ঊষা: কালপুরুষ তারামণ্ডলের একটি তারা

ঊষা তারাটি ( ত্রুটি: }: text has italic markup (সাহায্য)) বা জিটা ওরি (ζ Ori) নামে পরিচিত। কালপুরুষ বা ওরিয়ন নক্ষত্রমণ্ডলে জিটা ক্রমাঙ্কিত এই তারাটি প্রায় ৮০০ আলোকবর্ষ দূরে 'ট্রিপল স্টার' হিসেবে অবস্থিত, যাদের খালি চোখে আলাদা করা সম্ভব নয়। এই তারাটি আরো দুটি দৃশ্যতঃ পৃথক তারা অনিরুদ্ধ এবং চিত্রলেখ (Mintaka)-এর সমন্বয়ে কালপুরুষের কোমরবন্ধ (Orion's Belt) গঠন করে। কাছাকাছি এক সরলরেখা বরাবর পাশাপাশি এই তিনটি তারা থাকায় কালপুরুষের কোমরবন্ধ দ্বারা কালপুরুষকে খুঁজে পাওয়া সহজ। কোমরবন্ধের ঝুলে থাকা দিকটির বাহিরের তারাটিই হল ঊষা। ঊষা নিজে আবার আমাদের দৃশ্যপথে প্রায় সমরৈখিক (তাই দৃশ্যতঃ অপৃথক্য) তিনটি তারার সমন্বয় (ট্রিপল স্টার) যাদের মধ্যে প্রধান তারাটি একটি গরম নীল অতিদানব তারা যার পরম প্রভার মান -৫.২৫ এবং ও শ্রেণীর অর্থাৎ প্রকৃত উজ্জ্ব্লতার হিসাবে উজ্জ্বলতম তারাদের মধ্যে আপাতভাবে উজ্জ্বলতম যখন দৃশ্যমান প্রভা +২.০৪। তবে অবশ্য পৃথবীর নিকটে থাকার জন্য লুব্ধক ইত্যাদি অনেক তারা প্রকৃত প্রভায় অনেক কম উজ্জ্বল (+১.৪২) হয়েও আপাত প্রভায় ঊষার থেকে উজ্জ্বলতর (লুব্ধকের দৃশ্যমান প্রভা -১.৪৬)।

ঊষা (Zeta Orionis Aa/Ab/B)
ঊষা: পর্যবেক্ষণ ইতিহাস, জগৎ, তথ্যসূত্র
ঊষা (নিম্ন ডানে) এবং Flame Nebula
পর্যবেক্ষণ তথ্য
ইপক J2000      বিষুব J2000
তারামণ্ডল কালপুরুষ
বিষুবাংশ  ০৫ ৪০মি ৪৫.৫সে
বিষুবলম্ব −০১° ৫৬′ ৩৪″
আপাত  মান (V) ২.০/~৪/৪.২১
বৈশিষ্ট্যসমূহ
বর্ণালীর ধরনও৯ আইএবি/ও৯/বি০ III
ইউ-বি রং সূচী−১.০৭
বি-ভি রং সূচী০.১৪ / ? / −০.০১
দৃশ্যমান যুগল কক্ষপথ
সঙ্গীZeta Orionis B
পর্যায় (P)১,৫০০ বছর
উপ-প্রধান অক্ষ (a)২.৭২৮"
উৎকেন্দ্রিকতা (e)০.০৭
নতি (i)৭২.০°
নোডের দ্রাঘিমা (Ω)১৫৫.৫°
নিকটবিন্দু ইপক (T)২০৭০.৬
বিবরণ
ভর২৮/২৩/২০ M
ব্যাসার্ধ২০/? R
উজ্জ্বলতা১০০,০০০/১,৩০০/? L
তাপমাত্রা৩০,০০০/?/২৪,০০০ K
ধাতবতা?
ঘূর্ণন১৪০ কিমি/সে / ?
বয়স? years
অন্যান্য বিবরণ
Alnitak, Al Nitak, Alnitah, ζ Ori, 50 Ori, HR 1948/9, BD −02°1338, HD 37742, SAO 132444, HIP 26727, TD1 5127, 參宿一.
ডাটাবেস তথ্যসূত্র
এসআইএমবিএডিডাটা

পর্যবেক্ষণ ইতিহাস

ঊষা তারাটি অতি প্রাচীন কাল থেকেই সুপরিচিত এবং এই তারাটি কালপুরুষের কোমরবন্ধে থাকায় এর ব্যাপক সাংস্কৃতিক তাত্পর্য হয়েছে। ১৮১৯ সালে একজন অপেশাদার জার্মান জ্যোতির্বিজ্ঞানী জর্জ কে. কোনস্কি সর্বপ্রথম এই তারাটিকে দ্বৈত তারা (double star) হিসেবে উল্লেখ করেন। অতি সম্প্রতি ১৯৯৮ সালে লয়েল মানমন্দিরের একটি দল প্রধান উজ্জ্ব্লল তারাটি খুঁজে পায় যেটা সূক্ষ্ণ বর্ণালীর পরিমাপের যন্ত্রের সাহায্যে ১৯৭০ দশকে ধারণা করা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে, এই তারাটি ১৫০০ আলোকবর্ষ দূরে অবস্থিত কিন্তু হিপ্পারকস নামক কৃত্রিম উপগ্রহের সাহায্যে সঠিক দূরত্ব মাপা সম্ভব হয় যার মান ৭০০ আলোকবর্ষ।

