২৯ মার্চ: তারিখ

২৯ মার্চ গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৮৮তম (অধিবর্ষে ৮৯তম) দিন। বছর শেষ হতে আরো ২৭৭ দিন বাকি রয়েছে।

১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬
১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩
২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০
৩১  

ঘটনাবলী

  • ১৭৯৫ - পিয়ানো বাদক হিসেবে বেটোভেনের আত্মপ্রকাশ।
  • ১৭৯৮ - সুইজারল্যান্ড প্রজাতন্ত্র গঠিত হয়।
  • ১৭৯৯ - দাসপ্রথা উচ্ছেদে নিউ ইয়র্কে আইন পাস হয়।
  • ১৮০৭ - জার্মান জ্যোর্তিবিদ উইলহেম অলবার্স ক্ষুদ্রতম গ্রহ ভেস্টা আবিষ্কার করেন।
  • ১৮৪৯ - লর্ড ডালহৌসি সমগ্র পাঞ্জাবকে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করে ঘোষণাপত্র প্রচার করেন।
  • ১৮৫৪ - ডিরোজিও শিষ্য রামগোপাল ঘোষ ভারতে বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব করেন।
  • ১৮৫৭ - ব্যারাকপুর সেনা ব্যারাকে মঙ্গল পান্ডে গুলি ছুড়ে সিপাহী বিদ্রোহের সূচনা করেন।
  • ১৮৭১ - রানি ভিক্টোরিয়া লন্ডনের আলবার্ট হল উদ্বোধন করেন।
  • ১৯২০ - ব্রিটিশবিরোধী অসহযোগ আন্দোলন শুরু হয়।
  • ১৯৭৩ - সর্বশেষ মার্কিন সেনাদলের ভিয়েতনাম ত্যাগ।
  • ১৯৭৪ - চালকবিহীন মার্কিন নভো অনুসন্ধান যান মেরিনার টেন বুধ গ্রহ ভ্রমণ করে।
  • ১৯৮৪ - আতাউর রহমান খান বাংলাদেশের প্রধানমন্ত্রী নিযুক্ত।
  • ১৯৯১ - বিশ্বের প্রাচীনতম কমিউনিস্ট পার্টি ব্রিটেন কমিউনিস্ট পার্টির নাম বদলে ‘ডেমোক্র্যাটিক লেফট’ রাখা হয়।
  • ২০১৫ - অস্ট্রেলিয়ার মেলবোর্নে একাদশ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়৷ নিউজিল্যান্ডকে ৭ উইকেটে পরাজিত করে অস্ট্রেলিয়া ৫ম বারের মতো চ্যাম্পিয়ন হয়।

জন্ম

মৃত্যু

  • খ্রি.পূ. ৮৭ - হান সম্রাট জ্যু (চীন)।
  • ১০৫৮ - পোপ স্টিফেন, নবম (জন্ম: ১০২০)।
  • ১৩৬৮ - জাপানের সম্রাট গো মুরাকামি।
  • ১৭৭২ - ইমান্যুয়েল সুইডেনবার্গ, সুইডিস জ্যোতির্বিদ, দার্শনিক (জন্ম: ১৬৮৮)।
  • ১৯১২ - সুমেরু অভিযাত্রী রবার্ট স্কট।
  • ১৯৪৮ - হ্যারি প্রাইস, ইংরেজ লেখক।
  • ১৯৭০ - আন্না লউইসে স্ট্রং,আমেরিকান সাংবাদিক।
  • ১৯৭১ - বাঙালি আইনজীবী সমাজকর্মী, ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত।(জ.১৮৮৬)
  • ১৯৭৮ - ইবরাহীম খাঁ, প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজ সংস্কারক।
  • ১৯৮৭ - প্রখ্যাত বাঙালি সরোদশিল্পী তিমির বরণ ভট্টাচার্য। (জ.১৯০১)
  • ১৯৮৯ - বার্নার্ড বলিয়ের, ফরাসি অভিনেতা।
  • ২০০৫ - মিলতস সাছতউরিস,গ্রিক কবি।
  • ২০০৫ - জাতীয় পুরস্কার প্রাপ্ত বাংলাদেশি কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলু।
  • ২০০৯ - অ্যান্ডি হাল্লেত্ত, আমেরিকান অভিনেতা ও গায়ক।
  • ২০১১ - ইয়াকভস কাম্বানেলিস, গ্রিক কবি, নাট্যকার, চিত্রনাট্যকার, গীতিকার ও ঔপন্যাসিক।
  • ২০১৪ - মাক প্লাট, আমেরিকান অভিনেতা, গায়ক ও নৃত্যশিল্পী।

ছুটি ও অন্যান্য

বহিঃসংযোগ

Tags:

২৯ মার্চ ঘটনাবলী২৯ মার্চ জন্ম২৯ মার্চ মৃত্যু২৯ মার্চ ছুটি ও অন্যান্য২৯ মার্চ বহিঃসংযোগ২৯ মার্চঅধিবর্ষগ্রেগরীয় বর্ষপঞ্জী

🔥 Trending searches on Wiki বাংলা:

মিয়ানমারবেল (ফল)বিজয় দিবস (বাংলাদেশ)ভারতের রাষ্ট্রপতিদের তালিকাকিশোরগঞ্জ জেলাঔষধজরায়ুবাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের তালিকা২০২৩ ক্রিকেট বিশ্বকাপনামাজউত্তর চব্বিশ পরগনা জেলাপুঁজিবাদতাজবিদবাংলাদেশের নদীর তালিকাস্বত্ববিলোপ নীতিমারবার্গ ফাইলরামমোহন রায়পশ্চিমবঙ্গজাপানপরীমনিমার্কিন যুক্তরাষ্ট্রকলমফুলসামন্ততন্ত্রশুক্রাণুসাকিব আল হাসানমরক্কো জাতীয় ফুটবল দলআন্তর্জাতিক মাতৃভাষা দিবসনীল বিদ্রোহঢাকা জেলাতারারাজশাহীজার্মানিইউরোপীয় দেশগুলো ও অধীনস্থ ভূভাগের তালিকামুসাফিরের নামাজডিম্বাশয়অক্সিজেনসৌরজগৎমরিশাসভারতের ভূগোলদক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাচ্যাটজিপিটিঋতুসূরা নাসলোহাছারপোকাঅগ্নিবীণা (কাব্যগ্রন্থ)কনমেবলকোষ (জীববিজ্ঞান)থাইরয়েড হরমোনক্রিকেটসামরিক বাহিনীরক্তের গ্রুপসূরা কাওসারযিনাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেক্টরসমূহরাজশাহী বিশ্ববিদ্যালয়অমেরুদণ্ডী প্রাণীশিখধর্মবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধহুমায়ূন আহমেদপথের পাঁচালীপৃথিবীর ইতিহাসমুহাম্মাদহ্যাশট্যাগমরক্কোব্রহ্মপুত্র নদকৃষ্ণগহ্বরকেন্দ্রীয় শহীদ মিনারঅশ্বগন্ধা২০২৩ তুরস্ক–সিরিয়া ভূমিকম্পপাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৭০প্রশান্ত মহাসাগরঅকাল বীর্যপাতশ্রীকৃষ্ণকীর্তনআদমআতা🡆 More