ক্রিয়াবিশেষণ

ক্রিয়াবিশেষণ বলতে সেইসব পদ বা শব্দকে বোঝায়, যা ক্রিয়াপদকে বিশেষিত করে। সাধারণত এই ধরনের পদ ক্রিয়া বা কাজের স্থান, সময়, অবস্থা নির্দেশ করে।

প্রকারভেদ

সাধারণ শ্রেণীকরণ

  • ধরণবাচক
  • কালবাচক
  • স্থানবাচক
  • নেতিবাচক
  • পদাণু

গঠন বিবেচনায়

  • একপদী
  • বহুপদী

বিভিন্ন ক্রিয়াবিশেষণ

  • ধরনবাচক ক্রিয়াবিশেষণ: কোনো কাজ কীভাবে সম্পন্ন হয়, ধরনবাচক ক্রিয়াবিশেষণ তা নির্দেশ করে। উদাহরণ:
    টিপ টিপ বৃষ্টি পড়ছে।
    ঠিকভাবে চললে কেউ কিছু বলবে না।
  • কালবাচক ক্রিয়াবিশেষণ: এই ধরনের ক্রিয়াবিশেষণ কাজ সম্পাদনের কাল নির্দেশ করে। উদাহরণ:
    আজকাল ফলের চেয়ে ফুলের দাম বেশি।
    যথাসময়ে সে হাজির হয়।
  • স্থানবাচক ক্রিয়াবিশেষণ: কাজের স্থান নির্দেশ করে স্থানবাচক ক্রিয়াবিশেষণ। উদাহরণ:
    মিছিলটি সামনে এগিয়ে যায়।
    তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
  • নেতিবাচক ক্রিয়াবিশেষণ: ‘না’, ‘নি’ ইত্যাদি দিয়ে ক্রিয়াপদের নেতিবাচক অবস্থা বোঝায়। এগুলো সাধারণত ক্রিয়াপদের পরে বসে। উদাহরণ:
    সে এখন যাবে না
    তিনি বেড়াতে যাননি
    এমন কথা আমার জানা নেই
  • পদাণু ক্রিয়াবিশেষণ: বাক্যের মধ্যে বিশেষ কোনো ভূমিকা পালন না করলে ‘কি’, ‘যে’, ‘বা’, ‘না’, ‘তো’ প্রভৃতি পদাণু বা শব্দাংশ ক্রিয়াবিশেষণ হিসেবে কাজ করে। এগুলোর অধিকাংশই সংযোজক পদঅনুসর্গ পদ। উদাহরণ:
    আমি কি যাব?
    খুব যে বলেছিলেন আসবেন!
    কখনো বা দেখা হবে।
    একটু ঘুরে আসুন না, ভালো লাগবে।
    মরি তো মরবো।
  • একপদী ক্রিয়াবিশেষণ: একটি পদ বা শব্দ নিয়ে গঠিত ক্রিয়াবিশেষণকে একপদী ক্রিয়াবিশেষণ বলে। যেমন- আছে, জোরে, চেঁচিয়ে, সহজে, ভালোভাবে।
  • বহুপদী ক্রিয়াবিশেষণ: একের অধিক পদ বা শব্দ নিয়ে গঠিত ক্রিয়াবিশেষণকে বহুপদী ক্রিয়াবিশেষণ বলে। যেমন- ভয়ে ভয়ে, চুপি চুপি।

তথ্যসূত্র

Tags:

ক্রিয়াবিশেষণ প্রকারভেদক্রিয়াবিশেষণ বিভিন্ন ক্রিয়াবিশেষণ তথ্যসূত্রক্রিয়াবিশেষণক্রিয়াপদ

🔥 Trending searches on Wiki বাংলা:

মহাসাগরহিন্দি ভাষাগজনভি রাজবংশদারুল উলুম দেওবন্দবায়ুদূষণআয়িশাবেগম রোকেয়ামাশাআল্লাহ২০২২ ফিফা বিশ্বকাপমালয়েশিয়াঅক্ষর প্যাটেলআমলাতন্ত্রকুবেরমৈমনসিংহ গীতিকাশব্দ (ব্যাকরণ)মহাভারতবাঙালি হিন্দু বিবাহকামরুল হাসানতক্ষকভারতের জাতীয় পতাকাসুকান্ত ভট্টাচার্যবিভিন্ন ধর্ম ও বিশ্বাসের তালিকাইসরায়েলের ইতিহাসআন্তর্জাতিক মাতৃভাষা দিবসসাম্যবাদআন্তর্জাতিক শ্রমিক দিবসভারতীয় জনতা পার্টিবীর্যহেপাটাইটিস বিঅপু বিশ্বাসভারত ছাড়ো আন্দোলনসমকামিতাফজরের নামাজহামগায়ত্রী মন্ত্রইন্দোনেশিয়াদেশ অনুযায়ী ইসলামমক্কাচিয়া বীজভারতের রাষ্ট্রপতিবাংলাদেশটাঙ্গাইল জেলাসংস্কৃতিখুলনা বিভাগবাংলাদেশের পৌরসভার তালিকাআবদুল হামিদ খান ভাসানীবাঁশমেঘনাদবধ কাব্যমহাদেশযকৃৎআমাশয়ফরাসি বিপ্লবের কারণসাহাবিদের তালিকাএ. পি. জে. আবদুল কালামনারায়ণগঞ্জ জেলাব্রিটিশ রাজের ইতিহাসলাইসিয়ামমাইকেল মধুসূদন দত্তবাগদাদ অবরোধ (১২৫৮)প্রথম বিশ্বযুদ্ধের কারণআলেকজান্ডার বোরূপান্তরিত লিঙ্গজ্ঞানবাল্যবিবাহআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলথ্যালাসেমিয়াশীর্ষে নারী (যৌনাসন)ভারতের সংবিধানের অনুচ্ছেদ ৩৭০প্রধান পাতাবাংলাদেশের সংবিধানমিয়োসিসসেতুইরানবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়বাংলাদেশের একাডেমিক গ্রেডিং পদ্ধতিবাংলাদেশের জেলারামকৃষ্ণ পরমহংস🡆 More