বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটের জাতীয় ক্রিকেট দল হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। তারা টাইগার্স বা বাংলার বাঘ নামেও পরিচিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (সংক্ষেপে বিসিবি) এই দল পরিচালনা করে থাকে। বাংলাদেশ আইসিসি'র টেস্ট ও একদিনের আন্তর্জাতিক মর্যাদাপ্রাপ্ত স্থায়ী সদস্য দেশগুলোর অন্তর্ভুক্ত। ১০ম টেস্টখেলুড়ে দেশ হিসেবে ভারতের বিপক্ষে ২০০০ সালে ঢাকায় বাংলাদেশ নিজেদের প্রথম টেস্ট ম্যাচ খেলে। বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বপ্রথম আত্মপ্রকাশ করে ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করার মাধ্যমে। সেবারের টুর্নামেন্টে ৪ ম্যাচের ২ টি ম্যাচে তারা জয়লাভ করে এবং বাকি ২ টি ম্যাচে পরাজয় বরণ করে। এর সাত বছর পর ১৯৮৬ সালের ৩১ মার্চ এশিয়া কাপে ক্রিকেটে তারা তাদের সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটি খেলে পাকিস্তানের বিপক্ষে। ১৯৯৭ সালে বাংলাদেশ আইসিসি ট্রফি জেতে এবং এর মাধ্যমে প্রথমবারের মতো ১৯৯৯ সালের বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের সুযোগ পায়। বিশ্বকাপে তারা পাকিস্তান এবং স্কটল্যান্ডকে পরাজিত করে।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
ডাকনামবাংলার বাঘ, টাইগার্স
সংঘবাংলাদেশ ক্রিকেট বোর্ড
কর্মীবৃন্দ
অধিনায়কনাজমুল হোসেন শান্ত
কোচচণ্ডিকা হাথুরুসিংহা
ইতিহাস
টেস্ট মর্যাদা প্রাপ্তি২০০০
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
আইসিসি মর্যাদাসহযোগী সদস্য (১৯৭৭)
পূর্ণ সদস্য (২০০০)
আইসিসি অঞ্চলএশিয়া
আইসিসি র‍্যাংকিং বর্তমান সেরা
টেস্ট ৯ম ৮ম(১ মে ২০১৮)
ওডিআই ৮ম ৬ষ্ঠ(২৫ মে ২০১৭)
টি২০আই ৯ম ৪র্থ (২২ জুলাই ২০১২)
টেস্ট
প্রথম টেস্টব. বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ভারত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা; ১০–১৩ নভেম্বর ২০০০
সর্বশেষ টেস্টব. বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ড শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা; ৬–৯ ডিসেম্বর ২০২৩
টেস্ট ম্যাচ জয়/পরাজয়
মোট ১৪০ ১৯/১০৩
(১৮ ড্র)
বর্তমান বছর ৩/১ (০ ড্র)
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ উপস্থিতি২ (২০১৯-২০২১ সালে সর্বপ্রথম)
সেরা ফলাফল৯ম (২০১৯-২০২১, ২০২১-২৩)
একদিনের আন্তর্জাতিক
প্রথম ওডিআইব. বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তান ডি সোয়েসা স্টেডিয়াম, মোরাতুয়া; ৩১ মার্চ ১৯৮৬
সর্বশেষ ওডিআইব. বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ড স্যাক্সটন ওভাল, নেলসন; ২০ ডিসেম্বর ২০২৩
ওডিআই ম্যাচ জয়/পরাজয়
মোট ৪৩৪ ১৫৬/২৬৮
(০ সমতা, ১০ ফলাফল বিহীন)
বর্তমান বছর ৩১ ১০/১৮
(০ সমতা, ৩ ফলাফলবিহীন)
বিশ্বকাপ উপস্থিতি৭ (১৯৯৯ সালে সর্বপ্রথম)
সেরা ফলাফলকোয়ার্টার ফাইনাল (২০১৫)
বিশ্বকাপ বাছাইপর্ব উপস্থিতি৬ (১৯৭৯ সালে সর্বপ্রথম)
সেরা ফলাফলচ্যাম্পিয়ন্স (১৯৯৭)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রথম টি২০আইব. বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল জিম্বাবুয়ে শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা; ২৮ নভেম্বর ২০০৬
সর্বশেষ টি২০আইব. বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কা সিলেট স্টেডিয়াম, সিলেট; ৬ই মার্চ ২০২৪
টি২০আই ম্যাচ জয়/পরাজয়
মোট ১৫৮ ৫৯/৯৫
(০ সমতা, ৪ ফলাফলবিহীন)
বর্তমান বছর ১৪ ১০/৩(০ সমতা, ১ ফলাফলবিহীন)
টি২০ বিশ্বকাপ উপস্থিতি৮ (২০০৭ সালে সর্বপ্রথম)
সেরা ফলাফল২য় রাউন্ড (২০০৭, ২০১৪, ২০১৬, ২০২১)
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

