দ্বিঘাত সমীকরণ

সকল মোচড় বিন্দু নির্ণয়ের সূত্র ()

দ্বিঘাত সমীকরণ
কার্তেসীয় সমতলে একটি দ্বিঘাত সমীকরণের গ্রাফ।


দ্বিঘাত সমীকরণ
সাধারণ দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের সূত্র

গণিতশাস্ত্রে, দ্বিঘাত সমীকরণ হল দুই মাত্রার বহুপদী সমীকরণ যার সাধারণ রূপ:

এখানে x একটি চলক এবং a, bc ধ্রুবক যেখানে a এর মান শুন্য হতে পারে না। কারণ a শূণ্য হলে এটি একটি একঘাত সমীকরণে রূপ নেবে। দ্বিপদ সমীকরণের ইংরেজি প্রতিশব্দ কোয়াড্রেটিক এসেছে ল্যাটিন শব্দ কোয়াড্রেটাস (quadratus) থেকে যার অর্থ বর্গ।

দ্বিঘাত সমীকরণে শুধুমাত্র একটি অজানা রাশি বা চলক থাকে। তাই একে একচলক সমীকরণ বলে। এই সমীকরণে শুধুমাত্র x এর দ্বিতীয় ঘাত থাকে। তাই এটি দ্বিঘাত বহুপদী।

দ্বিঘাত সমীকরণ মধ্যপদ বিশ্লেষণ (ইংরেজিতে factoring, factorising, factorizing বা middle-term নামে পরিচিত) এর মাধ্যমে, বর্গ পূর্ণ করার মাধ্যমে, মূল নির্ণয় সূত্রের সাহায্যে অথবা লেখচিত্রাঙ্কনের সাহায্যে। দ্বিঘাত সমীকরণের মত গাণিতিক সমস্যার সমাধান মানুষ ২০০০ খ্রিস্টপূর্বেও করেছে বলে জানা যায়।

ইতিহাস

ভূমিকা (Introduction)

যে সমীকরণে অজ্ঞাত রাশির বৃহত্তম সূচকের মান দুই,তাকে দুই ঘাতবিশিষ্ট বা দ্বিঘাত সমীকরণ(second degree or quadratic equation)বলে ।একটি দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হল ax²+bx+c=0 যেখানে a(≠0),b,c তিনটি ধ্রুবক রাশি।a,b হল যথাক্রমে x²,x এর সহগ এবং c কে সমীকরণটির ধ্রুবক পদ বলে।

যে দ্বিঘাত সমীকরণে b=0 হয় অর্থাৎ সমীকরণের সাধারণ আকার হয় ax²+c=0 তাকে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ বলে । অন্যভাবে যে দ্বিঘাত সমীকরণে b≠0 হয় অর্থাৎ সমীকরণের সাধারণ আকার হয় ax²+bx+c=0 তাকে মিশ্র দ্বিঘাত সমীকরণ বলে।যেমন x²−16=0,9x²−25=0হল বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ কিন্তু 2x²+3x+5=0 হল মিশ্র দ্বিঘাত সমীকরণ।


উপপাদ্য(Theorem)

উপপাদ্য ১:- ax²+bx+c=0(a≠0) দ্বিঘাত সমীকরণের একটি বীজ α হলে (ax²+bx+c) রাশিমালার একটি উৎপাদক হবে (x−α) এবং বিপরীতক্রমে (ax²+bx+c) রাশিমালার একটি উৎপাদক (x−α) হলে ax²+bx+c=0 সমীকরণের একটি বীজ হবে α ।

প্রমাণ: উপপাদ্য অনুসারে α হল ax²+bx+c=0 সমীকরণের একটি বীজ।

সুতরাং, aα²+bα+c=0 এখন, ax²+b⋅x+c =(a⋅x2+b⋅x+c)−(a⋅α2+b⋅α+c) =a(x2−α2)+b(x−α) =a(x+α)(x−α)+b(x−α) =(x−α){a(x+α)+b} অতএব (x−α) হল a⋅x2+b⋅x+c রাশিমালার উৎপাদক।

বিপরীতক্রমে যদি a⋅x2+b⋅x+c রাশিমালার একটি উৎপাদক (x−α)হয় তাহলে আমরা লিখতে পারি

a⋅x2+b⋅x+c=(x−α)(px+q),(p≠0) যেখানে pও qহল ধ্রুবক।

উপরের সমীকরণে x=α বসিয়ে পাই।

a⋅α2+b⋅α+c =(α−α)(pα+q)⇒a⋅α2+b⋅α+c =0⋅(pα+q)⇒a⋅α2+b⋅α+c=0 অতএব প্রমাণিত α হল a⋅x2+b⋅x+c=0এই সমীকরণের একটি বীজ।

