ঐতিহাসিক পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চল

শাম অঞ্চল ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে অবস্থিত দক্ষিণ-পশ্চিম এশিয়ার একটি বৃহৎ প্রাচীন ঐতিহাসিক অঞ্চল। এটি উত্তরে বৃষ পর্বতমালা, পশ্চিমে ভূমধ্যসাগর, দক্ষিণে আরব মরুভূমি ও পূর্বে মেসোপটেমিয়া দ্বারা সীমায়িত। এটি উত্তরে তুরস্কের বৃষ পর্বতমালা থেকে দক্ষিণে মিশরের সিনাই মরুভূমি পর্যন্ত প্রায় ৬৪০ কিলোমিটার দীর্ঘ এবং পশ্চিমে ভূমধ্যসাগর থেকে পূর্বে আরব মরুভূমি পর্যন্ত ১১০ থেকে ১৬০ কিলোমিটার প্রশস্ত। আধুনিক ভূগোলের দৃষ্টিকোণ থেকে এটি সাইপ্রাস, জর্দান, লেবানন, সিরিয়া, ফিলিস্তিন, ইসরায়েল এবং দক্ষিণ তুরস্কের (পুরাতন নাম আলেপ্পো ভিলায়েত) অংশবিশেষ নিয়ে গঠিত ছিল। পশ্চিম এশিয়া, পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল ও উত্তর-পূর্ব আফ্রিকা এবং আরব উপদ্বীপ অঞ্চলের উত্তর-পশ্চিমাংশের সাথে সংযুক্ত অঞ্চল হিসেবে এটি সুপরিচিত ছিল।

শাম অঞ্চল
শাম অঞ্চল
  শাম অঞ্চলে অবস্থিত দেশ এবং অঞ্চলসমূহ (সিরিয়া, লেবানন, ইসরায়েল, ফিলিস্তিন, জর্দান, সাইপ্রাস ও তুরস্কের হাতাই প্রদেশ)

  অল্প সময়ের জন্য শাম অঞ্চলের অন্তর্গত রাজ্য ও দেশসমূহ। (সিনাই এবং ইরাক)

  যেসব দেশের অঞ্চলবিশেষ শাম অঞ্চলে পড়েছে। (তুরস্কমিশর)
দেশ এবং অঞ্চলঐতিহাসিক পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চল সাইপ্রাস
ঐতিহাসিক পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চল তুরস্ক (হাতাই প্রদেশ ও উসমানীয় সিরিয়ার উত্তরীয় সাঞ্জাকগুলি)
ঐতিহাসিক পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চল ইসরায়েল
ঐতিহাসিক পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চল জর্ডান
ঐতিহাসিক পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চল লেবানন
ফিলিস্তিন ফিলিস্তিন
ঐতিহাসিক পূর্ব-ভূমধ্যসাগরীয় অঞ্চল সিরিয়া
জনসংখ্যা৪৭,১২৯৩২৫
ভাষাপূর্ব-ভূমধ্যসাগরীয় আরবি ভাষা, আরামীয় ভাষা, আর্মেনীয় ভাষা, সিরকাসীয় ভাষা, গ্রিক ভাষা, হিব্রু ভাষা, কুর্দি ভাষা, লাদিনো ভাষা, তুর্কি ভাষা.
সময় অঞ্চলইউটিসি+০২:০০ (EET) (তুরস্ক এবং সাইপ্রাস)

ঐতিহাসিক এই অঞ্চলটি ইংরেজি ভাষায় "লিভ্যান্ট" বা "লেভ্যান্ট" (Levant) ও আরবি ভাষায় "আশ-শাম" (ٱلشَّام‎‎) নামে পরিচিত। ইংরেজি "লিভ্যান্ট" কথাটি ফরাসি ভাষার শব্দ "ল্যভঁ" (Levant) থেকে এসেছে, যার অর্থ "উদীয়মান"। ইউরোপের দৃষ্টিকোণ থেকে পূর্বদিকে অবস্থিত এই অঞ্চল থেকে সূর্যোদয় হত বলে ইউরোপীয়রা এই অঞ্চলটির এরূপ নামকরণ করেছিল। অন্যদিকে আরব উপদ্বীপের লোকেরা সূর্যোদয়ের দিকে অর্থাৎ পূর্বদিকে মুখ করলে হাতের বামদিকে অর্থাৎ উত্তর দিকে পড়া অঞ্চলগুলিকে "শাম" শব্দটি দিয়ে নির্দেশ করত। বর্তমানে "শাম" বলতে মূলত বৃহত্তর সিরিয়া অঞ্চলকে বোঝানো হয়।

