ডরথি ম্যালোন: মার্কিন অভিনেত্রী

ডরথি ম্যালোন (২৯ জানুয়ারি ১৯২৪ - ১৯ জানুয়ারি ২০১৮) ছিলেন একজন মার্কিন অভিনেত্রী। তার চলচ্চিত্র জীবন শুরু হয় ১৯৪৩ সালে এবং শুরুর বছরগুলোতে তিনি মূলত ছোট চরিত্রে, বিশেষ করে বি-শ্রেণির চলচ্চিত্রে অভিনয় করেছেন। এক দশক অভিনয়ের পর, বিশেষ করে রিটেন অন দ্য উইন্ড (১৯৫৬) চলচ্চিত্রে অভিনয় পর তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে কাজের সুযোগ পেতে থাকেন। রিটেন অন দ্য উইন্ড চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন।

ডরথি ম্যালোন
Dorothy Malone
ডরথি ম্যালোন: প্রারম্ভিক জীবন, কর্মজীবন, ব্যক্তিগত জীবন ও মৃত্যু
১৯৬৩ সালে ম্যালোন
জন্ম
ম্যারি ডরথি ম্যালোন

(১৯২৪-০১-২৯)২৯ জানুয়ারি ১৯২৪
মৃত্যু১৯ জানুয়ারি ২০১৮(2018-01-19) (বয়স ৯৩)
ডালাস, টেক্সাস, মার্কিন যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনসাউদার্ন মেথডিস্ট বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৪৩-১৯৯২
দাম্পত্য সঙ্গীজাক বের্জরাক
(বি. ১৯৫৯; বিচ্ছেদ. ১৯৬৪)

রবার্ট টমার্কিন
(বি. ১৯৬৯; বাতিল. ১৯৬৯)

চার্লস হাস্টন বেল
(বি. ১৯৭১; বিচ্ছেদ. ১৯৭৩)
সন্তান

১৯৬০-এর দশকে তিনি তার কর্মজীবনের শীর্ষে পৌঁছান এবং এরপর টেলিভিশনে পেটন প্লেস (১৯৬৪-১৯৬৮) ধারাবাহিকে কনস্ট্যান্স ম্যাকেঞ্জি চরিত্রে অভিনয় করে সফলতা অর্জন করেন। পরবর্তী বছরগুলোতে তাকে কম সক্রিয় দেখা যায় এবং তার সর্বশেষ চলচ্চিত্র ছিল ১৯৯২ সালের বেসিক ইনস্টিংক্ট

ম্যালোন ২০১৮ সালের ১৯শে জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি হলিউডের স্বর্ণযুগের সর্বশেষ জীবিত তারকাদের একজন ছিলেন।

প্রারম্ভিক জীবন

ম্যারি ডরথি ম্যালোন ১৯২৪ সালের ২৯শে জানুয়ারি ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে জন্মগ্রহণ করেন। তার মাতা এস্তার এমা "এলোইস" স্মিথ (১৯০২-১৯৮৩) এবং পিতা রবার্ত ইগ্নাশিয়াস ম্যালোনি (১৮৯৫-১৯৮৫) ছিলেন এটিটি টেলিফোন কোম্পানির নিরীক্ষক। ম্যালোনের পাঁচ ভাইবোন ছিল, তাদের মধ্যে দুই বোন পোলিও'র জটিলতায় মারা যায়।

ম্যালোনের যখন ছয় মাস বয়স, তখন তারা সপরিবারে ডালাসে চলে যায়। সেখানে তিনি নেইমান মার্কাসের জন্য মডেলিং করেন এবং উরসুলিন একাডেমি অব ডালাস, হাইল্যান্ড পার্ক হাই স্কুল, হোকাডে জুনিয়র কলেজ এবং সাউদার্ন মেথডিস্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।

কর্মজীবন

আরকেও - ডরথি ম্যালোনি

ম্যালোন ১৮ বছর বয়সে তার প্রকৃত নাম ডরথি ম্যালোনি নাম নিয়ে আরকেও পিকচার্সের সাথে চুক্তিবদ্ধ হন। গিল্ডারস্লিভ অন ব্রডওয়ে (১৯৪৩) দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। এর কিছুদিন পর তিনি তার ডরথি ম্যালোনি নামের অধীনে দ্য ফ্যালকন অ্যান্ড দ্য কো-এডস

আরকেও সাথে তার অন্যান্য চলচ্চিত্র হল ফ্রাঙ্ক সিনাত্রার বিপরীতে হাইয়ার অ্যান্ড হাইয়ার (১৯৪৩) ও স্টেপ লাইভলি (১৯৪৪), এডি ক্যান্টরের বিপরীতে সেভেন ডেস অ্যাশোর (১৯৪৪) ও শো বিজনেস (১৯৪৪), এবং প্রযোজক ভাল লিউটনের ইয়ুথ রানস ওয়াইল্ড (১৯৪৪)। আরকেও তার সাথে চুক্তি নবায়ন করেনি। এ সময়ে তিনি কলাম্বিয়া পিকচার্সের বস্টন ব্ল্যাকি চলচ্চিত্র ওয়ান মিস্টেরিয়াস নাইট (১৯৪৪)-এ অভিনয় করেন, তবে পর্দায় তার নামের কৃতিত্ব দেওয়া হয়নি।