বীজ (Roots) ও সমীকরণ সমাধান

দ্বিঘাত সমীকরণ সমাধানের জন্য যে সূত্র প্রযুক্ত হয় তা শ্রীধর আচার্যের সূত্র বা দ্বিঘাত সূত্র নামে পরিচিত ৷ এই সূত্রের প্রমাণটি হল—

দ্বিঘাত সমীকরণ  দ্বিঘাত সমীকরণ  [a দিয়ে ভাগ] দ্বিঘাত সমীকরণ  দ্বিঘাত সমীকরণ ;[উভয়পক্ষে দ্বিঘাত সমীকরণ  যোগ] দ্বিঘাত সমীকরণ  দ্বিঘাত সমীকরণ ;[বর্গমূল] দ্বিঘাত সমীকরণ  [প্রমাণিত] 

এখানে, দ্বিঘাত সমীকরণ  পদটি নিরূপক (Determinant) নামে পরিচিত ৷

  • দুটি বীজের যোগফল = দ্বিঘাত সমীকরণ 
  • দুটি বীজের গুণফল = দ্বিঘাত সমীকরণ 

উদাহরণ ও প্রয়োগ

বহুল পরিচিত গোল্ডেন রেশিও দ্বিঘাত সমীকরণ  এই দ্বিঘাত সমীকরণের সমাধান করে পাওয়া যায়।

বৃত্ত এবং অন্যান্য কনিক যেমন উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্তের সমীকরণ দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ।

আরও দেখুন

Tags:

দ্বিঘাত সমীকরণ ইতিহাসদ্বিঘাত সমীকরণ বীজ (Roots) ও সমীকরণ সমাধানদ্বিঘাত সমীকরণ উদাহরণ ও প্রয়োগদ্বিঘাত সমীকরণ আরও দেখুনদ্বিঘাত সমীকরণ

🔥 Trending searches on Wiki বাংলা:

বুর্জ খলিফাউদ্ভিদকোষডাচ্-বাংলা ব্যাংক পিএলসিবিশ্ব দিবস তালিকাপানিপথের তৃতীয় যুদ্ধভারতীয় উপমহাদেশবৃহস্পতি গ্রহমৌলিক সংখ্যাইসতিসকার নামাজপ্রথম ওরহানবিমান বাংলাদেশ এয়ারলাইন্সসুনীল গঙ্গোপাধ্যায়রাজ্যসভাজয় চৌধুরীবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরভারতীয় দর্শনকাজী নজরুল ইসলামচট্টগ্রামবিসমিল্লাহির রাহমানির রাহিম২৩ এপ্রিলশেখ হাসিনাভারতের প্রধানমন্ত্রীদের তালিকাসাইপ্রাসওজোন স্তরসুলতান সুলাইমানফরায়েজি আন্দোলনমালদ্বীপএপ্রিলজবাস্ক্যাবিসওয়েবসাইটমিয়ানমারপ্রেমালুউত্তম কুমারচিরস্থায়ী বন্দোবস্তগোত্র (হিন্দুধর্ম)ফিলিস্তিনের ইতিহাসমহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাবিজ্ঞাপনবাংলাদেশের ইউনিয়নের তালিকাআর্দ্রতাবাংলাদেশী টাকাজাতীয় স্মৃতিসৌধস্বাস্থ্যের উপর তামাকের প্রভাবরেনেসাঁরাধাইন্দোনেশিয়াবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেক্টরসমূহঢাকা জেলামলাশয়ের ক্যান্সারবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়রাজস্থান রয়্যালসঅসহযোগ আন্দোলন (১৯৭১)রাজশাহী বিশ্ববিদ্যালয়আব্বাসীয় খিলাফতক্রিকেটশ্রীকৃষ্ণকীর্তনমোশাররফ করিমইন্সটাগ্রামরাজবাড়ী জেলাইসরায়েলের ইতিহাসদুবাইবাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৩ইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন বখতিয়ার খলজিপেপসিময়মনসিংহভারতের ইতিহাসবাংলাদেশ ব্যাংকবাংলাদেশী জাতীয় পরিচয় পত্রবাংলাদেশের নদীবন্দরের তালিকাথানকুনিজনি সিন্সজালাল উদ্দিন মুহাম্মদ রুমিবাঙালি হিন্দু বিবাহভারতীয় জাতীয় কংগ্রেসহাদিসনরসিংদী জেলামুহাম্মাদের স্ত্রীগণমৌসুমি বায়ু🡆 More