ইয়াহিয়া পেত্রা

সুলতান ইয়াহিয়া পেত্রা ইবনে আলমরহুম সুলতান ইবরাহিম পেত্রা (১০ ডিসেম্বর ১৯১৭ – ২৯ মার্চ‌ ১৯৭৯) ছিলেন মালয়েশিয়ার ষষ্ঠ সম্রাট। ১৯৭৫ সালের ২১ সেপ্টেম্বর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সম্রাট ছিলেন। তিনি কেলানতানের দ্বাদশ সুলতান।

ইয়াহিয়া পেত্রা
মালয়েশিয়ার ৬ষ্ঠ ইয়াং দি-পেরতুয়ান আগং
কেলানতানের সুলতান
ইয়াং দি-পেরতুয়ান আগং
রাজত্ব২১ সেপ্টেম্বর ১৯৭৫ – ২৯ মার্চ ১৯৭৯
মালয়েশিয়া২৮ ফেব্রুয়ারি ১৯৭৬
পূর্বসূরিআবদুল হালিম মুয়াজ্জম শাহ
উত্তরসূরিআহমেদ শাহ আল মুসতাইন বিল্লাহ
কেলানতানের সুলতান
রাজত্ব১০ জুলাই ১৯৬০ – ২৯ মার্চ ১৯৭৯
রাজ্যাভিষেক১৭ জুলাই ১৯৬১
পূর্বসূরিইবরাহিম পেত্রা
উত্তরসূরিইসমাইল মেত্রা
জন্ম(১৯১৭-১২-১০)১০ ডিসেম্বর ১৯১৭
কোতা ভারু, কেলানতান, আনফেডারেটেড মালয় স্টেটস, ব্রিটিশ মালয়
মৃত্যু২৯ মার্চ ১৯৭৯(1979-03-29) (বয়স ৬১)
ইসতানা নেগারা, কুয়ালালামপুর, মালয়েশিয়া
সমাধি৩০ মার্চ ১৯৭৯
কোতা ভারু, কেলানতান, মালয়েশিয়া
দাম্পত্য সঙ্গীতুঙ্কু জয়নব
বংশধরইসমাইল পেত্রা
পূর্ণ নাম
তুঙ্কু ইয়াহিয়া পেত্রা ইবনে তুঙ্কু ইবরাহিম পেত্রা (জন্মনাম)

তুঙ্কু ইয়াহিয়া পেত্রা ইবনে আলমরহুম সুলতান ইবরাহিম পেত্রা (ইয়াং দি-পেরতুয়ান আগং হিসেবে)

সুলতান ইয়াহিয়া পেত্রা ইবনে আলমরহুম সুলতান ইবরাহিম পেত্রা (কেলানতানের সুলতান হিসেবে)
পিতাইবরাহিম পেত্রা
মাতাচে এম্বং বিনতে দাউদ
ধর্মইসলাম (সুন্নি)

প্রারম্ভিক জীবন

ইয়াহিয়া পেত্রা কোতা ভারুতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন সুলতান ইবরাহিম পেত্রার দ্বিতীয় ছেলে।

ইয়াহিয়ার নিঃসন্তার চাচা তুঙ্কু ইসমাইল তাকে লালনপালন করেছেন। ইসমাইল পরে সুলতান হন। ইয়াহিয়াকে পেনাঙের ফ্রান্সিস লাইট স্কুলে পড়াশোনার জন্য পাঠানো হয়। এরপর তিনি ইংল্যান্ডে লেখাপড়ার উদ্দেশ্যে যান। তার চাচা সুলতান ইসমাইল ১৯৩৯ সালের ২১ জুলাই তাকে তুঙ্কু তেমেংগং নিযুক্ত করেছিলেন। পর তার বাবা সুলতান ইবরাহিম ১৯৪৫ সালের ৬ ফেব্রুয়ারি তাকে তুঙ্কু বেন্দাহারা নিযুক্ত করেন। ইয়াহিয়া ১৯৪১ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত কেলানতানের বিভিন্ন প্রশাসনিক দায়িত্বপালন করেছেন।

কেলানতানের উত্তরাধিকার

তুঙ্কু ইন্দ্রা পেত্রা ছিলেন সুলতান ইবরাহিমের বড় ছেলে। সুলতান ইবরাহিম তার নিঃসন্তান ভাই সুলতান ইসমাইলের উত্তরসূরি হওয়ার পর তুঙ্কু ইন্দ্রা পেত্রা ১৯৪৪ সালের ২৫ অক্টোবর রাজা মুদা তথা উত্তরাধিকারী মনোনীত হন। তবে ইবরাহিমের সাথে দ্বন্দ্বের ফলে ১৯৪৮ সালের ১ ফেব্রুয়ারি তাকে অপসারণ করে ইয়াহিয়াকে উত্তরাধিকারী মনোনীত করা হয়।

সুলতান ইবরাহিমের মৃত্যুর পর ইয়াহিয়া পেত্রা ১৯৬০ সালের ৯ জুলাই কেলানতানের সুলতান হন। ১৯৬১ সালের ১৭ জুলাই কোতা ভারুর ইসতানা বালাই বেসারে তার অভিষেক হয়।