রিটেন অন দ্য উইন্ড ও তারকা খ্যাতি

তিনি রিটেন অন দ্য উইন্ড (১৯৫৬) চলচ্চিত্রে প্লাটিনাম ব্লন্ডি রূপে আবির্ভূত হন এবং নিজেকে "ভালো মেয়ে" হিসেবে উপস্থাপন করেন। ডগলাস সার্ক পরিচালিত এই চলচ্চিত্রে তিনি রক হাডসন, লরেন বাকল, ও রবার্ট স্ট্যাকের সাথে অভিনয় করেন। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন।

ব্যক্তিগত জীবন ও মৃত্যু

ম্যালোন একজন রোমান ক্যাথলিক ধর্মাবলম্বী। ১৯৫৯ সালের ২৮শে জুন হংকংয়ের এক ক্যাথলিক গির্জায় অভিনেতা জাক বের্জরাককে বিয়ে করেন। তিনি সেখানে তার ১৯৬০ সালের চলচ্চিত্র দ্য লাস্ট ভয়েজ-এর শুটিংয়ে ছিলেন। তাদের দুই কন্য ছিল, তারা হলেন মিমি (জ. ১৯৬০) ও ডায়ান (জ. ১৯৬২)। ১৯৬৪ সালের ৮ই ডিসেম্বর এই দম্পতির বিবাহবিচ্ছেদ ঘটে।

ম্যালোন এরপর ১৯৬৯ সালের ৩রা এপ্রিল নেভাডার লাস ভেগাসের সিলভার বেলস ওয়েডিং চ্যাপেলে নিউ ইয়র্কের ব্যবসায়ী রবার্ট টোমারকিনকে বিয়ে করেন। তার দ্বিতীয় বিবাহের নির্দিষ্ট সময় পরে অবৈধ ঘোষিত হয় কারণ ম্যালোন দাবী করেন টোমারকিন তাকে তার অর্থের জন্য বিয়ে করেছেন।

ম্যালোন ১৯৭১ সালের ২রা অক্টোবর ডালাসের মোটেল চেইন নির্বাহী চার্লস হিউস্টন বেলকে বিয়ে করেন। তিন বছর পর তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

ম্যালোন ডালাসে একটি নার্সিং হোমে ২০১৮ সালের ১৯শে জানুয়ারি তার ৯৪তম জন্মদিনের ১০ দিন পূর্বে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

ডরথি ম্যালোন প্রারম্ভিক জীবনডরথি ম্যালোন কর্মজীবনডরথি ম্যালোন ব্যক্তিগত জীবন ও মৃত্যুডরথি ম্যালোন তথ্যসূত্রডরথি ম্যালোন বহিঃসংযোগডরথি ম্যালোনশ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার

🔥 Trending searches on Wiki বাংলা:

মহাবিশ্বমেঘনাদবধ কাব্যবাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকারাশিয়ায় ইসলামঋগ্বেদবেলারুশবাংলাদেশশব্দ (ব্যাকরণ)হৃৎপিণ্ডমঙ্গল গ্রহপর্যায় সারণীবাংলাদেশ রেলওয়েখ্রিস্টধর্মমক্কাউইকিবইডেঙ্গু জ্বর২০২৩ তুরস্ক–সিরিয়া ভূমিকম্পঈসাবাংলা ভাষা আন্দোলনবাংলাদেশের স্থল বন্দরসমূহের তালিকাহিমোগ্লোবিনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ইক্বামাহ্‌কাজী নজরুল ইসলামহাদিসরমজান (মাস)শ্রীবিজয়া এয়ার ফ্লাইট ১৮২ইশার নামাজপ্রযুক্তিবাংলাদেশের অর্থনীতিবাংলাদেশের জেলামহাভারতমরিশাসকাঁঠালমারি অঁতোয়ানেতসাঁওতাল বিদ্রোহফজরের নামাজচট্টগ্রাম বিভাগভারত বিভাজনআদমসেজদার আয়াতআনন্দবাজার পত্রিকাইসলাম ও হস্তমৈথুনখুররম জাহ্‌ মুরাদরক্তছোলাবৃহস্পতি গ্রহবাংলাদেশের জাতীয় পতাকানরসিংদী জেলাঅণুজীবসূরা কাফিরুনভেষজ উদ্ভিদতাশাহহুদপদ (ব্যাকরণ)ইরানমানব মস্তিষ্কমানিক বন্দ্যোপাধ্যায়অকালবোধনচেঙ্গিজ খানআর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতাদাজ্জালহান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনলোকনাথ ব্রহ্মচারীময়ূরবদরের যুদ্ধবিমান বাংলাদেশ এয়ারলাইন্সপ্রথম উসমানভালোবাসাক্রোমোজোমমাশাআল্লাহসুন্দরবন৮৭১আবু বকরভরিবাংলার ইতিহাসলিটন দাসরনি তালুকদার🡆 More