দেবতা কার্তিক: হিন্দু দেবতা

কার্তিকেয় বা কার্তিক (সংস্কৃত: कार्त्तिकेय, প্রতিবর্ণীকৃত: Kārttikeya), অন্য নাম স্কন্দ, সুব্রাহ্মণ্য, শণমুখা (প্রতিবর্ণীকৃত:Ṣaṇmukha) এবং Murugan (তামিল: முருகன்)। তাকে যুদ্ধের দেবতা ও দেব সেনাপতিও বলা হয়। তিনি শিব ও পার্বতীর সন্তান এবং গণেশের সহোদর। কার্তিক পৌরাণিক দেবতা। প্রাচীন ভারতে সর্বত্র কার্তিক পূজা প্রচলিত। ভারতে ইনি এক প্রাচীন দেবতা রূপে পরিগণিত হন। কার্তিক প্রাচীনকাল থেকেই ভারতীয় উপমহাদেশে একটি গুরুত্বপূর্ণ দেবতা, উত্তর ভারতে মহাসেন এবং কুমার হিসাবে উপাসনা করা হয় এবং প্রধানত তামিলনাড়ু রাজ্য এবং দক্ষিণ ভারতের অন্যান্য অংশ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং মরিশাসে মুরুগান হিসাবে পূজা করা হয়। তার অন্যান্য নামগুলো হলো কৃত্তিকাসুত, আম্বিকেয়, নমুচি, মুরুগান, শিখিধ্বজ, অগ্নিজ, বাহুলেয়, ক্রৌঞ্চারতি, শর্জ, তারকারি বা তারকাসুরমর্দী, শক্তিপাণি, বিশাখ, ষড়ানন, গুহ, ষান্মাতুর, কুমার, সৌরসেনা, দেবসেনাপতি গৌরীসুত, আগ্নিক, ভৌরবসূতানুজ, মহাকুমাররাজ, গণেশানুজ ইত্যাদি।

কার্তিক
দেব সেনাপতি এবং বিজয়ের দেবতা
দেবতা কার্তিক: ব্যুৎপত্তি এবং নামকরণ, বিবাহ, পশ্চিমবঙ্গে কার্তিক পূজা
বাটু গুহা মন্দিরে কার্তিকের মূর্তি
অন্যান্য নামমুরুগান, মহাসেন, সুব্রমণ্য, কুমার, স্কন্দ, সারাবণ, অরুমুগান, দেবসেনাপতি, শণমুখা, কাথিরভেলান, গুহ, স্বামীনাথ, ভেলাউদা, ভেল
দেবনাগরীकार्त्तिकेय
কন্নড় লিপিಸುಬ್ರಹ್ಮಣ್ಯ
অন্তর্ভুক্তিদেব, সিদ্ধর
আবাসকৈলাশ পর্বত
গ্রহমঙ্গল
মন্ত্রওম কার্তিকেয়ায় বিদ্মহে গৌরীপুত্রায় ধিমহি তন্নো স্কন্দ প্রচোদয়াৎ॥
অস্ত্রধনুক, বাণ ও শক্তি (বেলাস্ত্র)
দিবসমঙ্গলবার
বাহনময়ূর
লিঙ্গপুরুষ
উৎসব
ব্যক্তিগত তথ্য
মাতাপিতা
সহোদরগণেশ (ভাই)
অশোকসুন্দরী (বোন)
সঙ্গীদেবসেনাবল্লী


কার্তিকের মূর্তীতে বিস্তর বিভিন্নতা দেখা যায়; তাকে সাধারণত চিরযৌবনপ্রাপ্ত যুবক হিসেবে চিত্রিত করা হয়, পারবনি নামের একটি ময়ূর বাহনে আসীন অথবা তার পাশে দেখা যায়, হাতে একটি শক্তিশূল (যা তার মা পার্বতী তাকে দিয়েছিল) কখনো মস্তক বা ব্যানারের উপর একটি মোরগের চিহ্নযুক্ত থাকে। বেশিরভাগ মূর্তী বা চিত্রে থাকে এক মাথার দেখা গেলেও কিছু ক্ষেত্রে তাকে ৬টি মাথার দেখানো হয়, যা তার জন্মকে ঘিরে কিংবদন্তীরই প্রতিফলন।

