১২ আগস্ট: তারিখ

১২ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২২৪তম (অধিবর্ষে ২২৫তম) দিন। বছর শেষ হতে আরো ১৪১ দিন বাকি রয়েছে।

১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১

ঘটনাবলী

  • ১৬০২ - আকবরের সভাসদ আবুল ফজল নিহত হন।
  • ১৬৭৬ - নিউ ইংল্যান্ডে রেড ইন্ডিয়ানদের যুদ্ধের সমাপ্তি।
  • ১৭৬৫ - মোগল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি তুলে দেন।
  • ১৮৭৭ - টমাস এডিসন গ্রামোফোন উদ্ভাবন করেন।
  • ১৮৯৮ - যুক্তরাষ্ট্রের সাথে হাওয়াই দ্বীপপুঞ্জের আনুষ্ঠানিক সংযুক্তি।
  • ১৯০১ - বিপিনচন্দ্র পাল সাপ্তাহিক ‘নিউ ইন্ডিয়া’ প্রকাশ করেন।
  • ১৯০৮ - বিপ্লবি ক্ষুদিরামের ফাঁসি কার্যকর।
  • ১৯২২ - কাজী নজরুল ইসলামের সম্পাদনায় ‘ধুমকেতু’ প্রকাশিত হয়।
  • ১৯২৬ - ‘লাঙল’ পত্রিকার নাম পাল্টে ‘গণবাণী’ রাখা হয়।
  • ১৯৩৬ - ভারতের প্রথম রাজনৈতিক ছাত্র সংগঠন সর্বভারতীয় ছাত্র ফেডারেশন এর প্রতিষ্ঠা হয় লক্ষনৌ এর গঙ্গাপ্রসাদ মেমোরিয়াল হলে জহরলাল নেহেরু এর উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে । এই দিনটিকে সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবস হিসাবে পালন করা হয়।
  • ১৯৪৪ - জার্মান নাৎসি বাহিনীর সপ্তাহব্যাপী ধ্বংসযজ্ঞ বন্ধ হয়। এ সময়ের মধ্যে প্রায় ৪০ হাজার লোক হত্যা করে তারা।
  • ১৯৪৯ - জেনেভায় যুদ্ধবন্দী ও যুদ্ধাহতদের সাথে আচরণ বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন অনুমোদন লাভ করে ৷
  • ১৯৫৩ - সোভিয়েত ইউনিয়নের পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু হয়।
  • ১৯৬০ - প্রথম যোগাযোগ উপগ্রহ ইকো-১ মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়।
  • ১৯৭১ - মুক্তিবাহিনী কর্তৃক আড়িখোলা ব্রিজ ধ্বংস।
  • ১৯৭৬ - লেবাননের মারুনি মিলিশিয়া বাহিনী রাজধানী বৈরুতের উপকন্ঠে অবস্থিত একটি ফিলিস্তিনী শরণার্থী শিবির দীর্ঘ দিন ধরে অবরুদ্ধ করে রাখার পর সেখানে ব্যাপক গণহত্যা চালায় ৷
  • ১৯৭৮ - জাপান ও চীনের মধ্যে শান্তি ও মৈত্রী চুক্তি সই হয়।
  • ১৯৮৫ - জাপান এয়ারলাইনের যাত্রীবাহী বিমান ওগুরা পর্বতে বিধ্বস্থ হলে ৫২০ জনের মৃত্যু।
  • ২০০৮ - গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শেষ হয় যুক্তরাষ্ট্রের মাইকেল ফেলপসের অলিম্পিক তথা বিশ্বরেকর্ড সৃষ্টিকারী ১:৪২.৯৬ সময়ে। একই দিনে পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতা শুরু হয়।

জন্ম

মৃত্যু

ছুটি ও অন্যান্য

  • বিশ্ব হাতি দিবস।
  • জাতীয় গ্রন্থাগার দিবস (ভারত)।
  • আন্তর্জাতিক যুব দিবস
  • সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবস (ভারত)

বহিঃসংযোগ

Tags:

১২ আগস্ট ঘটনাবলী১২ আগস্ট জন্ম১২ আগস্ট মৃত্যু১২ আগস্ট ছুটি ও অন্যান্য১২ আগস্ট বহিঃসংযোগ১২ আগস্টঅধিবর্ষগ্রেগরীয় বর্ষপঞ্জী

🔥 Trending searches on Wiki বাংলা:

অজিত কুমার পাঁজাদক্ষিণ কোরিয়াডায়াচৌম্বক পদার্থবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলঅলিউল হক রুমিবেনজীর আহমেদকম্পিউটার কিবোর্ডআয়তন অনুযায়ী ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের তালিকাআলেকজান্ডার বোবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের স্বাধীনতা আন্দোলনঅনাভেদী যৌনক্রিয়াঢাকা মেট্রোরেলের স্টেশনের তালিকাবাংলাদেশ আওয়ামী লীগএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)কুবেরগোলাপবাংলাদেশে পালিত দিবসসমূহইশার নামাজবীর্যআল-আকসা মসজিদ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনমাহরামতাপতাপমাত্রাবাংলাদেশের ইউনিয়নবাংলাদেশের পোস্ট কোডের তালিকাকৃষ্ণচূড়াকনডমবিসিএস পরীক্ষাপায়ুসঙ্গমরেজওয়ানা চৌধুরী বন্যাঅগাস্ট কোঁৎইসলাম ও হস্তমৈথুনভূমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধিরবীন্দ্রনাথ ঠাকুরব্র্যাকফরিদপুর জেলাভারতে নির্বাচনকাঠগোলাপদ্য কোকা-কোলা কোম্পানিঅকাল বীর্যপাতলালবাগের কেল্লামাহিয়া মাহিনারীছিয়াত্তরের মন্বন্তরসৌদি রিয়ালবাংলাদেশের স্থল বন্দরসমূহের তালিকাসালমান শাহডেঙ্গু জ্বরকিরগিজস্তানগজলজলাতংকশেংগেন অঞ্চলমানব দেহসূরা ফাতিহারাধাজনপ্রশাসন মন্ত্রণালয় (বাংলাদেশ)ফোরাতমালদ্বীপআগরতলা ষড়যন্ত্র মামলাউপসর্গ (ব্যাকরণ)রামরাশিয়াবৈষ্ণব পদাবলিজাতীয় বিশ্ববিদ্যালয়কম্পিউটারবাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৩আবু বকরপদ্মা নদী২৪ এপ্রিলইউটিউববাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেক্টরসমূহবাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২নিফটি ৫০সাধু ভাষা🡆 More