সানি লিওন

করেনজিত কৌর ভোহরা (ইংরেজি: Karenjit Kaur Vohra; সানি লিওন (/liˈoʊni/) নামে সুপরিচিত; জন্ম: ১৩ মে ১৯৮১) হলেন একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় এবং মার্কিন অভিনেত্রী, ব্যবসায়ী, মডেল এবং প্রাক্তন পর্নোতারকা। এছাড়াও তিনি কারেন মালহোত্রা নামেও অভিনয় করেছেন। ২০০৩ সালে তাকে পেন্টহাউস বর্ষসেরা পেটস নির্বাচিত হন, অতঃপর তিনি ভিভিড এন্টারটেনমেন্টের সাথে চুক্তিবদ্ধ হন। ২০১০ সালে, তিনি ম্যাক্সিম বিশ্বসেরা ১০ পর্ণোতারকার একজন নির্বাচিত হন। তিনি বেশ কয়েকটি স্বাধীন মূলধারার চলচ্চিত্র এবং টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেছেন। ২০১২ সালে, তিনি পূজা ভাটের জিসম ২ নামক যৌনাবেদনময়ী থ্রিলার চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক করেছেন। বর্তমানে তিনি হিন্দি চলচ্চিত্রে কাজ করেন।

সানি লিওন
সানি লিওন
২০২২ সালে সানি লিওন
জন্ম
করেনজিত কৌর ভোহরা

(1981-05-13) মে ১৩, ১৯৮১ (বয়স ৪২)
সারনিয়া, অন্টারিও, কানাডা
জাতীয়তাকানাডীয়-মার্কিন
পেশাঅভিনেত্রী, সাবেক পর্ণোগ্রাফিক অভিনেত্রী
কর্মজীবন২০০১-বর্তমান
উচ্চতা৫ ফুট ৪ ইঞ্চি (১.৬৩ মিটার)
দাম্পত্য সঙ্গীড্যানিয়েল ওয়েবার (২০১১–বর্তমান)
সন্তান

প্রাথমিক জীবন

সানি লিওন ১৯৮১ সালের ১৩ই মে তারিখে কানাডার অন্টারিওর সার্নিয়া নামক শহরের এক শিখ পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেছেন। তার বাবা তিব্বতে জন্মগ্রহণ করেছেন এবং দিল্লিতে শৈশব অতিবাহিত করেছেন, অন্যতদিকে তার মা (যিনি ২০০৮ সালে ​​মারা গিয়েছেন) ছিলেন হিমাচল প্রদেশের সিরমৌর জেলার বাসিন্দা ছিলেন। শৈশবে তিনি খুব ক্রীড়াপ্রেমী ছিলেন, যার ফলে ছেলেদের সাথে রাস্তায় হকিও খেলতেন। পরবর্তীতে তিনি হিমায়িত হ্রদের উপর আইস স্কেটিং করতেন।

যেহেতু তার পরিবার শিখ ছিল, তার বাবা মা তাকে পাবলিক বিদ্যালয়ে ভর্তি করা বিষয়ে নিরাপদ বোধ করতো না, এজন্য তাকে ক্যাথলিক স্কুলে ভর্তি করেন। ১৩ বছর বয়সে তার দাদা-দাদির সাথে এক জায়গায় একসাথে থাকার জন্য প্রথমে মিশিগানে এবং পরের বছর ক্যালিফোর্নিয়ায় স্থানান্তর হয়। মাত্র ১৬ বছর বয়সে অন্য বিদ্যালয়ের একজন বাস্কেটবল খেলোয়াড়ের কাছে তিনি তার কুমারীত্ব হারান এবং ১৮ বছর বয়সে তিনি নিজেকে একজন উভকামী হিসেবে আবিষ্কার করেন। যখন ১৩ বছর বয়সী ছিলেন তখন তিনি তার পরিবারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের ফোর্ট গ্রাটিয়টে চলে আসেন, এর এক বছর পর তারা ক্যালিফর্নিয়ার লেক ফরেস্টে স্থানান্তর হন; যেখানে তার নানীর ইচ্ছায় তাদের পুরো পরিবার একসাথে বসবাস করেছে।

কর্মজীবন

পর্নো শিল্পে কাজ করার পূর্বে, তিনি প্রথমে জিফি লুবে নামক একটি জার্মান বেকারিতে কাজ করেছেন এবং পরবর্তীতে একটি ট্যাক্স এবং রিটায়ারমেন্ট ফার্মে কাজ করেছেন।