টেস্ট কিট

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

ওডিআই কিট

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

টি২০আই কিট

৩১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী


১৯৯৭ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ওয়ানডে খেলুড়ে দেশ হিসেবে ওয়ানডে খেলে আসছে। ২০০০ সালের ২৬ জুন তারা দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে আইসিসি'র সদস্যপদ লাভ করে। ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত তারা মোট ১১৯ টি টেস্ট ম্যাচ খেলেছে এবং ১৪ টি ম্যাচে জয়লাভ করে। তারা সর্বপ্রথম টেস্ট জেতে জিম্বাবুয়ের বিপক্ষে। পরবর্তী টেস্ট দু'টো জিতে তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে । এপ্রিল, ২০২৩ সালে বাংলাদেশ আইসিসি র‍্যাংকিং অনুযায়ী টেস্টে ৯ম, ওডিআইয়ে ৭ম এবং টুয়েন্টি২০ আন্তর্জাতিকের রেটিংয়ে ৯ম স্থানে অবস্থান করছে।

ওডিআই মর্যাদা প্রাপ্তি: ১৯৯৭ সালে
টেস্ট মর্যাদা প্রাপ্তি: ২০০০ সালে

ইতিহাস

শুরুর পথচলা (১৯৭৯-১৯৯৯)

বাংলাদেশ ১৯৭৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সহযোগী সদস্যে পরিণত হয়। পরবর্তীতে রাকিবুল হাসানের নেতৃত্বে ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করার মাধ্যমে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ আত্মপ্রকাশ করে। ৪ ম্যাচের ২ টিতে জয়লাভ করে এবং ২ টিতে তারা হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয়। গাজী আশরাফ হোসেন লিপু'র নেতৃত্বে এশিয়া কাপে ক্রিকেটে ১৯৮৬ সালের ৩১শে মার্চ বাংলাদেশ সর্বপ্রথম আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে অংশগ্রহণ করে।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল 
১৯৮৬ সালের এশিয়া কাপে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখে। এটা সেই দলের ছবি।

আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ ১৯৮৮ সালের এশিয়া কাপে অংশগ্রহণ করে। এটাই ছিল বাংলাদেশে অনুষ্ঠিত সর্বপ্রথম আন্তর্জাতিক একদিনের ক্রিকেট প্রতিযোগিতা। ভয়াবহ বন্যা সত্ত্বেও বাংলাদেশ আয়োজক হিসেবে সফলতার পরিচয় দেয়। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের পর বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম জয়ের দেখা পায় ১৯৯৮ সালে। দীর্ঘ ২২ খেলায় হারের পর মোঃ রফিকের অসাধারণ নৈপুণ্যে (৭৭ রান ও ৩টি উইকেট) কেনিয়ার বিপক্ষে ভারতে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ এই জয়লাভ করে। আতহার আলী খান-মোহাম্মদ রফিক জুটি ১৩৭ রান গড়েছিল। আতহার আলী খান করেন ৪৭ রান। পরবর্তীতে অক্টোবর মাসে আইসিসি নক-আউট ট্রফি আয়োজন করে বাংলাদেশ যেখানে সকল টেস্ট খেলুড়ে দল এই একদিনের আন্তর্জাতিক নক-আউট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জেতার মাধ্যমে বাংলাদেশ ১৯৯৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ খেলার সুযোগ পায় এবং আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার নিয়মিত সদস্য পদ লাভ করে। প্রথমবার বিশ্বকাপে অংশগ্রহণ করেই বিশ্বকে তাক লাগিয়ে দেয় বাংলাদেশ। দলের অসাধারণ ফিল্ডিং এবং খালেদ মাহমুদের ব্যক্তিগত বোলিং (৩/৩১) নৈপুণ্যে বাংলাদেশ ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী পাকিস্তানকে ৬২ রানে পরাজিত করে। ম্যাচ সেরা বিবেচিত হন খালেদ মাহমুদ। স্কটল্যান্ড এবং পাকিস্তানকে হারানোর পরও বাংলাদেশ বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে যেতে ব্যর্থ হয়। কিন্তু এই জয় বাংলাদেশকে আন্তর্জাতিক টেস্ট দলের সদস্য হতে সহায়তা করে।

টেস্ট দল হিসাবে প্রথম পর্যায় (২০০০-২০০৩)

