কোকা

কোকা (বৈজ্ঞানিক নাম: Erythroxylum coca, ইংরেজি: Coca) দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিমে ইরাইথ্রোজাইল্যাসিয়া পরিবারের উদ্ভিদবিশেষ। আন্দিয়ান সংস্কৃতির অংশ হিসেবে সিয়েরা নেভাদা দ্য সান্তা মার্তার অধিবাসীদের কাছে এ গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোকা পাতায় উপ-ক্ষার কোকেন রয়েছে যা দিয়ে কোকেন নামীয় অত্যন্ত শক্তিশালী মাদকদ্রব্য তৈরী করা হয়। চার ধরনের চাষযোগ্য কোকা উদ্ভিদ রয়েছে।

কোকা
কোকা
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Plantae
বিভাগ: Magnoliophyta
শ্রেণী: Magnoliopsida
বর্গ: Malpighiales
পরিবার: Erythroxylaceae
গণ: Erythroxylum
প্রজাতি: E. coca
দ্বিপদী নাম
Erythroxylum coca
Lam.

গুল্মজাতীয়উদ্ভিদটি পেরু, বলিভিয়া এবং কলম্বিয়ায় উৎপাদিত হয়। তন্মধ্যে, বলিভিয়া এবং পেরুর প্রধান অর্থকরী ফসলরূপে কোকা উদ্ভিদ বিবেচিত হয়ে আসছে।

বিবরণ

কোকা প্রুনাস স্পিনোসা বা ব্ল্যাকথর্নের ন্যায় ঝোপজাতীয় উদ্ভিদ। এর উচ্চতা ২-৩ মিটার (৭-১০ ফুট) হয়ে থাকে। ডালপালা বা শাখাগুলো সরলাকৃতির এবং পাতাগুলো পাতলা, গোলাকৃতি এবং সামনের দিকে সরু প্রকৃতির। ফুলগুলো ছোট ধরনের। পুষ্পদণ্ডে পাঁচটি হলুদ-সাদার মিশ্রণে ফুলের পাঁপড়ি থাকে। পূর্ণাঙ্গ অবস্থায় ফুলগুলো লাল রসাল ফলে রূপান্তরিত হয়।

কখনো কখনো কোকার পাতা ইলোরিয়া নয়েসি পতঙ্গের লার্ভার খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

চাষযোগ্য কোকার দুইটি প্রজাতি রয়েছে। এগুলোর প্রত্যেকটিরই আরো দু'টি করে মোট চারটি উপ-প্রজাতি রয়েছে।

  • ইরাইথ্রোজাইলাম কোকা:
    • ইরাইথ্রোজাইলাম কোকা ভার. কোকা (বলিভিয়ান বা হুয়ানুকো কোকা) পেরু এবং বলিভিয়ার উত্তরাঞ্চলে আন্দেজ এলাকায় আর্দ্র, গরম আবহাওয়ায় জন্মায়।
    • ইরাইথ্রোজাইলাম কোকা ভার. ইপাদু (আমাজোনিয়ান কোকা) পেরু এবং কলম্বিয়ার আমাজন নদীর অববাহিকার নিম্নভূমিতে চাষ করা হয়।
  • ইরাইথ্রোজাইলাম নোভোগ্রানাটেন্স:
    • ইরাইথ্রোজাইলাম নোভোগ্রানাটেন্স ভার. নোভোগ্রানাটেন্স (কলম্বিয়ান কোকা) উচ্চভূমিতে উৎপাদিত হলেও নিম্নাঞ্চলেও জন্মানো হয়। কলম্বিয়ার শুষ্ক অঞ্চলগুলোতে এ উপ-প্রজাতির উদ্ভিদ দেখা যায়।
    • ইরাইথ্রোজাইলাম নোভোগ্রানাটেন্স ভার. ট্রাক্সিলেন্স (ট্রুজিলো কোকা) মূলতঃ পেরু এবং কলম্বিয়ায় উৎপাদিত হয়। অন্যান্য উপ-প্রজাতির পাতার উভয় পার্শ্বের কেন্দ্রীয় অংশের শিরার ন্যায় সমান্তরাল নয়।

প্রাক-কলম্বিয়া যুগে উপরের চারটি উপ-প্রজাতিই চাষাবাদ করা হতো। লক্ষ্যণীয় যে চারটি উপ-প্রজাতিই একে-অপরের সাথে গভীর সম্পর্ক রয়েছে যা অন্যান্য প্রজাতির উদ্ভিদে দেখা যায় না।

