৯ মে: তারিখ

৯ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১২৯তম (অধিবর্ষে ১৩০তম) দিন। বছর শেষ হতে আরো ২৩৬ দিন বাকি রয়েছে।

১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  

ঘটনাবলী

  • ১৫০২ - ক্রিস্টোফার কলম্বাস তার চতুর্থ অভিযাত্রা শুরু করেন।
  • ১৫০৯ - নতুন পৃথিবীর সন্ধানে কলম্বাসের কাদিজ থেকে চতুর্থ এবং সর্বশেষ অভিযাত্রা শুরু।
  • ১৫৭৩ - ডিউক হেনরি পোল্যান্ডের রাজা নির্বাচিত।
  • ১৭৮৮ - ব্রিটেনের ক্রীতদাস প্রথা বিলোপের জন্য পার্লামেন্টে বিল পাস।
  • ১৮৭৪ - বোম্বেতে প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু হয়।
  • ১৮৭৯ - নারী সচেতনতা প্রসারকল্পে কেশবচন্দ্র সেন আর্য নারী সমাজ প্রতিষ্ঠা করেন।
  • ১৯৩৬ - ইতালি-ইথিওপিয়া একত্রীভুক্ত। রাজা তৃতীয় ভিক্টর এমানয়েল নিজেকে সম্রাট ঘোষণা করেন।
  • ১৯৪৫ - নাৎসি জার্মনীর বিরুদ্ধে বিজয় অর্জনের মাধ্যমে দ্বিতীয় মহাযুদ্ধের অবসানে বিশ্বে বিজয়োৎসব পালিত হয়।
  • ১৯৫৫ - ঠাণ্ডাযুদ্ধ বা স্নায়ুযুদ্ধের সময় পশ্চিম জার্মানি ন্যাটোতে যোগদান করে এই দিনে।
  • ১৯৬০ - বিশ্বখাদ্য ও ড্রাগ প্রশাসন ঘোষণা করে যে জন্মনিয়ন্ত্রণের জন্য বড়ি ব্যবহার করা যাবে।
  • ১৯৬৬ - চীন তৃতীয়বারের মত পারমাণবিক বিস্ফোরণ ঘটায়।
  • ১৯৬৭ - জাকির হোসেন ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
  • ১৯৮৪ - অক্সিজেন না নিয়েই এভারেস্ট জয় করেন ফু দোর্।
  • ১৯৯২ - আর্মেনিয়ার সেনাবাহিনী আজারবাইজান প্রজাতন্ত্রের উপর হামলা চালিয়েছিলো।
  • ১৯৯৪ - নেলসন ম্যান্ডেলা বর্ণবৈষম্যহীন দক্ষিণ আফ্রিকার প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
  • ১৯৯৬ - ১৫ বছর পর উগান্ডায় প্রথম রাষ্ট্রপতি নির্বাচন।
  • ১৯৯৭ - জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে লিবীয় নেতা গাদ্দাফির নাইজেরিয়া গমন।
  • ২০০৪ - চেচেন প্রেসিডেন্ট আখমাদ কাদিরভকে হত্যা করা হয় ভিআইপি স্টেজের নিচে মাইন পেতে রেখে। যখন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবসে সেনা কুচকাওয়াজ দেখছিলেন।