২০০০ সালের ১৩ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট দল নাইমুর রহমানের অধিনায়কত্বে প্রথম আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট অঙ্গনে পা রাখে। ভারতের বিপক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে অভিষেক টেস্টেই সেঞ্চুরি (১৪৫) করে অস্ট্রেলিয়ার চার্লস ব্যানারম্যান ও জিম্বাবুয়ের ডেভিড হটনের পাশে নাম লেখান আমিনুল ইসলাম। অধিনায়ক নাইমুর রহমানের ১৩২ রানে ৬ উইকেট অভিষেক টেস্টের প্রথম ইনিংসে কোনো বোলারের সেরা বোলিং। কিন্তু দ্বিতীয় ইনিংসের ব্যাটিং বিপর্যয়ের কারণে বাংলাদেশ ৯ উইকেটে হেরে যায়। পরবর্তীতে ২০০১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোর এসএসসিতে অভিষেক টেস্টে ১৭ বছর ৬১ দিন বয়সে সেঞ্চুরি করে রেকর্ড গড়েন মোহাম্মদ আশরাফুল। ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে করাচি টেস্টে প্রথমবারের মতো প্রথম ইনিংসে লিড নেয় বাংলাদেশ। মুলতানে তৃতীয় ও শেষ টেস্টে জিততে জিততে ১ উইকেটে হেরে বসে তারা। এই সিরিজে বাংলাদেশের পক্ষে টেস্ট ক্রিকেটে প্রথম হ্যাট্রিক করে অলোক কাপালি। টানা ২১ টেস্ট হারার পর হাবিবুল বাশারের নেতৃত্বে ২০০৪ সালে জিম্বাবুয়ে সফরে ২য় টেস্টে ড্র করতে সমর্থ হয় বাংলাদেশ যদিও খারাপ আবহাওয়ার কারণে ৩দিন খেলা বন্ধ থাকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০৪ সালে সেন্ট লুসিয়া টেস্টে তিন ব্যাটসম্যানের সেঞ্চুরির কল্যাণে প্রথম নিজেদের কৃতিত্বে ড্র করে বাংলাদেশ। প্রথম ইনিংসে হাবিবুল বাশার ও মোহাম্মদ রফিকের পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন খালেদ মাসুদ। চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটে প্রথম জয় পায় বাংলাদেশ ২০০৫ সালে। ম্যাচ সেরা হন এনামুল হক জুনিয়র। সিরিজের অপর টেস্টটিও অমীমাংসিতভাবে শেষ হয়। টেস্ট ইতিহাসে প্রথম সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। ২০০৬ সালে প্রথম ইনিংসে ১৫৮ রানের লিড নিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার কাছে ৩ উইকেটে পরাজয় হয় বাংলাদেশের। ২০০৯ সালে দেশের বাইরে প্রথম টেস্ট জয় বাংলাদেশের। শীর্ষস্থানীয় সব খেলোয়াড় ধর্মঘটে যাওয়ায় নতুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দুই টেস্টেই জয় পায় বাংলাদেশ।

পরিচালনা পরিষদ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সর্বোচ্চ ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা হিসেবে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। খেলার মাঠ নির্ধারণ, দলের সফর, দল পরিচালনা ও ক্রিকেট খেলার মানোন্নয়ন বৃদ্ধি ঘটানোই এ সংস্থার প্রধান উদ্দেশ্য। এছাড়াও, দলের স্পন্সরশীপের বিষয়েও বোর্ড দায়বদ্ধ। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এ সংস্থাটি বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড নামে পরিচিত ছিল। ১৯৭৬ সালে সংস্থার খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করা হয়। জানুয়ারি, ২০০৭ সালে বোর্ড কর্তৃপক্ষ ‘কন্ট্রোল’ শব্দটি বিলুপ্ত করে। বাংলাদেশ সরকার বিসিবি’র সভাপতি নিয়োগ করে থাকেন। বর্তমান বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন নাজমুল হাসান

২০০৩ সাল থেকে ২০১২ সাল পয্রন্ত টেলিযোগাযোগ কোম্পানি গ্রামীণফোন কর্তৃপক্ষ পুরুষ ও মহিলাদের জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হিসেবে কাজ করছে। তারা ২০০৭ থেকে ২০১১ সালের মধ্যে ৳১৫১.৫ মিলিয়ন টাকা দেশের ক্রিকেট খেলার মানোন্নয়নে বিনিয়োগ করে। বর্তমানে ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ পুরুষ ও মহিলা জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হিসেবে কাজ করছে।

২০০৬ সালে বিসিবি কর্তৃপক্ষ কিশোর ও অনভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড়দের জন্য একটি একাডেমি প্রতিষ্ঠা করে। জাতীয় খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্য কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ করা হয় ও ম্যাচ ফি প্রদান করা হয়। ২০০৫ সালে প্রতি টেস্টে মাথাপিছু $১,০০০ মার্কিন ডলার ও একদিনের আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণের জন্য $৫০০ মার্কিন ডলার প্রদান করে।

টুর্নামেন্ট ইতিহাস

ক্রিকেট বিশ্বকাপ

ক্রিকেট বিশ্বকাপ রেকর্ড
বছর পর্ব অবস্থান খেলেছে জয় হার টাই এনআর
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ১৯৭৫ যোগ্য নয়
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ১৯৭৯ যোগ্যতা অর্জন করেনি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ১৯৮৩ যোগ্যতা অর্জন করেনি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ১৯৮৭ যোগ্যতা অর্জন করেনি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ১৯৯২ যোগ্যতা অর্জন করেনি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ১৯৯৬ যোগ্যতা অর্জন করেনি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ১৯৯৯ পর্ব ১ ৯/১২
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ২০০৩ পর্ব ১ ১৩/১৪
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ২০০৭ দ্বিতীয় পর্ব ৭/১৬
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ২০১১ পর্ব ১ ৯/১৪
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ২০১৫ কোয়ার্টার-ফাইনাল ৭/১৪
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ২০১৯ গ্রুপ পর্ব ০৮/১০
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ২০২৩ গ্রুপ পর্ব ০৮/১০
মোট ৫১ ১৬ ৩২

আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ

টি২০ বিশ্বকাপ রেকর্ড
বছর পর্ব অবস্থান খেলেছে জয় হার টাই এনআর
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ২০০৭ পর্ব ২ ৮/১২
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ২০০৯ পর্ব ১ ৯/১২
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ২০১০ পর্ব ১ ৯/১২
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ২০১২ পর্ব ১ ৯/১২
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ২০১৪ পর্ব ২ ১০/১০
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ২০১৬ পর্ব ২ ১০/১০
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ২০২১ পর্ব ২ ১২/১২
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ২০২২ পর্ব ২ ৯/১৬
মোট ৮/৮ ৮ম ৩৩ ২৫

এশিয়া কাপ

এশিয়া কাপ রেকর্ড
বছর পর্ব অবস্থান খেলেছে জয় হার টাই এনআর
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ১৯৮৪ যোগ্যতা অর্জন করেনি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ১৯৮৬ প্রথম পর্ব ৩/৩
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ১৯৮৮ প্রথম পর্ব ৪/৪
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ১৯৯০–৯১ প্রথম পর্ব ৩/৩
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ১৯৯৫ প্রথম পর্ব ৪/৪
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ১৯৯৭ প্রথম পর্ব ৪/৪
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ২০০০ প্রথম পর্ব ৪/৪
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ২০০৪ দ্বিতীয় পর্ব ৪/৬
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ২০০৮ দ্বিতীয় পর্ব ৪/৬
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ২০১০ প্রথম পর্ব ৪/৪
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ২০১২ রানার্স আপ ২/৪
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ২০১৪ প্রথম পর্ব ৫/৫
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ২০১৬ রানার্স আপ ২/৫
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ২০১৮ রানার্স আপ ২/৬
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ২০২২ প্রথম পর্ব ৫/৬
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ২০২৩ দ্বিতীয় পর্ব ৩/৬
মোট রানার্স-আপ (৩বার) ৫১ ১২ ৩৯

মাল্টি স্পোর্টস ইভেন্টস

মাল্টিস্পোর্টস ইভেন্টস
বছর পর্ব অবস্থান খেলেছে জয় হার টাই এনআর
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ১৯৯৮ কমনওয়েলথ গেমস পর্ব ১ ১৪/১৬
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ২০১০ এশিয়ান গেমস চ্যাম্পিয়ন্স ১/৯
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ২০১০ দক্ষিণ এশীয় গেমস চ্যাম্পিয়ন্স ১/৫
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ২০১৪ এশিয়ান গেমস ৩য় ৩/১০
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ২০১৮ এশিয়ান গেমস - - - - - - -
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ২০১৯ দক্ষিণ এশীয় গেমস চ্যাম্পিয়ন্স ১/৫
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ২০২২ এশিয়ান গেমস ৩য় -

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

বছর পর্ব চূড়ান্ত অবস্থান
১৯৯৮ যোগ্য নয়
২০০০ প্রাথমিক বাছাই পর্ব ১০তম স্থান
২০০২ গ্রুপ/পুল স্টেজ - প্রথম রাউন্ড ১১তম স্থান
২০০৪ গ্রুপ/পুল স্টেজ - প্রথম রাউন্ড ১১তম স্থান
২০০৬ প্রাথমিক বাছাই পর্ব ৯তম স্থান
২০০৯ যোগ্যতা অর্জন করেনি
২০১৩ যোগ্যতা অর্জন করেনি
২০১৭ সেমি ফাইনাল ৪র্থ স্থান

অন্যান্য প্রধান টুর্নামেন্ট

  • ২০০১/০২: প্রথম পর্ব
  • ১৯৯৬: বিজয়ী
  • ১৯৯৮: বিজয়ী
  • ২০০০: না, আইসিসির পূর্ণ সদস্য
    অস্ট্রাল-এশিয়া কাপ
  • ১৯৮৬: অংশগ্রহণ করেনি
  • ১৯৯০: প্রথম পর্ব
  • ১৯৯৪: অংশগ্রহণ করেনি

দলের সদস্যবৃন্দ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল 
ঢাকা'র শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ দলের খেলোয়াড়েরা জিম্বাবুয়ে দলের উদ্বোধনী জুটি ভেঙ্গে আনন্দ প্রকাশ করছে।

২০২৩ সালের জানুয়ারিতে, বিসিবি ২০২৩ মৌসুমের (জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত) কেন্দ্রীয় চুক্তির জন্য ২১ জন খেলোয়াড়ের তালিকা প্রকাশ করে। বিসিবি তিন ফরম্যাটের জন্য তিনটি ভিন্ন চুক্তির ব্যবস্থা করেছে। তবে চুক্তিতে গ্রেড সিস্টেম ২০২১ মরসুম থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল। তিনটি ফরম্যাটের জন্য মাত্র ৪ জন খেলোয়াড়কে চুক্তি করা হয়েছিল। অপরদিকে টেস্ট এবং ওডিআইয়ের জন্য ২ জন, শুধুমাত্র ওডিআইয়ের জন্য ১ জন, টেস্ট এবং টি-টোয়েন্টির জন্য ২ জন, ওডিআই এবং টি-টোয়েন্টির জন্য ৪ জন, শুধুমাত্র টেস্টের জন্য ৫ জন এবং শুধুমাত্র টি-টোয়েন্টির জন্য ৫ জন খেলোয়াড়ের সাথে চুক্তি করা হয়েছিল।

