উইকিপিডিয়া এশীয় মাস ২০২২

উইকিপিডিয়া এশীয় মাস হলো উইকিপিডিয়ার একটি বার্ষিক প্রতিযোগিতা, যা এশিয়া সম্পর্কিত বিষয়াদির প্রচারণাকে কেন্দ্র করে বিভিন্ন ভাষার উইকিপিডিয়ায় আয়োজিত হয়। প্রতি বছর নভেম্বরে একমাসব্যাপী আয়োজিত এই অনলাইন এডিটাথনে অংশ নেওয়া প্রতিটি সম্প্রদায় নিজস্ব দেশ ব্যতীত অন্যান্য এশীয় দেশগুলোর বিষয়ে নতুন নিবন্ধ তৈরি করে। তবে এডিটাথনে অংশগ্রহণকারী এবং আয়োজক সম্প্রদায় শুধুমাত্র এশিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে না।

নীড় ২০২৩ ২০২২ ২০২১ ২০২০ ২০১৯ ২০১৮ ২০১৭ ২০১৬ ২০১৫
উইকিপিডিয়া এশীয় মাস ২০২২
উইকিপিডিয়া এশীয় মাস ২০২২

বার্ষিক এই প্রতিযোগিতার প্রথম আয়োজিত হয় ২০১৫ সালে। এরপর থেকে প্রতি বছর আয়োজনে নিবন্ধের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি অংশগ্রহণকারীরা বৈচিত্র্যপূর্ণ অবদান রেখে আসছেন। গত পাঁচ বছরে এশীয় মাসের মাধ্যমে ৬০টিরও অধিক ভাষায় ২,৯০০-এরও অধিক উইকিপিডিয়া সম্পাদক ৩৭,৫০০-এরও বেশি ভালো মানের নিবন্ধ তৈরি করেছেন।

চলতি বছরের নভেম্বর মাসজুড়ে অনুষ্ঠিতব্য এই অনলাইন এডিটাথন বরাবরের মতো এশিয়ার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি করবে। ভারতবাংলাদেশ ব্যতীত এশিয়ার অন্যান্য দেশ সম্বন্ধীয় নিবন্ধের সংখ্যা ও গুণমান বৃদ্ধি করাই হলো বাংলা উইকিপিডিয়ায় এই এডিটাথন আয়োজনের মূল উদ্দেশ্য।

নিবন্ধ জমা দিন

(ন্যূনতম ১টি নিবন্ধ জমা দিলেই আপনি স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণকারী বিবেচিত হবেন)

নিয়মাবলি

সংক্ষেপে: এশিয়া (মানুষ, স্থান, সংস্কৃতি, প্রভৃতি) সম্পর্কিত নতুন নিবন্ধ তৈরি করুন, ২০২২ সালের নভেম্বর মাস জুড়ে। তবে, প্রতিযোগিতায় তালিকা নিবন্ধ গ্রহণযোগ্য হবে না।

  1. প্রতিযোগিতায় অংশ নিতে অবশ্যই প্রবেশকৃত (লগ-ইন থাকা) অ্যাকাউন্ট থেকে অনুবাদ করতে হবে, আইপি থেকে সম্পাদিত নিবন্ধ গ্রহণযোগ্য নয়।
  2. ১ নভেম্বর ২০২২ থেকে ৩০শে নভেম্বর ২০২২ পর্যন্ত সময়ের মধ্যে তৈরি নিবন্ধগুলিই কেবল পর্যালোচনার জন্য জমা দিতে পারবেন।
  3. এই প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারত বাদ রেখে এশিয়ার অন্য দেশের বিষয় সম্পর্কিত নিবন্ধ তৈরি করতে হবে
  4. শুধুমাত্র নতুন নিবন্ধসমূহ গৃহীত হবে, পুরাতন নিবন্ধের মানোন্নয়ন গৃহীত হবে না।
  5. তথ্যছক, বিভিন্ন সংযোগ বা লিংক ইত্যাদি বাদে মূল নিবন্ধ কমপক্ষে ৩,০০০ বাইট ও ৩০০ শব্দের বা তার বেশি হতে হবে। উল্লেখ্য যে, অন্য ভাষা থেকে অনূদিত নিবন্ধের ক্ষেত্রে নিবন্ধটি অবশ্যই সম্পূর্ণ অনুবাদের চেষ্টা করা উচিত।
  6. নিবন্ধটি তথ্যসমৃদ্ধ হতে হবে।
  7. নিবন্ধটিকে অবশ্যই উল্লেখযোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে।
  8. নিবন্ধে অবশ্যই উপযুক্ত তথ্যসূত্র থাকতে হবে; নিবন্ধের সন্দেহজনক বা বিতর্কিত তথ্যগুলো সেই নিবন্ধের তালিকাভুক্ত উদ্ধৃতি অনুযায়ী যাচাইযোগ্য হতে হবে।
  9. যান্ত্রিক অনুবাদ বা গুগল অনুবাদের মতো অনুবাদ গ্রহণযোগ্য নয়।
  10. নিবন্ধটি “তালিকা নিবন্ধ” না হওয়াই বাঞ্ছনীয়; তবে, অন্য ভাষার উইকিপিডিয়ার কোন নির্বাচিত তালিকা নিবন্ধের সম্পূর্ণ অনুবাদ হলে, নিবন্ধটিকে গণ্য করা হবে।
  11. পর্যালোচনার সময় নিবন্ধের গুণগত মানের ওপর জোর দেওয়া হবে। প্রতিযোগিতায় চার/পাঁচ লাইনের ছোট নিবন্ধ গ্রহণযোগ্য হবে না। নিয়মিত অভিজ্ঞ উইকিপিডিয়ানগণ তাদের নিজ নিজ বিবেচনাবোধ এবং উইকিবোধ কাজে লাগিয়ে নিবন্ধ পর্যালোচনা করবেন।
  12. পর্যালোচক হিসেবে নিজের নিবন্ধ নিজেই পর্যালোচনা করা যাবে না।

পুরস্কার

  1. সকল অংশগ্রহণকারীকে উইকিপদক ও ডিজিটাল সনদপত্র প্রদান করা হবে।

অনুবাদ করার জন্য নিবন্ধের তালিকা কোথায় পাবো?