জন্ম

  • ১৪৫৪ - আমেরিগো ভেসপুসি, ইতালীয় ব্যবসায়ী, অভিযাত্রী, নৌ-বিশারদ এবং মানচিত্র নির্মাতা।
  • ১৫৪০ - মেওয়ারের শিশোদিয়া রাজবংশের হিন্দু রাজপুত রাজা মহারাণা প্রতাপ প্রতাপ সিং(মৃ.১৯/০১/১৫৯৭)
  • ১৮০০ - আমেরিকার দাস বিদ্রোহের নেতা জন ব্রাউন।
  • ১৮৬৬ - ভারতের স্বাধীনতা আন্দোলনের রাজনৈতিক নেতা ও বিশিষ্ট সমাজ সংস্কারক গোপালকৃষ্ণ গোখলে (মৃ.১৯/০২/১৯১৫)
  • ১৮৯৫ - রিচার্ড বার্থেলমেস, মার্কিন অভিনেতা। (মৃ. ১৯৬৩)
  • ১৯০৭ - জ্যাকি গ্র্যান্ট, ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার ও ধর্মপ্রচারক। (মৃ. ১৯৭৮)
  • ১৯০৯ - জ্ঞানপ্রকাশ ঘোষ হিন্দুস্তানী শাস্ত্রীয় সংগীতের (ফারুকাবাদ ঘরানার) সঙ্গীতশিল্পী।(মৃ.১৯৯৭
  • ১৯৩২ - কনরাড হান্ট, ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার। (মৃ. ১৯৯৯)
  • ১৯৩৬ - গ্লেন্ডা জ্যাকসন, ইংরেজ অভিনেত্রী ও রাজনীতিবিদ।
  • ১৯৪৩ - মরিস ফস্টার, ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার।
  • ১৯৫১ - কেভিন কিগান - ইংরেজ ফুটবলার ও ম্যানেজার।
  • ১৯৫৯ - অ্যান্ড্রু জোন্স, নিউজিল্যান্ডীয় সাবেক ক্রিকেটার।
  • ১৯৮৬ - জেনি গান, ইংরেজ আন্তর্জাতিক প্রমীলা ক্রিকেটার।
  • 2003 - আব্দুল্লাহ আল ফাহিম ,

মৃত্যু

ছুটি ও অন্যান্য

  • বিজয় দিবস ( রাশিয়া)।

বহিঃসংযোগ

Tags:

৯ মে ঘটনাবলী৯ মে জন্ম৯ মে মৃত্যু৯ মে ছুটি ও অন্যান্য৯ মে বহিঃসংযোগ৯ মেঅধিবর্ষগ্রেগরীয় বর্ষপঞ্জী

🔥 Trending searches on Wiki বাংলা:

২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপধর্মীয় জনসংখ্যার তালিকামুঘল সম্রাটবাংলাদেশী জাতীয় পরিচয় পত্রআল্লাহবাংলাদেশের অর্থনীতিঔষধ প্রশাসন অধিদপ্তরনোয়াখালী জেলারাধাবাংলাদেশের পঞ্চবার্ষিক পরিকল্পনামেটা প্ল্যাটফর্মসত্রিভুজরাজা মানসিংহহিট স্ট্রোকগাণিতিক প্রতীকের তালিকাহুনাইন ইবনে ইসহাকবটগোলাপসার্বজনীন পেনশনসমাজবাংলা ভাষা আন্দোলনব্রাহ্মণবাড়িয়া জেলাদ্য কোকা-কোলা কোম্পানিসূরা ফালাককারাগারের রোজনামচাঅকাল বীর্যপাতবাংলাদেশ সেনাবাহিনীর প্রধানআয়িশানূর জাহানবিরাট কোহলিপশ্চিমবঙ্গে ভারতের সাধারণ নির্বাচন, ২০২৪অর্শরোগঅষ্টাঙ্গিক মার্গতাসনিয়া ফারিণবৌদ্ধধর্মকম্পিউটার কিবোর্ডআর্কিমিডিসের নীতিসহীহ বুখারীসুলতান সুলাইমানসালমান বিন আবদুল আজিজবাংলাদেশের সিটি কর্পোরেশনের তালিকাপ্যারাচৌম্বক পদার্থটুইটারদেশ অনুযায়ী ইসলামরেওয়ামিলআশারায়ে মুবাশশারাবিকাশসাদ্দাম হুসাইনবাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকাঅক্ষয় তৃতীয়াজালাল উদ্দিন মুহাম্মদ রুমিশিশ্ন বর্ধনশবনম বুবলিবায়ুদূষণতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়সুনামগঞ্জ জেলাণত্ব বিধান ও ষত্ব বিধানঅসমাপ্ত আত্মজীবনীলিঙ্গ উত্থান ত্রুটিভগবদ্গীতারংপুর১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনবাংলা শব্দভাণ্ডারহেপাটাইটিস বিচাঁদপুর জেলাআলাউদ্দিন খিলজিজ্ঞানপলিসিস্টিক ওভারি সিন্ড্রোমভারতের স্বাধীনতা আন্দোলনমৌলসমূহের ইলেকট্রন বিন্যাস (উপাত্ত পাতা)চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সত্যজিৎ রায়ের চলচ্চিত্রমহামৃত্যুঞ্জয় মন্ত্রবাংলাদেশের প্রধানমন্ত্রীমহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকালক্ষ্মীপুর জেলা🡆 More