অকালবোধন: দুর্গাপূজার প্রারম্ভিক অনুষ্ঠান

অকালবোধন হল শারদীয়া দুর্গাপূজার প্রারম্ভিক অনুষ্ঠান। হিন্দু পঞ্জিকা অনুসারে, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের নবমী তিথি অথবা শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে হিন্দু দেবীপার্বতীর দুর্গা রূপের পূজারম্ভের প্রাক্কালে এই অনুষ্ঠান আয়োজিত হয়। হিন্দু বিশ্বাস অনুসারে, শরৎকাল দেবলোকের রাত্রি দক্ষিণায়নের অন্তর্গত। তাই এই সময় দেবপূজা করতে হলে, আগে দেবতার বোধন (জাগরণ) করতে হয়। একাধিক পুরাণ ও অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থে উল্লিখিত হয়েছে যে, রাবণ বধের পূর্বে রাম দেবী পার্বতীর কাছে আশীর্বাদ প্রার্থনা করে বিল্ববৃক্ষতলে বোধনপূর্বক দুর্গাপূজা করেছিলেন। শরৎকাল দেবপূজার ‘শুদ্ধ সময়’ নয় বলে রাম কর্তৃক দেবী পার্বতীর বোধন ‘অকালবোধন’ নামে পরিচিত হয়। উল্লেখ্য, শাস্ত্রমতে বসন্তকাল দুর্গাপূজার প্রশস্ত সময় হলেও, আধুনিক যুগে শারদীয়া দুর্গাপূজাই অধিকতর প্রচলিত।রাবণ বসন্ত কালে চৈত্র মাসে দেবী পার্বতী কে পুজো করে সন্তুষ্ট করলে দেবী তাকে সব বিপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন কিন্তু যদি সে দেবীর পূজা মন্ত্রে শ্রী শ্রী চন্ডিতে কোনো রূপ ত্রুটি করে তবে দেবী তাকে ত্যাগ করবেন। এই কারণে রামের সকল অস্ত্র রাবণের উপর বিফল হয়ে যায়। তখন ব্রহ্মা রামচন্দ্র কে দেবী পার্বতীর পুজো করতে বলেন। কারণ দেবী এই সময় মর্ত্যে তাঁর মাতা পিতা র গৃহে আসেন। রাম দেবী পার্বতীর পুজো করলে দেবী কর্তৃক তাঁর উদ্দেশ্যে আনা একটি পদ্ম তিনি হরণ করেন। তখন রামচন্দ্র নিজ চক্ষু দেবী কে দান করতে চাইলে দেবী পার্বতী তাঁকে বিরত করেন ও বর দেন। তার পর হনুমান দশমী তিথিতে রাবণ কল্যাণে শ্রী চন্ডী পাঠ রত বৃহস্পতি কে অজ্ঞান করে শ্রী চন্ডী অশুদ্ধ করলে রাবণ কে ত্যাগ করেন দেবী। রাবণ দেখে দেবী তাকে ত্যাগ করে কৈলাসে চলে যাচ্ছেন রাবণের শত মিনতি সত্ত্বেও দেবী পার্বতী আর ফিরে তাকালেন না। তারপর রামচন্দ্র রাবণ বধ করেন।বর্তমান যুগে দেবীর অকাল বোধন রূপটির ও পূজা করা হয়ে থাকে।

অকালবোধন: নাম-ব্যুৎপত্তি, আরও দেখুন, তথ্যসূত্র
কৃত্তিবাসি রামায়ণ গ্রন্থে বর্ণিত রাম কর্তৃক দুর্গার অকালবোধনের দৃশ্য; খিদিরপুর ভেনাস ক্লাবের পূজামণ্ডপ, কলকাতা, ২০১০।

নাম-ব্যুৎপত্তি

সংস্কৃত ‘অকাল’ ও ‘বোধন’ শব্দদুটি বাংলা ভাষায় তৎসম শব্দ হিসেবে গৃহীত হয়েছে। ‘অকাল’ শব্দের অর্থ ‘অসময়, শুভকর্মের অযোগ্য কাল বা অনুপযুক্ত কাল’।। অন্যদিকে ‘বোধন’ শব্দটির অর্থ ‘উদ্বোধন, নিদ্রাভঙ্গকরণ, বা জাগান’ ‘অকালবোধন’ শব্দবন্ধটির অর্থ ‘অসময়ে বোধন বা জাগরণ, (হিন্দু সংস্কারে) অসময়ে দেবী দুর্গার আরাধনা’।। এই প্রসঙ্গে জ্ঞানেন্দ্রমোহন দাস লিখেছেন:

যে সময় (শ্রাবণ হ’তে পৌষ) দুর্গা পূজা হয় তখন সূর্য্যের গতি দক্ষিণ দিক্‌ দিয়া হয়। এই ছয় মাস দক্ষিণায়ণ। অপর ছয় মাস (মাঘ হ’তে আষাঢ়) উত্তরায়ণ। উত্তরায়ণ দেবতাদের দিন এবং দক্ষিণায়ণ রাত্রি। রাত্রিকালে দেবীদুর্গা (পার্বতী)নিদ্রিত থাকেন বলিয়া তাঁহার বোধন করিয়া পূজা করিতে হয়। সাধারণত ষষ্ঠীতেই বোধন আরম্ভ হয়, পূজার পূর্ব্বদিন সায়ংকালে ষষ্ঠী না থাকিলে ও তৎপূর্ব্বদিনে থাকিলে তৎপূর্ব্বদিনেই বোধন হয়।