সানি লিওন 
২০০২ সালে এডাল্ট এন্টারটেনমেন্ট এক্সপোতে সানি

অরেঞ্জ কাউন্টিতে একজন পিডিঅ্যাট্রিক নার্স হিসেবে অধ্যয়নকালে, তার এক বহিরাগত নৃত্যশিল্পী এবং সহপাঠীর মাধ্যমে জন স্টিভেনসের সাথে তার পরিচয় হয়। স্টিভেনস, যিনি একজন প্রতিনিধি ছিলেন, পরবর্তীতে তাকে পেন্টহাউস ম্যাগাজিনের আলোকচিত্রী জে অ্যালেনের সাথে পরিচয় করিয়ে দেন। তার প্রাপ্তবয়স্ক কর্মজীবনের জন্য একটি নাম ঠিক করতে, তিনি আসল নাম হিসেবে সানি নামটি উল্লেখ করেছিলেন এবং লিয়ন নামটি ঠিক করেন পেন্টহাউস ম্যাগাজিনের সাবেক মালিক বব গুচ্চিওনে। তিনি পেন্টহাউস ম্যাগাজিনের জন্য পেন্টহাউস মাসের সেরা পেট হিসেবে ২০০১ সালের মার্চ মাসের সংস্করণের জন্যে ক্যামেরার সামনে দাঁড়ান, পরবর্তীতে একই বছরে হাসলার ম্যাগাজিনের হলিডে ফিচারে "হাসলার হানি" হিসেবে উপস্থিত হয়েছে। অতঃপর তিনি অনেকগুলো ম্যাগাজিনের কভার গার্ল হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলেন; যার মধ্যে চেরি, মায়েস্টিকু ম্যাগাজিন, হাই সোসাইটি, শয়ান্ক, এভিএন অনলাইন, লেগ ওয়ার্ল্ড, ক্লাব ইন্টারন্যাশনাল এবং লোরিডার অন্যতম। অন্যদিকে তিনি একজন মডেল হিসেবে মডএফএক্স মডেলস, সুজে র‍্যান্ডাল, কেন মার্কাস এবং ম্যাক অ্যান্ড বাম্বলের সাথে কাহ করেছেন। এছাড়াও তিনি আর্ড্রিয়ানা সেইজ, জেনা জেমসন, জেলেনা জেনসেন এবং আরিয়া জিওভানির মতো তারকাদের সাথে কাজ করেছেন।

২০০৩ সাল সানি লিওনের ক্যারিয়ার দারুণভাবে মোড় নেয়। এই বছর তিনি ‘পেন্টহাউস পেট’ নির্বাচিত হন এবং পর্নোগ্রাফিক চলচ্চিত্র জগতের অন্যতম সেরা নির্মাতা প্রতিষ্ঠান ভিভিড ইন্টারটেইনমেন্টের সঙ্গে তিন বছরের একটি চুক্তিতে স্বাক্ষর করেন। তবে এই চুক্তির শর্ত অনুসারে তিনি কেবল সমকামী মহিলা চরিত্রে অভিনয় করেছেন। সানি অভিনীত প্রথম ছবিটির নাম ছিল সানি, যেটি ২০০৫ সালের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছে। তার পরবর্তী ছবিটিও মুক্তি পায় ভিভিড এন্টারটেইনমেন্টের প্রযোজনায়তেই; যার নাম ছিল ভার্চুয়াল ভিভিড গার্ল সানি লিওন। এভাবে কোনো অভিনেত্রীর নামে ছবি প্রকাশের ঘটনা ভিভিডের ইতিহাসে এটাই প্রথম ছিল। এই ছবিটিতে তিনি মিকালা মেনডেজ এবং ডেইজি ম্যারির মতো অভিনয়শিল্পীদের সাথে অভিনয় করেছিলেন। এই ছবিটি তাকে এভিএন পুরস্কার জয়লাভ করতে সাহায্য করেছিল। অতঃপর তিনি সানি ইন ব্রাজিল এবং দ্য সানি এক্সপেরিমেন্ট নামে দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন, যেগুলো ২০০৭ সালে মুক্তি পেয়েছিল।

