টয় স্টোরি ২

টয় স্টোরি ২ (বাংলা: খেলনার গল্প ২) পিক্সার অ্যানিমেশন স্টুডিওজ প্রযোজিত ও ওয়াল্ট ডিজনি পিকচার্স পরিবেশিত ১৯৯৯ সালের মার্কিন অ্যানিমেশন কমেডি-রোমাঞ্চকর চলচ্চিত্র। এটি টয় স্টোরির চলচ্চিত্রের সিক্যুয়াল। ছবিটি পরিচালনা করেছেন জন ল্যাসেটার এবং সহ-পরিচালক ছিলেন লি উঙ্করিখ ও অ্যাশ ব্রেনন। ছবিটির গল্প লিখছেন জন ল্যাসেটার, পিট ডক্টের, অ্যান্ড্রু স্ট্যান্টন ও অ্যাশ ব্রেনন এবং চিত্রনাট্য লিখেছেন অ্যান্ড্রু স্ট্যান্টন, রিটা সিও, ডগ চ্যাম্বারলিন, ক্রিস ওয়েব। শেরিফ উডিকে একজন খেলনা সংগ্রহকারক নিয়ে যায় এবং সে জাদুঘরে অমরত্ব লাভের ফাঁদে পা দিতে চাইলে বাজ লাইটইয়ারসহ অন্যান্যরা তাকে সেখান থেকে উদ্ধার করে। আগের চলচ্চিত্রের মত শেরিফ উডি চরিত্রে কণ্ঠ দিয়েছেন টম হ্যাঙ্কস এবং বাজ লাইটইয়ারের চরিত্রে টিম অ্যালেন।

টয় স্টোরি ২
টয় স্টোরি ২
পরিচালকজন ল্যাসেটার
প্রযোজক
  • হেলেন প্লটকিন
  • কারেন রবার্ট জ্যাকসন
চিত্রনাট্যকার
  • অ্যান্ড্রু স্ট্যান্টন
  • রিটা সিও
  • ডগ চ্যাম্বারলিন
  • ক্রিস ওয়েব
কাহিনিকার
  • জন ল্যাসেটার
  • পিট ডক্টের
  • অ্যান্ড্রু স্ট্যান্টন
  • অ্যাশ ব্রেনন
শ্রেষ্ঠাংশে
সুরকারর‍্যান্ডি নিউম্যান
চিত্রগ্রাহকশ্যারন ক্যালাহান
সম্পাদক
  • এডি ব্লেইম্যান
  • ডেভিড ইয়ান সল্টার
  • লি উঙ্করিখ
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকবুয়েনা ভিস্তা পিকচার্স ডিস্ট্রিবিউশন
মুক্তি
  • ১৩ নভেম্বর ১৯৯৯ (1999-11-13) (এল ক্যাপিটান থিয়েটার)
  • ২৪ নভেম্বর ১৯৯৯ (1999-11-24) (উত্তর আমেরিকা)
স্থিতিকাল৯৫ মিনিট
দেশযুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$৯০ মিলিয়ন
আয়$৪৯৭.৪ মিলিয়ন

টয় স্টোরি ২ ১৯৯৯ সালের ২৪ নভেম্বর মুক্তি পেয়ে সারা বিশ্বে $৪৯৭.৪ মিলিয়ন আয় করে। ১০ বছর পর এর সিক্যুয়াল টয় স্টোরি ৩ (২০১০) মুক্তি পায় এবং বাণিজ্যিকভাবে সফলতার পাশাপাশি সমালোচকের প্রশংসা অর্জন করে। ২০১৯ সালে ছবিটির তৃতীয় সিক্যুয়াল টয় স্টোরি ৪ মুক্তির সময় নির্ধারণ করা হয়েছে।

