তাপ ধারকত্ব

কোন পদার্থের তাপমাত্রা একক পরিমাণ বৃদ্ধি করতে যে নির্দিষ্ট পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ঐ পদার্থের তাপ ধারকত্ব (তাপধারণ ক্ষমতা) বলে। এক্ষেত্রে লক্ষ রাখতে হয় যেন ঐ সময় দশার কোন পরিবর্তন না ঘটে।

তাপ ধারকত্ব
আইনস্টাইন সলিডে তাপের ক্ষমতা

অর্থাৎ বস্তুটি যেন এক অবস্থা থেকে অন্য কোন অবস্থায় (কঠিন থেকে তরল বা তরল থেকে বাষ্প) রুপ না নেয়। কারণ সেক্ষেত্রে প্রযুক্ত তাপ বস্তুটির অবস্থার পরিবর্তনে ব্যবহৃত হয়ে যায় এবং বস্তুর তাপমাত্রা অপরিবর্তিত থাকে। কোন ১ কেজি ভরের বস্তুর তাপমাত্রা ১ কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয়, তাকে ঐ বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা বা আপেক্ষিক তাপ বলে। অর্থাৎ আপেক্ষিক তাপ = +গৃহীত বা বর্জিত তাপ (Q)/ভর (m) × তাপমাত্রার পার্থক্য (Δθ)

গাণিতিকভাবে,

আবার, আপেক্ষিক তাপ (S) = +তাপধারণ ক্ষমতা (C)/বস্তুর ভর (m)

গাণিতিকভাবে,

নীচে কয়েকটি পদার্থের আপেক্ষিক তাপ দেওয়া হল:

পদার্থ আপেক্ষিক তাপ (J kg−1 K−1)
জল ৪২০০
বরফ ২১০০
লোহা ৪৫০
জলীয় বাষ্প ২০০০
সীসা ১৩০
তামা ৪০০
রূপা ২৩০
পিতল ২৩০
মানবদেহ ৩৪৭০
অ্যালুমিনিয়াম ৯০০
টিন ২১০
কাঁচ ৬৭০
দস্তা ৩৮০
পারদ ১৪০
অক্সিজেন ৯১০

তথ্যসূত্র

Tags:

🔥 Trending searches on Wiki বাংলা:

হিমালয় পর্বতমালাবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়সূরা ফালাকআবু হানিফাইতালিআয়াতুল কুরসিটাইফয়েড জ্বরএশিয়াবিড়ালপর্যায় সারণী (লেখ্যরুপ)কুরাসাও জাতীয় ফুটবল দলবুরহান ওয়ানিফজরের নামাজবিজ্ঞানসুইজারল্যান্ডজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ইসলামে বিবাহপলাশীর যুদ্ধসালোকসংশ্লেষণভুট্টাকাজী নজরুল ইসলামের রচনাবলিমহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকারাসায়নিক বিক্রিয়াজরায়ুমুহাম্মদ ইউনূসবাংলার নবজাগরণআফতাব শিবদাসানিইলেকট্রন বিন্যাসআবুল কাশেম ফজলুল হকভৌগোলিক আয়তন অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাবঙ্গভঙ্গ আন্দোলনমৌলসমূহের ইলেকট্রন বিন্যাস (উপাত্ত পাতা)শর্করাবিশেষ্যরামসার কনভেনশনপর্যায় সারণীজান্নাতদ্রৌপদী মুর্মুললিকনযুক্তফ্রন্টযুক্তরাজ্যপূর্ণিমা (অভিনেত্রী)জেলা প্রশাসকরবীন্দ্রনাথ ঠাকুরব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিনেপালসুরেন্দ্রনাথ কলেজমাইকেল মধুসূদন দত্তসংযুক্ত আরব আমিরাতসমকামী মহিলাসোডিয়াম ক্লোরাইডদারুল উলুম দেওবন্দকাজী নজরুল ইসলামবাংলাদেশের সংবিধানের সংশোধনীসমূহকলি যুগউর্ফি জাবেদকাতারমূলদ সংখ্যাআফগানিস্তানসংস্কৃতিআরবি বর্ণমালাযতিচিহ্নযোনিফিফা বিশ্বকাপ ফাইনালের তালিকাজাতীয় বিশ্ববিদ্যালয়আব্দুল কাদের জিলানীচাকমাআল পাচিনোজন্ডিসহরে কৃষ্ণ (মন্ত্র)পুরুষাঙ্গের চুল অপসারণপ্রতিবেদনফুটবলবাংলা ব্যঞ্জনবর্ণ২০২২-এ ইউক্রেনে রুশ আক্রমণস্লোভাক ভাষাগণতন্ত্র🡆 More