আত্মরতিমূলক ব্যক্তিত্ব ব্যাধি

আত্মরতিমূলক ব্যক্তিত্ব ব্যাধি (ইংরেজি Narcissistic Personality Disorder নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার) হলো এমন একটি ব্যাপক ও দীর্ঘকালস্থায়ী প্রবণতা যা মানুষে আচরণে বা চিন্তায় অপরের প্রশংসা পাওয়ার অত্যন্ত প্রবল চাহিদা এবং অন্যদের প্রতি সহানুভূতির তীব্র অভাব দ্বারা চিহ্নিত করা হয়। এই ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের প্রায় সবাই বিশ্বাস করে যে তারা তাদের চারপাশের মানুষদের চাইতে বেশি গুরুত্বপূর্ণ। 'আত্মরতিমূলক ব্যক্তিত্ব ব্যাধি'তে আক্রান্তরা প্রায়ই অপরের প্রতি উন্নাসিক ও তাচ্ছল্যপূর্ণ মনোভাব প্রদর্শন করে। উদাহরণস্বরূপ, এই ব্যাধিতে আক্রান্ত কোন ব্যক্তি একজন সাধারণ ওয়েটারের কর্কশতা বা নির্বুদ্ধিতা সম্পর্কে অভিযোগ করতে পারে এবং তাকে জেরা করা হলে সে অস্বীকার করতে পারে। তারা সাধারণত কপটতার মাধ্যমে নির্দিষ্ট কিছু মানুষদের নিয়ন্ত্রণের চেষ্টায় সর্বদা নিয়োজিত থাকে এবং নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে সম্পুর্ন ঘটনা তার উপরে দোষারোপের চেষ্টা করে এবং নির্দোষ ব্যক্তিকে দোষী প্রমাণের অবিরাম চেষ্টা করে যেতে পারে।

আত্মরতিমূলক ব্যক্তিত্ব ব্যাধি
প্রতিশব্দম্যাগালোমেনিয়া
আত্মরতিমূলক ব্যক্তিত্ব ব্যাধি
বিশেষত্বPsychiatry

এই রোগে আক্রান্তদেরকে "স্বকামী" (narcissist) বা "আত্মরতি"তে (narcissism ) আক্রান্ত হিসাবে বর্ণনা করা যেতে পারে।

অধিকাংশ নার্সিসিস্টিক "গ্যাসলাইটিং" নামক একধরনের মানসিক অপব্যবহার করে অপরকে নিয়ন্ত্রণের চেষ্টা করে যার মাধ্যমে কোনো সুস্থ ব্যক্তির মধ্যে আত্ম-সন্দেহ জাগিয়ে তোলার জন্য ইচ্ছাকৃতভাবে সত্যকে হেরফের করা বা বিকৃত করা হয় অথবা অনেক সময় মিথ্যা বলে তাকে সত্য হিসেবে মেনে নেয়ানোর চেষ্টা করা হয়।

কোনো ব্যক্তিকে মানহানিসূচক অথবা অপমানমুলক কথা এত সূক্ষ্মভাবে বলা যে উক্ত ব্যক্তি নিজের সুস্থতা, সক্ষমতা, সৌন্দর্য, যোগ্যতা ইত্যাদি বিষয়ে নিজেই নিজেকে প্রশ্নবিদ্ধ করে দিধাদ্বন্দ্বে ভোগতে থাকে।

এই ছলনাময় কৌশলটির উদ্দেশ্য হ'ল একজন ব্যক্তির চিন্তাভাবনা, অনুভূতি এবং কর্মের উপর নিয়ন্ত্রণ অর্জন করা এবং ব্যক্তির ব্যক্তিত্ব অথবা উন্নতির পথে বাধা সৃষ্টি করা। গ্যাসলাইটিং এমন একধরনের ম্যানিপুলেশন যা ভিকটিমকে মানসিকভাবে দুর্বল করে দিতে পারে ।

নার্সিসিস্ট গ্যাসলাইটিং এর উদাহরণঃ

কর্মক্ষেত্রে একজন নার্সিসিস্ট এসব বলে আপনাকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করতে পারে

- "আপনি তেমন কাজ করছেন না বা আপনি খুব একটা প্রডাকটিভ নন"। (যদিও আপনি নিজে এবং আপনার আশে পাশের সবাই জানে, আপনি অনেক পরিশ্রম করেন এবং আপনি অনেক প্রডাকটিভ।)