আরবিতে "আল-মাশরিক" (যেখানে সূর্য উদিত হয়) বলে আরেকটি কাছাকাছি পদবন্ধ আছে, যা দিয়ে মধ্যপ্রাচ্যের অপেক্ষাকৃত বৃহত্তর একটি ভৌগোলিক অঞ্চলকে নির্দেশ করা হয় এবং যেটিতে ঐতিহাসিক পূর্ব -ভূমধ্যসাগরীয় অঞ্চল ছাড়াও আরব বিশ্বের পূর্বভাগের আরও অন্যান্য দেশ (যেমন ইরাক) অন্তর্ভুক্ত। বৃহত্তর অর্থে মাশরিক অঞ্চলে সৌদি আরব, মিশর, সুদান এবং আরব উপদ্বীপের অন্যান্য ক্ষুদ্র দেশগুলিকেও অন্তর্ভুক্ত করা হয়।

শাম অঞ্চলের দক্ষিণের অংশবিশেষকে প্রাচীন মিশরীয় ও হিব্রু গ্রন্থ (বিশেষ করে হিব্রু বাইবেল বা খ্রিস্টানদের ধর্মপুস্তক বাইবেলের পুরাতন নিয়ম অংশে) "কনান" (ইংরেজি উচ্চারণে কেনান) নামে উল্লেখ করা হয়েছে, যেটি বর্তমান ইসরায়েল, আধুনিক ফিলিস্তিনি পশ্চিম তীরগাজা ভূখণ্ডদ্বয়, এবং লেবাননসিরিয়ার দক্ষিণের কিছু অংশ নিয়ে গঠিত। কনানকে ঐসব ধর্মগ্রন্থে ইহুদিদের বা ইসরায়েলি গোত্রের লোকদের ঈশ্বর কর্তৃক প্রতিজ্ঞাত দেশ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং ঐসব পৌরাণিক কাহিনী অনুযায়ী ইসরায়েলিরা খ্রিস্টপূর্ব ২য় সহস্রাব্দের শেষদিকে (আজ থেকে ৩ হাজার বছরেরও আগে) কনান বিজয় করে সেখানে প্রাচীন ইসরায়েল দেশ প্রতিষ্ঠা করেছিল। এই ব্যাপারটি আধুনিক রাজনৈতিক সিয়োনবাদ বা জায়নবাদের কেন্দ্রীয় একটি মতবিশ্বাস, যার শেষ পরিণামে আধুনিক ইসরায়েল রাষ্ট্রটির উৎপত্তি ঘটেছে।

তথ্যসূত্র

Tags:

আরব উপদ্বীপআরব মরুভূমিআলেপ্পো ভিলায়েতইসরায়েলজর্দানতুরস্কপশ্চিম এশিয়াফিলিস্তিনবৃষ পর্বতমালাভূমধ্যসাগরমেসোপটেমিয়ালেবাননসাইপ্রাসসিরিয়া

🔥 Trending searches on Wiki বাংলা:

শর্করাজিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকতাকওয়াদাজ্জাল৬৯ (যৌনাসন)সানরাইজার্স হায়দ্রাবাদরাগ (সংগীত)কুইচামীর মশাররফ হোসেনপূরণবাচক সংখ্যা (ভাষাতত্ত্ব)ব্রিক্‌সলোটে শেরিংশব্দ (ব্যাকরণ)ল্যাপটপবৌদ্ধধর্মবাংলাদেশ ছাত্রলীগরক্তশূন্যতাআওরঙ্গজেববৌদ্ধধর্মের ইতিহাসতিলক বর্মাজহির রায়হানবিজ্ঞানফজরের নামাজশিক্ষাখাদিজা বিনতে খুওয়াইলিদমুহাম্মাদের বংশধারাপল্লী সঞ্চয় ব্যাংকঅনাভেদী যৌনক্রিয়াসুফিবাদতুতানখামেনইউটিউবমৈমনসিংহ গীতিকামনোবিজ্ঞান২০২৩ ক্রিকেট বিশ্বকাপকিরগিজস্তানসূর্যভিসাইতিহাসভারতীয় জনতা পার্টিনাগরিকত্ব (সংশোধন) আইন, ২০১৯টাঙ্গাইল জেলালামিনে ইয়ামালছাগলআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ইতিহাসমুহাম্মাদের সন্তানগণবাংলাদেশের জেলাকৃত্রিম বুদ্ধিমত্তাপদ (ব্যাকরণ)পাল সাম্রাজ্যআহসান মঞ্জিলউসমানীয় সাম্রাজ্যঅসমাপ্ত আত্মজীবনীসংযুক্ত আরব আমিরাতপলাশপশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২১হৃৎপিণ্ডখেজুরব্যঞ্জনবর্ণপুদিনাডুগংবিসমিল্লাহির রাহমানির রাহিমটাইফয়েড জ্বরবিবিসি বাংলাবসিরহাট লোকসভা কেন্দ্রআয়িশাটেলিটকমুজিবনগরপ্রথম ওরহানকার্তিক (দেবতা)২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপইশার নামাজখুলনা বিভাগসূরা আর-রাহমানসার্বজনীন পেনশনভারতের ইতিহাসবাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকা১৯৭১ বাংলাদেশী বুদ্ধিজীবী হত্যাকাণ্ড🡆 More