দেবতা কার্তিক: ব্যুৎপত্তি এবং নামকরণ, বিবাহ, পশ্চিমবঙ্গে কার্তিক পূজা
ছয় মাথার কার্তিক বা মুরুগান তার বাহন ময়ূরে আসীন, সঙ্গে তার স্ত্রী বল্লী এবং দেবসেনা, ময়ূরটি একটি সাপকে মাড়িয়ে যাচ্ছে। শ্রী শণমুখা সুব্রাহ্মণ্য —স্বামী রাজা রবিবর্মা অঙ্কিত

ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায় দক্ষিণ ভারতে কার্তিকের পূজা অধিক জনপ্রিয়। তামিলমালয়ালম ভাষায় কার্তিক মুরুগান বা ময়ূরী স্কন্দস্বামী (তামিল:முருகன், মালয়ালম:മുരുകന്‍) নামে এবং কন্নড়তেলুগু ভাষায় তিনি সুব্রহ্মণ্যম (কন্নড়:ಸುಬ್ರಹ್ಮಣ್ಯ, তেলুগু:సుబ్రమణ్య స్వామి‍) নামে পরিচিত। তামিল বিশ্বাস অনুযায়ী মুরুগান তামিলদেশের (তামিলনাড়ু) রক্ষাকর্তা। দক্ষিণ ভারত, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, মালয়েশিয়ামরিশাস – যেখানে যেখানে তামিল জাতিগোষ্ঠীর প্রভাব বিদ্যমান সেখানেই মুরুগানের পূজা প্রচলিত। শ্রীলঙ্কার দক্ষিণাংশে কার্তিকেয়ের উদ্দেশ্যে উৎসর্গিত কথারাগম (সিংহলি ভাষায় "কথারাগম দেবালয়") মন্দিরে হিন্দু ও বৌদ্ধ উভয় সম্প্রদায়ের মানুষই শ্রদ্ধা নিবেদন করেন। তিনি ভারতে সর্বাধিক পূজিত দেবতাদের মধ্যে অন্যতম।

ব্যুৎপত্তি এবং নামকরণ

পুরাণ অনুযায়ী তারকাসুরকে বধের জন্য তার জন্ম হয়েছিল। পরমেশ্বর শিব ও পরমেশ্বরী পার্বতীর যোগের মাধ্যমে আত্ম মিলন হয়। ফলে এক অগ্নিপিণ্ডের সৃষ্টি হয়। রতির অভিশাপের সম্মান রক্ষার্থে গর্ভে সন্তান ধারণ করেননি মাতা পার্বতী। অগ্নিদেব সেই উৎপন্ন হওয়া নব্য তেজময় জ্যোতিপিণ্ড নিয়ে পালিয়ে যান। ফলে মাতা পার্বতী যোগ ধ্যান সমাপ্তি হতেই ক্রুদ্ধ হন। অগ্নিদেব ঐ অগ্নিপিণ্ডের তাপ সহ্য করতে না পেরে গঙ্গায় তা নিক্ষেপ করে। সেই তেজ গঙ্গা দ্বারা বাহিত হয় ও শরবনে গিয়ে এক রূপবান শিশুর জন্ম দেয়। জন্মের পর কুমারকে কৃত্তিকাগণ ও অরুণাসুরের বোন বজ্রজ্বালার স্তন্য পান করালে তিনি কার্তিক নামে অভিহিত হন। পরে দেবী পার্বতী শিশু স্কন্দকে কৈলাসে নিয়ে আসেন।

বিবাহ

ভগবান কার্তিকের স্ত্রী হলেন দেবসেনা ও বালি (বল্লী)। সুরাপদ্মনকে বধ করার পর দেবরাজ ইন্দ্র নিজ কন‍্যা দেবসেনার সঙ্গে কার্তিকের বিয়ে দেন। পরে নম্বিরাজের কন্যা বালি-র সঙ্গে কার্তিকের বিবাহ হয়।

পশ্চিমবঙ্গে কার্তিক পূজা

দেবতা কার্তিক: ব্যুৎপত্তি এবং নামকরণ, বিবাহ, পশ্চিমবঙ্গে কার্তিক পূজা 
কালীঘাট পটচিত্র এ কার্তিক ঠাকুর

