সিংহ: বড় বিড়ালের প্রজাতি

সিংহ (Panthera leo) ফেলিডি পরিবারের প্রাণী যা প্যানথেরা গণের চারটি বৃহৎ বিড়ালের মধ্যে আকারে এটির অবস্থান দ্বিতীয়। সিংহের মূলত দুটি উপপ্রজাতি বর্তমানে টিকে আছে। একটি হল আফ্রিকান সিংহ অপরটি হল এশীয় সিংহ। আফ্রিকান সিংহ মোটামুটি আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পাওয়া গেলেও অল্প সংখ্যক ভারতীয় সিংহ শুধু ভারতের গির অভয়ারণ্যে পাওয়া যায়। সংখ্যাধিক্যের দরুন সিংহ বলতে তাই আফ্রিকান সিংহকেই বোঝায়।

সিংহ
সময়গত পরিসীমা: প্রারম্ভিক প্লাইস্টোসিন-বর্তমান, ০.১৬–০কোটি
কা
পা
ক্রি
প্যা
সিংহ: বর্ণনা, শব্দতত্ত্ব, স্বভাব
পুরুষ সিংহ
সিংহ: বর্ণনা, শব্দতত্ত্ব, স্বভাব
সিংহী বা স্ত্রী সিংহ
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: প্রাণী
পর্ব: কর্ডাটা
শ্রেণী: স্তন্যপায়ী
বর্গ: শ্বাপদ বর্গ
পরিবার: ফেলিডে
গণ: প্যানথেরা
প্রজাতি: পেঃলিও
দ্বিপদী নাম
প্যানথেরা লিও
(Linnaeus, 1758)
সিংহ: বর্ণনা, শব্দতত্ত্ব, স্বভাব
সিংহ: বর্ণনা, শব্দতত্ত্ব, স্বভাব
ভারতে সিংহের বিস্তৃতি: গুজরাতের গির জাতীয় উদ্যান প্রায় ৪০০ এশীয় সিংহের শেষ আবাসস্থল।
প্রতিশব্দ
Felis leo
Linnaeus, 1758

বর্ণনা

বর্তমানে আফ্রিকার বনে ৩০,০০০ সিংহ রয়েছে। আর এশিয়া ৩৫০ টি সিংহ রয়েছে। তারা এশিয়ায় বাস করে গির বনে। যেটি অবস্থিত গুজরাত, ভারত.বর্তমান অবস্থা :ভারতে 2005 সালে সিংহের সংখ্যা ছিল 359 টি,2010 সালে 411 টি এবং বর্তমানে 2015 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 523 টি তে।

পুরুষ সিংহের সাধরনত ওজন হয় ১৫০ এবং ২৫০ কিলোগ্রাম (৩৩০ এবং ৫৫০ পাউন্ড) এর মধ্যে হয়। বড় সিংহ পৌছায় ২৫০ থেকে ২৭০ কেজি (৫৫০ থেকে ৬০০ পা) অবধি।. স্ত্রীরা (সিংহী) সাধারণত ১২০ থেকে ১৮২ কেজি (২৬৫ থেকে ৪০১ পা) অবধি হয়. একমাত্র পুরুষ সিংহদের কেশর থাকে। মাথা থেকে পা পর্যন্ত প্রায় ৫'৭"-৮'২" পর্যন্ত হয়ে থাকে। সিংহ মাংসাশী প্রাণী। বিভিন্ন জাতের কৃষ্ণসার, জেব্রা, নু-হরিণ, ইম্পালা, আফ্রিকান মহিষ, জিরাফ, শূকর ইত্যাদি এদের প্রধান খাদ্য।

শব্দতত্ত্ব

সিংহের ইংরাজি নাম রোমাণীয় ভাষার সাথে সম্পর্কিত। এটি লাতিন ভাষার leo শব্দ এবং প্রাচীন গ্রিকের λέων শব্দ থেকে উৎপন্ন হয়েছে।(leon)

স্বভাব

সিংহের দলকে প্রাইড বলে। যেটির অর্থ গর্ব। একটি প্রাইডে দশ থেকে চল্লিশটি সিংহ থাকে।প্রত্যেক প্রাইডের নিজস্ব অঞ্চল আছে। সিংহ কখনো তাদের অঞ্চলে অন্য মাংসাশী প্রাণী ঢোকা পছন্দ করে না। তাদের একটি অঞ্চল প্রায় ২৬০ বর্গকিলোমিটার (১০০ বর্গমাইল)। পুরুষ সিংহরা খুব রাগী হয়। এরা এদের এলাকা রক্ষার্থে প্রয়োজনে সহিংস্র লড়াই করে।

