দাজ্জাল

দজ্জাল বা দাজ্জাল (আরবি: المسيح الدجّال, প্রতিবর্ণীকৃত: আল-মাসীহ আদ-দাজ্জাল; সিরীয়: ܡܫܝܚܐ ܕܓܠܐ‎, প্রতিবর্ণী. মসিহা দগ্গাল) ইসলামি বিধান অনুসারে একটি অশুভ চরিত্র। বিভিন্ন স্থান থেকে—সাধারণত পূর্বাঞ্চল, খোরাসান বা সিরিয়া ও ইরানের মধ্যবর্তী কোনো এলাকা থেকে—তার আগমন ঘটবে বলে ধারণা করা। দাজ্জাল চরিত্রটি খ্রিষ্টান পরলোকতত্ত্বে বর্ণিত খ্রিষ্টারি চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।

আল-মাসিহুদ দাজ্জাল
পূর্ণ নামআল-মাসিহুদ দাজ্জাল
ছদ্মনামখ্রীষ্টারি
অন্তর্ভুক্তিইসলাম
খ্রিষ্টধর্ম
ইয়াহুদি ধর্ম

নাম

দাজ্জাল (دجال) শব্দটি আরবি دجل বিশেষণের অতিশায়ন যার অর্থ মিথ্যা বা প্রতারণা। এর অর্থ প্রতারক এবং সুরিয়ানি ভাষায় শব্দটির সমরূপ হল দগ্গালা (ܕܓܠܐ)। আল-মাসিহ আদ-দাজ্জাল শব্দবন্ধটির অর্থ প্রতারক মসিহ যার দ্বারা শেষ জমানার একজন প্রতারককে বোঝানো হয়। দাজ্জাল এক অশুভ সত্তা যে প্রকৃতি মসীহের ছদ্মবেশ ধারণ করবে।

বৈশিষ্ট্য

দাজ্জালের উত্থানের সাথে বেশ কয়েকটি স্থান যুক্ত, তবে সাধারণত, তিনি পূর্ব থেকে বেরিয়ে আসবেন। সাধারণত তার এক চোখ অন্ধ বলে বর্ণনা করা হয়; কোন চোখ অন্ধ তা অনিশ্চিত কেননা কোন হাদিসে বাম চোখ অন্ধ আবার কোন হাদিসে ডান চোখ অন্ধের কথা বলা হয়েছে। তবে তার দুটি চোখই ত্রুটিপুর্ন বলে বিবেচিত হয় - অন্তত - একটি পুরোপুরি অন্ধ এবং অন্যটি বেরিয়ে আছে। ত্রুটিপূর্ণ চোখের অধিকারী হওয়া প্রায়শই অশুভ লক্ষ্য অর্জনের জন্য আরও ক্ষমতা দেওয়া হিসাবে বিবেচিত হয়। সে মক্কামদিনা ব্যতীত প্রত্যেক শহরে প্রবেশ করে সমগ্র বিশ্ব ভ্রমণ করতে পারবে। একজন মিথ্যা মসীহ হিসেবে, এটা বিশ্বাস করা হয় যে অনেকে তার দ্বারা প্রতারিত হবে এবং তার দলে যোগ দেবে, তাদের মধ্যে ইহুদি, বেদুইন, তাঁতি, যাদুকর ও জারজ সন্তানেরা বেশি থাকবে। এছাড়াও তাকে শয়তানদের একটি বাহিনী সহায়তা করবে। তা সত্ত্বেও, সবচেয়ে নির্ভরযোগ্য সমর্থক হবে ইহুদিরা, যাদের কাছে তিনি ঈশ্বরের অবতার বলে বিবেচিত হবেন। দাজ্জাল অলৌকিক কাজ করতে সক্ষম হবে, যেমন অসুস্থদের নিরাময় করা, মৃতদেরকে জীবিত করা (যদিও কেবল মাত্র যখন তার শয়তান অনুসারীদের দ্বারা সমর্থিত মনে করবে), পৃথিবীর গাছপালা বৃদ্ধি করা, গবাদি পশুসমৃদ্ধ হওয়া, এবং সূর্যের চলাচল বন্ধ করে দেয়া। তাঁর অলৌকিক ঘটনাগুলো ঈসা (আঃ) দ্বারা সম্পাদিত অলৌকিক ঘটনাগুলোর অনুরূপ। পরিশেষে "ঈসা (আঃ) এর হাতে নিহত হবে। দাজ্জাল গলতে শুরু করবে যখন ঈসা (আঃ)-কে দেখতে পাবে। তারপর বর্তমান ইসরায়েলের বাবে লুদ নামক স্থানে ঈসা (আঃ) দাজ্জালকে বর্শা দিয়ে হত্যা করবেন বলে অনেক বর্ণনায় এসেছে। দাজ্জালের প্রকৃতি অস্পষ্ট। যদিও তার জন্মের প্রকৃতি ইঙ্গিত করে যে প্রথম প্রজন্মের অ্যাপোক্যালিপ্টিক্স তাকে মানুষ হিসাবে বিবেচনা করত, তবে তাকে ইসলামিক ঐতিহ্যে মানব আকারে শয়তান (শায়তান) হিসাবেও চিহ্নিত করা হয়।