২০০৭ সালের মার্চ মাসে সানি ভিভিড এন্টারটেইনমেন্টের আরও একটি চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় তিনি ছয়টি ছবিতে অভিনয় করেছেন। আর এই চুক্তির অধীনেই প্রথমবারের মতো তিনি প্রথম কোনো পুরুষ অভিনেতার সঙ্গে কাজ করেছেন। সানির বাগদত্তা ম্যাট এরিকসন এই ছবিতে তার সহ-শিল্পীর চরিত্রে অভিনয় করেছিলেন। পুরুষের সঙ্গে তার অভিনীত প্রথম ছবিটির নাম ছিল সানি লাভস ম্যাট। এই ছবিটি তাকে ২০০৯ সালের সেরা নারী অভিনেত্রীর পুরস্কার এনে দেয়। একই সাথে বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের পর সানি উপলব্ধি করেন যে ম্যাটের সাথে তার একটানা অভিনয় তার জনপ্রিয়তা কমিয়ে দিচ্ছে। এর ফলস্বরূপ তিনি অন্য অভিনেতাদের সঙ্গেও অভিনয় করতে শুরু করেন। যাদের টমি গান, চার্লস ডেরা, জেমস ডিন অন্যতম।

ব্যক্তিগত জীবন

সানি লিওন 
২০১৭ সালে সানি লিওন এবং তার স্বামী ড্যানিয়েল ওয়েবার

২০০৬ সালের জুন মাসে, সানি লিওন মার্কিন নাগরিকত্ব লাভ করেন। কিন্তু কানাডায় দ্বৈত নাগরিক হিসেবে থাকার পরিকল্পনা করেন। ২০১২ সালের ১৪ই এপ্রিল তারিখে, লিওন দ্য নিউ ইন্ডয়িান এক্সপ্রেস সাক্ষাৎকারে নিজেকে ভারতের অধিবাসী হিসেবে ঘোষণা করেন, তিনি ব্যাখ্যা করেন যে তিনি ভারতের বৈদেশিক নাগরিক ছিলেন এবং তার বাবা ভারতে বসবাস করতেন, আর তিনি বৈদেশিক নাগরিকত্ব পাওয়ারও যোগ্য ছিলেন। অতঃপর জিসম ২ চলচ্চিত্রের চিত্রায়নের সময় তিনি বৈদেশিক নাগরিকত্ব ব্যবহার করে কাজ করেছেন।

সানি লিওন ২০০৮ সালে খুব অল্প সময়ের জন্য কৌতুকাভিনেতা রাসেল পিটার্সের সাথে একটি সম্পর্কে আবদ্ধ ছিলেন।

