বাজরিগর

বাজরিগর পরিচিত একটি পোষা পাখি। আমেরিকায় লিট্টল প্যারাকিট নামে পরিচিত। এছাড়াও এই পাখি বাজী বা শেল প্যারাকিট, ক্যানারী প্যারট, জেব্রা প্যারট, কমন পেট প্যারাকিট, আন্ডুলেটেড প্যারাকিট বাজরীগার এবং বদরী নামেও পরিচিত। বাজরিগার পাখি প্রধানত অস্ট্রেলিয়ার পূর্ব ও দক্ষিণ-পশ্চিম উপকূল অঞ্চলসহ সমগ্র বনাঞ্চলে দেখা যায়। এছাড়াও তাস্মেমিয়া এবং এর প্রতিবেশী কয়েকটি দেশেও এর বিস্তার আছে। এর বৈজ্ঞানিক নাম Melopsittacus Undulatus । সাধারনত বন্য বাজেরীগার লম্বায় প্রায় ৬.৫ – ৭ ইঞ্চি এবং খাঁচায় প্রায় ৭ – ৮ ইঞ্চি। এদের ওজন সাধারণত বন্য বাজরিগার ২৫ – ৩৫ গ্রাম এবং খাঁচায় ৩৫ – ৪০ গ্রাম পর্যন্ত হয়। পূর্ণবয়স্ক পুরুষ বাজরিগারের নাকের ছিদ্রের চারপাশে নীল রংয়ের ঝিল্লি থাকে। এই ঝিল্লি কপাল ও ঠোঁটের মাঝে নাকের ছিদ্রসহ বিস্তৃত।পূর্ণবয়স্ক স্ত্রী বাজরিগারের নাকের ছিদ্রের চারপাশে বাদামি রংয়ের ঝিল্লি দিয়ে ঘেরা থাকে। এই ঝিল্লি কপাল ও ঠোঁটের মাঝে নাকের ছিদ্রসহ বিস্তৃত। সাধারণত ৮-৯ মাস বয়সে এরা প্রাপ্তবয়স্ক হয়। এরা এক সাথে ৮-১৩ টি ডিম পাড়ে। এই পাখি ডিম দেয়ার সময়ে এদের নির্জন জায়গায় রাখতে হবে। ডিম থেকে বাচ্চা ফুটতে ১৮দিন সময় লাগে। ছোট প্রজাতির এই পাখিটি এর বুদ্ধিমত্তার জন্য জনপ্রিয়। শ্রবণ ক্ষমতা অনেক ভাল। খুব সহজে বড় শব্দ বা বাক্য মনে রাখতে পারে। মালিকের থেকে কোন শব্দ শোনা মাত্র এরা মনে রাখতে পারে এবং বার বার তা বলতে থাকে। এদের গড় আয়ু ৪-৫ বছর এবং খাঁচায় ১০-১২ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।

বাজরিগর
সময়গত পরিসীমা: Pliocene–Holocene
কা
পা
ক্রি
প্যা
বাজরিগর
Blue cere indicates male
বাজরিগর
Flaking brown cere indicates female in breeding condition
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Chordata
উপপর্ব: Vertebrata
শ্রেণী: Aves
বর্গ: Psittaciformes
পরিবার: Psittacidae
গণ: Melopsittacus
প্রজাতি: undulatus
দ্বিপদী নাম
Melopsittacus undulatus
(Shaw, 1805)
বাজরিগর
The budgerigar's natural habitat is in dark red; its introduced range is in light red

বাজরিগর।পাখিকে অস্ট্রিয়ান পাখি বলা হয়ে থাকে । তবে বর্তমানকালে এ পাখি পৃথিবীব্যাপী, বৃহৎ আকারের পোষা পাখি হিসেবে পরিচিত। এরা বিভিন্ন রং এর হয়ে থাকে ( হলুদ, সবুজ, সাদা, পাঁচ মেশালী)। নাকের ডগার রং দেখে এদের চেনা যায়,। সাদা রং মাদী আর কালচে রং নর পাখিকে নির্দেশ করে। সাধারনত ৮-৯ মাস বয়সে এরা প্রাপ্তবয়স্ক হয়। এরা এক সাথে ৮-১৩ টি ডিম পাড়ে। এদের গড় আয়ু ৬ বছর। এই পাখি ডিম দেয়ার সময়ে এদের নির্জন জায়গায় রাখতে হবে।