আপনার সুবিধার্থে এখানে একটি নমুনা তালিকা দেয়া হয়েছে (এই তালিকা থেকে পূর্বে তৈরি হয়নি, এমন যেকোনো নিবন্ধই অনুবাদ করতে পারেন। সংশ্লিষ্ট ইংরেজি নিবন্ধটিতে যাওয়ার পর যদি বামপাশের “Languages”-এর নিচে “বাংলা” লেখাটি দেখতে পান, তাহলে বুঝতে হবে নিবন্ধটি আগেই তৈরি করা হয়েছে।)

যোগ দিন

যোগ দিতে আপনাকে আলাদাভাবে নাম লিখতে হবে না। ন্যূনতম ১টি নিবন্ধ জমা দিলেই আপনি স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণকারী বিবেচিত হবেন।

আপনি প্রতিযোগিতা চলাকালীন যেকোনও সময় এই প্রতিযোগিতায় যোগ দিতে পারেন। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে নিবন্ধ সৃষ্টি করেছেন, তারা নিজেদের ব্যবহারকারী পাতায় {{উইকিপিডিয়া এশীয় মাস অবদানকারী}} টেমপ্লেটটি এবং নিবন্ধের সবার উপরে {{কাজ চলছে/এশীয় মাস}} টেমপ্লেটটি যোগ করতে পারেন।

নিবন্ধ জমা দিন

এশীয় মাসে বাংলা উইকিপিডিয়ায় এশীয় বিষয়ক নিবন্ধ তৈরি করেছেন? নিচের বোতামে ক্লিক করে আপনার নিবন্ধ জমা দিন।

ওপরের ডানদিকে “প্রবেশ” বোতামে ক্লিক করুন। প্রবেশ কার্যের বাকি সমস্ত কিছুই OAuth সামলে নেবে। আপনি চাইলে ওপরের ডানদিকে ইন্টারফেস ভাষা পরিবর্তন করতে পারেন। যদি ফাউন্টেন ব্যবহার করে নিবন্ধ জমা দিতে আপনার সমস্যা হয়, তবে দয়া করে আলাপ পাতায় আপনার সমস্যার প্রতিবেদন করুন এবং পরে আবার চেষ্টা করুন।

সংগঠক

পর্যালোচক

পূর্ববর্তী সংস্করণ

Tags:

🔥 Trending searches on Wiki বাংলা:

সাহারা মরুভূমিজাতীয় নিরাপত্তা গোয়েন্দাযাকাতবঙ্গবন্ধু-১বাংলাদেশের নদীর তালিকানিউমোনিয়া২০২২–২৩ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের পাকিস্তান সফর (ডিসেম্বর ২০২২)ডিএনএভগবদ্গীতামুঘল সাম্রাজ্যপায়ুসঙ্গমদ্য কোকা-কোলা কোম্পানিমিশরআবদুল মোনেমসংযুক্ত আরব আমিরাতশিবআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলজ্ঞানমৌসুমীবাংলাদেশের প্রধানমন্ত্রীজাতীয় সংসদ ভবনচুম্বকঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েপ্রাণ-আরএফএল গ্রুপপেপসিইন্সটাগ্রামউপজেলা পরিষদবাংলাদেশ ব্যাংকের গভর্নরদের তালিকাসুভাষচন্দ্র বসুসুফিয়া কামালদৈনিক প্রথম আলোঅ্যান্টিবায়োটিক তালিকাদ্বৈত শাসন ব্যবস্থাবাংলাদেশ সরকারঢাকা মেট্রোরেলের স্টেশনের তালিকাদেশ অনুযায়ী ইসলামবারো ভূঁইয়াপর্যায় সারণিআইসোটোপসাঁওতালমোশাররফ করিমবিড়ালকৃষ্ণপশ্চিমবঙ্গের জেলামেঘনা বিভাগজগদীশ চন্দ্র বসুম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাববাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকপলাশীর যুদ্ধবাংলাদেশের একাডেমিক গ্রেডিং পদ্ধতিবাংলাদেশের জাতীয় পতাকাবাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২যৌনসঙ্গমহোয়াটসঅ্যাপসৌদি আরবআকবরপ্রাকৃতিক পরিবেশব্যক্তিনিষ্ঠতাযিনাআর্কিমিডিসের নীতিজনগণমন-অধিনায়ক জয় হেলালনমৌলসমূহের ইলেকট্রন বিন্যাস (উপাত্ত পাতা)হিরণ চট্টোপাধ্যায়আসমানী কিতাববেনজীর আহমেদমূত্রনালীর সংক্রমণকুমিল্লা জেলাবাংলা শব্দভাণ্ডারহোমিওপ্যাথিবাংলা সাহিত্যইউরোপখুলনা জেলাতাপপ্রবাহইবনে সিনামার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৪জীববৈচিত্র্যকমনওয়েলথ অব নেশনস🡆 More