সুন্নি দৃষ্টিভঙ্গি

সুন্নি মুসলমানদের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল একজন মানুষ এবং যখন দাজ্জাল উপস্থিত হবে, তখন সে চল্লিশ দিন থাকবে - প্রথম দিন হবে একটি বছরের মতো, পরবর্তী দিন একটি মাসের মতো, তার পরবর্তী দিন সপ্তাহের মতো এবং তার বাকি দিনগুলি স্বাভাবিক দিনের মতো। দাজ্জালের আবির্ভাবের কিছু সময় পরে, ঈসা (আঃ) দামেস্কের পূর্ব দিকের একটি সাদা মিনারের উপর অবতরণ করবেন , মনে করা হয় সিরিয়ার দামেস্কের উমাইয়া মসজিদে অবস্থিত। তিনি আকাশ থেকে নেমে আসবেন দুটি পোশাক পরে হালকাভাবে জাফরান দিয়ে রঙ করা এবং তার হাত দুটি ফেরেশতার কাধে থাকবে। যখন সে মাথা নিচু করবে তখন মনে হবে যেন তার চুল থেকে জল প্রবাহিত হচ্ছে, যখন সে মাথা তুলবে, তখন মনে হবে যেন তার চুলরূপালী মুক্তো দিয়ে পুঁতি করা হয়েছে। তাঁর শ্বাস যতদূর তিনি দেখতে পাবেন ততদূর পৌঁছাবে। প্রত্যেক অবিশ্বাসী এতে মারা যাবে।

এরপর দাজ্জালকে ইসরায়েলের শহর লোদের গেটে (বাবে লুদ) ধাওয়া করা হবে যেখানে তাকে 'ইসা ইবনে মরিয়ম (আঃ)' ধরে হত্যা করবেন। তারপর তিনি ক্রুশ ভাঙবেন, শূকরকে হত্যা করবেন, জিজিয়া বিলুপ্ত করবেন এবং সমস্ত জাতির মধ্যে শান্তি স্থাপন করবেন। ঈসা (আঃ) এর শাসন ন্যায়সঙ্গত হবে এবং সবাই তাঁর কাছে এক সত্য (ইসলাম) ধর্মের মাঝে প্রবেশ করবে।

হাদীস

আব্দুল্লাহ ইবন উমার (রা) বলেন: ‘‘রাসূলুল্লাহ (ﷺ)... দাজ্জালের কথা উল্লেখ করেন। তিনি বলেন: আমি তোমাদেরকে তার বিষয়ে সতর্ক করছি। প্রত্যেক নবীই তাঁর জাতিকে দাজ্জালের বিষয়ে সতর্ক করেছেন। .... তবে পূর্ববর্তী কোনো নবী তাঁর জাতিকে যে কথা বলেন নি আমি তোমাদেরকে সে কথা বলছি। তোমরা জেনে রাখ যে, দাজ্জাল কানা (একটি চক্ষু নষ্ট) আর আল্লাহ কানা নন।

