তরল

তরল হলো পদার্থের চারটি অবস্থার একটি অবস্থা। অন্য তিনটি অবস্থা হল কঠিন, প্লাজমা, ও বায়বীয়। এটি হলো পদার্থের একমাত্র অবস্থা যার নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু কোন নির্দিষ্ট আকার নেই। তরলের মধ্যে থাকা অণুগুলো স্বাধীনভাবে চলাচল করতে পারে, তরলের সবচেয়ে সাধারণ উদাহরণ হল পানি।

তরল
তরল পানির গোলাকার অতিক্ষুদ্র-কণা ভূপৃষ্ঠ এলাকাকে সংকুচিত করছে, যা তরলের উপর পৃষ্ঠ টানের স্বাভাবিক ফল।

তরল গ্যাসের মতো প্রবাহিত হতে পারে। তাই তরল প্রবাহী পদার্থ বা ফ্লুইড। তরল ধারকের আকৃতি ধারণ করতে পারে এবং ধারক সিলবদ্ধ হলে তরলটি ধারকটির প্রতিটি পৃষ্ঠে একইভাবে চাপ প্রয়োগ করবে।

তরল কণা দৃঢ়ভাবে আবদ্ধ থাকে তবে কঠোরভাবে নয়। তারা একে অপরের পাশে স্বাধীনভাবে ঘুরতে সক্ষম হয়, যার ফলে সীমিত মাত্রায় কণার গতিশীলতা থাকে। তাপমাত্রা বাড়লে সাথে অণুগুলির মধ্যে কম্পন বৃদ্ধি পায় যার ফলে অণুগুলোর মধ্যকার দূরত্ব বাড়তে থাকে। যখন একটি তরল তার স্ফুটনাঙ্ক পৌঁছায়, তখন তার আন্তঃআণবিক গঠন ভেঙ্গে তা বায়বীয় পদার্থে পরিণত হয়। আর যদি তাপমাত্রা হ্রাস পায় তবে অণুগুলির মধ্যে দূরত্ব আরও ছোট হয়ে আসে। তরল যখন তার হিমাঙ্ক পৌঁছায়, তখন তার অণুগুলি সাধারণত খুব নির্দিষ্ট ক্রমে লক হয়ে যায়, যাকে ক্রিস্টালাইজিং বলা হয় এবং তাদের মধ্যে বন্ধনগুলি আরও দৃঢ় হয়ে যায়, ফলে তরলটি কঠিনে পরিণত হয়। তরল যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকৃতি ধারণ করে। তরলে পদার্থের অনুগুলো ছোটাছুটি করে।তরল পদার্থের আন্তআণবিক আকর্ষণ ও অনুর স্থানান্তর গতি প্রায় সমান থাকে।তাই অণু বা কণাসমূহ স্থির অব্স্থানে থাকে না।সুতরাং তরল পদার্থের নির্দিষ্ট আকৃতি নেই। এবং তরল পদার্থ চাপে সামান্য সংকুচিত হয়।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

কঠিন পদার্থপদার্থপানিপ্লাজমাবাষ্প

🔥 Trending searches on Wiki বাংলা:

প্রাণ-আরএফএল গ্রুপমানুষঢাকা বিভাগবাস্তুতন্ত্রবাংলাদেশের শিক্ষামন্ত্রীউদ্ভিদসমাসপশ্চিমবঙ্গের জলবায়ুবাংলাদেশের ইউনিয়নহিন্দুধর্মআকবরঅসহযোগ আন্দোলন (ব্রিটিশ ভারত)বাংলাদেশ জামায়াতে ইসলামীও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদবিশ্বায়নপূর্ণিমা (অভিনেত্রী)সাপলালসালু (উপন্যাস)দুবাইরক্তচাপব্যঞ্জনবর্ণরঙের তালিকামহাদেশবিটিএসশীর্ষে নারী (যৌনাসন)আন্তর্জাতিক মাতৃভাষা দিবসওয়ালাইকুমুস-সালামবরিশালচর্যাপদসংস্কৃতিশব্দ (ব্যাকরণ)ফেসবুকঢাকা বিশ্ববিদ্যালয়সিঙ্গাপুরহাদিসসেলিম আল দীনপাগলা মসজিদশাহ জাহানন্যাটোব্রাহ্মণবাড়িয়া জেলাপ্লাস্টিক দূষণডায়াজিপামক্রিস্তিয়ানো রোনালদোউদারনীতিবাদআল্লাহর ৯৯টি নামএক্সহ্যামস্টারএল নিনোগারোবাংলাদেশের জেলাসালাহুদ্দিন আইয়ুবিঈসাওয়ার্ল্ড ওয়াইড ওয়েবঔষধ প্রশাসন অধিদপ্তরভাষাপাহাড়পুর বৌদ্ধ বিহারবাংলা উপসর্গের তালিকাবাংলাদেশ নৌবাহিনী২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপজয়নুল আবেদিনধর্ম ও বিজ্ঞানের মধ্যকার সম্পর্কইসলামে আদমক্লিওপেট্রাগর্ভধারণআলেপ্পোআরজ আলী মাতুব্বরউপজেলা পরিষদশুক্রাণুস্ক্যাবিসযুব উন্নয়ন অধিদপ্তরইউরোপঅমর্ত্য সেনবন্ধুত্বগাজওয়াতুল হিন্দসিয়াচেন দ্বন্দ্বসংযুক্ত আরব আমিরাতবাংলাদেশের বিমানবন্দরের তালিকাপথের পাঁচালীপ্রাকৃতিক সম্পদকক্সবাজার🡆 More