দ্রুতি: একক সময়ে অতিক্রান্ত দূরত্ব

কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, সাধারণভাবে তাকে দ্রুতি (speed) বলে। প্রকৃতপক্ষে একটি বস্তুর বেগের মানই হচ্ছে তার দ্রুতির পরিমাপ। অন্য কথায়: একটি বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, তাকেই দ্রুতি বলা যেতে পারে। ক্যালকুলাস অনুযায়ী, দ্রুতি হলো সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। দ্রুতি একটি স্কেলার রাশি; অর্থাৎ এর কোনো দিক নেই। কারণ দূরত্বেরও কোনো দিক নেই, দিক আছে সরণের। দ্রুতির ভেক্টর রাশি হচ্ছে বেগ। দ্রুতির মাত্রা হচ্ছে 1]} এবং একক হচ্ছে m s − 1 1} । দূরত্বকে d এবং সময়কে t দ্বারা প্রকাশ করলে দ্রুতির রাশিমালা দাড়ায়:

দ্রুতি (Speed)
দ্রুতি: এককসমূহ, গড় দ্রুতি, বিভিন্ন ধরনের দ্রুতির পরিমাপ
গাড়িটির রৈখিক গতির ক্ষেত্রে দ্রুতি
সাধারণ প্রতীক
v
এসআই এককm/s, m s−1
মাত্রাL T−1

রৈখিক গতির ক্ষেত্রে দ্রুতির পরিমাপ সাধারণভাবেই করা যায়। তবে যে বস্তুগুলোর গতি দ্বিমাত্রিক (যেমন: বিমান), তাদের দ্রুতির দুইটি উপাংশ পাওয়া যায়। এর একটির নাম সম্মুখ দ্রুতি এবং অন্যটি ঊর্ধ্ব দ্রুতি।

এককসমূহ

দ্রুতির এককসমূহের মধ্যে রয়েছে:

      মাক ১ ≈ ৩৪৩ m/s ≈ ১২৩৫ km/h ≈ ৭৬৮ mph
  • শূন্যস্থানে আলোর দ্রুতি (যার প্রতীক c) একটি অন্যতম প্রাকৃতিক একক।
      c = ২৯৯,৭৯২,৪৫৮ m/s
  • বায়ুতে শব্দের দ্রুতি প্রায় ৩৪০ m/s, এবং পানিতে এই দ্রুতি প্রায় ১৫০০ m/s
  • অন্যান্য গুরুত্বপূর্ণ রূপান্তর
      ১ m/s = ৩.৬ km/h
      ১ mph = ১.৬০৯ km/h
      ১ knot = ১.৮৫২ km/h = ০.৫১৪ m/s

বিভিন্ন যানবাহনে দ্রুতি পরিমাপ করার জন্য এগুলোর সাথে সাধারণত স্পিডোমিটার যুক্ত থাকে, যা দিয়ে দক্ষতার সাথে দ্রুতি পরিমাপ করা সম্ভব।

গড় দ্রুতি

যে সকল ভৌত ধর্মগুলোর দিক দিয়ে চিন্তা করলে দ্রুতি দ্বারা মূলত তাৎক্ষণিক দ্রুতি বোঝায়। কিন্তু বাস্তব পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গড় দ্রুতি (দ্রুতি: এককসমূহ, গড় দ্রুতি, বিভিন্ন ধরনের দ্রুতির পরিমাপ  দ্বারা চিহ্নিত করা হয়) শব্দটি। নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্বকে উক্ত সময় দ্বারা ভাগ করলে গড় দ্রুতি পাওয়া যায়। যেমন: কেউ যদি ২ ঘণ্টায় ৬০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তবে তার গড় দ্রুতি হবে, ৬০/২ = ৩০ কিমি/ঘণ্টা। কিন্তু তার তাৎক্ষণিক দ্রুতি সময়ের সাথে দ্রুত পরিবর্তিত হয় এবং এ থেকে অনেক কম বেশিও হতে পারে, আবার শূন্যও হতে পারে।

গাণিতিকভাবে প্রকাশ করলে দাঁড়ায়:

    দ্রুতি: এককসমূহ, গড় দ্রুতি, বিভিন্ন ধরনের দ্রুতির পরিমাপ 

দ্রুতি: এককসমূহ, গড় দ্রুতি, বিভিন্ন ধরনের দ্রুতির পরিমাপ  পরিমাণ সময়ের ব্যবধানে যে তাৎক্ষণিক দ্রুতি পাওয়া যায় তাকে সময়ের ফাংশন হিসেবে নিম্নোক্তভাবে প্রকাশ করা হয়:

    দ্রুতি: এককসমূহ, গড় দ্রুতি, বিভিন্ন ধরনের দ্রুতির পরিমাপ 

আবার দ্রুতি: এককসমূহ, গড় দ্রুতি, বিভিন্ন ধরনের দ্রুতির পরিমাপ  পরিমাণ দূরত্বের পরিবর্তনে প্রাপ্ত তাৎক্ষণিক দ্রুতিকে দূরত্বের ফাংশন হিসেবেও প্রকাশ করা যায়:

    দ্রুতি: এককসমূহ, গড় দ্রুতি, বিভিন্ন ধরনের দ্রুতির পরিমাপ 

অনেক সময় ধারণা করা হয়, অর্ধেক দূরত্ব দ্রুতি: এককসমূহ, গড় দ্রুতি, বিভিন্ন ধরনের দ্রুতির পরিমাপ  পরিমাণ দ্রুতিতে এবং বাকি অর্ধেক দূরত্ব দ্রুতি: এককসমূহ, গড় দ্রুতি, বিভিন্ন ধরনের দ্রুতির পরিমাপ  দ্রুতিতে অতিক্রম করলে মোট গড় দ্রুতি হবে দ্রুতি: এককসমূহ, গড় দ্রুতি, বিভিন্ন ধরনের দ্রুতির পরিমাপ । কিন্তু এটি ভুল ধারণা। প্রকৃতপক্ষে গড় দ্রুতির সমীকরণটি হবে এরকম:

