উইকিপিডিয়া এশীয় মাস ২০১৬

   

নীড় ২০২৩ ২০২২ ২০২১ ২০২০ ২০১৯ ২০১৮ ২০১৭ ২০১৬ ২০১৫
উইকিপিডিয়া এশীয় মাস
উইকিপিডিয়া এশীয় মাস ২০১৬

উইকিপিডিয়া এশীয় মাস ২০১৬

উইকিপিডিয়া এশীয় মাস ২০১৬ খ্রিস্টাব্দের নভেম্বর মাস জুড়ে অনুষ্ঠিতব্য একটি অনলাইন এডিটাথন বিশেষ, যার মাধ্যমে এশিয়ার বিভিন্ন উইকিপিডিয়া সম্প্রদায়ের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে। ভারত ও বাংলাদেশ ব্যতীত এশিয়ার অন্যান্য দেশ সম্বন্ধীয় নিবন্ধের সংখ্যা ও গুণমান বৃদ্ধি করাই হল উইকিপিডিয়ায় এই এডিটাথনের মূল উদ্দেশ্য।

উইকিপিডিয়া এশীয় সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্বের স্মারক হিসেবে প্রত্যেক অংশগ্রহণকারী, যারা অন্ততঃ চারটি নিবন্ধ তৈরী করবেন, তাঁরা অন্য অংশগ্রহণকারী দেশ থেকে একটি উইকিপিডিয়া পোস্টকার্ড উপহার হিসেবে পাবেন। পনেরোটি নিবন্ধ তৈরী করলে আরেকটি পোস্টকার্ড পাঠানো হবে।

প্রত্যেক উইকিপিডিয়া থেকে যে সমস্ত উইকিপিডিয়ান সবচেয়ে বেশি নিবন্ধ তৈরী করবেন, তাঁকে উইকিপিডিয়া এশীয় দূত উপাধিতে সম্মানিত করে সার্টিফিকেট ও পোস্টকার্ড পাঠানো হবে।

নিয়মাবলী

  1. যেকোন লগইনকৃত একাউন্ট থেকে অনুবাদ করতে হবে, আইপি থেকে অনুবাদকৃত নিবন্ধ গ্রহণযোগ্য নয়।
  2. এই প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারত বাদ দিয়ে এশিয়ার অন্য দেশের বিষয় সম্পর্কিত নিবন্ধ তৈরি করতে হবে
  3. অন্য দেশগুলোর নিবন্ধের একটি তালিকা এখানে পাবেন। তালিকা থেকে পূর্বে তৈরি হয়নি এমন যেকোন নিবন্ধই অনুবাদ করতে পারেন। সংশ্লিষ্ট ইংরেজি নিবন্ধটিতে যাওয়ার পর যদি বামপাশের 'Languages' এর নিচে 'বাংলা' দেখতে পান তাহলে বুঝতে হবে নিবন্ধটি আগেই তৈরি করা হয়েছে।
  4. দয়া করে এই সরঞ্জাম. ব্যবহার করে নিবন্ধ জমা দিন। ওপরের ডানদিকে 'প্রবেশ' বোতামে ক্লিক করুন। প্রবেশ করার বাকি সমস্ত কিছুই OAuth সামলে নেবে। আপনি চাইলে ওপরের ডানদিকে ইন্টারফেস ভাষা পরিবর্তন করতে পারেন।
  5. যখনই আপনি কোন নিবন্ধ জমা দেবেন, এই সরঞ্জামটি আপনার নিবন্ধে একটি টেমপ্লেট যোগ করবে যা কোন সংগঠক দ্বারা পর্যালোচনার জন্য অপেক্ষমাণ বলে নিবন্ধটিকে চিহ্নিত করবে। আপনি এই সরঞ্জাম ব্যবহার করে আপনার অগ্রগতি যাচাই করে নিতে পারেন, যেমন আপনি কতগুলি গৃহীত নিবন্ধ আপনি তৈরি করেছেন। এই সরঞ্জাম ব্যবহার করতে যদি আপনার সমস্যা হয়ে থাকে তবে এই পাতায় আপনার ব্যবহারকারী নামের পাশে আপনার নিবন্ধ জমা দিতে পারেন।
  6. পর্যালোচনার সময় নিবন্ধের গুণগত মানের (৩,০০০ বাইট ও ৩০০ শব্দের বা তার বেশি) উপর জোর দেওয়া হবে। পাশের তথ্যছক, বিভিন্ন লিংক ইত্যাদি বাদে মূল নিবন্ধটি তথ্য সম্বৃদ্ধ হতে হবে বা হওয়া উচিত। এ প্রতিযোগিতায় চার/পাঁচ লাইনের ছোট নিবন্ধ গ্রহণযোগ্য হবে না। নিয়মিত অভিজ্ঞ উইকিপিডিয়ানগণ তাদের নিজ নিজ বিবেচনাবোধ কাজে লাগিয়ে নিবন্ধ পর্যালোচনা করবেন।
  7. নতুন নিবন্ধই গৃহীত হবে, পুরাতন নিবন্ধের মানোন্নয়ন গৃহীত নয়।
  8. যান্ত্রিক অনুবাদ বা গুগল অনুবাদের মত অনুবাদ গ্রহণযোগ্য নয়।
  9. ১লা নভেম্বর ২০১৬ থেকে ৩০শে নভেম্বর ২০১৬ পর্যন্ত এই সময়ের মধ্যে তৈরি নিবন্ধগুলোই কেবল পর্যালোচনার জন্য জমা দিতে পারবেন।
  10. নিবন্ধটি "তালিকা নিবন্ধ" না হওয়াই বাঞ্ছনীয়, কিন্তু অন্য ভাষার উইকিপিডিয়ার কোন নির্বাচিত তালিকা নিবন্ধের সম্পূর্ণ অনুবাদ হলে, নিবন্ধটিকে গণ্য করা হবে।

