৪ জুলাই: তারিখ

৪ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৮৫তম (অধিবর্ষে ১৮৬তম) দিন। বছর শেষ হতে আরো ১৮০ দিন বাকি রয়েছে।

১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০ ৩১  

ঘটনাবলী

  • ১১৮৭ - ক্রুসেডের হাত্তিনের যুদ্ধ এ জেরুসালেমের রাজা গাই অব লুসিগনানকে সালাদিন পরাজিত করেন।
  • ১১৮৭ - সুলতান সালাহ উদ্দীন আইয়ুবীর বায়তুল মোকাদ্দাস অধিকার।
  • ১৭০০ - তুরস্ক-রাশিয়া যুদ্ধ বিরতি।
  • ১৭৭৪ - “unanimous Declaration of the thirteen united States of America” নামে এই ঘোষণাপত্রটি “Representatives of the united States of America” কর্তৃক গৃহীত হয়।
  • ১৭৭৬ - মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে।
  • ১৭৭৬ - জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির পিতা বলে স্বীকৃতি পান।
  • ১৮০২ - মার্কিন ওয়েস্ট পয়েন্ট সামরিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়।
  • ১৮১৭ - স্কুল পর্যায়ের পাঠ্যপুস্তক রচনার জন্য কলকাতায় ক্যালকাটা স্কুল-বুক সোসাইটি গঠিত হয়।
  • ১৮২৭ - নিউ ইয়র্ক রাজ্যে দাসত্বপ্রথার বিলুপ্তি।
  • ১৮২৮ - উইলিয়াম বেন্টিঙ্ক বাংলার গবর্নর জেনারেল পদে নিযুক্ত হন।
  • ১৮২৯ - লন্ডনে প্রথম বাস চলাচল শুরু।
  • ১৮৪৮ - কার্ল মার্কস ও ফ্রেডারিখ এঙ্গেলস কমিউনিস্ট পার্টির ইশতেহার প্রকাশ করেন।
  • ১৮৫৬ - মৌলভী আহমাদ উল্লাহ ও লাখনৌর বেগম হযরত মহলের নেতৃত্বাধীন যুদ্ধে ইংরেজদের পরাজয়।
  • ১৮৮১ - ভারতের শিলিগুড়ি ও দার্জিলিং-এর মধ্যে প্রথম টয়ট্রেন চলাচল শুরু হয়।
  • ১৮৮৬ - ফ্রান্সের জনগণ যুক্তরাষ্ট্রের জনগণকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয়। .
  • ১৯০৪ - পানামা খালের খনন কাজ শুরু।
  • ১৯২০ - সিলেটে সিলেট জেলা খেলাফত কমিটি গঠিত হয় এবং হাওয়া পাড়ায় মৌলবী আবদুল্লাহ বিএল-এর বাসভবনে এর অস্থায়ী অফিসও প্রতিষ্ঠিত হয়।
  • ১৯২৯ - বঙ্গীয় আইন পরিষদের ২৫ জন মুসলিম সদস্য কলকাতায় একটি সম্মেলনে মিলিত হয়েছিলেন।
  • ১৯৩৫ - লন্ডনের কিংসওয়ে শহরের দক্ষিণে অ্যাল্ডউইচ (Aldwitch) এবং দি স্ট্র্যান্ট (The Strant) স্ট্রিটের মাঝামাঝি স্থানের ওয়েস্ট মিনিস্টারে অবস্থিত বিবিসি’র সদর দফতর “বুশ হাউস” ভবনটি প্রায় ১৩ বছরের নির্মাণকাল শেষে লর্ড ব্যালফারের নেতৃত্বে উন্মোচন করা হয়।
  • ১৯৪১ - নাৎসি জার্মান বাহিনী পোলিশ বিজ্ঞানী ও লেখকদের হত্যা করে।
  • ১৯৪২ - ফিলিপাইন স্বাধীনতা ঘোষণা করে।
  • ১৯৪৩ -
  • ১৯৪৪ - সুভাষচন্দ্র বসুর বর্মাতে স্মরণীয় আহ্বান তোমরা আমাকে রক্ত দাও,আমি তোমাদের স্বাধীনতা দেব
  • ১৯৪৬ - যুক্তরাষ্ট্র ফিলিপাইনের স্বাধীনতা ফিরিয়ে দিতে বাধ্য হয়।
  • ১৯৪৭ - ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স এ্যাক্ট খসড়া আকারে ব্রিটিশ কমন্স সভায় উত্থাপিত হয়।
  • ১৯৫১ - চেকোস্লাভাকিয়ার আদালত আমেরিকান সাংবাদিক উইলিয়াম এন ওয়াতিসকে ১০ বছরের সাজা দেন।
  • ১৯৭২ - দুই কোরিয়া পুনরায় একত্রী করণের লক্ষ্যে প্রথমবারের মত সরকারি ভাবে যৌথ ঘোষণা দেওয়া হয়।
  • ১৯৭৮ - ল্যাটিন আমেরিকান ৮টি দেশের আমাজান নদীসংক্রান্ত চুক্তি স্বাক্ষর।
  • ১৯৮২ - ইরানের চারজন কূটনীতিককে লেবাননের মিলিশিয়ারা অপহরণ করেছিল।
  • ১৯৮৭ - প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট নেয়ার কৃত্বিত অর্জন করেন কিংবদন্তি অলরাউন্ডার ইমরান খান।
  • ১৯৮৭ - চীনের তেং সিয়াও পিং বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট এরশাদের সঙ্গে সাক্ষাৎ করার সময় দুটি মৌলিক তত্ত্ব উত্থাপন করেন ।
  • ২০০১ - মাওয়ায় পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
  • ২০১১ - থাইল্যান্ডের ইতিহাসে ২৬তম ৫০০ আসনের সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