জগৎ

ঊষা: পর্যবেক্ষণ ইতিহাস, জগৎ, তথ্যসূত্র 
ঊষা তারা এবং সূর্যের তুলনা (পরিমাপকৃত)

ঊষাজগৎ তিনটি তারার সমন্বয়ে গঠিত এবং কালপুরুষ কোমরবন্ধের পূর্বদিকে সৌরজগৎ হতে প্রায় ৮০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। প্রধান তারাটি যা Alnitak A নামে পরিচিত, আসলে দুটি তারার সমন্বয়ে গঠিত। একটি হল Alnitak Aa (একটি নীল অতিদানব তারা, প্রকৃত প্রভা -৫.২৫ এবং আপাত প্রভা ২.০) অপরটি হল Alnitak Ab (একটি নীল বামন তারা, প্রকৃত প্রভা -৩.০ এবং আপাত প্রভা ৪.০, ১৯৯৮ সালে আবিষ্কৃত)। Alnitak Aa সূর্যের ভরের ২৮ গুণ এবং ব্যাসের ২০ গুণ বড়। Alnitak B একটি 'টাইপ বি' তারা এবং প্রতি ১,৫০০ বছরে Alnitak Aa-এর কক্ষপথে একবার প্রদক্ষিণ করে। চতূর্থ একটি তারা Alnitak C এর ধারণা করা হয়েছিল কিন্তু তা Aa-Ab-B গোষ্ঠীর বলে প্রমাণ করা সম্ভব হয়নি।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

ঊষা পর্যবেক্ষণ ইতিহাসঊষা জগৎঊষা তথ্যসূত্রঊষা বহিঃসংযোগঊষাঅনিরুদ্ধ তারাকালপুরুষচিত্রলেখনীল অতিদানব তারাবিষয়শ্রেণী:Lang and lang-xx টেমপ্লেট ত্রুটিলুব্ধক

🔥 Trending searches on Wiki বাংলা:

দক্ষিণ এশিয়াবিদায় হজ্জের ভাষণবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেক্টরসমূহবিন্দুরূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগ্রামীণ ব্যাংকব্যঞ্জনবর্ণপানিপথের প্রথম যুদ্ধসুফিয়া কামালবাংলাদেশের জেলাসমূহের তালিকারানা প্লাজা ধসসাকিব আল হাসানবাংলা বাগধারার তালিকামানুষরাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামঢাকা মেট্রোরেলকোষ (জীববিজ্ঞান)বাগদাদসিরাজউদ্দৌলাভাষাভারতের স্বাধীনতা আন্দোলনমহামৃত্যুঞ্জয় মন্ত্রজয়নুল আবেদিনআল্লাহর ৯৯টি নামবাংলার ইতিহাসভারতের ইতিহাসআয়াতুল কুরসিবাংলাদেশ সেনাবাহিনীভূগোলঅষ্টাঙ্গিক মার্গনোবেল পুরস্কারপ্রাপ্তদের তালিকাবাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত জেনারেলদের তালিকাইসরায়েল–হামাস যুদ্ধসাহাবিদের তালিকাসচিব (বাংলাদেশ)অপারেশন সার্চলাইটশিয়া ইসলামবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলওয়েবসাইটপ্রথম ওরহানকাজী নজরুল ইসলামবিরসা দাশগুপ্তভারতবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরহামাসদারাজভাষা আন্দোলন দিবসবাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২নূর জাহানউমাইয়া খিলাফতবাংলাদেশের অর্থনীতিপানিপথের যুদ্ধপুলিশবঙ্গবন্ধু সেতুদারুল উলুম দেওবন্দঅক্ষয় তৃতীয়াজসীম উদ্‌দীনভারতে নির্বাচনঅমর্ত্য সেনভারতীয় সংসদবিভিন্ন ধর্ম ও বিশ্বাসের তালিকাসংযুক্ত আরব আমিরাতইমাম বুখারীমানিক বন্দ্যোপাধ্যায়ঔষধ প্রশাসন অধিদপ্তরচ্যাটজিপিটিমুসাপাহাড়পুর বৌদ্ধ বিহারজীবনানন্দ দাশঢাকা বিভাগইন্ডিয়ান প্রিমিয়ার লিগযক্ষ্মাসাজেক উপত্যকাবাংলাদেশের জেলাআনন্দবাজার পত্রিকারাশিয়াশ্রীকৃষ্ণকীর্তন🡆 More