জিমি ওয়েলস

জিমি ডোনাল জিম্বো ওয়েলস (ইংরেজি: Jimmy Donal Jimbo Wales, /ˈdʒɪmi ˈdoʊnəl ˈweɪlz/; জন্ম ৭ আগস্ট ১৯৬৬) একজন মার্কিন ইন্টারনেট উদ্যোক্তা, যিনি অনলাইন অলাভজনক বিশ্বকোষ উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা এবং লাভজনক ফ্যানডম ওয়েব হোস্টিং কোম্পানির প্রবর্তক হিসাবে পরিচিত।

জিমি ওয়েলস
জিমি ওয়েলস
২০১৯ সালে ওয়েলস
জন্ম
জিমি ডোনাল ওয়েলস

(1966-08-10) আগস্ট ১০, ১৯৬৬ (বয়স ৫৭)
অন্যান্য নামজিম্বো
মাতৃশিক্ষায়তন
পেশাইন্টারনেট উদ্যোক্তা, পূর্বে আর্থিক ব্যবসায়ী
পরিচিতির কারণউইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা
উপাধি
উত্তরসূরীফ্লোরেন্স ডেভোয়ার্ড
দাম্পত্য সঙ্গী
  • পামেলা গ্রীন
  • (বি. ১৯৮৬, বিচ্ছেদ)
  • খ্রীস্টিন রোহন
  • (বি. ১৯৯৭, বিচ্ছেদ)
  • কেট গার্ভে
  • (বি. ২০১২)
পুরস্কারনিচে দেখুন
ওয়েবসাইটjimmywales.com
স্বাক্ষর
জিমি ওয়েলস

জিমি ওয়েলসের জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যালাবামার হান্টসভিলে। তিনি র‌্যানডলফ স্কুল নামে একটি প্রাক-বিশ্ববিদ্যালয় স্কুলে পড়াশোনা করেন। পরে তিনি "ফিনান্স" শাখায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। স্নাতক পড়াকালীন তিনি দুটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেন। পরে তিনি ফিনান্স ক্ষেত্রে চাকরি গ্রহণ করেন এবং বেশ কয়েক বছর শিকাগো ফিউচারস ও অপশনস ফার্মে রিসার্চ ডিরেক্টরের পদ অলংকৃত করেন। ১৯৯৬ সালে তিনি দু'জন সহকারীর সহায়তায় বোমিস নামে একটি পুরুষদের বিনোদন ও প্রাপ্তবয়স্ক বিষয়ভিত্তিক ওয়েবপোর্টাল প্রতিষ্ঠা করেন। এই ওয়েবসাইটটি থেকেই পরবর্তীকালে উদ্ভূত বিশ্বকোষ নুপিডিয়া (২০০০-২০০৩) এবং তার উত্তরসূরি উইকিপিডিয়ার প্রাথমিক অর্থসংস্থান হয়েছিল।

২০০১ সালে ল্যারি স্যাঙ্গার ও অন্যান্যদের সঙ্গে একযোগে তিনি উইকিপিডিয়া মুক্ত বিশ্বকোষ প্রতিষ্ঠা করেন। এই বিশ্বকোষের ব্যাপ্তি ও জনপ্রিয়তা বৃদ্ধি পেলে ওয়েলস হয়ে ওঠেন প্রকল্পটির পৃষ্ঠপোষক ও মুখপাত্র। তাকে ঐতিহাসিকভাবে উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা বলা হলেও, তিনি নিজেকে উইকিপিডিয়ার একমাত্র প্রতিষ্ঠাতা ঘোষণা করে "সহ-" পদমর্যাদাটি অস্বীকার করেন। ওয়েলস উইকিপিডিয়া-পরিচালনাকারী উইকিমিডিয়া ফাউন্ডেশন নামে একটি অ-বাণিজ্যমুখী দাতব্য সংস্থার অছিপরিষদের সদস্য। তিনি পরিষদ-নিয়োজিত "সম্প্রদায়-প্রতিষ্ঠাতা" বা "কমিউনিটি ফাউন্ডার"-এর পদটিতে বৃত রয়েছেন। ২০০৪ সালে, তিনি ও অপর উইকিমিডিয়া অছি অ্যাঞ্জেলা বিজলে মিলে উইকিয়া নামে একটি বেসরকারি ওয়েব-হোস্টিং সার্ভিস প্রতিষ্ঠা করেন।

ওয়েলস দু-বার বিবাহ করেছেন। তার দ্বিতীয় স্ত্রী ক্রিস্টিনার গর্ভে তার এক কন্যা আছে। ওয়েলস নিজেকে অবজেক্টিভিস্ট এবং কিছু পরিমাণে উদারনীতিবাদী মনে করেন। তার সৃষ্ট উইকিপিডিয়া বিশ্বের বৃহত্তম বিশ্বকোষে পরিণত হলে টাইম পত্রিকা তাদের ২০০৬ সালের বিশ্বের সর্বাপেক্ষা প্রভাবশালী ব্যক্তিবর্গের নামের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করে।