বাজরিগার পাখির আকার

বনে বাস করে এমন বাজরিগার লম্বায় প্রায় ৬.৫ থেকে ৭ ইঞ্চি এবং ওজন ২৫ থেকে ৩৫ গ্রাম পর্যন্ত হয়। তবে খাঁচায় পালা পাখি আকারে ও ওজনে একটু বড় হয়। খাঁচায় পালনকারা পাখি লম্বায় ৭ থেকে ৮ ইঞ্চি হয়ে থাকে। আর ওজন ৩৫ থেকে ৪০ গ্রাম পর্যন্ত হয়।

চিত্রশালা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

বাজরিগর  উইকিঅভিধানে budgerigar-এর আভিধানিক সংজ্ঞা পড়ুন।

  • টেমপ্লেট:UCSC genomes

Tags:

বাজরিগর বাজরিগার পাখির আকারবাজরিগর চিত্রশালাবাজরিগর তথ্যসূত্রবাজরিগর বহিঃসংযোগবাজরিগর

🔥 Trending searches on Wiki বাংলা:

খ্রিস্টধর্মমিয়ানমারনরেন্দ্র মোদীবিশ্বের ইতিহাসপৃথিবীটাইফয়েড জ্বরসেলজুক সাম্রাজ্যইয়াজুজ মাজুজইউরোপীয় দেশগুলো ও অধীনস্থ ভূভাগের তালিকাবাংলাদেশের অর্থনীতিবাল্যবিবাহকম্পিউটার কিবোর্ডছায়াপথচীনরোমান সাম্রাজ্যদুর্গামাইকেল মধুসূদন দত্তবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলমুসাস্নায়ুকোষফেরদৌস আহমেদপলিসিস্টিক ওভারি সিন্ড্রোমব্রাহ্মণবাড়িয়া জেলাইজিও অডিটরে দা ফিরেনজেআফতাব শিবদাসানিঢাকা জেলাভারতের জাতীয় পতাকাকাতারবাঙালি জাতিরাসায়নিক বিক্রিয়াআর্-রাহীকুল মাখতূমহেপাটাইটিস বিউইকিপ্রজাতিবাংলা ব্যঞ্জনবর্ণজলাতংকফজরের নামাজপূর্ণিমা (অভিনেত্রী)হরে কৃষ্ণ (মন্ত্র)চাশতের নামাজজিয়াউর রহমানলালবাগের কেল্লাহ্যাশট্যাগমাইটোসিসভাইরাসমার্কিন ডলারবীরাঙ্গনাসংস্কৃতিমানুষচ সু-হিয়াংতাহাজ্জুদবাংলাদেশ পুলিশআফরান নিশোনারী ক্ষমতায়নসতীদাহমোহনদাস করমচাঁদ গান্ধীসহীহ বুখারীজরায়ুনামের ভিত্তিতে মৌলসমূহের তালিকারাহুল গান্ধীমূত্রনালীর সংক্রমণগোত্র (হিন্দুধর্ম)শবনম বুবলিসূরা কাফিরুনহরপ্পাবাঙালি হিন্দু বিবাহএশিয়াপ্রথম উসমানশেখ মুজিবুর রহমানব্রাজিল জাতীয় ফুটবল দলসোমালিয়াদোয়া কুনুতসিংহঅগ্নিবীণা (কাব্যগ্রন্থ)তারেক রহমানপ্রসেনজিৎ চট্টোপাধ্যায়বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রইন্দোনেশিয়াব্রাজিলস্মার্ট বাংলাদেশ🡆 More