জন্ম

মৃত্যু

ছুটি ও অন্যান্য

বহিঃসংযোগ

Tags:

৪ জুলাই ঘটনাবলী৪ জুলাই জন্ম৪ জুলাই মৃত্যু৪ জুলাই ছুটি ও অন্যান্য৪ জুলাই বহিঃসংযোগ৪ জুলাইঅধিবর্ষগ্রেগরীয় বর্ষপঞ্জী

🔥 Trending searches on Wiki বাংলা:

জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদমাইটোসিসসমকামিতাবিড়ালজ্ঞানদক্ষিণ কোরিয়াঅর্থনীতিরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবটাইটানিকটুইটারহিমোগ্লোবিনবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেক্টরসমূহপদ্মা সেতু১৮ এপ্রিলটাইফয়েড জ্বরপারমাণবিক অস্ত্রসাঁওতাল বিদ্রোহবিভিন্ন ধর্ম ও বিশ্বাসের তালিকাক্যান্সারধর্ষণযক্ষ্মারামকৃষ্ণ পরমহংসশাহরুখ খাননদিয়া জেলাবাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডমমতা বন্দ্যোপাধ্যায়পেপসিকলকাতামঙ্গল শোভাযাত্রাচট্টগ্রাম১ (সংখ্যা)বাংলাদেশের কোম্পানির তালিকাবিজরী বরকতুল্লাহএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিবন্ধুত্বপশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদপেট্রোবাংলাহোয়াইট বোর্ডইহুদিগাঁজাতৃণমূল কংগ্রেসপর্যায় সারণিরবীন্দ্রনাথ ঠাকুরখালিদ বিন ওয়ালিদফেসবুকশিক্ষাগেরিনা ফ্রি ফায়ারচুয়াডাঙ্গা জেলাসিফিলিসবৈদিক যুগডেঙ্গু জ্বরইসরায়েলের ভূগোলবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতসালোকসংশ্লেষণটপ্পা গানঈদুল ফিতর২০২৪ ইসরায়েলে ইরানি হামলাইসলামে যৌনতাসূর্যসুনামগঞ্জ জেলাতাজমহলখালিদ হাসান মিলুমক্কাপশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেডমুস্তাফিজুর রহমানবঙ্গবন্ধু-১তক্ষককানাডাটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাবেদইরানফরাসি বিপ্লবলোকনাথ ব্রহ্মচারীপ্রস্তর যুগঋতু🡆 More