জীবনী

বাল্যকাল ও শিক্ষা

ওয়েলস ৭ আগস্ট, ১৯৬৬ সালে হান্টসভেল, আলাবামাতে জন্মগ্রহণ করেন। তার বাবা, জিমি, পেশায় ছিলেন মুদি দোকানের পরিচালক, মা ডরিস অ্যান এবং তার নানী এর্মা একটি এক কক্ষ-বিশিষ্ট ঐতিহ্যবাহী ছোট প্রাইভেট স্কুল পরিচালনা করতেন, যেখানে জিমি এবং তার তিন ভাইবোন তাদের প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেছিলেন। শিশু হিসেবে জিমি ছিলেন বুদ্ধিমান, কৌতূহলী এবং অধ্যবসায়ী।

মিডিয়ায় প্রকাশ ও সম্মাননা

বাংলাদেশে জিমি ওয়েলস

২০১৫ সালের ২৬শে ফেব্রুয়ারি উইকিমিডিয়া বাংলাদেশগ্রামীণফোনের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত হয়ে ১২ ঘণ্টার ঝটিকা সফরে বাংলাদেশ ভ্রমণ করেন জিমি ওয়েলস। রাজধানী ঢাকাস্থ হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি উইকিপিডিপিয়ার গুরুত্ব তুলে ধরে বক্তৃতা করেন, উইকিপিডিয়া গ্রামীণফোন আয়োজিত সম্পাদনা প্রতিযোগিতায় বিজয়ী দশজন উইকিপিডিয়ানের হাতে পুরস্কার তুলে দেন এবং সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত বিষয়ভিত্তিক আলোচনা সভায় অংশ নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বিতর্ক ও সমালোচনা

ব্যক্তিগত দর্শন

চিত্রসমূহ

প্রকাশিত কাজ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

জিমি ওয়েলস জীবনীজিমি ওয়েলস মিডিয়ায় প্রকাশ ও সম্মাননাজিমি ওয়েলস বাংলাদেশে জিমি ওয়েলস বিতর্ক ও সমালোচনাজিমি ওয়েলস ব্যক্তিগত দর্শনজিমি ওয়েলস চিত্রসমূহজিমি ওয়েলস প্রকাশিত কাজজিমি ওয়েলস তথ্যসূত্রজিমি ওয়েলস বহিঃসংযোগজিমি ওয়েলসইংরেজি ভাষাউইকি হোস্টিং সার্ভিসউইকিপিডিয়াফ্যানডম (ওয়েবসাইট)মার্কিনসাহায্য:আধ্বব/ইংরেজি

🔥 Trending searches on Wiki বাংলা:

ফোটনমহাদেশবাংলাদেশের নদীবন্দরের তালিকাঢাকা মেট্রোরেলভূমিকম্পলিওনেল মেসিআশারায়ে মুবাশশারাঅশ্বত্থট্রপোমণ্ডলহিমালয় পর্বতমালাআবু বকরখাদ্যবৈষ্ণব পদাবলি২০২২–২৩ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের পাকিস্তান সফর (এপ্রিল ২০২৩)সূরা নাসবাংলাদেশের অর্থনীতিঅর্থ (টাকা)বাংলাদেশ ছাত্র ইউনিয়নএল নিনোবাংলা শব্দভাণ্ডারওমানচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়রামমোহন রায়দ্বাদশ জাতীয় সংসদব্রিটিশ রাজের ইতিহাসনাটকময়মনসিংহ বিভাগস্বরধ্বনিরামকৃষ্ণ পরমহংসপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের তালিকাপহেলা বৈশাখসুন্দরবনব্র্যাকবাংলা উপসর্গের তালিকাক্যামেরাকম্পিউটারমহাসাগরহাইপারলিংকসেলিম আল দীনহামভূমি পরিমাপসুনীল নারাইন২০২২ বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফরইসলামে যৌনতা২০২৬ ফিফা বিশ্বকাপসৌদি আরবঅণুজীবকৃষ্ণগহ্বরমিমি চক্রবর্তীপাগলা মসজিদডেল্টা প্ল্যান-২১০০বর্ডার গার্ড বাংলাদেশসমকামিতাসার্বিয়াকলাপানি দূষণযৌনাসনগোপাল ভাঁড়কুমিল্লামরা জিঞ্জিরাম নদীশ্রাবন্তী চট্টোপাধ্যায়থাইল্যান্ডবীর শ্রেষ্ঠবিসমিল্লাহির রাহমানির রাহিমলালবাগের কেল্লাআওরঙ্গজেবআল-আকসা মসজিদমানব দেহশেখ মুজিবুর রহমানভৌগোলিক আয়তন অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাটেলিগ্রাম (সেবা)পানিওয়ার্ল্ড ওয়াইড ওয়েবভারতের প্রধানমন্ত্রীদের তালিকাথ্যালাসেমিয়াবাংলাদেশ সিভিল সার্ভিসদারাজ🡆 More