প্রজনন

পুরুষ সিংহ সাধারণত ৩ বছর বয়সে যৌন পরিপক্কতা লাভ করে। বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষ সিংহের ২ বছর বয়সে কেশর গজানো শুরু হয়।কেশর সিংহের পুরুষত্বের প্রতীক।যা শুধু সিংহেরই থাকে। সিংহীর থাকে না।২ থেকে ৩ বছর বয়সে সিংহী তরুণী হয়। গর্ভাবস্থা থাকে ১১০-১২০ দিন পর্যন্ত । জন্মের সময় শিশু সিংহের ভর সাধারণত ১.২ - ২.১ কেজি হয়ে থাকে। শিশু সিংহ জন্মের পর অন্ধ থাকে; তারা ১ সপ্তাহ বয়সে চোখ খুলতে পারে এবং যতদিন ২ সপ্তাহ বয়স না হয় ততদিন ভালো করে দেখতে পারে না। সিংহদের নির্দিষ্ট বাসা নেই, যেখানে তারা চিরকাল থাকবে। সিংহদের নির্দিষ্ট পালানোর জায়গা থাকে। যেটি তারা গোপন রাখে। যদি অন্যদলের সিংহ দেখে ফেলে। তারা তাহলে সেই স্থান প্রস্থান করে।

চিত্রশালা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

সিংহ বর্ণনাসিংহ শব্দতত্ত্বসিংহ স্বভাবসিংহ প্রজননসিংহ চিত্রশালাসিংহ তথ্যসূত্রসিংহ বহিঃসংযোগসিংহ

🔥 Trending searches on Wiki বাংলা:

সাদিয়া জাহান প্রভাবাংলাদেশ সেনাবাহিনীউজবেকিস্তানকাজী নজরুল ইসলামইশার নামাজসজনেসার্বজনীন পেনশনঢাকা বিভাগমালদ্বীপদিল্লি ক্যাপিটালসবাংলা ভাষাপেপসিশুক্র গ্রহশুক্রাণুজানাজার নামাজরঙের তালিকানারী ক্ষমতায়নযুক্তরাজ্যশাকিব খান অভিনীত চলচ্চিত্রের তালিকাবাংলাদেশী টাকাজলবায়ুগাঁজা (মাদক)ইহুদিশরীয়তপুর জেলাবঙ্গাব্দগাণিতিক প্রতীকের তালিকাণত্ব বিধান ও ষত্ব বিধানকুমিল্লা জেলাকুরআনের ইতিহাসঅর্থ (টাকা)রাজশাহী বিশ্ববিদ্যালয়মহামৃত্যুঞ্জয় মন্ত্রবাংলাদেশ জাতীয়তাবাদী দলপ্রধান পাতাসাধু ভাষাসমরেশ মজুমদারবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাময়মনসিংহনাটকবাংলাদেশ রেলওয়েমার্কিন যুক্তরাষ্ট্রআয়তন অনুযায়ী ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের তালিকাউমাইয়া খিলাফতউসমানীয় খিলাফতজহির রায়হানইতালিঅন্ধকূপ হত্যাসূরা ফাতিহাজান্নাতমিশরনগরায়নআনন্দবাজার পত্রিকাসিফিলিসবাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারকবৃন্দএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)হামআতিকুল ইসলাম (মেয়র)রবীন্দ্রনাথ ঠাকুরউসমানীয় সাম্রাজ্যের সুলতানদের তালিকাহোয়াটসঅ্যাপঢাকা মেট্রোরেলের স্টেশনের তালিকাছয় দফা আন্দোলনপশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহবিশ্ব দিবস তালিকাসৌদি রিয়ালপ্রথম বিশ্বযুদ্ধবিসিএস পরীক্ষাসরকারলগইনজ্ঞানসিন্ধু সভ্যতাবাংলাদেশের জলবায়ুপ্রিয়তমাকালেমাঅপারেশন সার্চলাইটখাদ্যবাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৩পাগলা মসজিদ🡆 More