সংগঠক

যোগ দিন

এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন, তাঁরা নিজেদের ব্যবহারকারী পাতায় {{ব্যবহারকারী এশীয় মাস}} টেমপ্লেটটি যোগ করতে পারেন।

অংশগ্রহণকারীদের তালিকা

২০১৬ সালের নভেম্বর মাসে সম্পাদিত নিবন্ধই শুধুমাত্র প্রতিযোগিতার জন্য গণ্য হবে
(এখানে আপনার ব্যবহারকারী নাম যুক্ত করুন। নাম যুক্ত করার পূর্বে অবশ্যই আপনাকে লগ-ইন করতে হবে। প্রবেশ ব্যতীত নাম গ্রহণযোগ্য হবে না।)

    নির্দেশাবলী
  • দয়া করে এই সরঞ্জাম ব্যবহার করে নিবন্ধ জমা দিন। ওপরের ডানদিকে 'প্রবেশ' বোতামে ক্লিক করুন। প্রবেশ করার বাকি সমস্ত কিছুই OAuth সামলে নেবে। আপনি চাইলে ওপরের ডানদিকে ইন্টারফেস ভাষা পরিবর্তন করতে পারেন।
  • যখনই আপনি কোন নিবন্ধ জমা দেবেন, এই সরঞ্জামটি আপনার নিবন্ধে একটি টেমপ্লেট যোগ করবে যা কোন সংগঠক দ্বারা পর্যালোচনার জন্য অপেক্ষমাণ বলে নিবন্ধটিকে চিহ্নিত করবে। আপনি এই সরঞ্জাম ব্যবহার করে আপনার অগ্রগতি যাচাই করে নিতে পারেন, যেমন আপনি কতগুলি গৃহীত নিবন্ধ আপনি তৈরি করেছেন।
  • যে সমস্ত অংশগ্রহণকারীর তৈরি ৪টি নিবন্ধ গৃহীত হয়েছে তাঁকে একটি পোস্টকার্ড পাঠানো হবে। ১৫টি নিবন্ধ গৃহীত হলে আরেকটি বিশেষ পোস্টকার্ড পাবেন। বাংলা উইকিপিডিয়ায় যিনি সবচেয়ে বেশি গৃহীত নিবন্ধ তৈরি করবেন, তাঁকে উইকিপিডিয়া এশীয় দূত হিসেবে সম্মানিত করে একটি সার্টিফিকেট ও অতিরিক্ত একটি পোস্টকার্ড পাঠানো হবে।
  • এই সরঞ্জাম ব্যবহার করতে যদি আপনার সমস্যা হয়ে থাকে তবে এই পাতায় আপনার ব্যবহারকারী নামের পাশে আপনার নিবন্ধ জমা দিতে পারেন।
  • যদি কোন প্রশ্ন থাকে, তবে আমাদের প্রাজিপ্র পাতায় তার উত্তর রয়েছে।

