অ্যাবাকাস: হিসাবে সাহায্যকারী সরঞ্জাম

অ্যাবাকাস পাটিগাণিতিক গণনা সম্পাদনের একটি প্রাচীন যন্ত্র, যাতে একটি কাঠের ফ্রেমের বসানো তারে লাগানো গুটি উপরে নিচে সরিয়ে গণনা করা হয়। ফ্রেমে বসানো একটি তারের উপর গুটিগুলি বসানো থাকে। তারগুলির সাথে লম্বভাবে একটি আড়াআড়ি দণ্ড থাকে যা গুটিগুলিকে দুইভাগে ভাগ করে।

অ্যাবাকাস: হিসাবে সাহায্যকারী সরঞ্জাম
একটি অ্যাবাকাস যন্ত্র

প্রতিটি তার দশমিক ব্যবস্থার একটি ঘর নির্দেশ করে। সবচেয়ে ডানদিকের তারটি হল এককের ঘর। তার বামপাশেরটি হল দশকের ঘর, ইত্যাদি। প্রতিটি তারে আড়াআড়ি দণ্ডের নিচে পাঁচটি গুটি থাকে, যা এক একক নির্দেশ করে। আড়াআড়ি দণ্ডের উপরে অবস্থিত তারে দুইটি গুটি থাকে, যেগুলির প্রতিটি পাঁচ একক নির্দেশ করে। উদাহরণস্বরূপ, দশকের ঘরে নিচের পাঁচটি গুটির প্রতিটি ১০ নির্দেশ করে এবং উপরের দুইটি গুটি প্রতিটি ৫০ নির্দেশ করে। যে গুটিগুলিকে কোন সংখ্যার অংশ হিসেবে গণ্য করা হবে, সেগুলিকে আড়াআড়ি দণ্ডের উপরে বসানো হয়।

ইতিহাস

অনেক প্রাচীন সভ্যতা অ্যাবাকাস ব্যবহার করত। রোমানদের অ্যাবাকাস ছিল ব্রোঞ্জ নির্মিত লিপিফলক। লিপিফলকটি খাঁজকাটা ছিল। গোলাকৃতির গুটিগুলি গড়িয়ে যেতে পারত। রোমানদের অ্যাবাকাস পরবর্তীকালে মধ্যপ্রাচ্যে এবং দূরপ্রাচ্যে ব্যবহৃত হয়েছে। মধ্যযুগীয় ইংল্যান্ডে অ্যাবাকাসের একটি সরলীকৃত রূপ ব্যবহার করা হত। দ্বিতীয় শতকে চীনদেশের সাহিত্যে অ্যাবাকাস ব্যবহারের উল্লেখ পাওয়া যায়। কিন্তু ত্রয়োদশ শতাব্দীর আগে চীনদেশে অ্যাবাকাস তেমন ব্যপকভাবে ব্যবহৃত হয়নি। রোমান অ্যাবাকাস এবং চৈনিক এবাকাসের মধ্যে কিছুটা পার্থক্য ছিল। চৈনিক অ্যাবাকাসে প্রতিটি পর্যায়ে একটি করে গুটি বেশি থাকত এবং গুটিগুলি তারের উপর লাগানো থাকত। পঞ্চদশ শতাব্দীতে জাপানে অ্যাবাকাসের ব্যবহার শুরু হয়। ঊনবিংশ শতাব্দীতে এর একটি উন্নত সংস্করণ প্রচলন হয়। চীন ও জাপানের কিছু কিছু অঞ্চলে এখনও অ্যাবাকাসের প্রচলন আছে। চীনে অ্যাবাকাসকে বলে সুয়ান পান (Suan-pan)। জাপানে বলা হয় সরোবান ( Soroban)।

তথ্যসূত্র

Tags:

🔥 Trending searches on Wiki বাংলা:

হোমিওপ্যাথিবাংলাদেশ সরকারবাংলাদেশের পদমর্যাদা ক্রমহারুনুর রশিদআলিফ লায়লাদ্বাদশ জাতীয় সংসদ সদস্যদের তালিকাদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনহরমোনস্নায়ুযুদ্ধঅশ্বত্থঢাকাপায়ুসঙ্গমমানিক বন্দ্যোপাধ্যায়কৃষ্ণচূড়াআব্বাসীয় বিপ্লবজাহাঙ্গীরশাকিব খানকৃষ্ণবৃত্তভাষা আন্দোলন দিবসজীববৈচিত্র্যমুস্তাফিজুর রহমানবাঙালি সাহিত্যিকদের তালিকা (কালানুক্রমিক)সম্প্রসারিত টিকাদান কর্মসূচিগ্রামীণ ব্যাংকজনি সিন্সআশালতা সেনগুপ্ত (প্রমিলা)বিকাশপশ্চিমবঙ্গের জেলামেষ রাশি (জ্যোতিষ শাস্ত্র)কলামহামৃত্যুঞ্জয় মন্ত্রমুহাম্মাদের সন্তানগণপথের পাঁচালী (চলচ্চিত্র)ফিলিস্তিনহাদিসকালীতৃণমূল কংগ্রেসঈদুল আযহাদিনাজপুর জেলা২০২৩ ক্রিকেট বিশ্বকাপবাংলাদেশের স্বাধীনতা দিবসচট্টগ্রাম জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থানন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালফাতিমাকামরুল হাসানঅণুজীবপ্রথম ওরহাননারায়ণগঞ্জ জেলাআল্লাহসুন্দরবনইন্দোনেশিয়াসুনামগঞ্জ জেলাবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডমৃত্যু পরবর্তী জীবনর‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নজগন্নাথ বিশ্ববিদ্যালয়কবিতাসূরা ফালাক২৬ এপ্রিলবাউল সঙ্গীতআন্তর্জাতিক শ্রমিক দিবসজাতীয় সংসদদিল্লী সালতানাতভৌগোলিক নির্দেশকমাদারীপুর জেলাশরৎচন্দ্র চট্টোপাধ্যায়মূল (উদ্ভিদবিদ্যা)কারাগারের রোজনামচালক্ষ্মীপুর জেলাতুলসীফরাসি বিপ্লবযক্ষ্মাপ্রথম মালিক শাহইসলাম ও হস্তমৈথুনজাতীয় স্মৃতিসৌধ🡆 More