সমীকরণ: দুটি গাণিতিক প্রকাশের সাম্যতা

সমীকরণ (ইংরেজি: Equation) হলো সংখ্যা ও প্রতীক ব্যবহার করে লেখা এক ধরনের গাণিতিক বিবৃতি, যাতে দুইটি জিনিসকে গাণিতিকভাবে সমান বা সমতুল্য দেখানো হয়। সমান চিহ্ন (=) ব্যবহার করে সমীকরণ লেখা হয়, যেমন

সমীকরণ: ধর্ম, অভেদ, আরও দেখুন
একটি সমীকরণ একটি উদাহরণ

উপরের সমীকরণটি গাণিতিক সমতার একটি উদাহরণ। এই গাণিতিক সমতাটি একটি বিবৃতি দুইটি ধ্রুবককে সমান বলা হয়েছে। গাণিতিক সমতার বিবৃতি সত্য বা মিথ্যা হতে পারে ৷ বীজগণিতে সমীকরন খুবই গুরত্বপূর্ণ বিষয় ৷ ইহার সাহায্যে অনেক বাস্তব সমস্যা সহজেই সমাধান করা যায় ৷

বেশির ভাগ সময় এক বা একাধিক চলরাশিবিশিষ্ট দুইটি গাণিতিক এক্সপ্রেশনের সমতা প্রকাশের জন্য সমীকরণ ব্যবহার করা হয়। যেমন আমরা বলতে পারি যে যেকোন বাস্তব সংখ্যা -এর জন্য নিচের সমীকরণটি সত্য।

উপরের সমীকরণটি গাণিতিক অভেদের একটি উদাহরণ। অর্থাৎ চলরাশির যেকোন মানের জন্য সমীকরণটি সত্য। অন্যদিকে নিচের সমীকরণটি অভেদ নয়:

এই সমীকরণটি -এর মাত্র দুইটি মান ব্যতীত বাকী অসংখ্য মানের জন্য মিথ্যা। ঐ দুইটি মানকে এই সমীকরণের মূল বা সমাধান বলা হয়। উপরের সমীকরণের জন্য এবং হল মূল। সুতরাং যদি কোন সমীকরণ সত্য হয়, তবে এটি এর অন্তর্ভুক্ত চলরাশিগুলির মান সম্পর্কে তথ্য বহন করে। কোন সমীকরণ সমাধান করা বলতে সেই সমীকরণের মূল বের করাকে বোঝায়।

অনেক লেখক সমীকরণ বলতে কেবল সেই সমস্ত সমতাকে বোঝান, যেগুলি অভেদ নয়। উদাহরণস্বরূপ

একটি অভেদ, অন্যদিকে

একটি সমীকরণ, যার মূলদ্বয় এবং । কোন বিবৃতি দিয়ে অভেদ না কি সমীকরণ বোঝানো হয়েছে, তা সাধারণত প্রতিবেশ থেকে বুঝে নিতে হয়।

ইংরেজি বর্ণমালা শুরুর দিকের বর্ণগুলি, যেমন a, b, c... দিয়ে ধ্রুবক এবং শেষের দিকের বর্ণগুলি, যেমন x, y, z... দিয়ে চলরাশি নির্দেশ করা হয়। রনে দেকার্ত এই রীতিতে লেখা চালু করেন।

ধর্ম

বীজগণিতে যদি একটি সমীকরণ সত্য হয়, তবে নিচের অপারেশনগুলি ব্যবহার করে সেটি থেকে আরেকটি সত্য সমীকরণ উৎপাদন করা সম্ভব:

  1. উভয় পক্ষে যেকোন রাশি যোগ করা যাবে।
  2. উভয় পক্ষ থেকে যেকোন রাশি বিয়োগ করা যাবে।
  3. উভয় পক্ষকে যেকোন রাশি দিয়ে গুণ করা যাবে।
  4. উভয় পক্ষকে যেকোন অশূন্য রাশি দিয়ে ভাগ করা যাবে।
  5. সাধারণত, যেকোন গাণিতিক ফাংশন উভয় পক্ষে প্রয়োগ করা যাবে।

অভেদ

অভেদ (identity) হল সেই সব সমীকরণ যেগুলো সকল অজ্ঞাত রাশির জন্য বা চলকের যেকোন মানের জন্য সত্য। অভেদ প্রকাশের ক্ষেত্রে সর্বসম চিহ্নটি ব্যবহার করা হয়।

আরও দেখুন

বহিঃসংযোগ

Tags:

সমীকরণ ধর্মসমীকরণ অভেদসমীকরণ আরও দেখুনসমীকরণ বহিঃসংযোগসমীকরণইংরেজি ভাষাগণিতগাণিতিক প্রতীকসংখ্যা

🔥 Trending searches on Wiki বাংলা:

শবনম বুবলিঠাকুর অনুকূলচন্দ্রদোয়াজাতিসংঘ নিরাপত্তা পরিষদবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধফরাসি বিপ্লবের কারণচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়আয়াতুল কুরসিহিমালয় পর্বতমালাআমবাংলাদেশ জাতীয় ফুটবল দলসুলতান সুলাইমানপুদিনাসলিমুল্লাহ খানই-মেইলফজরের নামাজরবীন্দ্রনাথ ঠাকুরফিতরাবাটাসমকামিতাপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরবাংলা শব্দভাণ্ডাররামকৃষ্ণ মিশনমক্কাপ্রথম উসমানবিড়ালকৃষ্ণচন্দ্র রায়মুসাশামসুর রাহমানবিশেষ্যহাসান হাফিজুর রহমানমরিয়ম বিনতে ইমরানসাপসূরা লাহাববিটিএসবৈজ্ঞানিক পদ্ধতিঈদুল ফিতরমতিউর রহমান নিজামীলিওনেল মেসিমুকেশ আম্বানিঅস্ট্রেলিয়াতামান্না ভাটিয়া২৮ মার্চরমজানদ্বৈত শাসন ব্যবস্থাবাংলাদেশের ইতিহাসকাফিরমূলদ সংখ্যাআযানমালয়েশিয়ামমতা বন্দ্যোপাধ্যায়বাংলাদেশের স্বাধীনতার ঘোষকআরবি ভাষাপ্যারাডক্সিক্যাল সাজিদ০ (সংখ্যা)লিঙ্গ উত্থান ত্রুটিকার্তিক (দেবতা)ত্বরণপশ্চিমবঙ্গমনোবিজ্ঞানইসলামগুগলকম্পিউটার কিবোর্ডবাংলাদেশের সংবিধানের সংশোধনীসমূহএকাদশ রুদ্রকান্তনগর মন্দিরযাকাতের নিসাবমুহাম্মাদ ফাতিহচাঁদতাকওয়ারজঃস্রাবজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়বিশ্ব থিয়েটার দিবসর‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নশেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডঅর্থনীতিআল-আকসা মসজিদকুরআন🡆 More