বঙ্গবন্ধু সেতু: বাংলাদেশের সেতু

যমুনা বহুমুখী সেতু বা বঙ্গবন্ধু সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সেতুটি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। এটি যমুনা নদীর পূর্ব তীরের ভূঞাপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এটি বিশ্বে ১১শ এবং দক্ষিণ এশিয়ার ৬ষ্ঠ দীর্ঘতম সেতু। যমুনা বাংলাদেশের প্রধান তিনটি নদীর মধ্যে বৃহত্তর এবং প্রবাহিত পানি আয়তানিক পরিমাপের দিক থেকে বিশ্বে পঞ্চম বৃহত্তম। সেতুটি বাংলাদেশের পূর্ব এবং পশ্চিম অংশের মধ্যে একটি কৌশলগত সংযোগ প্রতিষ্ঠিত করে। এটি অত্র অঞ্চলের জনগণের জন্য বহুবিধ সুবিধা বয়ে আনে, বিশেষত অভ্যন্তরীন পণ্য এবং যাত্রী পরিবহন ব্যবস্থা দ্রুত করে। পরবর্তিতে এই সেতুর নামকরণ করা হয় বঙ্গবন্ধু সেতু। যমুনা সেতু স্থাপনের জন্য প্রথম উদ্যোগ নেয়া হয় ১৯৪৯ সালে। ১৯৯৪ সালের ১৫ অক্টোবর এর কাজ শুরু হয় এবং ১৯৯৮ সালের ২৩ জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

বঙ্গবন্ধু সেতু
যমুনা
বঙ্গবন্ধু সেতু: অর্থসংস্থান, সংস্থা, স্থাপনা ত্রুটি
স্থানাঙ্ক২৪°২৩′৫৫″ উত্তর ৮৯°৪৬′৪২″ পূর্ব / ২৪.৩৯৮৬১° উত্তর ৮৯.৭৭৮৩৩° পূর্ব / 24.39861; 89.77833
অতিক্রম করেযমুনা নদী
স্থানসিরাজগঞ্জটাঙ্গাইল
রক্ষণাবেক্ষকবাংলাদেশ সেতু কর্তৃপক্ষ
বৈশিষ্ট্য
নকশারেলপথ সেতু
মোট দৈর্ঘ্য৪.৮ কিমি
প্রস্থ১৮.৫ মিটার
দীর্ঘতম স্প্যান১০০ মিটার
ইতিহাস
চালুজুন, ১৯৯৮
অবস্থান
বঙ্গবন্ধু সেতু: অর্থসংস্থান, সংস্থা, স্থাপনা ত্রুটি
যমুনা সেতু

অর্থসংস্থান

হুন্দাই $৬৯৬ মিলিয়ন ইউ এস ডলারের বিনিময়ে ১৯৯৪ সালে বঙ্গবন্ধু সেতু নির্মানের কাজ হাতে নেয়; এতে মোট ব্যয়ভারের $২০০ মিলিয়ন ১% নামেমাত্র সুদে IDA, ADB, OECD বহন করে এবং বাকী $৯৬ মিলিয়ন বাংলাদেশ সরকার বহন করে।[তথ্যসূত্র প্রয়োজন]

সংস্থা

২০০৩ সালে সেতু কর্তৃপক্ষ বঙ্গবন্ধু সেতুটি বুঝে নেয়। চুক্তি মোতাবেক ত্রুটির জন্য পরবর্তী ১০ বছর বঙ্গবন্ধু সেতুর ত্রুটির সব ব্যয়ভার হুন্দাইকে বহন করতে হবে বলে যোগাযোগ মন্ত্রণালয়ের আইন শাখার ২১ আগস্ট ২০০৭ তারিখের পত্রে উল্লেখ করা হয়। পরবর্তীতে সেতু সংস্কার কাজে চীনের চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি (সিসিসিসি) এবং ২০০৮ সালের মার্চে ফিলিপাইনের প্রতিষ্ঠাতা অ্যাঞ্জেল লাজারো অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডকে ফাটল মেরামত কাজের টেন্ডার ডকুমেন্ট তৈরি ও মেরামত কাজ তদারকির পরামর্শক হিসাবে নিয়োগ করা হয়।[তথ্যসূত্র প্রয়োজন]