কাহিনী সংক্ষেপ

শেরিফ উডি অ্যান্ডির সাথে একটি কাউবয় ক্যাম্পে যাওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু তার আগে অ্যান্ডি উডির ডান হাত ভেঙ্গে ফেলে এবং তাকে স্টোর রুমের শেলফে রেখে দেয়। সেখানে তার হুইজি ও পেঙ্গুইনের সাথে দেখা হয়, যাদের মাসখানেক যাবত সেই শেলফে রেখে দেওয়া হয়েছে। অ্যান্ডির মা হুইজিকে পুরাতন জিনিসপত্র বিক্রির বাক্সে রেখে দিলে উডি সেখান থেকে পালায় কিনুত লোভী খেলনা সংগ্রহকারী হাতে পড়ে, যে তাকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। বাজ লাইটইয়ার ও অ্যান্ডির বাকি খেলনারা তাকে একটি টেলিভিশন বিজ্ঞাপনে দেখতে পায় এবং জানতে পারে সে হল অ্যাল্‌স টয় বার্ন স্টোরের মালিক অ্যাল ম্যাকহুইগিন। বাজ, হ্যাম, মিঃ পটেটো হেড ও রেক্স উডিকে উদ্ধারের জন্য প্রস্তুত হয়।

অ্যালের অ্যাপার্টমেন্টে উডি জানতে পারে আসলে সে ১৯৫০-এর দশকের টেলিভিশন শো উডিজ রাউন্ডআপ-এর একটি চরিত্র এবং এখন একটি মূল্যবান সংগ্রহযোগ্য খেলনা। তাকে অ্যাল জাপানের টোকিওর খেলনা জাদুঘরে বিক্রি করে দেওয়া হবে। শোয়ের অন্য চরিত্রসমূহ-জেসি, উডির ঘোড়া বুল্‌স আই ও স্টিঙ্কি পিট জাদুঘরে যেতে উদগ্রীব, কিন্তু উডি অ্যান্ডির কাছে ফিরে যেতে চায় এবং অ্যান্ডির খেলনা হয়েই থাকতে চায়। জেসি তাকে বুঝায় সে এমিলি নামের একটি মেয়ের খেলনা ছিল এবং সে বড় হয়ে গেলে জেসিকে স্টোর রুমে ফেলে দেয়। তার অবস্থায়ও তেমনই হবে।

ইতিমধ্যে বাজ বাকিদের নিয়ে অ্যাল্‌স টয় বার্নে পৌঁছায়। সেখানে ইউটিলিটি বেল্ট বাজ নামে এক খেলনার সাথে দেখা হয় যে বাজের মত নিজেকে আসল স্পেস রেঞ্জার ভাবে এবং তাদের সাহায্যে এগিয়ে আসে। অবশেষে তাদের সহযোগিতায় উডি ফিরে আসতে সক্ষম হয়। অ্যান্ডি ক্যাম্প থেকে ফিরে আসে অন্য খেলনাদের সাথে জেসি, বুল্‌স আই, ও অ্যালিয়েনে পায়। সে মনে করে তার মা তার জন্য নতুন খেলনা কিনে এনেছে। অন্যদিকে অ্যাল রাউন্ডআপ খেলনা হারানোর ফলে তার ব্যবসায়ের ক্ষতি হয়ে যায়।