এটি এমন খেলোয়াড়দের একটি তালিকা যারা বিসিবির সাথে কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ বা গত ১২ মাসে বাংলাদেশের হয়ে খেলেছেন বা সাম্প্রতিক টেস্ট, ওডিআই বা টি-টোয়েন্টি স্কোয়াডে নাম রাখা হয়েছে। অভিষেক না হওয়া খেলোয়াড়দেরও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে । (২৯ মার্চ ২০২৩ তারিখে আপডেট করা হয়েছে)

প্রতীক অর্থ
শ/ন সব ফরম্যাটে খেলোয়াড়ের শার্ট নম্বর
চুক্তি যে ফরম্যাটে খেলোয়াড়ের সাথে চুক্তি করা হয়েছে
ফর্ম একজন খেলোয়াড় সম্প্রতি যে বিশেষ ফরম্যাটে খেলেছে, তার পুরো ক্যারিয়ারে নয়
নাম বয়স ব্যাটিং স্টাইল বোলিং স্টাইল চুক্তি ঘরোয়া দল ক্লাব দল ফর্ম শ/ন ক্যাপশন
টেস্ট ওডিআই টি-টোয়েন্টি
ব্যাটসম্যান
জাকের আলী ২৬ ডান না সিলেট বিভাগ আবাহনী লিমিটেড টি-২০
ইয়াসির আলী ২৮ ডান ডান- হাতি অফ স্পিন না চট্টগ্রাম বিভাগ প্রাইম ব্যাংক টেস্ট, ওডিআই, টি-২০ ২৬
মুমিনুল হক ৩২ বাম বামহাতি অর্থোডক্স হ্যাঁ না চট্টগ্রাম বিভাগ প্রাইম ব্যাংক টেস্ট
মাহমুদুল হাসান জয় ২৩ ডান হ্যাঁ না চট্টগ্রাম বিভাগ আবাহনী লিমিটেড টেস্ট ৭১
জাকির হাসান ২৬ ডান হ্যাঁ না সিলেট বিভাগ রূপগঞ্জ টাইগার্স টেস্ট ২১
তাওহীদ হৃদয় ২৩ ডান না রাজশাহী বিভাগ শেখ জামাল ধানমন্ডি ওডিআই, টি-২০ ৭৭
তামিম ইকবাল ৩৫ বাম ডান- হাতিঅফ স্পিন হ্যাঁ না চট্টগ্রাম বিভাগ প্রাইম ব্যাংক টেস্ট, ওডিআই ২৮ ওডিআই (ক্যাপ্টেন)
নাজমুল হোসেন শান্ত ২৫ বাম ডান- হাতি অফ ব্রেক হ্যাঁ না হ্যাঁ রাজশাহী বিভাগ আবাহনী লিমিটেড টেস্ট, ওডিআই, টি-২০ ৯৯
রনি তালুকদার ৩৩ ডান না ঢাকা বিভাগ মোহামেডান স্পোর্টিং ক্লাব টি-২০ ৩৭
অলরাউন্ডার
সাকিব আল হাসান ৩৭ বাম বামহাতি অর্থোডক্স হ্যাঁ খুলনা বিভাগ মোহামেডান স্পোর্টিং ক্লাব টেস্ট, ওডিআই, টি-২০ ৭৫ টেস্ট, টি-২০ (ক্যাপ্টেন)
মাহেদী হাসান ২৯ ডান ডান- হাতি অফ ব্রেক না হ্যাঁ খুলনা বিভাগ প্রাইম ব্যাংক টি-২০ ৫৫
আফিফ হোসেন ২৪ বাম ডান- হাতি অফ ব্রেক না হ্যাঁ সিলেট বিভাগ আবাহনী লিমিটেড ওডিআই, টি-২০ ১৮
