২৫ মে: তারিখ

২৫ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৪৫তম (অধিবর্ষে ১৪৬তম) দিন। বছর শেষ হতে আরো ২২০ দিন বাকি রয়েছে।

১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  

ঘটনাবলী

  • ১৩৬০ - ফ্রান্সের একদল নাবিক এবং নৌ অভিযাত্রী গিনি উপসাগর আবিষ্কার করেন।
  • ১৭৬৮ - ক্যাপটেন কুক তার বৈজ্ঞানিক গবেষণার কাজে প্রথম অভিযান শুরু করেন।
  • ১৯১১ - মেক্সিকোতে বিদ্রোহের মুখে প্রেসিডেন্ট পোরদিরিও দিয়াজ উৎখাত।
  • ১৯২৩ - আমীর আবদুল্লাহর নেতৃত্বে ট্রান্স জর্দানের স্বাধীনতা ঘোষণা।
  • ১৯৩৬ - নিগ্রো ক্রীড়াবিদ জেসি ওয়েন বার্লিন অলিম্পিকে ৫টি বিশ্বরেকর্ড ভঙ্গ করে।
  • ১৯৪৪ - জার্মানি যুগোশ্লাভিয়ার কম্যুনিষ্ট নেতা জোসেপ ব্রজ টিটোকে গ্রেফতারের জন্য অভিযান চালিয়েছিলো।
  • ১৯৪৫ - হিটলারের নাৎসী বাহিনীর গোয়েন্দা সংস্থা গেস্টোপোর প্রধান হেনরিখ হিমলার আত্মহত্যা করেছিলেন।
  • ১৯৬৩ - ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ঐক্য সংস্থা বা ওএইউ গঠিত হয়।
  • ১৯৬৯ - সুদানে সেনা অভ্যুত্থানে সরকার উৎখাত।
  • ১৯৭১ - মুজিবনগর থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান সম্প্রচার শুরু।
  • ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় আর্জেন্টিনা
  • ১৯৭৯ - শিকাগোতে আমেরিকায় ডিসি-১০ বিধ্বস্ত হয়ে ২৭২ যাত্রীর সবাই নিহত।
  • ১৯৮৯ - গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের প্রথম প্রশাসনিক ক্ষমতাধর রাষ্ট্রপতি নির্বাচিত হন।
  • ১৯৯৪ - দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা তুলে নেয়।
  • ১৯৯৭ - সিয়েরালিওনে বিদ্রোহীদের সহিংস অভ্যুত্থানে সরকার উৎখাত।
  • ২০০০ - বাংলাদেশের সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে প্রথম মহিলা বিচারপতি (নাজমুন আরা সুলতানা) নিয়োগ।
  • ২০১৮ - শান্তি নিকেতনে বাংলাদেশ ভবনের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

জন্ম

  • ১৭৫১ - ন্যাথানিয়েল ব্র্যাসি হালেদ, বাংলায় মুদ্রিত প্রথম ব্যাকরণ গ্রন্থের রচয়িতা।
  • ১৮০৩ - যুক্তরাষ্ট্রে খ্যাতনামা কবি এবং লেখক রালফ ওয়ালডো এমারসন।
  • ১৮৬৫ - পিটার জেমান, নেদারল্যান্ডের বিখ্যাত পদার্থবিজ্ঞানী।
  • ১৮৮৬ - রাসবিহারী বসু, ভারতে ব্রিটিশবিরোধী আন্দোলনের একজন বিপ্লবী নেতা এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সংগঠক।(মৃ.২১/০১/১৯৪৫)
  • ১৮৮৯ - হেলিকপ্টারের উদ্ভাবক রুশ-মার্কিন বিজ্ঞানী ইগর সিকোরস্কি।
  • ১৮৯৯ - (১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ)কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি, সাহিত্যিক, সম্পাদক, ও বাংলাদেশের জাতীয় কবি।(মৃ.২৯/০৮/১৯৭৬)
  • ১৯০২ - অধ্যাপক, গবেষক ও সাহিত্যিক অমূল্যধন মুখোপাধ্যায়
  • ১৯০৬ - রামকিঙ্কর বেইজ, ভারতের পশ্চিমবঙ্গ,বাঁকুড়া জেলা, বিখ্যাত ভাস্কর।(মৃ.০২/০৮/১৯৮০)
  • ১৯৬৩ - মাইক মায়ার্স্‌, মার্কিন কৌতুকাভিনেতা।
  • ১৯৬৯ - আমেরিকান প্রযোজক ও অভিনেত্রী অ্যানি হেচে।
  • ১৯৭৫ - আমেরিকান মিউজিশিয়ান, গায়িকা ও অভিনেত্রী লরেন হিল।

