উইকিপিডিয়া এশীয় মাস ২০২০

উইকিপিডিয়া এশীয় মাস হল উইকিপিডিয়ার একটি বার্ষিক প্রতিযোগিতা যা বিভিন্ন ভাষার উইকিপিডিয়ায় এশিয়া সম্পর্কিত বিষয়াদির প্রচারণা কেন্দ্র করে দৃষ্টি নিবদ্ধ করে। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি সম্প্রদায় নিজস্ব দেশ ব্যাতীত অন্যান্য এশীয় বিষয়গুলি সম্পর্কিত নতুন নিবন্ধ তৈরি করতে তাদের ভাষার উইকিপিডিয়ায় প্রতি নভেম্বর মাসে এক মাস ব্যাপী অনলাইন এডিটাথন চালায়। তবে অংশগ্রহণকারী দেশ শুধুমাত্র এশীয় সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়।

নীড় ২০২৩ ২০২২ ২০২১ ২০২০ ২০১৯ ২০১৮ ২০১৭ ২০১৬ ২০১৫
উইকিপিডিয়া এশীয় মাস ২০২০
উইকিপিডিয়া এশীয় মাস ২০২০
উইকিপিডিয়া এশীয় মাস ২০২০

এই প্রতিযোগিতার প্রথম সংস্করণ ২০১৫ সালে শুরু হয়েছিল এবং প্রতি বছর নিবন্ধের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি অংশগ্রহণকারীরা বৈচিত্রপূর্ণ অবদান রেখে আসছে। গত পাঁচ বছরে, ২,৯০০-এরও অধিক উইকিপিডিয়া সম্পাদক কর্তৃক ৬০ টিরও অধিক ভাষার উইকিপিডিয়া সংস্করণে প্রায় ৩৭,৫০০ এরও বেশি ভালো মানের নিবন্ধ তৈরি করেছে।

চলতি বছরের নভেম্বর মাস জুড়ে অনুষ্ঠিতব্য এই অনলাইন এডিটাথনের মাধ্যমে বরাবরের মতো এশিয়ার বিভিন্ন উইকিপিডিয়া সম্প্রদায়ের মধ্যে বোঝাপড়া বৃদ্ধি পাবে। ভারতবাংলাদেশ ব্যতীত এশিয়ার অন্যান্য দেশ সম্বন্ধীয় নিবন্ধের সংখ্যা ও গুণমান বৃদ্ধি করাই হল উইকিপিডিয়ায় এই এডিটাথনের মূল উদ্দেশ্য।

উইকিপিডিয়া এশীয় সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্বের স্মারক হিসেবে প্রত্যেক অংশগ্রহণকারী, যারা অন্ততঃ চারটি নিবন্ধ তৈরি করবেন, তারা অন্য অংশগ্রহণকারী দেশ থেকে একটি উইকিপিডিয়া পোস্টকার্ড উপহার হিসেবে পাবেন।

প্রত্যেক উইকিপিডিয়া থেকে যে সকল উইকিপিডিয়ান সর্বাধিক নিবন্ধ তৈরি করবেন, তাকে "উইকিপিডিয়া এশীয় দূত" উপাধিতে সম্মানিত করে সার্টিফিকেট ও পোস্টকার্ড পাঠানো হবে।

নিয়মাবলী

সংক্ষেপে: এশিয়া (মানুষ, স্থান, সংস্কৃতি, প্রভৃতি) সম্পর্কিত নতুন নিবন্ধ তৈরি করুন, ২০২০ সালের নভেম্বর মাস জুড়ে। তালিকা নিবন্ধ গ্রহণযোগ্য হবে না।