বাংলায় কার্তিক সংক্রান্তির সাংবাৎসরিক কার্তিক পূজার আয়োজন করা হয়। পূর্বের তুলনায় এখন কার্তিক জনপ্রিয়তা কিছুটা কমেছে। পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়া-বাঁশবেড়িয়া কাটোয়া অঞ্চলের কার্তিক পূজা বিশেষ প্রসিদ্ধ। এছাড়া বাংলার গণিকা সমাজে কার্তিক পূজা বিশেষ জনপ্রিয়। দুর্গাপূজা সময়ও কার্তিকের পূজা করা হয়। কলকাতায় কার্তিকের মন্দির রয়েছে।

কার্তিক ঠাকুরের সাথে ছয় সংখ্যা জড়িয়ে আছে। সেজন্য হয়ত স্ত্রী ষষ্ঠীর সাথে তার মিল। তিনি বাচ্চা বড় না হওয়া অব্দি তাদের বিপদ থেকে রক্ষা করেন। তার কৃপা পেলে পুত্রলাভ, ধনলাভ হয়। সেজন্য বিয়ে হয়েছে কিন্তু এখনও সন্তান আসেনি এমন দম্পতির বাড়ির সামনে কার্তিক ঠাকুরের মূর্তি ফেলা হয়। সুঠাম গড়নের ল্যাংটো কাটোয়ার কার্তিক লড়াই খুব বিখ্যাত। কাটোয়ার কার্তিক পুজো বিখ্যাত বলেই এখানে এক পুজোর সঙ্গে অন্য পুজোর প্রতিদ্বন্দ্বিতাকে কার্তিক লড়াই বলে।

কার্তিক পুজোর দিন পথে কাটোয়ায় এক বড়সড় মিছিল নামে। সব পুজো-মণ্ডপের দলবল তাদের ঠাকুর নিযে বেরোয় শোভাযাত্রায়। চলে লড়াই কার ঠাকুর আগে যাবে।এ যুদ্ধ রীতিমতো লাঠিসোটা, এমনকী তরবারি নিয়েও চলে। হালিশহরের 'জ্যাংড়া কার্তিক' ও 'ধুমো কার্তিক' পূজা ও খুব বিখ্যাত। এভাবেই যুদ্ধ আর সন্তান উৎপাদন- দুইয়ের অনুষঙ্গেই কার্তিককে স্মরণ করে বাঙালি। তাকে নিয়ে আছে ছড়া -

"কার্তিক ঠাকুর হ্যাংলা,  একবার আসেন মায়ের সাথে,  একবার আসেন একলা।" 
দেবতা কার্তিক: ব্যুৎপত্তি এবং নামকরণ, বিবাহ, পশ্চিমবঙ্গে কার্তিক পূজা 
পশ্চিমবঙ্গে কার্তিক পূজা

পাল বাড়ির ঐতিহাসিক তিন কার্তিক

প্রাচীন বর্ধমান (বর্তমান পশ্চিম বর্ধমান) জেলার গৌরবাজার গ্রামে বিগত ১৬৬ বছর ধরে এই পুজো হচ্ছে। এই পুজোর বিশেষত্ব হল তিনটি কার্তিক- বড় কার্তিক, মেজো কার্তিক, ছোটো কার্তিক। বর্ধমানে পালদের জমিদারি খুব বিখ্যাত ছিল। কথিত আছে, জমিদার জয়নারায়ণ পাল, শ্যাম পাল ও লক্ষ্মীনারায়ণ পাল নিঃসন্তান ছিলেন। ১৮৫৩ সালের দিকে একদিন রাত্রে স্বপ্নে জয়নারায়ণ পাল আদেশ পান তাদের তিন ভাই কার্তিক পুজো করলে তাদের সন্তান হবে। তাই তাঁরা তিন ভাই মিলে ঘটা করে কার্ত্তিক মন্দির তৈরি করে একসাথে তিন কার্তিকের পূজা করতে লাগলেন। তারপরে ১৮৫৭ সালে লক্ষ্মীনারায়ণ পালের ধ্বজাধারী পাল নামে এক পুত্র সন্তান হয়। বাকি দুই ভাইয়ের একটি করে কন্যা সন্তান লাভ হয়। সেই থেকে এখানে পালদের বংশধরেরা আজও পুজো করে আসছেন।

দক্ষিণ ভারত

দেবতা কার্তিক: ব্যুৎপত্তি এবং নামকরণ, বিবাহ, পশ্চিমবঙ্গে কার্তিক পূজা 
মুরুগান রুপে দেবতা কার্তিক

