ালাইকুমুস-সালাম আক্ষরিক অর্থওয়ালাইকুমুস-সালাম সালাম ব্যবহার সম্পর্কিত ইসলামি বিধিবিধানওয়ালাইকুমুস-সালাম আরও দেখুনওয়ালাইকুমুস-সালাম তথ্যসূত্রওয়ালাইকুমুস-সালামআরবি ভাষাআসসালামু আলাইকুমমুসলমান

🔥 Trending searches on Wiki বাংলা:

সুভাষচন্দ্র বসুবিশেষ্যমুতাজিলাবাংলাদেশের স্থল বন্দরসমূহের তালিকামিশরবাংলা সাহিত্যভারতের রাষ্ট্রপতিদের তালিকাকবিতাবাংলাদেশের জেলাদর্শনবগুড়া জেলাতুলসীআল মনসুরভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহচাঁদঢাকা মেট্রোরেলের স্টেশনের তালিকাডায়াজিপামবিকাশএ. পি. জে. আবদুল কালামহোমিওপ্যাথিপশ্চিমবঙ্গনগরায়নচেলসি ফুটবল ক্লাবসৈয়দ সায়েদুল হক সুমনবেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশবাংলাদেশ সরকারি কর্ম কমিশনমাহিয়া মাহিচেন্নাই সুপার কিংসহুনাইন ইবনে ইসহাকমাইকেল মধুসূদন দত্তশ্রাবন্তী চট্টোপাধ্যায়দুবাইঋগ্বেদইসলামে বিবাহবাঙালি মুসলিমদের পদবিসমূহওয়ার্ল্ড ওয়াইড ওয়েবসানি লিওনইহুদি ধর্মটিকটকবাংলাদেশের পোস্ট কোডের তালিকাবাংলাদেশ নৌবাহিনীর পদবিনরেন্দ্র মোদীজন্ডিসসুমন কাঞ্জিলালউত্তম কুমারকুরআনের ইতিহাসগোলাপঅপু বিশ্বাসজীবনানন্দ দাশদৈনিক ইত্তেফাকলোকসভাসামাজিকীকরণপ্রাকৃতিক সম্পদভালোবাসাতাজমহলগাজীপুর জেলাঅপারেশন সার্চলাইটহামফ্যাসিবাদনোরা ফাতেহিবিশ্ব দিবস তালিকাআহসান মঞ্জিলইন্ডিয়ান প্রিমিয়ার লিগমৌলসমূহের ইলেকট্রন বিন্যাস (উপাত্ত পাতা)ইউক্রেনে রুশ আক্রমণ (২০২২-বর্তমান)অশোকজাতীয় স্মৃতিসৌধপহেলা বৈশাখঅনাভেদী যৌনক্রিয়াচন্দ্রগ্রহণকিশোরগঞ্জ জেলাযকৃৎবাংলাদেশের ইতিহাসমূত্রনালীর সংক্রমণঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনমানিক বন্দ্যোপাধ্যায়🡆 More