কণ্ঠ

টয় স্টোরি প্রধান দুই চরিত্রের কণ্ঠ দিয়েছেন টম হ্যাঙ্কস (উপরে)টিম অ্যালেন
  • টম হ্যাঙ্কস - শেরিফ উডি
  • টিম অ্যালেন - বাজ লাইটইয়ার
  • জোয়ান ক্যুসাক - জেসি
  • কেলসি গ্র্যামার - স্টিঙ্কি পিট
  • ডন রিকলস - মিঃ পটেটো হেড
  • জিম ভার্নি - স্লিঙ্কি ডগ
  • ওয়ালেস শন - রেক্স
  • জন র‍্যাট্‌জেনবার্গার - হ্যাম দ্য টয়
  • অ্যানি পটস - বো পিপ
  • এস্টেলা হ্যারিস - মিসেস পটেটো হেড
  • ওয়েন নাইট - অ্যাল ম্যাকহুইগিন
  • জন মরিস - অ্যান্ডি ডেভিস
  • লরি মেটকাফ - মিসেস ডেভিস
  • আর. লি এর্মি - সার্জ
  • জোডি বেনসন - বার্বি
  • জোনাথান হ্যারিস - গ্যারি দ্য ক্লিনার
  • জো র‍্যানফ্‌ট - হুইজি
  • জেফ পিজিয়ন - স্কুইজ টয় অ্যালিয়েন
  • অ্যান্ড্রু স্ট্যান্টন - জার্গ
  • জন ল্যাসেটার ও লি উঙ্করিখ - রক 'এম সক 'এম রোবটস

মূল্যায়ন

বক্স অফিস

টয় স্টোরি ২ তার চলচ্চিত্র টয় স্টোরি থেকে কোন অংশে কম সফল নয়। ছবিটি ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে $২৪৫.৯ মিলিয়ন ও সারা বিশ্বে $৪৯৭.৪ মিলিয়ন আয় করে সে বছরের সর্বোচ্চ আয়ের তালিকায় প্রবেশ করে। এছাড়া ছবিটি সর্বকালের সর্বোচ্চ আয়ের তালিকায় ডিজনির লায়ন কিং (১৯৯৪) এর পরে দ্বিতীয় স্থানে অবস্থান করে। যুক্তরাষ্ট্রে মুক্তির প্রথম তিন দিনে (থ্যাঙ্কসগিভিং সপ্তাহে) ছবিটি ৩,২৩৬টি থিয়েটার থেকে $১৭,৭৩৪ গড়ে $৫৭,৩৮৮,৮৩৯ আয় করে এবং সপ্তাহ শেষে ৳৮০,১০২,৭৮৪ আয় করে একে অবস্থান করে। ইংরেজি নববর্ষের আগে, ছবিটি শুরু যুক্তরাষ্ট্রেই $২০০ মিলিয়নের বেশি আয় করে, এবং সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে $২৪৫,৮৫২,১৭৯ ও দেশের বাইরে $২৫১,৫১৪,৬৯০ আয় করে বিশ্বব্যাপী মোট ৳২৯৭,৩৬৬,৮৬৯ আয় করে ১৯৯৯ সালের সর্বোচ্চ আয়ের তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করে। বক্স অফিস মোজো ধারণা করে উত্তর আমেরিকায় ছবিটির প্রায় ৪৭.৮ মিলিয়ন টিকেট বিক্রি হয়েছে।

সমালোচকদের প্রতিক্রিয়া

সমালোচকেরা টয় স্টোরি ২ চলচ্চিত্রটির প্রশংসা করেছেন। রটেন টম্যাটোস-এ ১৬৩টি পর্যালোচনার ভিত্তিতে ছবিটির রেটিং স্কোর ১০০% এবং গড় রেটিং ৮.৬/১০। ওয়েবসাইটটিতে সিক্যুয়ালের ক্ষেত্রে এমন অভাবনীয় সাফল্য এবং চলচ্চিত্রটির অভিনভ গল্পবলা, ঝকঝকে অ্যানিমেশন ও কণ্ঠশিল্পীদের প্রশংসা করা হয়েছে। মেটাক্রিটিক-এ ৩৪টি পর্যালোচনার ভিত্তিতে চলচ্চিত্রটির স্কোর ১০০-এ ৮৮, মানে ছবিটি সামগ্রিকভাবে প্রশংসিত। সিনেমাস্কোর-এ দর্শকদের জরিপে চলচ্চিত্রটি এ+ থেকে এফ স্কেলে "এ+" লাভ করে।