মোসাদ্দেক হোসেন সৈকত ২৮ ডান ডান- হাতি অফ ব্রেক না হ্যাঁ বরিশাল বিভাগ আবাহনী লিমিটেড টেস্ট, ওডিআই, টি-২০ ৩২
শামীম হোসেন ২৩ বাম ডান- হাতি অফ ব্রেক না চট্টগ্রাম বিভাগ রূপগঞ্জ টাইগার্স টি-২০ ২৯
মেহেদী হাসান মিরাজ ২৬ ডান ডান- হাতি অফ স্পিন হ্যাঁ খুলনা বিভাগ শেখ জামাল ধানমন্ডি টেস্ট, ওডিআই, টি-২০ ৫৩
মাহমুদুল্লাহ ৩৮ ডান ডান- হাতি অফ ব্রেক না হ্যাঁ না ঢাকা মহানগর মোহামেডান স্পোর্টিং ক্লাব ওডিআই ৩০
উইকেটকিপার
লিটন দাস ২৯ ডান ডান- হাতি অফ ব্রেক হ্যাঁ রংপুর বিভাগ আবাহনী লিমিটেড টেস্ট, ওডিআই, টি-২০ ১৬ টেস্ট, ওডিআই (ভাইস ক্যাপ্টেন)
নুরুল হাসান ৩০ ডান হ্যাঁ না হ্যাঁ খুলনা বিভাগ শেখ জামাল ধানমন্ডি টেস্ট, ওডিআই, টি-২০ ৮১ টি-২০ (ভাইস ক্যাপ্টেন)
এনামুল হক ৩১ ডান না খুলনা বিভাগ আবাহনী লিমিটেড টেস্ট, ওডিআই, টি-২০ ৬৬
মুশফিকুর রহিম ৩৬ ডান হ্যাঁ না রাজশাহী বিভাগ প্রাইম ব্যাংক টেস্ট, ওডিআই, টি-২০ ১৫
স্পিন বোলার
নাসুম আহমেদ ২৯ বাম বামহাতি অর্থোডক্স না হ্যাঁ সিলেট বিভাগ রূপগঞ্জ টাইগার্স ওডিআই, টি-২০ ১০
রিশাদ হোসেন ২১ ডান ডান- হাতি লেগ ব্রেক না রংপুর বিভাগ খেলাঘর টি-২০
তাইজুল ইসলাম ৩২ বাম বামহাতি অর্থোডক্স হ্যাঁ না রাজশাহী বিভাগ প্রাইম ব্যাংক টেস্ট, ওডিআই ১২
সিম বোলার
খালেদ আহমেদ ৩১ ডান ডানহাতি মিডিয়াম হ্যাঁ না সিলেট বিভাগ মোহামেডান স্পোর্টিং ক্লাব টেস্ট ১৪
তাসকিন আহমেদ ২৯ বাম ডানহাতি ফাস্ট বোলিং হ্যাঁ ঢাকা মহানগর মোহামেডান স্পোর্টিং ক্লাব টেস্ট, ওডিআই, টি-২০
এবাদত হোসেন ৩০ ডান ডানহাতি ফাস্ট-মিডিয়াম হ্যাঁ না সিলেট বিভাগ শেখ জামাল ধানমন্ডি টেস্ট, ওডিআই, টি-২০ ৫৮
শরিফুল ইসলাম ২২ বাম বামহাতি মিডিয়াম-ফাস্ট না হ্যাঁ রাজশাহী বিভাগ প্রাইম ব্যাংক টেস্ট, ওডিআই, টি-২০ ৪৭
হাসান মাহমুদ ২৪ ডান ডানহাতি ফাস্ট-মিডিয়াম না হ্যাঁ চট্টগ্রাম বিভাগ খেলাঘর ওডিআই, টি-২০ ৯১
মুস্তাফিজুর রহমান ২৮ বাম বামহাতি মিডিয়াম-ফাস্ট না হ্যাঁ খুলনা বিভাগ প্রাইম ব্যাংক টেস্ট, ওডিআই, টি-২০ ৯০
রেজাউর রহমান রাজা ২৪ ডান ডানহাতি ফাস্ট-মিডিয়াম না সিলেট বিভাগ প্রাইম ব্যাংক টেস্ট