–বুখারী, আস-সহীহ ৩/১২১৪, ৬/২৬০৭; মুসলিম আস- সহীহ ৪/২২৪৫ (কিতাবুল ফিতান ওয়া আশরাতুস সাআ, বাবু যিকরি ইবনিস সাইয়াদ, নং ১৬৯)


(২) আবূ হুরাইরা (রা) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেন:

‘‘আমি তোমাদেরকে দাজ্জালের বিষয়ে একটি কথা বলব যা কোনো নবী তাঁর জাতিকে বলেন নি; তা হলো যে, দাজ্জাল কানা। আর সে তার সাথে জান্নাত ও জাহান্নামের নমুনা নিয়ে আসবে। যাকে সে জান্নাত বলবে সেটিই জাহান্নাম।’’ – মুসলিম, আস-সহীহ ৪/২২৫০ (কিতাবুল ফিতান..., যিকরিদ্দাজ্জাল)

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

দাজ্জাল নামদাজ্জাল বৈশিষ্ট্যদাজ্জাল হাদীসদাজ্জাল আরও দেখুনদাজ্জাল তথ্যসূত্রদাজ্জাল বহিঃসংযোগদাজ্জালআরবি ভাষাইরানখোরাসানখ্রিষ্টধর্মখ্রিষ্টারিসিরিয়াসিরীয় ভাষা

🔥 Trending searches on Wiki বাংলা:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরনেতৃত্বস্বামী বিবেকানন্দরবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মতাসনিয়া ফারিণমুঘল সাম্রাজ্যছোটগল্পদীপু মনিরেজওয়ানা চৌধুরী বন্যাবাংলাদেশ নৌবাহিনীবাংলা স্বরবর্ণ১৮৫৭ সিপাহি বিদ্রোহতাপপ্রবাহগাজীপুর জেলাআমলাতন্ত্রজহির রায়হানবাংলাদেশ পুলিশজন্ডিসঅস্ট্রেলিয়া২০২৪ কোপা আমেরিকানিফটি ৫০অনাভেদী যৌনক্রিয়াহুনাইন ইবনে ইসহাকঅষ্টাঙ্গিক মার্গযৌতুকসামাজিক কাঠামোপুঁজিবাদবাংলাদেশী টাকাসূরা ফালাকবাবরসুকান্ত ভট্টাচার্যইসরায়েলের ইতিহাসজবাকৃষ্ণচূড়াকাজী নজরুল ইসলামের রচনাবলিরবীন্দ্রসঙ্গীতজ্বীন জাতিবাংলাদেশের প্রশাসনিক অঞ্চলসাকিব আল হাসানআবুল কাশেম ফজলুল হকগ্রামীণ ব্যাংকহার্নিয়াজাতীয় বিশ্ববিদ্যালয়আশারায়ে মুবাশশারাঅরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামমহাসাগরভূমিকম্পজয় চৌধুরীষাট গম্বুজ মসজিদঢাকা মেট্রোরেলের স্টেশনের তালিকাওমানমানুষবেগম রোকেয়াব্রিক্‌সবাংলাদেশী জাতীয় পরিচয় পত্রইমাম বুখারীকবিতামিশরক্রিয়েটিনিনঅগাস্ট কোঁৎঅভিষেক বন্দ্যোপাধ্যায়গোপাল ভাঁড়গুপ্ত সাম্রাজ্যঢাকা জেলাবিশ্বায়নজনগণমন-অধিনায়ক জয় হেজরায়ুশীর্ষে নারী (যৌনাসন)ইসলামে যৌনতাঢাকা বিভাগকমনওয়েলথ অব নেশনসবাগদাদ অবরোধ (১২৫৮)বাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত জেনারেলদের তালিকা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপগাণিতিক প্রতীকের তালিকাসুমন কাঞ্জিলালচ্যাটজিপিটিমৌলিক পদার্থের তালিকাশুভমান গিল🡆 More