১৬ জুলাই: তারিখ

১৬ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৯৭তম (অধিবর্ষে ১৯৮তম) দিন। বছর শেষ হতে আরো ১৬৮ দিন বাকি রয়েছে।

১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০ ৩১  

ঘটনাবলী

  • ৬২২ - জুলিয়ান বর্ষপঞ্জি অনুসারে ইসলামি বর্ষপঞ্জি হিজরি সনের প্রথম দিন ছিল শুক্রবার
  • ১৬৬১ - স্টকহোম ব্যাংক থেকে ইউরোপে প্রথম ব্যাংক নোট ইস্যু করা হয়।
  • ১৮৫৬ - (কারো কারো মতে ২৬ জুলাই) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় লর্ড ক্যানিং হিন্দু বিধবা বিবাহকে বৈধতা দেন।
  • ১৯০৫ - খুলনা জেলার বাগেরহাটে প্রথম ব্রিটিশ পণ্যদ্রব্য বর্জন আন্দোলন শুরু হয়।
  • ১৯১৮ - বলশেভিকদের হাতে রাশিয়ার শেষ সম্রাট জার নিকোলাই দ্বিতীয় তার পাঁচ সন্তান ও স্ত্রী সহ নিহত হন। এর ফলে রাশিয়ায় রাজতন্ত্রের পতন হয়।
  • ১৯৩২ - ভারতবর্ষের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বিষয়কে গবেষণা প্রতিষ্ঠান ‘ইন্ডিয়া রিসার্চ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তির নেতৃবৃন্দ উইন্সটন চার্চিল, হ্যারি ট্রুম্যান, জোসেফ স্ট্যালিন জার্মানীর পোস্টডাম শহরে সাক্ষাৎ করেন।
  • ১৯৪৫ - নিউ মেক্সিকোর আলামগার্দোতে মার্কিন পারমাণবিক বোমার প্রথম পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়।
  • ১৯৪৬ - মার্কিন যুক্তরাষ্ট্রের বিকিনি দ্বীপে পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়।
  • ১৯৬৫ - ফ্রান্স ও ইতালির মধ্যে মন্টব্ল্যাক সড়ক সুড়ঙ্গ উদ্বোধন করা হয়।
  • ১৯৬৮ - মার্কিন কমিউনিস্ট পার্টির মুখপত্র ‘ডেইলি ওয়ার্ল্ড’ আত্মপ্রকাশ করে।
  • ১৯৬৯ - মনুষ্যবাহী মার্কিন নভোযান অ্যাপোলো-১১ চাঁদ অভিমুখে যাত্রা করে।
  • ১৯৭৩ - আফগানিস্তানের সেনা কর্মকর্তা জেনারেল দাউদ খান সাবেক সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় এক অভ্যূত্থানের মাধ্যমে আফগান শাহ মোহাম্মাদ জহিরকে পদচ্যূত করে দেশে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু করেন।
  • ১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় আলজেরিয়াতিউনিসিয়া এবং মৌরিতানিয়া
  • ১৯৭৯ - হাসান আল বকর পদত্যাগ করেন ও সাদ্দাম হোসেন ইরাকের রাষ্ট্রপতি হন।
  • ১৯৮১ - মাহাথির বিন মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বায়িত্ব গ্রহণ করেন।
  • ১৯৯০ - ফিলিপাইনে ভূমিকম্পে ১৬ শতাধিক নিহত।
  • ১৯৯০ - ইউক্রেন নিজের সার্বভৌমত্ব ঘোষণা করে।
  • ১৯৯৭ - মিলোসেভিচ যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত।
  • ২০০৭ - সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে বৈরী রাজনৈতিক পরিবেশে গ্রেফতার হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

জন্ম

মৃত্যু

  • ১৭৪৭ - ইতালীয় চিত্রশিল্পী জুসেপ্পি ক্রিপসির মৃত্যু।
  • ১৮৬৮ - বস্তুবাদী রুশ দার্শনিক ও সাহিত্য সমালোচক দমিত্তি পিসারিয়েভ।
  • ১৯৫৯ - সুহৃদ কুমার রায়, বাঙালি শৈলতাত্বিক ভূবিজ্ঞানী।(জ.০১/০১/১৮৯৫)
  • ১৯৮৫ - নোবেলজয়ী [১৯৭২] জার্মান ঔপন্যাসিক হাইনরিখ বয়েল।
  • ১৯৯৪ - জুলিয়ান শুইঙার, মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী। (জ.১২/০২/১৯১৮)
  • ২০০০ - সাংবাদিক শামছুর রহমান।
  • ২০১৩ - কাজী মুতাসিম বিল্লাহ, বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত (জ. ১৯৩৩)
  • ২০২১ - সাইমন ড্রিং, আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী ইংরেজ সংবাদদাতা, টেলিভিশন উপস্থাপক এবং প্রতিবেদন নির্মাতা।

ছুটি ও অন্যান্য

বহিঃসংযোগ

Tags:

১৬ জুলাই ঘটনাবলী১৬ জুলাই জন্ম১৬ জুলাই মৃত্যু১৬ জুলাই ছুটি ও অন্যান্য১৬ জুলাই বহিঃসংযোগ১৬ জুলাইঅধিবর্ষগ্রেগরীয় বর্ষপঞ্জী

🔥 Trending searches on Wiki বাংলা:

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশবাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকাসাইপ্রাসমুহাম্মাদ ফাতিহমূত্রনালীর সংক্রমণপশ্চিমবঙ্গপ্রযুক্তিশিবপর্যায় সারণী (লেখ্যরুপ)বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়বাংলাদেশের মন্ত্রিসভারাদারফোর্ড পরমাণু মডেলইউরোপমুহাম্মাদের নেতৃত্বে যুদ্ধের তালিকাউমাইয়া খিলাফতরক্তশূন্যতাজনি সিন্স১৯৭১ বাংলাদেশী বুদ্ধিজীবী হত্যাকাণ্ডসৈয়দ মুজতবা আলীগোপনীয়তাবুধ গ্রহটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাযশোর জেলাগজলভাইরাসসংস্কৃতিপদ্মা সেতুসিরাজউদ্দৌলাফিফা বিশ্বকাপআইসোটোপবাঙালি হিন্দুদের পদবিসমূহরক্তউহুদের যুদ্ধইউসুফধানবাঙালি জাতিরবীন্দ্রনাথ ঠাকুরলালবাগের কেল্লাবিটিএসদর্শননেপালতামান্না ভাটিয়াআলিচিরস্থায়ী বন্দোবস্তবিদায় হজ্জের ভাষণএম এ ওয়াজেদ মিয়াআমর ইবনে হিশামভারতমির্জা ফখরুল ইসলাম আলমগীর২০২২ ফিফা বিশ্বকাপরামকৃষ্ণ পরমহংসবিরাট কোহলিপরীমনিহরিচাঁদ ঠাকুরফেসবুকজন্ডিসমানিক বন্দ্যোপাধ্যায়অস্ট্রেলিয়া (মহাদেশ)মারমাবাল্যবিবাহশশাঙ্কধর্মীয় জনসংখ্যার তালিকা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকপালকুণ্ডলাবাস্তুতন্ত্রমাটিযুক্তফ্রন্টজান্নাতগুগল০ (সংখ্যা)প্রাকৃতিক সম্পদআন্তর্জাতিক টুয়েন্টি২০ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাফরাসি বিপ্লবের পূর্বের অবস্থালিঙ্গ উত্থান ত্রুটিপূর্ণ সংখ্যামহাদেশবাংলা ভাষা🡆 More