অংশগ্রহণকারী

  1. Rifat Al Mahmud (আলাপ)
  2. Nayem Mahamud (আলাপ)
  3. খাঁ শুভেন্দু (আলাপ)
  4. রাশেদুজ্জামান (আলাপ)
  5. Arian Writing (আলাপ) ইসলামী পরামর্শদায়ক সমাবেশ
  6. NahidSultan (আলাপ)
  7. Hasive (আলাপ)
  8. Shariful_iea (আলাপ)
  9. Azmirfakir (আলাপ)
  10. Yahia.barie (আলাপ)
  11. Engr.Raju (আলাপ)
  12. Nahid.rajbd (আলাপ)
  13. Foysol3195 (আলাপ)
  14. Masum-al-hasan (আলাপ)
  15. Mahfuzcong (আলাপ)
  16. Bodhisattwa (আলাপ)
  17. Nazmul.raj (আলাপ)
  18. Akramul Hoque Samim (আলাপ)
  19. Kayser Ahmad (আলাপ)
  20. Hamid Abrar Khan (আলাপ)
  21. শাহাদাত সায়েম (আলাপ)
  22. Remianzz (আলাপ)
  23. Foysoll Aurdree (আলাপ)
  24. Wakim32 (আলাপ)
    পাঁচ রাজবংশ ও দশ রাজ্য কাল
  25. Atudu (আলাপ)
  26. ElliyasBD (আলাপ)
  27. Rohul Amin Khan (আলাপ)
  28. Intakhab (আলাপ)
    ইসমাইল নাসিরউদ্দিন শাহ, ইয়াহিয়া পেত্রা, চুক্তিবদ্ধ রাষ্ট্র
  29. ImranTopuSardar (আলাপ)
  30. মোঃ মিজানুর রহমান (বাংলাদেশ) (আলাপ)
  31. Ashiq Shawon (আলাপ):
    রাষ্ট্রপতি নিকোলাউ লোবাটো আন্তর্জাতিক বিমানবন্দর
  32. MD. KAZI SHAHINSHA MOID SANI (আলাপ)
  33. ANKAN GHOSH DASTIDER (আলাপ) এশীয় মাসে তৈরিকৃত নিবন্ধের তালিকা
  34. Navaarun (আলাপ)
  35. iqsrb722 (আলাপ)
  36. অভিজিৎ দাস (আলাপ)
  37. ব্যা করণ (আলাপ) জাপান আবহবিদ্যা নিয়োগ, কানাগাওয়ার লহরীতলে, bn:আইচি প্রশাসনিক অঞ্চল, bn:আকিতা প্রশাসনিক অঞ্চল, bn:ইওয়াতে প্রশাসনিক অঞ্চল, bn:ইবারাকি প্রশাসনিক অঞ্চল, bn:ইশিকাওয়া প্রশাসনিক অঞ্চল, bn:এহিমে প্রশাসনিক অঞ্চল, bn:ওওইতা প্রশাসনিক অঞ্চল, bn:ওকায়ামা প্রশাসনিক অঞ্চল, bn:ওকিনাওয়া প্রশাসনিক অঞ্চল, bn:ওয়াকায়ামা প্রশাসনিক অঞ্চল, bn:ওসাকা প্রশাসনিক অঞ্চল, bn:কাগাওয়া প্রশাসনিক অঞ্চল, bn:কাগোশিমা প্রশাসনিক অঞ্চল, bn:কানাগাওয়া প্রশাসনিক অঞ্চল, bn:কিয়োতো প্রশাসনিক অঞ্চল, bn:কুমামোতো প্রশাসনিক অঞ্চল, bn:কোওচি প্রশাসনিক অঞ্চল, bn:গিফু প্রশাসনিক অঞ্চল, bn:গুন্‌মা প্রশাসনিক অঞ্চল, bn:চিবা প্রশাসনিক অঞ্চল, bn:তোকুশিমা প্রশাসনিক অঞ্চল, bn:তোচিগি প্রশাসনিক অঞ্চল, bn:তোত্তোরি প্রশাসনিক অঞ্চল, bn:তোয়্যামা প্রশাসনিক অঞ্চল, bn:নাগানো প্রশাসনিক অঞ্চল, bn:নাগাসাকি প্রশাসনিক অঞ্চল, bn:নারা প্রশাসনিক অঞ্চল, bn:নিইগাতা প্রশাসনিক অঞ্চল, bn:ফুকুই প্রশাসনিক অঞ্চল, bn:ফুকুওকা প্রশাসনিক অঞ্চল, bn:ফুকুশিমা প্রশাসনিক অঞ্চল, bn:মিয়াগি প্রশাসনিক অঞ্চল, bn:মিয়াযাকি প্রশাসনিক অঞ্চল, bn:মিয়ে প্রশাসনিক অঞ্চল, bn:য়ামাগাতা প্রশাসনিক অঞ্চল, bn:য়ামাগুচি প্রশাসনিক অঞ্চল, bn:য়ামানাশি প্রশাসনিক অঞ্চল, bn:শিগা প্রশাসনিক অঞ্চল, bn:শিমানে প্রশাসনিক অঞ্চল, bn:শিযুওকা প্রশাসনিক অঞ্চল, bn:সাইতামা প্রশাসনিক অঞ্চল, bn:সাগা প্রশাসনিক অঞ্চল, bn:হিয়োগো প্রশাসনিক অঞ্চল, bn:হিরোশিমা প্রশাসনিক অঞ্চল
  38. এম আবু সাঈদ (আলাপ)
  39. Abu Sayeem Mahfooz Khan (আলাপ)
  40. Tanweer Morshed (আলাপ)
  41. TanvirH (আলাপ)
  42. Shahriar Kabir Pavel (আলাপ)
  43. কামরুল ইসলাম শাহীন (আলাপ) থীমুগ, মালদ্বীপের জাতীয় প্রতীক
  44. drpran_ind (আলাপ)
  45. Sharif Uddin (আলাপ)
  46. Sumit Purkayastha (আলাপ)
  47. Niriho khoka (আলাপ)
  48. bangali_ind (আলাপ)
  49. Che12Guevara (আলাপ)
  50. Obangmoy (আলাপ)
  51. Sajid nijhu (আলাপ)
  52. Shuaib Anik (আলাপ)
  53. Asik12 (আলাপ)
  54. দাস বিমল (আলাপ)
  55. Ovi.debdulal (আলাপ)
  56. Tameem Mahmud 007 (আলাপ)
  57. Muhammad Miftahul Islam Talha (আলাপ)
  58. মোঃ তাকিউল হাসান সাকিব (আলাপ)
  59. মুহাম্মদ মেরাজ হুসাইন (আলাপ)
  60. Mahbub98 (আলাপ)
  61. Sharif Bhuiyan (আলাপ)
  62. শাওন সরকার (আলাপ)
  63. mmrsafy (আলাপ)
  64. Tafhim Mahmud (আলাপ)