২০২০ সালের জানুয়ারিতে, বিসিবি টেস্ট ক্রিকেটের পাশাপাশি ওডিআই এবং টি-টোয়েন্টি ম্যাচের ফি ৭০% বৃদ্ধি করে।বর্তমানে একাদশে থাকা খেলোয়াড়রা প্রতিটি টেস্টের জন্য ৳ ৬ লাখ ( ইউএস $৬,৪০০) এবং প্রতিটি ওডিআইয়ের জন্য ৳ ৩ লাখ (ইউএস$৩,২০০) এবং প্রতিটি টি-টোয়েন্টির জন্য ৳ ২ লাখ (ইউএস$২,১০০) করে পান।

কোচিং কর্মকর্তা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল 
শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনরত বাংলাদেশ দল

আন্তর্জাতিক দলের বিরুদ্ধে ফলাফল

টেস্ট ক্রিকেটে

বিপক্ষ সময়কাল ম্যাচ জয় পরাজয় টাই ড্র শতকরা জয় প্রথম জয়
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  আফগানিস্তান ২০১৯-২০১৯ ৫০.০০ ১৭ জুন ২০২৩
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  অস্ট্রেলিয়া ২০০৩-২০১৭ ১৬.৬৭ ৩০ আগস্ট ২০১৭
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ইংল্যান্ড ২০০৩-২০১৬ ১০ ১০.০০ ৩০ আক্টোবর ২০১৬
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ভারত ২০০০-২০১৯ ১১ ০.০০
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  আয়ারল্যান্ড - ১০০% ৭ এপ্রিল ২০২৩
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  নিউজিল্যান্ড ২০০১-২০১৯ ১৭ ১৩ ৫.৮৮ ৫ জানুয়ারী ২০২২
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  পাকিস্তান ২০০১-২০২০ ১১ ১০ ০.০০
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  দক্ষিণ আফ্রিকা ২০০২-২০২২ ১৪ ১২ ০.০০
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  শ্রীলঙ্কা ২০০১-২০২২ ২২ ১৭ ৪.১৬ ১৯ মার্চ ২০১৭
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ওয়েস্ট ইন্ডিজ ২০০২-২০২২ ২০ ১৪ ২০.০০ ১৩ জুলাই ২০০৯
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  জিম্বাবুয়ে ২০০১-২০২১ ১৮ ৫৩.৩৩ ১০ জানুয়ারি ২০০৫

ওয়ানডে ক্রিকেটে

বিপক্ষ সময়কাল ম্যাচ জয় পরাজয় ড্র এনআর শতকরা জয় প্রথম জয়
বনাম টেস্ট খেলুড়ে দেশ
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  আফগানিস্তান ২০১৪-২০২৪ ১৬ ১০ ৬২.৫০ ১৮ ফেব্রুয়ারি ২০১৫
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  অস্ট্রেলিয়া ১৯৯০-২০১৯ ২১ ১৯ ৫.০০ ১৮ জুন ২০০৫
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ইংল্যান্ড ২০০০-২০২৩ ২৪ ১৯ ১৯.০৫ ১০ জুলাই ২০১০
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ভারত ১৯৮৮-২০২২ ৩৯ ৩১ ১৪.২৮ ২৬ ডিসেম্বর ২০০৪
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  আয়ারল্যান্ড ২০০৭-২০২৩ ১৬ ১২ ৭৭.৭৮ ১৮ মার্চ ২০০৮
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  নিউজিল্যান্ড ১৯৯০-২০২১ ৩৮ ১০ ২৮ ২৮.৫৭ ৯ আক্টোবর ২০০৮
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  পাকিস্তান ১৯৮৬-২০১৯ ৩৭ ৩২ ১৩.৫১ ৩১ মে ১৯৯৯
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  দক্ষিণ আফ্রিকা ২০০২-২০২২ ২৪ ১৮ ২৫.০০ ৭ এপ্রিল ২০০৭
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  শ্রীলঙ্কা ১৯৮৬-২০১৯ ৫০ ৩৯ ১৫.২২ ২২ ফেব্রুয়ারি ২০০৬
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ওয়েস্ট ইন্ডিজ ১৯৯৯-২০২২ ৪৪ ২১ ২১ ৫০.০০ ২৬ জুলাই ২০০৯
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  জিম্বাবুয়ে ১৯৯৭-২০২২ ৮০ ৫০ ৩০ ৬৪.১০ ১০ মার্চ ২০০৪
বনাম সহযোগী দেশ
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  বারমুডা ২০০৭-২০০৭ ১০০.০০ ২৫ ফেব্রুয়ারি ২০০৭
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  কানাডা ২০০৩-২০০৭ ৫০.০০ ২৮ ফেব্রুয়ারি ২০০৭
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  হংকং ২০০৪-২০০৪ ১০০.০০ ১৬ জুলাই ২০০৪
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  কেনিয়া ১৯৯৭-২০০৬ ১৪ ৫৭.১৪ ১৭ মে ১৯৯৮
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  নেদারল্যান্ডস ২০১০-২০১১ ৫০.০০ ১৪ মার্চ ২০১১
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  স্কটল্যান্ড ১৯৯৯-২০১৫ ১০০.০০ ২৪ মে ১৯৯৯
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  সংযুক্ত আরব আমিরাত ২০০৮-২০০৮ ১০০.০০ ২৪ জুন ২০০৮
Statistics are correct as of বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  বাংলাদেশ v বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  নিউজিল্যান্ড at McLean Park, Napier, 3rd ODI, December. 23, 2023.