লস অ্যাঞ্জেলেস টাইমসের সমালোচক কেনেথ তুরান লিখেন টয় স্টোরি ২ শিরোনামটি মৌলিক না হতে পারে কিন্তু চলচ্চিত্রটির বাকি সবকিছুই সত্যিই খুবই ভালো। শিকাগো সান-টাইমস'র সমালোচক রাজার ইবার্ট চলচ্চিত্রটিকে ৪-এ ৩.৫ দিয়েছেন এবং বলেছেন তিনি খেলনার কথা ভুলে গিয়েছিলেন এবং এই চলচ্চিত্র তাকে তা মনে করে দিয়েছে। এন্টারটেইনমেন্ট উইকলির লিসা সোয়ার্জবাম বলেন ছবিটি অসাধারণ, বিস্ময়কর ও বুদ্ধিদীপ্ত।

পুরস্কার

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

টয় স্টোরি ২ কাহিনী সংক্ষেপটয় স্টোরি ২ কণ্ঠটয় স্টোরি ২ মূল্যায়নটয় স্টোরি ২ তথ্যসূত্রটয় স্টোরি ২ বহিঃসংযোগটয় স্টোরি ২টম হ্যাঙ্কসটিম অ্যালেনপিক্সারবাংলা ভাষা

🔥 Trending searches on Wiki বাংলা:

বিরসা দাশগুপ্তবাঙালি সাহিত্যিকদের তালিকা (কালানুক্রমিক)সিলেটজনপ্রশাসন মন্ত্রণালয় (বাংলাদেশ)মানবজমিন (পত্রিকা)রক্তবাংলা বাগধারার তালিকামুস্তাফিজুর রহমানকারাগারের রোজনামচাবিভিন্ন ধর্ম ও বিশ্বাসের তালিকারামপ্রসাদ সেনভরিদৌলতদিয়া যৌনপল্লিরুমানা মঞ্জুরব্রাহ্মণবাড়িয়া জেলাসালোকসংশ্লেষণরবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মরাজ্যসভারশিদ চৌধুরীসূর্যঅনাভেদী যৌনক্রিয়াজয়নুল আবেদিনভূমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধিনিজামিয়া মাদ্রাসাইউটিউবসৌদি আরবজন্ডিসযতিচিহ্নম্যালেরিয়াডিএনএচৈতন্যচরিতামৃতদুবাইবাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকামূত্রনালীর সংক্রমণওয়ার্ল্ড ওয়াইড ওয়েববাংলাদেশের পদমর্যাদা ক্রমউৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানজ্ঞানশিয়া ইসলামের ইতিহাসআব্বাসীয় খিলাফতদুধকম্পিউটারঢাকা বিশ্ববিদ্যালয়পশ্চিমবঙ্গবাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিমেষ রাশি (জ্যোতিষ শাস্ত্র)ইন্ডিয়ান প্রিমিয়ার লিগঈদুল আযহাভারতের ইতিহাসনিউটনের গতিসূত্রসমূহতাহসান রহমান খানইংরেজি ভাষাঅক্ষয় তৃতীয়ানীল বিদ্রোহভারতের রাষ্ট্রপতিবাংলাদেশের প্রধান বিচারপতিবাংলাদেশের প্রধানমন্ত্রীচাঁদপুর জেলাস্বামী বিবেকানন্দসাইবার অপরাধআবু মুসলিমআল্লাহর ৯৯টি নামউমাইয়া খিলাফতঅমর সিং চমকিলাব্রিক্‌সওয়ালাইকুমুস-সালামশরৎচন্দ্র চট্টোপাধ্যায়লিওনেল মেসিবাসুকীবাংলা শব্দভাণ্ডারশবনম বুবলিপ্রাকৃতিক সম্পদদ্য কোকা-কোলা কোম্পানিসংস্কৃত ভাষাজাতীয় স্মৃতিসৌধজনগণমন-অধিনায়ক জয় হেসৈয়দ সায়েদুল হক সুমনদারুল উলুম দেওবন্দ🡆 More