চলচ্চিত্রের তালিকা

সূত্র
সানি লিওন  মুক্তি প্রতিক্ষিত চলচ্চিত্র
সাল চলচ্চিত্র চরিত্র ভাষা মন্তব্য
২০০৪ দ্য গার্ল নেক্সট ডোর ইংরেজি ক্যামিও চরিত্রে উপস্থিতি
২০০৮ পইরেট'স ব্লাড সানি ইংরেজি
২০১০ দ্য ভার্জিনিটি হিট সানি ইংরেজি
২০১২ জিস্‌ম ২ ইজনা হিন্দি নায়িকা
২০১৩ শুটআউট অ্যাট ওয়াডালা লায়লা হিন্দি "লায়লা" আইটেম সঙ্গীতে বিশেষ উপস্থিতি
জ্যাকপট মায়া হিন্দি নায়িকা
২০১৪ রাগিনী এমএমএস ২ সানি হিন্দি নায়িকা
ভাডাকারি তামিল আইটেম সংগীতে বিশেষ উপস্থিতি
হেট স্টোরি ২ স্ব-ভুমিকায় হিন্দি পিঙ্ক লিপস আইটেম সঙ্গীতে বিশেষ উপস্থিতি
বালভিন্দর সিং ফেমাস হো গায়া স্ব-ভুমিকায় হিন্দি শেক দ্যাট বুটি আইটেম সঙ্গীতে বিশেষ উপস্থিতি
কারেন্ট থীগা সানি তেলুগু ক্যামিও চরিত্রে উপস্থিতি
২০১৫ ডিকে স্ব-ভুমিকায় কন্নড় আইটেম সঙ্গীতে বিশেষ উপস্থিতি
এক পহেলি লীলা লীলা হিন্দি নায়িকা
কুচ কুচ লোচা হ্যায় অনির্ধারিত হিন্দি
লাভ ইউ আলিয়া নিজেই কন্নড় গানে বিশেষ উপস্থিতি "কামাক্ষী"
সিং ইজ ব্লিং বিমানের যাত্রী হিন্দি ক্যামিও চেহারা
টিনা এন্ড লোলো টিনা হিন্দি বিলম্বিত
২০১৬ মাস্তিজাদে লায়য়া লালে হিন্দি
ওয়ান নাইট স্ট্যান্ড সেলিনা/অম্বর কাপুর হিন্দি
বেঈমান লাভ সুনয়না ভার্মা হিন্দি
ফুদ্দু নিজেই হিন্দি বিশেষ উপস্থিতি "তু জরুরাত না তু জরুরী হ্যায়"
ডোঙ্গারি কা রাজা হিন্দি "চোলি ব্লকবাস্টার" গানটিতে বিশেষ উপস্থিতি
২০১৭ রইস নিজেই হিন্দি বিশেষ উপস্থিতি "লায়লা মে লায়লা"
নূর হিন্দি ক্যামিও চেহারা
বাদশাহো হিন্দি গানে বিশেষ উপস্থিতি "পিয়া মোরে"
বয়েজ নিজেই মারাঠি মারাঠি চলচ্চিত্রে আত্মপ্রকাশ, গানে বিশেষ উপস্থিতি "কুঠ কুঠ যায়চা হানিমুন লা"
ভূমি নিজেই হিন্দি গানে বিশেষ উপস্থিতি "ট্রিপি ট্রিপি"
শ্রেষ্ঠ বাঙালি বাংলা গানে বিশেষ উপস্থিতি "চাপ নিশনা"
পিএসভি গরুড় ভেগা তেলুগু "দেও দেও" গানে বিশেষ উপস্থিতি
তেরা ইন্তেজার রৌনক হিন্দি
২০১৯ ঘুথা কহিন কা নিজেই হিন্দি গানে বিশেষ উপস্থিতি "ফাঙ্ক লাভ"
অর্জুন পাতিয়ালা বেবী নরুলা হিন্দি
মধুরাজা নিজেই মালায়লাম আইটেম গানে বিশেষ উপস্থিতি "মোহা মুন্ডিরি"
মতিচুর চাকনাচুর হিন্দি "বাত্তিয়ান বুঝাদো" গানে বিশেষ উপস্থিতি;
২০২২ গিন্না রেণুকা তেলুগু
রক্ষক নিজেই কন্নড় 'ডিঙ্গার বিলি' গানটিতে বিশেষ উপস্থিতি
ও মাই গোস্ট মায়াসেন তামিল
২০২৩ কেনেডি চার্লি হিন্দি প্রিমিয়ার ২০২৩ কান ফিল্ম ফেস্টিভ্যাল
থে ইভান তামিল
টিবিএ কোটেশন গ্যাং† পদ্মা মালায়লাম
রঙ্গিলা† তামিল মালায়ালাম চলচ্চিত্রে অভিষেক, চিত্রগ্রহণ
বীরমাদেবী† বীরমাদেবী চিত্রগ্রহণ
শেরো† চিত্রগ্রহণ
কোকা কোলা† হিন্দি চিত্রগ্রহণ
হেলেন† নয়না চিত্রগ্রহণ
দ্য ব্যাটল অব ভীমা কোরেগাঁও গানে বিশেষ উপস্থিতি
ইউআই† কন্নড় উৎপাদন পরবর্তি

ওয়েব ধারাবাহিক

বছর শিরোনাম ভূমিকা প্ল্যাটফর্ম রেফ.
২০১৮ - ২০১৮ কারেনজিৎ কৌর - দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন নিজেই জি৫
২০১৮ রাগিনী এমএমএস: রিটার্নস মীনা ALTBalaji
২০২১ বুলেট টিনা এমএক্স প্লেয়ার
ওয়ান মাইক স্ট্যান্ড নিজেই আমাজন প্রাইম
২০২২ অনামিকা অনামিকা এমএক্স প্লেয়ার

টেলিভিশন

বছর ধারাবাহিক চরিত্র চ্যানেল টীকা
২০০৫ এমটিভি অ্যাওয়ার্ডস প্রতিবেদক এমটিভি ইন্ডিয়া প্রথম মূলধারার উপস্থিতি
২০০৭ ডেবি ডোয়েস ডালাস স্ব-ভূমিকা শোটাইম তথ্যচিত্র
২০০৮ মাই বেয়ার লেডি ২: ওপেন ফর বিজনেস প্রতিযোগী ফক্স রিয়ালিটি চ্যানেল
কো-ইড কনফিডেনশিয়াল স্ট্রাইপার সিনেম্যাক্স আফ্টার ডার্ক তিন পর্ব
২০১১ বিগ বস ৫ প্রতিযোগী কালারস ৯১ দিন পর্যন্ত
২০১৪ হন্টেড উইকেন্ডস্ উইথ সানি লিওন উপস্থাপক এমটিভি ইন্ডিয়া
২০১৪ স্প্লিটসভিলা: সিজন ৭
২০১৬ বক্স ক্রিকেট লিগ (সিজন ২) প্রতিযোগী চেন্নাই সোয়াগারস দলের সদস্য
২০১৮ ম্যান ভার্সেস ওয়াইল্ড ইউথ সানি লিওন

