অ্যাসিরীয় জাতি

অ্যাসিরীয় জাতি হল পশ্চিম এশিয়ার একটি ভৌগোলিক অঞ্চল আসিরীয়ার একটি আদিবাসী জাতিগোষ্ঠী। আধুনিক অ্যাসিরীয়রা তাদের প্রাচীন সমকক্ষ আক্কাদ ও সুমেরের প্রাচীন আদিবাসী মেসোপটেমিয়ানদের থেকে এসেছে, যারা প্রথম উত্তর মেসোপটেমিয়ায় (আধুনিক ইরাক) সভ্যতা গড়ে তুলেছিল যা খ্রিস্টপূর্ব ২৬০০ সালে অ্যাসিরিয়ায় পরিণত হবে। প্রায় ১০০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে অ্যাসিরীয়রা নব্য-আরামীয় শাখার একটি সেমিটীয় ভাষা সুরেতের উপভাষায় কথা বলে আসছে। আধুনিক অ্যাসিরিয়রা ধর্মীয়, ভৌগলিক ও উপজাতীয় পরিচয়ের জন্য সাংস্কৃতিকভাবে সিরিয়াক, ক্যালডীয়, বা আরামীয় হিসাবে স্ব-পরিচয় দিতে পারে।

অ্যাসিরীয়রা প্রায় একচেটিয়াভাবে খ্রিস্টান ধর্মাবলম্বী, [৬২] বেশিরভাগই খ্রিস্টান ধর্মের পূর্ব ও পশ্চিম সিরিয়াক ধর্মীয় রীতিনীতি মেনে চলে। [63][50] পূর্ব সিরিয়াক আচার গঠনকারী গির্জাগুলির মধ্যে ক্যালডীয় ক্যাথলিক চার্চ, পূর্বের অ্যাসিরীয়রা চার্চ ও পূর্বের প্রাচীন চার্চ রয়েছে, যেখানে পশ্চিম সিরিয়াক রীতির গীর্জাগুলি হল সিরিয়াক অর্থোডক্স চার্চ ও সিরিয়াক ক্যাথলিক চার্চ। উভয় আচার তাদের উপাসনামূলক ভাষা হিসাবে ধ্রুপদী সিরিয়াক ব্যবহার করে।

পৈতৃক আদিবাসী ভূমি যেগুলি অ্যাসিরীয় আবাসভূমি গঠন করে তা হল প্রাচীন মেসোপটেমিয়া, একটি অঞ্চল যা বর্তমানে আধুনিক ইরাক, দক্ষিণ-পূর্ব তুরস্ক, উত্তর-পশ্চিম ইরান এবং উত্তর-পূর্ব সিরিয়ার মধ্যে বিভক্ত। আধুনিক অ্যাসিরীয়দের বেশিরভাগ উত্তর আমেরিকা, লেভান্ট, অস্ট্রেলিয়া, ইউরোপ, রাশিয়া ও ককেশাস সহ বিশ্বের অন্যান্য অঞ্চলে চলে গেছে।

ইসলামিক স্টেটের উত্থান এবং সন্ত্রাসী গোষ্ঠীর দ্বারা অ্যাসিরীয় আবাসভূমির বেশিরভাগ অংশ দখল করার পরে, আসিরীয় বাস্তুচ্যুতির আরেকটি বড় ঢেউ সংঘটিত হয়েছিল। ইসলামিক স্টেটকে খাবুর নদী উপত্যকার অ্যাসিরীয় গ্রাম ও সিরিয়ার আল-হাসাকাহ শহরের পার্শ্ববর্তী এলাকা থেকে ২০১৫ সালের মধ্যে ও ইরাকের নিনেভেহ সমভূমি থেকে ২০১৭ সালের মধ্যে বিতাড়িত করা হয়েছিল। নিনেভ প্লেইন প্রোটেকশন ইউনিট ২০১৪ সালে গঠন করা হয়েছিল এবং অনেক অ্যাসিরীয় আত্মরক্ষার জন্য বাহিনীতে যোগ দিয়েছিল। সংগঠনটি পরে ইরাকি সশস্ত্র বাহিনীর অংশ হয়ে ওঠেছিল এবং ইরাকের যুদ্ধের সময় ইসলামিক স্টেটের দখলে থাকা এলাকাগুলিকে মুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। [68]

টীকা

তথ্যসূত্র

Tags:

অ্যাসিরীয়াআদিবাসী জনগণপশ্চিম এশিয়াসেমিটীয় ভাষাসমূহ

🔥 Trending searches on Wiki বাংলা:

ইউরোআহসান মঞ্জিলউমর ইবনুল খাত্তাববাংলাদেশের সিটি কর্পোরেশনের তালিকাজান্নাতপশ্চিমবঙ্গে ভারতের সাধারণ নির্বাচন, ২০২৪হৃৎপিণ্ডমিশরকিরগিজস্তানএম. জাহিদ হাসানলালনবাঁশআয়তন অনুযায়ী ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের তালিকামহেন্দ্র সিং ধোনিরংপুরফাতিমাবাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকশনি (দেবতা)আবুল কাশেম ফজলুল হকইউরোপীয় ইউনিয়নবাংলা লিপিছাগলআরবি ভাষাসংযুক্ত আরব আমিরাতবিশেষ শাখা (বাংলাদেশ পুলিশ)টাইফয়েড জ্বরলক্ষ্মীপুর জেলা১৮৫৭ সিপাহি বিদ্রোহঔষধ প্রশাসন অধিদপ্তরপ্লাস্টিক দূষণবিশ্ব ব্যাংকদেশ অনুযায়ী ইসলামবঙ্গভঙ্গ (১৯০৫)অমর্ত্য সেনবীর্যমেটা প্ল্যাটফর্মসবিকাশপদ্মা নদীস্মার্ট বাংলাদেশব্যাকটেরিয়াণত্ব বিধান ও ষত্ব বিধানহেপাটাইটিস বিবাংলাদেশী অভিনেত্রীদের তালিকামেষ রাশি (জ্যোতিষ শাস্ত্র)স্নায়ুযুদ্ধশরৎচন্দ্র চট্টোপাধ্যায়যোগাসনখিলাফতদেব (অভিনেতা)জাতীয় স্মৃতিসৌধআওরঙ্গজেববাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারকবৃন্দবিরসা দাশগুপ্তকাজলরেখাক্রিয়েটিনিনসৌরজগৎছোটগল্পবিন্দুরবীন্দ্রসঙ্গীতনোবেল পুরস্কারপ্রাপ্তদের তালিকাউমাইয়া খিলাফতনারায়ণগঞ্জ জেলাহার্নিয়াবাইতুল হিকমাহআইজাক নিউটনদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনঅণুজীবকৃত্তিবাসী রামায়ণসৌদি আরবকম্পিউটারঅস্ট্রেলিয়া২০২৬ ফিফা বিশ্বকাপঋতুব্রাজিলবাংলাদেশের কোম্পানির তালিকাবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডপারমাণবিক ভরের ভিত্তিতে মৌলসমূহের তালিকাবাংলাদেশের স্বাধীনতা দিবস🡆 More