উপসম্রাট

সুলতান ইয়াহিয়া পেত্রা ১৯৭০ সালের ২১ সেপ্টেম্বর থেকে ১৯৭৫ সালের ২০ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি ইয়াং দি-পেরতুয়ান আগং ছিলেন।

সম্রাট

ষষ্ঠ সম্রাট নির্বাচনের সময় সবচেয়ে জ্যেষ্ঠ শাসক পাহাঙের আবু বকর এবং জোহরের সুলতান ইসমাইল উভয়ে দায়িত্বগ্রহণ করতে অস্বীকৃতি জানান। স্বাস্থ্যগত কারণে সুলতান ইয়াহিয়াও রাজি ছিলেন না। তবে পরে তিনি সিদ্ধান্ত বদল করেন। ১৯৭৫ সালের ২১ সেপ্টেম্বর ইয়াহিয়া পেত্রা মালয়েশিয়ার সম্রাট হন।

মৃত্যু

সুলতান ইয়াহিয়া ১৯৭৯ সালের ২৯ মার্চ ইসতানা নেগারায় মৃত্যুবরণ করেন। তাকে কোতা ভারুর রাজকীয় কবরস্থানে দাফন করা হয়।

পরিবার

তিনি তুঙ্কু জয়নবকে বিয়ে করেছিলেন। তুঙ্কু জয়নবের উপাধি ছিল রাজা পেরেমপুয়ান ও রাজা পেরমাইসুরি আগং। সুলতান ইয়াহিয়া ও তুঙ্কু জয়জবের এক ছেলে ও ছয় মেয়ে রয়েছে।

তথ্যসূত্র

রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
আবদুল হালিম মুয়াজ্জম শাহ
(কেদাহর সুলতান)
ইয়াং দি-পেরতুয়ান আগং
(মালয়েশিয়ার সম্রাট)

১৯৭৫–১৯৭৯
উত্তরসূরী
সুলতান আহমেদ শাহ
(পাহাঙের সুলতান)
পূর্বসূরী
ইবরাহিম পেত্রা
কেলানতানের সুলতান
১৯৬০–১৯৭৯
উত্তরসূরী
ইসমাইল পেত্রা

Tags:

ইয়াহিয়া পেত্রা প্রারম্ভিক জীবনইয়াহিয়া পেত্রা কেলানতানের উত্তরাধিকারইয়াহিয়া পেত্রা উপসম্রাটইয়াহিয়া পেত্রা সম্রাটইয়াহিয়া পেত্রা মৃত্যুইয়াহিয়া পেত্রা পরিবারইয়াহিয়া পেত্রা তথ্যসূত্রইয়াহিয়া পেত্রা

🔥 Trending searches on Wiki বাংলা:

বাংলাদেশের জাতীয় সংসদের সদস্যদের তালিকাদুধবিজরী বরকতুল্লাহইমাম বুখারীইব্রাহিম (নবী)রবীন্দ্রজয়ন্তীকৃষিকাজএ, জে, মোহাম্মদ আলীপাবনা জেলাআসামবাংলাদেশ জাতীয়তাবাদী দলবাঙালি হিন্দু বিবাহছয় দফা আন্দোলনগ্রামীণফোনফজরের নামাজশেখ মুজিবুর রহমানপাখিজিঞ্জিরাম নদীদুরুদমাইটোসিসবাংলাদেশী জাতীয় পরিচয় পত্রবাঙালি সংস্কৃতিমুসাফিরের নামাজপর্যায় সারণিগজলবিভিন্ন দেশের মুদ্রাইংরেজি ভাষাXnxx.con realহিন্দি ভাষাচতুর্থ শিল্প বিপ্লববাংলাদেশের স্বাধীনতা যুদ্ধইন্দো-ইউরোপীয় ভাষাসমূহটেলিগ্রাম (সেবা)দশাবতারত্রিভুজলোকসভাদীঘাকৃষ্ণচূড়াহুমায়ূন আহমেদ২০২৪ফেনী জেলামুনাফিকদুর্নীতিসালমান শাহজারুলব্রহ্মপুত্র নদভিয়েতনাম যুদ্ধকুমিল্লাআবুল কাশেম ফজলুল হকর‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নযৌনসঙ্গমচেঙ্গিজ খানরাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)মেঘালয়জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনশরীয়তপুর জেলাঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনবাঙালি হিন্দুদের পদবিসমূহআন্তর্জাতিক শ্রমিক দিবসআলহামদুলিল্লাহভগবদ্গীতামনিশ পাণ্ডেপর্নোগ্রাফিমালয়েশিয়াআহল-ই-হাদীসলোহিত রক্তকণিকাবাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকাসিরাজউদ্দৌলাশিশ্ন বর্ধনমুম্বই ইন্ডিয়ান্সপানিউত্তর চব্বিশ পরগনা জেলা৩ মেশরিফুল ইসলাম (ক্রিকেটার)জগন্নাথ বিশ্ববিদ্যালয়উমাইয়া খিলাফতগোত্র (হিন্দুধর্ম)🡆 More