দক্ষিণ ভারতে কার্তিক খুবই জনপ্রিয় দেবতা। সেখানে তাঁর অসংখ্য মন্দির আছে। তবে তামিলনাড়ুর ৬টি কার্তিক মন্দির খুব প্রসিদ্ধ। সেগুলো হলো-

  1. স্বামীমালাই মুরুগান মন্দির
  2. পালানী মুরুগান মন্দির
  3. থিরুচেন্দুর মুরুগান মন্দির
  4. থিরুপ্পারামকুমারাম মুরুগান মন্দির
  5. থিরুথানি মুরুগান মন্দির
  6. পাঝামুদিরচোলাই মুরুগান মন্দির।

কৌমারম্ সম্প্রদায়

কৌমারাম একটি সম্প্রদায়। যাদের বিশেষ করে দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কায় তামিল, কন্নড়, বেদ্দাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তাদের কাছে কার্তিকেয় হলেন ইষ্টদেবতা। কৌমার উৎসবে তারা প্রমত্ত নাচ করে।

তথ্যসূত্র

পাদটীকা

বহিঃসংযোগ


Tags:

দেবতা কার্তিক ব্যুৎপত্তি এবং নামকরণদেবতা কার্তিক বিবাহদেবতা কার্তিক পশ্চিমবঙ্গে কার্তিক পূজাদেবতা কার্তিক দক্ষিণ ভারতদেবতা কার্তিক কৌমারম্ সম্প্রদায়দেবতা কার্তিক তথ্যসূত্রদেবতা কার্তিক পাদটীকাদেবতা কার্তিক বহিঃসংযোগদেবতা কার্তিকগণেশতামিল ভাষাতামিলনাড়ুদক্ষিণ ভারতপার্বতীপুরাণপ্রাচীন ভারতমরিশাসে হিন্দুধর্মমালয়েশিয়ায় হিন্দুধর্মশিবশ্রীলঙ্কায় হিন্দুধর্মসংস্কৃত ভাষাসিঙ্গাপুরে হিন্দুধর্ম

🔥 Trending searches on Wiki বাংলা:

গাজওয়াতুল হিন্দশিশু পর্নোগ্রাফিঈদুল আযহাকুকি-চিন ন্যাশনাল ফ্রন্টইবনে সিনাঅগাস্ট কোঁৎকৃষ্ণজনি সিন্সরামায়ণনূর জাহানপ্রাকৃতিক সম্পদপথের পাঁচালী (চলচ্চিত্র)বাংলাদেশ ব্যাংকরবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মস্বাধীনতা দিবস (ভারত)ডিপজলকুমিল্লারানা প্লাজা ধসফজরের নামাজমার্কিন যুক্তরাষ্ট্রবিদায় হজ্জের ভাষণভারতের ইতিহাসকাতারপাট্টা ও কবুলিয়াতআয়করবাংলাদেশের সংবিধান২৫ এপ্রিলআল-আকসা মসজিদপশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২১শায়খ আহমাদুল্লাহজয় শ্রীরামবঙ্গবন্ধু-১এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)মাব্রাজিল জাতীয় ফুটবল দলমূল (উদ্ভিদবিদ্যা)হজ্জব্রাহ্মসমাজদৌলতদিয়া যৌনপল্লিজব্বারের বলীখেলাদোয়া কুনুতএ. পি. জে. আবদুল কালামদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনবায়ুদূষণশেখ মুজিবুর রহমানকৃত্রিম বুদ্ধিমত্তাশিব নারায়ণ দাসভোক্তা আচরণবাংলা স্বরবর্ণঅমর সিং চমকিলাঋগ্বেদরঙের তালিকাআব্বাসীয় স্থাপত্যবাংলাদেশ সেনাবাহিনীর প্রধানগুপ্ত সাম্রাজ্যঅক্ষর প্যাটেল২৪ এপ্রিলইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন বখতিয়ার খলজিঅপারেটিং সিস্টেমপশ্চিমবঙ্গবেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশজীববৈচিত্র্যএল নিনোই-মেইলযিনাহারুন-অর-রশিদ (পুলিশ কর্মকর্তা)আমলাতন্ত্রজিয়াউর রহমানচর্যাপদমিয়া খলিফাবাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত জেনারেলদের তালিকাভারত ছাড়ো আন্দোলনআব্বাসীয় খিলাফতবাঁশজ্বীন জাতিব্যঞ্জনবর্ণ🡆 More