  1. অবশ্যই প্রবেশকৃত (লগ-ইন থাকা) অ্যাকাউন্ট থেকে অনুবাদ করতে হবে, আইপি থেকে সম্পাদিত নিবন্ধ গ্রহণযোগ্য নয়।
  2. ১ নভেম্বর ২০২০ থেকে ৩০শে নভেম্বর ২০২০ পর্যন্ত সময়ের মধ্যে তৈরি নিবন্ধগুলিই কেবল পর্যালোচনার জন্য জমা দিতে পারবেন।
  3. এই প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারত বাদ রেখে এশিয়ার অন্য দেশের বিষয় সম্পর্কিত নিবন্ধ তৈরি করতে হবে
  4. শুধুমাত্র নতুন নিবন্ধসমূহ গৃহীত হবে, পুরাতন নিবন্ধের মানোন্নয়ন গৃহীত হবে না।
  5. তথ্যছক, বিভিন্ন সংযোগ বা লিংক ইত্যাদি বাদে মূল নিবন্ধ অন্তত ৩,০০০ বাইট ও ৩০০ শব্দের বা তার বেশি হওয়া উচিত। তবে এর অধিক বিদ্যমান তথ্যসমৃদ্ধ প্রতিটি নিবন্ধ সম্পূর্ণ অনুবাদকৃত হতে হবে, অন্যথায় নিবন্ধটি প্রতিযোগিতার জন্য গ্রহণযোগ্য হবে না।
  6. নিবন্ধটি তথ্যসমৃদ্ধ হতে হবে।
  7. নিবন্ধটিকে অবশ্যই উল্লেখযোগ্যতার মানদণ্ড পূরণ করতে হবে।
  8. নিবন্ধে অবশ্যই উপযুক্ত তথ্যসূত্র থাকতে হবে; নিবন্ধে সন্দেহজনক বা বিতর্কিত বক্তব্যগুলি সেই নিবন্ধের তালিকাভুক্ত উদ্ধৃতি অনুযায়ী যাচাইযোগ্য হতে হবে।
  9. যান্ত্রিক অনুবাদ বা গুগল অনুবাদের মত অনুবাদ গ্রহণযোগ্য নয়।
  10. নিবন্ধটি "তালিকা নিবন্ধ" না হওয়াই বাঞ্ছনীয়, কিন্তু অন্য ভাষার উইকিপিডিয়ার কোন নির্বাচিত তালিকা নিবন্ধের সম্পূর্ণ অনুবাদ হলে, নিবন্ধটিকে গণ্য করা হবে।
  11. পর্যালোচনার সময় নিবন্ধের গুণগত মানের ওপর জোর দেওয়া হবে। এ প্রতিযোগিতায় চার/পাঁচ লাইনের ছোট নিবন্ধ গ্রহণযোগ্য হবে না। নিয়মিত অভিজ্ঞ উইকিপিডিয়ানগণ তাদের নিজ নিজ বিবেচনাবোধ এবং উইকিবোধ কাজে লাগিয়ে নিবন্ধ পর্যালোচনা করবেন।
  12. পর্যালোচক হিসাবে নিজের নিবন্ধ নিজেই পর্যালোচনা করা যাবে না।

প্রবর্তন

    • পুরষ্কার (সমস্ত এশীয় মাস উইকিপিডিয়া): পার্ম আঞ্চলিক যাদুঘর পোস্টকার্ড, যখন তারা ৪ টি নিবন্ধ তৈরি করবে, যা নিয়মগুলি পরিপূর্ণ করে।

পুরস্কার

  1. কোনো অংশগ্রহণকারীর তৈরি ৪টি নিবন্ধ গৃহীত হলে তাকে একটি পোস্টকার্ড পাঠানো হবে।
  2. বাংলা উইকিপিডিয়ায় যিনি সবচেয়ে বেশি গৃহীত নিবন্ধ তৈরি করবেন, তাকে "উইকিপিডিয়া এশীয় দূত" হিসেবে সম্মানিত করে একটি সার্টিফিকেট ও অতিরিক্ত একটি পোস্টকার্ড পাঠানো হবে।

অনুবাদ করার জন্য নিবন্ধের তালিকা কোথায় পাব?

আপনার সুবিধার্থে এখানে একটি তালিকা দেয়া হয়েছে (এই তালিকা থেকে পূর্বে তৈরি হয় নি এমন যে কোনো নিবন্ধই অনুবাদ করতে পারেন। সংশ্লিষ্ট ইংরেজি নিবন্ধটিতে যাওয়ার পর যদি বামপাশের 'Languages' এর নিচে 'বাংলা' দেখতে পান তাহলে বুঝতে হবে নিবন্ধটি আগেই তৈরি করা হয়েছে।)

যোগ দিন

আপনি নভেম্বর মাসের যে কোনও সময় এই প্রতিযোগিতায় যোগ দিতে পারেন। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে নিবন্ধ সৃষ্টি করেছেন, তারা নিজেদের ব্যবহারকারী পাতায় {{উইকিপিডিয়া এশীয় মাস অবদানকারী}} টেমপ্লেটটি এবং নিবন্ধের সবার উপরে {{কাজ চলছে/এশীয় মাস}} টেমপ্লেটটি যোগ করতে পারেন।

অংশগ্রহণকারীদের তালিকা


এই উদাহরণের মতো করে #{{উইকিএশীয়মাস ব্যবহারকারী|আপনার ব্যবহারকারী নাম}} এখানে আপনার ব্যবহারকারী নাম যুক্ত করুন। এবং আপনি যে কোনও সময় এই তালিকায় আপনার নাম যোগ করতে পারেন। নাম যুক্ত করার পূর্বে অবশ্যই আপনাকে লগ-ইন করতে হবে। প্রবেশ ব্যতীত নাম গ্রহণযোগ্য হবে না।

    আনুসাঙ্গিক

এই সরঞ্জাম ব্যবহার করে নিবন্ধ জমা দিন। ওপরের ডানদিকে 'প্রবেশ' বোতামে ক্লিক করুন। প্রবেশ করার বাকি সমস্ত কিছুই OAuth সামলে নেবে। আপনি চাইলে ওপরের ডানদিকে ইন্টারফেস ভাষা পরিবর্তন করতে পারেন। ২০২০ সালের নভেম্বর মাসে সম্পাদিত নিবন্ধই শুধুমাত্র প্রতিযোগিতার জন্য গণ্য হবে