- "আপনি ভুল বলছেন।”

- "আপনি ভুল শুনেছেন।”

- "যা হবার হয়ে গেছে। "

নার্সিসিস্ট গ্যাসলাইটিং নার্সিসিস্টদের একটি অতি সাধারণ কৌশল। গ্যাসলাইটিং মনস্তাত্ত্বিক ম্যানিপুলেশনের একটি ধ্বংসাত্মক রূপ। এই সূক্ষ্ম অথচ শক্তিশালী কৌশলটি বিভ্রান্তি এবং সন্দেহ তৈরির মাধ্যমে বাস্তবতাকে বিকৃত করে, যা শিকারকে তাদের নিজস্ব উপলব্ধি এবং এমনকি আশে পাশের ব্যক্তিদের কেউ তাদের নিজেদের বিচক্ষণতা সমন্ধে সন্দেহযুক্ত করে তোলে।

লক্ষণ

কারো আত্মরতিমূলক ব্যক্তিত্ব ব্যাধি (NPD) নির্ণয়ের জন্য তার ভেতরে নিচের লক্ষণগুলি বা তার বেশি সংখ্যক উপস্থিত থাকতে পারেঃ

  1. আত্ম-গুরুত্ব নিয়ে বিরাট ধারণা থাকা, নিজের কোনো সফলতা, অর্থ বা মেধা নিয়ে সর্বদা দাম্ভিকতা প্রকাশ করা এবং শ্রেষ্ঠতর হিসেবে স্বীকৃত হওয়ার প্রত্যাশা করা, অন্যকে অবমাননাকর আচরণ এবং বিদ্রুপের সাহায্যে অবজ্ঞা করার মাধ্যমে নিজেকে শ্রেষ্ঠতর প্রমাণের অবিরাম প্রচেষ্টায় থাকা;
  2. যেকোনো বিষয় সম্পর্কে ব্যক্তির কোনো অশুভ বা অপ্রীতিকর সম্পৃক্ততা থাকলে সে বিষয়ে সঠিকভাবে জানতে চাওয়া হলে মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য প্রদান করা;
  3. অন্যের ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোর স্বভাব এবং ঘটনার সাথে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত ব্যক্তিদের সাথে যার ব্যাপারে নাক গলানো হয়েছে তার ব্যাপারে বিদ্রুপ, গীবত করা;
  4. কোনো বিষয়ে অজ্ঞতা থাকলেও তাতে বিজ্ঞতা জাহির করার চেষ্টা;
  5. বিশাল সাফল্য, শক্তি, অর্থ, সৌন্দর্য বা প্রেমের কল্পনায় সর্বদা আচ্ছন্ন থাকা (স্বাভাবিক এর অতিরিক্ত পর্যায়ে);
  6. নিজেকে শ্রেষ্ঠতর ও অনন্য ভাবা এবং শুধু অন্য উচ্চ-মর্যাদা অথবা অর্থ সম্পন্ন মানুষদের (বা প্রতিষ্ঠান এর) সাথেই তার মেশা উচিত বলে বিশ্বাস করা;
  7. পরিচিত বা অপরিচিত ব্যক্তি হতে অধিক প্রশংসা পাওয়ার তীব্র বাসনা, না পেলে ক্ষেত্রবিশেষে অবমাননাকর আচরণ করা;
  8. সব কিছু পাওয়ার অধিকার কেবল তারই বলে বিশ্বাস করা, সব সময় অনুকূল আচরণ বা স্বতঃস্ফূর্ত সম্মতি পাওয়ার অযৌক্তিক প্রত্যাশা,যেমন: অন্যদের প্রতি সামান্যতম অবদানের পরিবর্তে তা ঢালাউভাবে প্রচার করা এবং কারও সাথে অমানবিক বা কুটিল আচরণের পরেও সর্বদা তার প্রতি আনুগত্যের বাসনা;
  9. নিজের সুবিধা লাভের জন্য অপরকে ব্যবহার করা, যেমন: নির্দিষ্ট ব্যক্তিকে নিয়ন্ত্রণের চেষ্টায় ফাঁদে ফেলতে অন্যান্য মানুষদের ব্যবহার করা;
  10. সর্বদা সেরা বা সর্বোত্তম থাকার উপর জোর দেয়া। অর্থাৎ এই ধরনের ব্যাক্তিরা প্রতিটা বিষয় সেরা থাকার উপর জোর দেয়। যেমনঃ দামি গাড়ি, দামি খাবার।
  11. সহানুভূতি অভাব,যেমন: অন্যদের আবেগ-অনুভূতি ও প্রয়োজনকে স্বীকার বা শনাক্ত করতে অনিচ্ছা প্রকাশ করা;
  12. অন্যরা সর্বদা অনুকূল আচরণ না করলে, অযথা জবাবদিহিতা, তার দ্বারা নিয়ন্ত্রিত হতে না চাইলে এবং অপমানমূলক আচরণ সহ্য করতে না চাইলে তাদের প্রয়োজন পূরণে অনিচ্ছা প্রকাশ করা;
  13. নিজের কৃতকর্মের দায়-দায়িত্ব এড়িয়ে যাওয়ার তীব্র বাসনা, অন্যদের প্রতি তার ক্ষতিকর বিধ্বংসী প্রভাব স্বীকারে অনিচ্ছুক;
  14. তাকে সবাই ঈর্ষা করে এমন বিশ্বাসে প্রায়ই অন্য সফল ব্যক্তিদের প্রতি ঈর্ষান্বিত হওয়া;
  15. কাউকে কোনো বিষয়ে সফল হতে দেখলে কীভাবে তার সফলতা দমন করা যায় সেই প্রচেষ্টাতে লিপ্ত হওয়া;
  16. নিয়মিত কুটিল, অহংকারী, তাচ্ছল্যপূর্ণ এবং উদ্ধত আচরণ বা মনোভাব দেখানো;
  17. নিজের কৃতকর্মের ফলে অন্যরা তার সঙ্গ ত্যাগ করলে তাকে অবিচার হিসেবে বাস্তবায়নের কলাকৌশল প্রদর্শন, নিজের দোষ স্বীকারে প্রবল অনিচ্ছা এবং কোনোভাবে সত্য প্রকাশ হয়ে গেলে নিজের করা দোষ ঠিক কাজ হিসেবে প্রমাণের আপ্রাণ চেষ্টা চালানো এবং আবারও তা কপটতা হিসেবে প্রকাশ পেলে বিচার থেকে বাচার জন্য একই কাজ বারবার করতে থাকা।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