অপরপক্ষে দুর্গাপূজার বিধিসম্মত সময়কাল হল হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাস; যে পূজা বাসন্তীপূজা নামে পরিচিত। হিন্দু পুরাণে উল্লিখিত হয়েছে, রাজা সুরথ ও সমাধি বৈশ্য দুর্গাপূজা করেছিলেন বসন্তকালেই। ব্রহ্মবৈবর্ত পুরাণ গ্রন্থে রয়েছে, রাজা সুরথ চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী ও নবমী তিথিতে শাস্ত্রবিধিমতে দেবী দুর্গতিনাশিনীর (পার্বতী) পূজা করেছিলেন। বসন্তকাল উত্তরায়ণের অন্তর্গত। উত্তরায়ণে দেবতারা জাগ্রত থাকেন বলে বাসন্তীপূজায় বোধনের প্রয়োজন হয় না।পূজা-বিজ্ঞান, স্বামী প্রমেয়ানন্দ, উদ্বোধন কার্যালয়, কলকাতা, রাম চন্দ্র কতৃর্ক দেবী পার্বতীর স্তুতির দুটি স্তবক --- জগৎ মহামায়ে তুমি শিব ঘরনি / শঙ্কর বক্ষ বিলাসে,মৈনাক ভগিনী,/সকল দেবী তব অংশ জাতা, দোয়া করি দেহ মরে হীমবান সুতা/হের মা পার্বতী আমি দীন অতি,তব দয়া বিনে কেমনে বধি লঙ্কেসে হইমোবতি,কর মরে দয়া শ্যামা,হে শঙ্করের রমা/

আরও দেখুন

তথ্যসূত্র

পাদটিকা

১. “পূজিতা সুরথেনাদৌ দেবী দুর্গতিনাশিনী।
মধুমাসসিতাষ্টম্যাং নবম্যাং বিধিপূর্বকম্‌।।”, ব্রহ্মবৈবর্ত পুরাণ, প্রকৃতি খণ্ড, ১/১৪৭

বহিঃসংযোগ

Tags:

অকালবোধন নাম-ব্যুৎপত্তিঅকালবোধন আরও দেখুনঅকালবোধন তথ্যসূত্রঅকালবোধন পাদটিকাঅকালবোধন বহিঃসংযোগঅকালবোধনআশ্বিনদুর্গাপূজাপুরাণরাবণরামহিন্দু দেবদেবীহিন্দু পঞ্জিকাহিন্দুধর্ম

🔥 Trending searches on Wiki বাংলা:

কোটিজেলা প্রশাসকশান্তিনিকেতনচিয়া বীজমার্কসবাদসিলেট বিভাগমুসাফিরের নামাজ২৭ মার্চতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়সজনেফিফা বিশ্বকাপ ফাইনালের তালিকাসুন্দরবনখাদ্যলোটে শেরিংসোমালিয়াসমাসহরে কৃষ্ণ (মন্ত্র)ফজলুর রহমান (কিশোরগঞ্জের রাজনীতিবিদ)ইতালিতথ্যগজলবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রবাংলা সংখ্যা পদ্ধতিছোলাদ্বিতীয় বিশ্বযুদ্ধফরাসি বিপ্লবআর্জেন্টিনাস্বামী স্মরণানন্দহোমিওপ্যাথিরাজশাহী বিভাগউইকিপিডিয়াইউরোপীয় ইউনিয়নপথের পাঁচালীশর্করামুহাম্মাদের নেতৃত্বে যুদ্ধের তালিকাতুতানখামেনটেলিটকস্বরধ্বনিলিওনেল মেসিবাঙালি হিন্দুদের পদবিসমূহমাশাআল্লাহবন্ধুত্বগুরুতর তীব্র শ্বাসযন্ত্রীয় রোগলক্ষণসমষ্টি সৃষ্টিকারী করোনাভাইরাস ২নরেন্দ্র মোদীএকাদশ রুদ্রভারতীয় জাতীয় কংগ্রেসমমতা বন্দ্যোপাধ্যায়যোনি পিচ্ছিলকারকপারমাণবিক ভরের ভিত্তিতে মৌলসমূহের তালিকাআদমশীলা আহমেদবাংলার প্ৰাচীন জনপদসমূহক্যান্সারজগন্নাথ বিশ্ববিদ্যালয়সাইবার অপরাধসায়মা ওয়াজেদ পুতুলসৌরজগৎঅ্যান্টিকিথেরা যন্ত্রকৌশলরাজশাহীর‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নভগবদ্গীতাপ্রাকৃতিক পরিবেশমিল্ফমুখমৈথুননাটকবাংলাদেশের জাতিগোষ্ঠীগোপাল ভাঁড়হরিচাঁদ ঠাকুরসিলেটঢাকা বিভাগআল্লাহর ৯৯টি নামএইচআইভি১ (সংখ্যা)মুজিবনগরপশ্চিমবঙ্গে ভারতের সাধারণ নির্বাচন, ২০২৪সাতই মার্চের ভাষণউপন্যাস🡆 More