১ জুলাই: তারিখ

১ জুলাই গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৮২তম (অধিবর্ষে ১৮৩তম) দিন। বছর শেষ হতে আরো ১৮৩ দিন বাকি রয়েছে।

১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০ ৩১  

ঘটনাবলী

  • ১৮৩৫ - উইলিয়াম অ্যাডাম কর্তৃক বাংলাদেশের প্রথম শিক্ষাবিষয়ক রিপোর্ট (অ্যাডাম রিপোর্ট) পেশ করা হয়।
  • ১৮৪৭ - মার্কিন ডাক বিভাগ প্রথম ডাক টিকিট চালু করে।
  • ১৮৬২ - ভারতের প্রাচীনতম হাইকোর্ট কলকাতা উচ্চ আদালত বা কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়।
  • ১৮৬২ - রাশিয়ার মস্কোতে রাষ্ট্রীয় গণগ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৬৩ - আমেরিকায় গৃহযুদ্ধ (গ্যাটিসবার্গ যুদ্ধ) শুরু হয়।
  • ১৮৬৭ - কানাডা ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে।
  • ১৮৭৯ - অবিভক্ত ভারতে প্রথম পোস্টকার্ড চালু হয়।
  • ১৯০৬ - কানাড়া ব্যাঙ্ক ভারতের চতুর্থ বৃহত্তম ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়।
  • ১৯০৮ - আন্তর্জাতিক আতান্তর সংকেত এসওএস চালু হয়।
  • ১৯২১ - ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
  • ১৯২১ - কমিউনিস্ট পার্টি অব চায়না প্রতিষ্ঠিত হয়।
  • ১৯২১ - নদীয়ার বড়জাগুলী তে জমিদার গোপাল সিংহের হাত ধরে বড়জাগুলী গোপাল একাডেমি স্কুল প্রতিষ্ঠা হয় , এটি নদীয়া জেলার সবচেয়ে প্রাচীন উচ্চ বিদ্যালয় ।
  • ১৯২৯ - স্যার আবদুর রহিমকে সভাপতি, মওলানা আকরম খাঁকে সম্পাদক এবং শেরেবাংলা একে ফজলুল হককে সহ-সভাপতি করে নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠিত হয়।
  • ১৯৪৭ - ব্রিটিশ পার্লামেন্টে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা আইন পাস করা হয়।
  • ১৯৫৫ - ভারতের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইণ্ডিয়া তথা ভারতীয় স্টেট ব্যাংক নামে পরিচিত হয়।
  • ১৯৬০ - ব্রিটিশ নিয়ন্ত্রিত সোমালিয়া ও ইতালি নিয়ন্ত্রিত সোমালিয়ার একীভূত হওয়ার মধ্য দিয়ে আফ্রিকার দেশ সোমালিয়া স্বাধীনতা লাভ করে।
  • ১৯৬২ - আফ্রিকার ছোট্ট দেশ বুরুন্ডি ও রুয়ান্ডা স্বাধীনতা অর্জন করে।
  • ১৯৬৬ - কানাডায় প্রথম রঙিন টেলিভিশন সম্প্রচারিত হয়।
  • ১৯৬৭ - কানাডা প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৯১ - বাংলাদেশে মূল্য সংযোজন কর (ভ্যাট) চালু হয়।
  • ১৯৯৭ - ভারতীয় উপমহাদেশের বৃহত্তম বিজ্ঞান সংগ্রহালয় ও বিজ্ঞানকেন্দ্রিক বিনোদন উদ্যান- সায়েন্স সিটি কলকাতা এর উদ্বোধন হয়।
  • ২০০২ - নেদারল্যান্ডসের হ্যাগে বিশ্বের প্রথম স্থায়ী আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতের কার্যক্রম শুরু।
  • ২০১৬ - বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের একটি রেস্তোরায় আইএসআইএস (ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্য লেভান্ট) কর্তৃক আক্রমণ হয়।
  • ২০১৭ - ভারতে পরোক্ষ কর পণ্য-পরিষেবা কর পদ্ধতি চালু হয়।

জন্ম

মৃত্যু

ছুটি ও অন্যান্য

বহিঃসংযোগ

Tags:

১ জুলাই ঘটনাবলী১ জুলাই জন্ম১ জুলাই মৃত্যু১ জুলাই ছুটি ও অন্যান্য১ জুলাই বহিঃসংযোগ১ জুলাইঅধিবর্ষগ্রেগরীয় বর্ষপঞ্জী

🔥 Trending searches on Wiki বাংলা:

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টদ্বাদশ জাতীয় সংসদ সদস্যদের তালিকাসূরা বাকারারাজশাহী বিভাগহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরবাংলাদেশ রেলওয়েদিনাজপুর জেলাইব্রাহিম (নবী)ঢাকা বিভাগভালোবাসারাজনীতিআসমানী কিতাবপশ্চিমবঙ্গ সরকারঊনসত্তরের গণঅভ্যুত্থানগাঁজাঅকাল বীর্যপাতরামমোহন রায়মুসাফিরের নামাজবেদে জনগোষ্ঠীগুজরাত টাইটান্সতুলসীকাজল আগরওয়ালমৈমনসিংহ গীতিকাইন্দোনেশিয়াসালোকসংশ্লেষণজগদীশ চন্দ্র বসুরাজশাহী বিশ্ববিদ্যালয়দিল্লিমিয়া খলিফাদ্বিতীয় বিশ্বযুদ্ধমৃণাল ঠাকুরভারতের জাতীয় পতাকানরেন্দ্র মোদী স্টেডিয়ামবিড়ালব্যঞ্জনবর্ণদেব (অভিনেতা)হরিচাঁদ ঠাকুরবিবাহব্যাংকনামাজের নিয়মাবলীবিতর নামাজজীবনানন্দ দাশবৌদ্ধধর্মশাবনূরবাংলাদেশ আওয়ামী লীগসমাসজনপ্রশাসন মন্ত্রণালয় (বাংলাদেশ)যুক্তফ্রন্টতামান্না ভাটিয়াইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিত্রিপুরাবাংলাদেশের জাতিগোষ্ঠীবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়লক্ষ্মীপুর জেলাওয়ালটন গ্রুপসীতাগর্ভধারণপাল সাম্রাজ্যবাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রসাহাবিদের তালিকাআলুচাঁদপুর জেলাইরাকমাযহাবমেয়েবাংলাদেশের জেলাসমূহের তালিকাবাঙালি জাতিসাঁওতাল বিদ্রোহ২০২২–২৩ উয়েফা চ্যাম্পিয়নস লিগপাকুড়কুয়েতমোবাইল ফোনমাগীহার্ডিঞ্জ ব্রিজজয় শ্রীরামবঙ্গাব্দনরসিংদী জেলাবাংলাদেশের পদমর্যাদা ক্রমঅসমাপ্ত আত্মজীবনী🡆 More