অন্য গণমাধ্যমে উপস্থিতি

বছর উৎপাদন চরিত্র ধরন টীকা
২০০১ লিভিন' ইট আপ নৃত্যশিল্পী ভিডিওক্লিপ জা রুল-এর গানে
২০০৭ পকেট পুল পেন্টহাউস পেট প্লেস্টেশন পোর্টেবল গেম

পুরস্কার

বছর অনুষ্ঠান বিভাগ কাজ ফলাফল সূত্র
২০১৬ ঘন্টা পুরস্কার সবচেয়ে খারাপ ব্রেকথ্রু জিস্‌ম ২ বিজয়ী
সবচেয়ে খারাপ অভিনেত্রী এক পহেলি লীলা মনোনীত
কুছ কুছ লোচা হ্যায় মনোনীত
২০২৩ পিঙ্কভিলা স্টাইল আইকন পুরস্কার সুপার স্টাইলিশ হাউট স্টেপার - বিজয়ী
বলিউড হাঙ্গামা স্টাইল আইকন মোস্ট স্টাইলিশ গ্ল্যাম স্টার - বিজয়ী

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

সানি লিওন প্রাথমিক জীবনসানি লিওন কর্মজীবনসানি লিওন ব্যক্তিগত জীবনসানি লিওন চলচ্চিত্রের তালিকাসানি লিওন ওয়েব ধারাবাহিকসানি লিওন টেলিভিশনসানি লিওন পুরস্কারসানি লিওন তথ্যসূত্রসানি লিওন বহিঃসংযোগসানি লিওনঅভিনেত্রীইংরেজি ভাষাজিসম ২পর্নোগ্রাফিক চলচ্চিত্র অভিনয়শিল্পীপূজা ভাটপেন্টহাউস (ম্যাগাজিন)বলিউডভারতীয়ভারতীয় চলচ্চিত্রমডেল (ব্যক্তি)মার্কিনসাহায্য:আধ্বব/ইংরেজিহিন্দি ভাষা

🔥 Trending searches on Wiki বাংলা:

ঈদুল আযহারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)সিরাজগঞ্জ জেলাশায়খ আহমাদুল্লাহঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরসাপদ্বাদশ জাতীয় সংসদ সদস্যদের তালিকারক্তের গ্রুপকামরুল হাসানমুখমৈথুনযক্ষ্মাএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)করোনাভাইরাসসাহারা মরুভূমিবাংলাদেশের পদমর্যাদা ক্রমঅপারেশন সার্চলাইটব্যবস্থাপনাসৌদি আরবভোক্তা আচরণপাখিকুকি-চিন ন্যাশনাল ফ্রন্টবেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশপশ্চিমবঙ্গের জেলাকাশ্মীরপারমাণবিক ভরের ভিত্তিতে মৌলসমূহের তালিকাচাঁদপুর জেলামহামৃত্যুঞ্জয় মন্ত্ররবীন্দ্রনাথ ঠাকুরপ্রিয়তমাবাংলা ভাষা আন্দোলনচেন্নাই সুপার কিংসমমতা বন্দ্যোপাধ্যায়বাংলাদেশের নদীবন্দরের তালিকাত্রিভুজশিবলী সাদিকওপেকজ্ঞানইরানদেব (অভিনেতা)সামাজিক বিজ্ঞানভারতের সংবিধানের অনুচ্ছেদ ৩৭০সামাজিক লিঙ্গঅপরাধহেপাটাইটিস বিকৃত্তিবাস ওঝাহুমায়ূন আহমেদবাঁশহারুনুর রশিদজাতীয় বিশ্ববিদ্যালয়মাশাআল্লাহসুন্দরবনভোটতাপ সঞ্চালনমানবজমিন (পত্রিকা)জিএসটি ভর্তি পরীক্ষাতুরস্কবাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকাযোনি পিচ্ছিলকারকজরায়ুসাকিব আল হাসানমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহসামন্ততন্ত্রস্মার্ট বাংলাদেশগর্ভধারণসিঙ্গাপুরডেঙ্গু জ্বরআবহাওয়াওবায়দুল কাদেরফেসবুকমার্কিন যুক্তরাষ্ট্রসিন্ধু সভ্যতাশ্রাবস্তী দত্ত তিন্নিমেয়েসূরা ফাতিহাপিঁয়াজলোকসভাবাংলা লিপিবাংলাদেশের একাডেমিক গ্রেডিং পদ্ধতি🡆 More