  • যখনই আপনি কোন নিবন্ধ জমা দেবেন, এই সরঞ্জামটি আপনার নিবন্ধে একটি টেমপ্লেট যোগ করবে যা কোন সংগঠক দ্বারা পর্যালোচনার জন্য অপেক্ষমাণ বলে নিবন্ধটিকে চিহ্নিত করবে। আপনি এই সরঞ্জাম ব্যবহার করে আপনার অগ্রগতি যাচাই করে নিতে পারেন, যেমন আপনি কতগুলি গৃহীত নিবন্ধ তৈরি করেছেন।
  • এই সরঞ্জাম ব্যবহার করতে যদি আপনার সমস্যা হয়ে থাকে তবে এই পাতায় আপনার ব্যবহারকারী নামের পাশে আপনার নিবন্ধ জমা দিতে পারেন।
  • যদি কোন প্রশ্ন থাকে, তবে আমাদের প্রাজিপ্র পাতায় তার উত্তর রয়েছে।
    টেমপ্লেট

{{আলাপ পাতা}}
{{অনূদিত পাতা |en|নিবন্ধের নাম|সংস্করণ= |ছোট=না}}
{{উইকিপিডিয়া এশীয় মাস আলাপ ২০২০}}

আপনি যদি এই প্রতিযোগিতায় অংশ নিয়ে কোন সম্পাদনা না করেন তবে আপনি অংশগ্রহণকারী রূপে গণ্য হবেন না

অংশগ্রহণকারী

পর্যালোচক

নিবন্ধ জমা দিন

এশীয় মাসে বাংলা উইকিপিডিয়ায় এশীয় বিষয়ক নিবন্ধ তৈরি করেছেন? নিচের বোতামে ক্লিক করে আপনার নিবন্ধ জমা দিন।

ওপরের ডানদিকে 'প্রবেশ' বোতামে ক্লিক করুন। প্রবেশ করার বাকি সমস্ত কিছুই OAuth সামলে নেবে। আপনি চাইলে ওপরের ডানদিকে ইন্টারফেস ভাষা পরিবর্তন করতে পারেন। যদি ফাউন্টেন ব্যবহার করে নিবন্ধ জমা দিতে আপনার সমস্যা হয় তবে দয়া করে আলাপ পাতায় আপনার সমস্যার প্রতিবেদন করুন এবং পরে আবার চেষ্টা করুন। এরপরও যদি আপনার সমস্যা হয় তবে এখানে আপনার অবদানগুলি জমা করতে পারেন।

সংগঠক

পূর্ববর্তী সংস্করণ

প্রয়োজনীয় সংযোগ

সাংগঠনিক সহায়তা

উইকিপিডিয়া এশীয় মাস ২০২০

Tags:

🔥 Trending searches on Wiki বাংলা:

পূর্ণিমা (অভিনেত্রী)ঋতুবাংলাদেশ ছাত্রলীগনাদিয়া আহমেদভারতের সাধারণ নির্বাচন, ২০২৪বারমাকিযাকাতইশার নামাজবাংলাদেশের উপজেলার তালিকাতরমুজফজরের নামাজসংস্কৃতিকোকা-কোলাপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরনেপোলিয়ন বোনাপার্টবাংলাদেশের জাতীয় পতাকাইসলামি আরবি বিশ্ববিদ্যালয়মহাদেশপাল সাম্রাজ্য২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবাংলাদেশের ইতিহাসজিএসটি ভর্তি পরীক্ষামিশরফুটবলটিকটকছোটগল্পবাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২পাগলা মসজিদমানিক বন্দ্যোপাধ্যায়লক্ষ্মীইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিনগরায়নরামপ্রসাদ সেনগণতন্ত্রসন্ধিবাংলাদেশে পালিত দিবসসমূহহুমায়ূন আহমেদএম. জাহিদ হাসানজয়নুল আবেদিনবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকনডমঅস্ট্রেলিয়াজোট-নিরপেক্ষ আন্দোলননাটকসিঙ্গাপুরকৃত্রিম বুদ্ধিমত্তাজনপ্রশাসন মন্ত্রণালয় (বাংলাদেশ)মুহাম্মাদের স্ত্রীগণবাংলাদেশের প্রধানমন্ত্রীবাংলাদেশের জেলাঢাকা বিভাগবাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকাবিশেষণপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের তালিকাবাংলাদেশের কোম্পানির তালিকাবাংলাদেশের শিক্ষামন্ত্রীখিলাফতকৃষ্ণফুলশিব নারায়ণ দাসযোনি পিচ্ছিলকারকদারুল উলুম দেওবন্দমানবজমিন (পত্রিকা)সূরা ফালাকবেনজীর আহমেদজি২০আরবি ভাষাবিসমিল্লাহির রাহমানির রাহিমপ্রথম মালিক শাহসূরা কাফিরুনপায়ুসঙ্গমযোগাযোগনকশীকাঁথা এক্সপ্রেসবাংলাদেশি কবিদের তালিকাতুরস্কসিলেটঅরিজিৎ সিং🡆 More