    দ্রুতি: এককসমূহ, গড় দ্রুতি, বিভিন্ন ধরনের দ্রুতির পরিমাপ 

এখানে লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে এই যে, প্রথম সমীকরণের ফল একটি সঠিক বীজগাণিতিক গড়

এছাড়া দ্রুতির বণ্টন ফাংশন থেকেও গড় দ্রুতি পরিমাপ করা যেতে পারে। এই ফাংশন দূরত্ব বা সময় যেকোনটিরই হতে পারে:

    দ্রুতি: এককসমূহ, গড় দ্রুতি, বিভিন্ন ধরনের দ্রুতির পরিমাপ 
    দ্রুতি: এককসমূহ, গড় দ্রুতি, বিভিন্ন ধরনের দ্রুতির পরিমাপ 

বিভিন্ন ধরনের দ্রুতির পরিমাপ

নিচে বিভিন্ন ধরনের দ্রুতির পরিমাপ উল্লেখ করা হলো:

  • সাধারণ শামুকের দ্রুতি = ০.০৩৬ কিমি/ঘ (০.০০২৩ মা/ঘ,বা m/s বা ms^1) হবে
  • দ্রুত গতিতে হাঁটার দ্রুতি = ৬ কিমি/ঘ (৩.৭৫ মা/ঘ)
  • অলিম্পিকের দৌড়বিদদের দ্রুতি = ৩৬ কিমি/ঘ (২২.৫ মা/ঘ) (১০০ মিটারে গড় দ্রতি)
  • ফরাসি মহাসড়কে দ্রুতির সীমা = ১৩০ কিমি/ঘ (৮০ মা/ঘ)
  • একটি বোয়িং ৭৪৭-৮ বিমানের ভ্রমণের দ্রুতি = ১০৪৭.৪১ কিমি/ঘ (৬৫০.৮৩ মা/ঘ)
  • আকাশপথে সবচেয়ে বেশি দ্রুতি অর্জনের রেকর্ড = ৩,৫২৯ কিমি/ঘ (২,১৮৮ মা/ঘ)
  • নভোখেয়াযান যখন ফিরে আসে, তখন তার দ্রুতি = ২৮,০০০ কিমি/ঘ (১৭,৫০০ মা/ঘ)

তথ্যসূত্র

  • উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান: (প্রথম পত্র) - শাহজাহান তপন; হাসান বুক হাউস, ঢাকা
  • ইংরেজি উইকিপিডিয়া
  • পদার্থবিজ্ঞান প্রথম পত্র: একাদশ ও দ্বাদশ শ্রেণি (২০১৯)- গোলাম হোসেন প্রামাণিক ও দেওয়ান নাসির উদ্দিন; অক্ষরপত্র প্রকাশনী, ঢাকা

আরও দেখুন

  • ভি দ্রুতি
  • পল ভিরিলিও

Tags:

দ্রুতি এককসমূহদ্রুতি গড় দ্রুতি বিভিন্ন ধরনের র পরিমাপদ্রুতি তথ্যসূত্রদ্রুতি আরও দেখুনদ্রুতিক্যালকুলাসদূরত্ববেগসরণস্কেলার রাশি

🔥 Trending searches on Wiki বাংলা:

মিয়োসিসপরমাণুবাংলাদেশ বিমান বাহিনীজবাপাট্টা ও কবুলিয়াতপ্রাণ-আরএফএল গ্রুপলোকসভামার্কিন যুক্তরাষ্ট্রমালদ্বীপপেশাডাচ্-বাংলা ব্যাংক পিএলসিউপসর্গ (ব্যাকরণ)ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়আবু বকরপশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থাদুর্নীতিবক্সারের যুদ্ধআবু মুসলিমআসিয়ানমুখমৈথুনইসতিসকার নামাজরুয়ান্ডাগণিতজলাতংকঢাকা বিশ্ববিদ্যালয়মাইটোকন্ড্রিয়াবাংলাদেশের শিক্ষামন্ত্রীইন্দিরা গান্ধীপ্রাকৃতিক পরিবেশশিখধর্মরক্তশূন্যতাবাঙালি হিন্দুদের পদবিসমূহভূগোলরাশিয়ারূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রভাইরাসবঙ্গবন্ধু-১মুঘল সম্রাটপিঁয়াজনারী ক্ষমতায়নভাষাজ্ঞানহরমোনআডলফ হিটলারের ধর্মীয় বিশ্বাসআসসালামু আলাইকুমধানশুক্রাণুঅ্যান্টিবায়োটিক তালিকাআহসান মঞ্জিলকলাপ্যারিস২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবাংলাদেশের কোম্পানির তালিকাফুটবলভারতে নির্বাচনওবায়দুল কাদেররজঃস্রাববগুড়া জেলাসিলেটজীববৈচিত্র্যবিশেষ্যম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবসৌরজগৎনয়নতারা (উদ্ভিদ)বাংলাদেশের রাজনৈতিক দলসমূহের তালিকাসম্প্রসারিত টিকাদান কর্মসূচিসুন্দরবনযোনি পিচ্ছিলকারকআমার সোনার বাংলাকাবাইউক্রেনে রুশ আক্রমণ (২০২২-বর্তমান)বাউল সঙ্গীতসমাসনীল বিদ্রোহবিতর নামাজ🡆 More