স্থাপনা ত্রুটি

সেতুর মূল পরিকল্পনায় শুধু একমুখী (সিঙ্গেল ট্র্যাকশন, নন ইলেকট্রিক) মিটারগেজ ট্রেন চলার পরিকল্পনা ছিল। তবে পরে ব্রডগেজ লাইন চালুর ব্যবস্থা করা হয়েছিল। সে সময় ব্রডগেজ ও মিটারগেজ সিস্টেমের চারটি ট্রেন দৈনিক মাত্র ৮ বার চলাচল করার কথা ছিল। সেতুর ওপর স্থাপিত ট্রেন লাইনটির ব্রিজের পিলার স্থাপনা থেকে কিছুটা উত্তর দিকে। ২০০৮ সালে সেতুতে ফাটল দেখা দেয়। সেতু বিভাগ এবং দেশের বিশেষজ্ঞগণ ফাটলটিকে হেয়ার ক্র্যাক হিসাবে ধরেছিলেন। ফাটলের জন্য প্রথমে ট্রেন চলাচলকে দায়ী করা হলেও পরে তা মূল নির্মাণ ত্রুটির কারণে (পরিকল্পনা বাস্তবায়ন) সেতুতে ফাটল দেখা দিয়েছে বলে উল্লেখ করা হয়। এর কিছু দিন পরেই সেতুর ফাটল উত্তর লেন থেকে দক্ষিণ লেনেও ছড়িয়ে পড়ে। ব্রিজের মূল ভিত্তি থেকে সামান্য বাইরে ট্রেনলাইনের অবস্থান হওয়ায় এ ফাটল দেখা দিতে পারে বলে ধারণা করা হলেও পরিকল্পনাকারীগণ তা অস্বীকার করেছেন। ২০১১ সালের ডিসেম্বর মাসে দেখা যায় ২০০৮ সালে ফাটলের যে অবস্থা ছিল পরের দুই বছর পর তা অন্তত ৫০ শতাংশ বেড়েছে। বর্তমানে যমুনা সেতুতে খুব ধীরগতিতে ট্রেন চালানো ও এক্সেল লোড নিয়ন্ত্রক দিয়ে যানের ভার ও গতি সীমাবদ্ধ করা হয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন]

টোল আদায়

সেতু নির্মাণে ব্যয় হয় ৩ হাজার ৭৪৫ কোটি ৬০ লাখ টাকা।সেতু চালু হয় ১৯৯৮ সালের জুন মাসে। লক্ষমাত্রা ছিল সেতু নির্মাণের ২৫ বছরে বিনিয়োগের টাকা তুলে আনা হবে। তবে নির্ধারিত সময়ের ৭ বছর আগেই সেতুর নির্মাণ ব্যয় উঠে আসে। ২০২১-২২ অর্থ বছরের এপ্রিল পর্যন্ত সেতুতে টোল আদায় হয় ৭ হাজার ৭৪ কোটি ৫৯ লাখ টাকা। অর্থাৎ ২৪ বছরে (২৮৭ মাস) ব্যয়ের চেয়ে ৩ হাজার ৩২৮ কোটি ৯৯ লাখ টাকা বেশি টোল আদায় হয়।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

বঙ্গবন্ধু সেতু অর্থসংস্থানবঙ্গবন্ধু সেতু সংস্থাবঙ্গবন্ধু সেতু স্থাপনা ত্রুটিবঙ্গবন্ধু সেতু টোল আদায়বঙ্গবন্ধু সেতু তথ্যসূত্রবঙ্গবন্ধু সেতু বহিঃসংযোগবঙ্গবন্ধু সেতুদক্ষিণ এশিয়াবাংলাদেশবাংলাদেশেরভূঞাপুর উপজেলাযমুনা নদীসিরাজগঞ্জ জেলা

🔥 Trending searches on Wiki বাংলা:

ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহমুহাম্মাদের বংশধারাশিয়া ইসলাম২০২৪ধর্মীয় জনসংখ্যার তালিকামিঠুন চক্রবর্তীকাজলরেখাআতাবাংলাদেশের ব্যাংকসমূহের তালিকাসৌরজগৎকেলি ম্যাডিসনকাবাসাংগ্রাইবাংলাদেশের ইতিহাসবাংলাদেশের অর্থনীতিহেপাটাইটিস বিমহসিন খান (ভারতীয় ক্রিকেটার)বাংলাদেশের শিক্ষামন্ত্রীমহাদেশবাঙালি হিন্দুদের পদবিসমূহনেপোলিয়ন বোনাপার্টমহামৃত্যুঞ্জয় মন্ত্র০ (সংখ্যা)বাংলাদেশের রাজনৈতিক দলসমূহের তালিকালাঙ্গলবন্দকলিঙ্গের যুদ্ধঅমর সিং চমকিলাসৌরসেনী মৈত্রটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাক্রিস্তিয়ানো রোনালদোশবনম বুবলিতক্ষককানাডাবাংলাদেশের সংবিধানের সংশোধনীসমূহচর্যাপদষষ্ঠী দেবীশ্যামলী পরিবহনসমাসইতালিমুঘল সম্রাটসূরা ফাতিহাইয়েমেনআদমইসলামইসরায়েলের ইতিহাসপর্যায় সারণিআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলভীমরাও রামজি আম্বেদকরজয়নুল আবেদিনপাবনা জেলাদুবাইরক্তশূন্যতাসূর্যকুমার যাদবপ্রিমিয়ার লিগসমকামী মহিলাসূর্য (দেবতা)ইসরায়েলরজনীকান্ত সেনবহাগ বিহুতারিক আনাম খানমুজিবনগর দিবসমুয়াম্মর গাদ্দাফিবঙ্গভঙ্গ (১৯০৫)রমনা বটমূলে গ্রেনেড বিস্ফোরণশিশ্ন-মুখমৈথুনসৌদি আরবের শহর ও নগরের তালিকামুসলিম বিশ্বউপন্যাসতানজিন তিশাপ্রার্থনা ফারদিন দীঘিসৈয়দ মুজতবা আলীগণতন্ত্র১৫ এপ্রিলশিবভূমি পরিমাপজাতীয় নিরাপত্তা গোয়েন্দা🡆 More