পূর্ববর্তী সংস্করণ

পরবর্তী সংস্করণ

প্রয়োজনীয় লিঙ্ক

সাংগঠনিক সহায়তা

উইকিপিডিয়া এশীয় মাস ২০১৬

Tags:

ইন্সটাগ্রামে বাংলা উইকিপিডিয়া অনুসরণ করুনএক্সে (টুইটার) বাংলা উইকিপিডিয়া অনুসরণ করুনটেলিগ্রামে বাংলা উইকিপিডিয়ার সাথে যুক্ত হোনফেসবুকে বাংলা উইকিপিডিয়ার পাতা পছন্দ করুন

🔥 Trending searches on Wiki বাংলা:

ভালোবাসাবৈশাখী মেলাগজনভি রাজবংশআলিফ লায়লারাজ্যসভাকাজলরেখাইউরোপীয় ইউনিয়নএ. পি. জে. আবদুল কালামবিদায় হজ্জের ভাষণপশ্চিমবঙ্গের নদনদীর তালিকাফাতিমাহোমিওপ্যাথিমোহাম্মদ সাহাবুদ্দিনফরিদপুর জেলাবাংলাদেশের পদমর্যাদা ক্রমমানুষমিশরঅমর সিং চমকিলাধানকবিতাদুর্নীতি দমন কমিশন (বাংলাদেশ)জাহাঙ্গীরআলিসাকিব আল হাসানউমর ইবনুল খাত্তাবধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরাদৌলতদিয়া যৌনপল্লিবাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকহীরক রাজার দেশেপাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৭০পাল সাম্রাজ্যক্ষুদিরাম বসুমমতা বন্দ্যোপাধ্যায়ঢাকা জেলাদুধকারাগারের রোজনামচাএইচআইভি/এইডসবাংলাদেশের স্থল বন্দরসমূহের তালিকাইসলামবীর্যবিশ্ব ব্যাংকভরিসানি লিওনগোপাল ভাঁড়পানিপথের প্রথম যুদ্ধহেপাটাইটিস বিঅক্ষয় তৃতীয়াবনলতা সেন (কবিতা)হরপ্পাবাংলাদেশের বিমানবন্দরের তালিকাবিদ্রোহী (কবিতা)উজবেকিস্তানউদ্ভিদইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন বখতিয়ার খলজিবঙ্গভঙ্গ (১৯০৫)আমার সোনার বাংলাদেলাওয়ার হোসাইন সাঈদীমেঘনা বিভাগবাংলাদেশ ব্যাংকের গভর্নরদের তালিকাআতাবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়জলবায়ুসালোকসংশ্লেষণমুঘল সাম্রাজ্যসুদীপ মুখোপাধ্যায়ব্রিক্‌সগাণিতিক প্রতীকের তালিকাপেশাটাইফয়েড জ্বরইহুদিরেজওয়ানা চৌধুরী বন্যাডায়াজিপামমুহাম্মাদ ফাতিহ🡆 More