🔥 Trending searches on Wiki বাংলা:

পানিশাকিব খানযক্ষ্মাএল নিনোবর্তমান (দৈনিক পত্রিকা)প্রাকৃতিক পরিবেশর‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নমুঘল সাম্রাজ্যসিলেটমিয়া খলিফাচুম্বকবাংলাদেশ ব্যাংকসাধু ভাষাদক্ষিণ এশিয়ামাটিআবু মুসলিমকমনওয়েলথ অব নেশনসকনডমমহিবুল হাসান চৌধুরী নওফেলযোগাযোগপশ্চিমবঙ্গে ভারতের সাধারণ নির্বাচন, ২০২৪রামায়ণবৌদ্ধধর্মতৃণমূল কংগ্রেসনিজামিয়াকিশোর কুমারচিকিৎসকঐশ্বর্যা রাইমহামৃত্যুঞ্জয় মন্ত্রখলিফাদের তালিকাবন্ধুত্বরাজশাহী বিশ্ববিদ্যালয়মুজিবনগর সরকারমান্নাকিশোরগঞ্জ জেলামানিক বন্দ্যোপাধ্যায়মেঘনাদবধ কাব্যশব্দ (ব্যাকরণ)ইসলামনেপালকামরুল হাসানধর্ষণদুধদৈনিক প্রথম আলোতাসনিয়া ফারিণআনন্দবাজার পত্রিকারঙের তালিকাডায়াচৌম্বক পদার্থআয়তন অনুযায়ী ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের তালিকাদিল্লী সালতানাতরাজা মানসিংহঘূর্ণিঝড়গুগলজিয়াউর রহমানমার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৪মুতাওয়াক্কিলশিয়া ইসলামের ইতিহাসআলিকলকাতা নাইট রাইডার্সকালীবারমাকিজলবায়ুইউক্রেননাহরাওয়ানের যুদ্ধজ্ঞানচট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রউমর ইবনুল খাত্তাবআশারায়ে মুবাশশারাসোমালিয়াবিদ্রোহী (কবিতা)বিটিএসগর্ভধারণশিবা শানুইউরোপীয় দেশগুলো ও অধীনস্থ ভূভাগের তালিকাফরিদপুর জেলামাহিয়া মাহিচেন্নাই সুপার কিংস🡆 More