মৃত্যু

  • ১৮৪৫ - স্কট চিত্রশিল্পী টমাস ডানকানের মৃত্যু।
  • ১৯৮৩ - মুহাম্মদ ইদ্রিস আল-সেনুস, লিবিয়ার বাদশাহ।
  • ১৯২৪ - আশুতোষ মুখোপাধ্যায়, শিক্ষাবিদ, কলকাতা হাইকোর্টের বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ সময়ের ভাইস-চ্যান্সেলর।(জ.২৯/০৬/১৮৬৪)
  • ১৯৪১ - গুরুসদয় দত্ত, ব্রতচারী আন্দোলনের পথিকৃৎ ও সমাজকর্মী।(জ.১৮৮২)
  • ২০০১ - আলবের্তো কোর্দা,কিউবান আলোকচিত্র শিল্পী।
  • ২০২১ - কল্পবিজ্ঞানের বাঙালি লেখিকা এণাক্ষী চট্টোপাধ্যায়। (জ.১৯৩৪)

ছুটি ও অন্যান্য

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

২৫ মে ঘটনাবলী২৫ মে জন্ম২৫ মে মৃত্যু২৫ মে ছুটি ও অন্যান্য২৫ মে তথ্যসূত্র২৫ মে বহিঃসংযোগ২৫ মেঅধিবর্ষগ্রেগরীয় বর্ষপঞ্জী

🔥 Trending searches on Wiki বাংলা:

জনগণমন-অধিনায়ক জয় হেআদমনিউটনের গতিসূত্রসমূহপদ্মা সেতুরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবকোষ (জীববিজ্ঞান)কুমিল্লা জেলামার্কিন যুক্তরাষ্ট্রকোষ বিভাজনবৌদ্ধধর্মজেরুসালেমনেতৃত্ববিমান বাংলাদেশ এয়ারলাইন্সহার্নিয়াবাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত জেনারেলদের তালিকামুতাজিলাজাতীয় সংসদভালোবাসাবাংলাদেশের জনমিতিবাংলাদেশে পালিত দিবসসমূহভৌগোলিক নির্দেশকই-মেইলপানিপথের প্রথম যুদ্ধজনপ্রশাসন মন্ত্রণালয় (বাংলাদেশ)ভিটামিনতক্ষকইন্ডিয়ান প্রিমিয়ার লিগবাংলা স্বরবর্ণজনসংখ্যা অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকামহামৃত্যুঞ্জয় মন্ত্রহিন্দি ভাষাপর্যায় সারণিপশ্চিমবঙ্গের নদনদীর তালিকাকৃত্তিবাসী রামায়ণবেল (ফল)হুমায়ূন আহমেদমান্নাভারত বিভাজনসংস্কৃতিশুক্রাণুবাইতুল হিকমাহডায়াজিপামফেনী জেলাআল্লাহর ৯৯টি নামঊষা (পৌরাণিক চরিত্র)রক্তজসীম উদ্‌দীনআবু হানিফারাজশাহী বিশ্ববিদ্যালয়পাট্টা ও কবুলিয়াতফেসবুকজীবনানন্দ দাশবঙ্গভঙ্গ (১৯০৫)সুফিয়া কামালবাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতিবাংলাদেশের ইউনিয়নের তালিকানেপোলিয়ন বোনাপার্টবারমাকিবায়ুদূষণঅ্যান্টিবায়োটিক তালিকাপশ্চিমবঙ্গভারতের সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ভারতের স্বাধীনতা আন্দোলনভারতের জাতীয় পতাকাকবিতাকারাগারের রোজনামচাহজ্জচট্টগ্রাম বিভাগগাণিতিক প্রতীকের তালিকাশাহ জাহানমমতা বন্দ্যোপাধ্যায়ক্ষুদিরাম বসুগোত্র (হিন্দুধর্ম)ইসরায়েল–হামাস যুদ্ধবিড়ালদেলাওয়ার হোসাইন সাঈদীআলাউদ্দিন খিলজি🡆 More