বলিভিয়ানা নেগ্রা

কোকা 
কোকা উদ্ভিদের পাতা ও ফলের চিত্র

সুপারকোকা বা লা মিলিয়নারিয়া নামে পরিচিত বলিভিয়ানা নেগ্রা নতুন ধরনের কোকা যার পাতা রাউন্ডআপ কোম্পানীর তৈরী আগাছা উৎপাটনকারী কীটনাশক ঔষধকে প্রতিরোধ করতে পারে। কোকা উদ্ভিদ নেশায় আসক্ত উৎপাদনকারী ও উত্তেজক কোকেইন উপাদানের প্রধান উৎসস্থল। এ উপাদানটি বিশ্বের সর্বত্র অবৈধ মাদকদ্রব্য হিসেবে স্বীকৃত এবং বিভিন্ন ধরনের অপরাধী সংগঠনের বড় আকারের অর্থের প্রধান কেন্দ্রবিন্দু। রাউন্ডআপ প্রধান উপকরণ হিসেবে মাল্টিবিলিয়ন-ডলারের কোকা উৎপাটনের প্রচারণায় প্ল্যান কলম্বিয়ার অধীনে কাজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র আর্থিক ও সামরিক সমর্থনে কলম্বিয়া সরকারকে মাদকদ্রব্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় সহায়তা করছে।

প্রাচীনকাল থেকেই কোকার পাতা ব্যবসায়িক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডর, ভেনেজুয়েলা, পেরু এবং আর্জেন্টিনার উত্তর-পশ্চিমাঞ্চলের আন্দিয়ান জনগোষ্ঠী এর প্রধান ভোক্তা

ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে কোকার বীজ ছোট প্লটে বপণ করা হয়। সূর্যের রোদ থেকে রক্ষা করে ৪০-৬০ সে.মি. উচ্চতাকালীন সময়ে অন্যত্র স্থানান্তর করা হয়। একটি কোকা গাছ দেড় বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত বাঁচতে পারে।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

টেমপ্লেট:Ancient anaesthesia-footer

Tags:

কোকা বিবরণকোকা বলিভিয়ানা নেগ্রাকোকা তথ্যসূত্রকোকা বহিঃসংযোগকোকা

🔥 Trending searches on Wiki বাংলা:

আরবি ভাষাতাসনিয়া ফারিণজ্যামাইকাযোনি পিচ্ছিলকারকইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিপানি দূষণমিজানুর রহমান আজহারীশিবলী সাদিকউহুদের যুদ্ধশব্দ (ব্যাকরণ)রক্তের গ্রুপসমাজকৃত্তিবাসী রামায়ণআসানসোলবাংলাদেশের অর্থনীতিওমানণত্ব বিধান ও ষত্ব বিধানগজলআইজাক নিউটনরাঙ্গামাটি জেলাছয় দফা আন্দোলনতুলসীপূর্ণিমা (অভিনেত্রী)কামরুল হাসানঅভিষেক বন্দ্যোপাধ্যায়অক্ষয় তৃতীয়াবাংলাদেশের পোস্ট কোডের তালিকাতাজমহলবাংলাদেশ নৌবাহিনীঅকাল বীর্যপাতসূর্য (দেবতা)দর্শনমাওলানামনসামঙ্গলঈশ্বরচন্দ্র বিদ্যাসাগররজঃস্রাবমহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাআনারসভারতের ইতিহাসপ্রথম বিশ্বযুদ্ধের কারণখাদ্যভারতের সাধারণ নির্বাচন, ২০২৪রাজশাহী বিশ্ববিদ্যালয়পারি সাঁ-জেরমাঁছাগলকুড়িগ্রাম জেলাজাতিসংঘঅন্ধকূপ হত্যাহৃৎপিণ্ডঅণুজীববঙ্গভঙ্গ (১৯০৫)নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানীমলাশয়ের ক্যান্সারবীর শ্রেষ্ঠএল নিনোইহুদি ধর্মলোকনাথ ব্রহ্মচারীদুর্নীতি দমন কমিশন (বাংলাদেশ)শিয়া ইসলামসংস্কৃত ভাষাবৃত্তি (গুণ)কলকাতাহিসাববিজ্ঞানকান্তনগর মন্দিরতানজিন তিশাশেখ মুজিবুর রহমানআফগানিস্তানভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহবাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকাহজ্জআশারায়ে মুবাশশারাবাংলাদেশে পালিত দিবসসমূহভাইরাসভারতের স্বাধীনতা আন্দোলনপারমাণবিক ভরের ভিত্তিতে মৌলসমূহের তালিকাডায়াজিপামবাংলাদেশের স্থল বন্দরসমূহের তালিকাসজনে🡆 More