টি-টুয়েন্টি ক্রিকেটে

বিপক্ষ সময়কাল ম্যাচ জয় পরাজয় ড্র এনআর শতকরা জয় প্রথম জয়
বনাম টেস্ট খেলুড়ে দেশ
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  আফগানিস্তান ২০১৪-২০২২ ৩৭.৫০ ১৬ মার্চ ২০১৪
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  অস্ট্রেলিয়া ২০০৭-২০২১ ১০ ৪০.০০℅ ৩ আগস্ট ২০২১
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ইংল্যান্ড ২০২১-২০২১ ৭৫.০০℅ ৯ মার্চ ২০২৩
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ভারত ২০০৯-২০১৯ ১১ ১০ ৯.০৯% ৩ নভেম্বর ২০১৯
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  আয়ারল্যান্ড ২০০৯-২০১৬ ৭৫.০০℅ ১৮ জুলাই ২০১২
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  নিউজিল্যান্ড ২০১০-২০২১ ১৩ ১০ ২০.০০% ১ সেপ্টেম্বর ২০২১
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  পাকিস্তান ২০০৭-২০২১ ১৫ ১৩ ১৩.৩৩℅ ২৪ এপ্রিল ২০১৫
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  দক্ষিণ আফ্রিকা ২০০৭-২০২১ ০.০০%
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  শ্রীলঙ্কা ২০০৭-২০২১ ১২ ৩৬.৩৬℅ ২৮ ফেব্রুয়ারি ২০১৬
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ওয়েস্ট ইন্ডিজ ২০০৭-২০২২ ১৬ ৩৫.৭১% ১৩ সেপ্টেম্বর ২০০৭
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  জিম্বাবুয়ে ২০০৬-২০২২ ১৯ ১২ ৬৬.৩৩℅ ২৮ নভেম্বর ২০০৬
বনাম সহযোগী দেশ
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  হংকং ২০১৪-২০১৪ ০.০০%
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  কেনিয়া ২০০৭-২০০৭ ১০০.০০% ১ সেপ্টেম্বর ২০০৭
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল    নেপাল ২০১৪-২০১৪ ১০০.০০% ১৮ মার্চ ২০১৪
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  নেদারল্যান্ডস ২০১২-২০১৬ ৬৬.৬৭% ২৫ জুলাই ২০১২
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ওমান ২০১৬-২০২১ ১০০.০০% ১৩ মার্চ ২০১৬
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  স্কটল্যান্ড ২০১২-২০২১ ০.০০%
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  সংযুক্ত আরব আমিরাত ২০১৬-২০১৬ ১০০.০০% ২৬ ফেব্রুয়ারি ২০১৬
পাপুয়া নিউগিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  ২০২১-২০২১ ১০০.০০% ২১ অক্টোবর ২০২১

তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ

Tags:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ইতিহাসবাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পরিচালনা পরিষদবাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টুর্নামেন্ট ইতিহাসবাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দলের সদস্যবৃন্দবাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কোচিং কর্মকর্তাবাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আন্তর্জাতিক দলের বিরুদ্ধে ফলাফলবাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তথ্যসূত্রবাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আরও দেখুনবাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বহিঃসংযোগবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলআইসিসি বিশ্বকাপ বাছাইপর্বআন্তর্জাতিক ক্রিকেটআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলইংল্যান্ডএকদিনের আন্তর্জাতিকএকদিনের আন্তর্জাতিক ক্রিকেটএশিয়া কাপক্রিকেটক্রিকেট বিশ্বকাপটেস্ট ক্রিকেটঢাকাপাকিস্তান জাতীয় ক্রিকেট দলবাংলাদেশবাংলাদেশ ক্রিকেট বোর্ডবিশ্বকাপ প্রতিযোগিতাভারত জাতীয় ক্রিকেট দলস্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দল১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপ২০০০-০১ ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর

🔥 Trending searches on Wiki বাংলা:

শিয়া ইসলামসূরা ইয়াসীনভারতীয় গণ্ডারকুরআনের সূরাসমূহের তালিকাকিশোরগঞ্জ জেলাদারাজকক্সবাজারবাংলাদেশের স্থল বন্দরসমূহের তালিকামহাত্মা গান্ধীমহাস্থানগড়ঢাকা মেট্রোরেলের স্টেশনের তালিকাপানিপথের প্রথম যুদ্ধচাঁদপুর জেলাপর্বত২৩ এপ্রিলইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন বখতিয়ার খলজিবাংলাদেশের পদমর্যাদা ক্রমমাহিয়া মাহিপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের তালিকাইসলামের নবি ও রাসুলমধ্যপ্রাচ্যভারত বিভাজনপানি দূষণদেশ অনুযায়ী ইসলামমহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাআবহাওয়াজান্নাতুল ফেরদৌস পিয়াবাংলাদেশ ব্যাংকইতিহাসচ্যাটজিপিটিরামায়ণপশ্চিমবঙ্গে ভারতের সাধারণ নির্বাচন, ২০২৪মুজিবনগর সরকারভৌগোলিক আয়তন অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাহামাসকাঁঠালমৌলিক সংখ্যাএইচআইভিবাংলাদেশের ইতিহাসভিন্ন জগৎ পার্কইসতিসকার নামাজমহেন্দ্র সিং ধোনিকৃত্রিম বুদ্ধিমত্তাহিন্দুধর্মআশারায়ে মুবাশশারাবায়ুমণ্ডলবেগম রোকেয়ানারীবাংলাদেশের জনমিতিতাপমাত্রাজরায়ুআসসালামু আলাইকুমফরিদপুর জেলাজবাযশস্বী জয়সওয়ালইউরোনামাজটাঙ্গাইল জেলারিয়াজকলকাতা নাইট রাইডার্সরামমোহন রায়কোষ বিভাজনব্রিটিশ রাজের ইতিহাসবাংলা একাডেমিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনথ্যালাসেমিয়ামুন্সীগঞ্জ জেলাবীর্যযুক্তরাজ্যকৃষ্ণসানি লিওনহুমায়ূন আহমেদরক্তচাহিদাআরবি ভাষাব্রিক্‌সবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকর্ম🡆 More