কাগাওয়া প্রশাসনিক অঞ্চল

কাগাওয়া প্রশাসনিক অঞ্চল (香川県? কাগাওয়া কেন্‌) হল জাপানের শিকোকু দ্বীপে অবস্থিত একটি প্রশাসনিক অঞ্চল। এর রাজধানী তাকামাৎসু নগর।

কাগাওয়া প্রশাসনিক অঞ্চল
香川県
প্রশাসনিক অঞ্চল
জাপানি প্রতিলিপি
 • জাপানি香川県
 • রোমাজিKagawa-ken
কাগাওয়া প্রশাসনিক অঞ্চল পতাকা
পতাকা
কাগাওয়া প্রশাসনিক অঞ্চল অফিসিয়াল লোগো
কাগাওয়া প্রশাসনিক অঞ্চলের প্রতীক
কাগাওয়া প্রশাসনিক অঞ্চল অবস্থান
দেশজাপান
অঞ্চলশিকোকু
দ্বীপশিকোকু
রাজধানীতাকামাৎসু
আয়তন
 • মোট১,৮৬১.৭০ বর্গকিমি (৭১৮.৮১ বর্গমাইল)
এলাকার ক্রম৪৭ তম
জনসংখ্যা (১লা মে ২০১৬)
 • মোট৯,৭৪,০৫২
 • ক্রম৪০ তম
 • জনঘনত্ব৫২৩.২০/বর্গকিমি (১,৩৫৫.১/বর্গমাইল)
আইএসও ৩১৬৬ কোডJP-37
জেলা
পৌরসভা১৭
ফুলঅলিভ (ওলিয়া ইউরোপিয়া)
গাছঅলিভ (ওলিয়া ইউরোপিয়া)
পাখিছোট কোকিল (কুকুলাস পলিওসেফালাস)
ওয়েবসাইটwww.pref.kagawa.jp

ইতিহাস

১১৮৫ খ্রিষ্টাব্দের ২২শে মার্চ বর্তমান কাগাওয়ার নিকটে মিনামোতো ও তাইরা পরিবারের দীর্ঘস্থায়ী সংঘর্ষের অংশ হিসেবে য়াশিমার যুদ্ধ অনুষ্ঠিত হয়। কাগাওয়া অঞ্চল মেইজি পুনর্গঠনের আগে সানুকি প্রদেশ নামে পরিচিত ছিল। ১৮৭৬ থেকে ১৮৮৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত কাগাওয়া, এহিমে প্রশাসনিক অঞ্চলের অংশ ছিল।

ভূগোল

শিকোকু দ্বীপের উত্তর-পশ্চিমে কাগাওয়া প্রশাসনিক অঞ্চলের অবস্থান। এর পশ্চিমে এহিমে ও দক্ষিণে তোকুশিমা প্রশাসনিক অঞ্চলের সীমা। এর উত্তরে সেতো অন্তর্দেশীয় সাগরের উপকূল ও তার অপর পাড়ে ওকায়ামা প্রশাসনিক অঞ্চল অবস্থিত। কাগাওয়ার দক্ষিণ প্রান্ত বরাবর সানুকি পর্বতমালা বিস্তৃত।

আয়তনের বিচারে কাগাওয়া বর্তমানে জাপানের ক্ষুদ্রতম প্রশাসনিক অঞ্চল। ১৯৯০ এর দশকে কান্‌সাই বিমানবন্দর নির্মাণের আগে অবধি এই খেতাব ছিল ওসাকার কুক্ষিগত।

২০১২ এর এপ্রিল মাসের হিসেব অনুযায়ী কাগাওয়ার মোট ভূমির ১১ শতাংশ সংরক্ষিত বনাঞ্চল। এর মধ্যে আছে সেতোকাইনাই জাতীয় উদ্যান এবং ওওতাকি-ওওকাওয়া প্রশাসনিক আঞ্চলিক উদ্যান।

জলবায়ু

কাগাওয়া প্রশাসনিক অঞ্চলের জলবায়ু প্রধানত সেতো অন্তর্দেশীয় সাগর দ্বারা নিয়ন্ত্রিত হয়। আকাশ বেশির ভাগ সময় পরিষ্কার থাকে ও বৃষ্টিপাত অল্প। রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়ায় উপকূলে লবণ তৈরির উপযুক্ত পরিবেশ পাওয়া যায়। এই কারণে অতীতে কাগাওয়াকে নুনের রাজ্য বলা হত। অবশ্য অল্প বৃষ্টিপাতের ফলে গ্রীষ্মে জলের অভাব দেখা দেয়। মাঝে মাঝে নদীগুলির পার্বত্য প্রবাহ থেকে বাহিত বৃষ্টিধারায় পুষ্ট অতিরিক্ত জল থেকে বন্যাও হয়। শীতে গড়ে দুই থেকে তিনবার বরফ পড়ে, তবে এর প্রাবল্য কমই থাকে।

অর্থনীতি

কৃষিকাজ

লেটুস, কমলালেবু, ধান ইত্যাদি হল কাগাওয়া প্রশাসনিক অঞ্চলের মুখ্য কৃষিজ পণ্য। প্রস্তুত খাদ্যের মধ্যে এখানকার সানুকি উদোন (বিশেষ মোটা নুড্‌লস) জাপানে বিখ্যাত। জলপাই এবং জলপাই তেল সমেত জলপাই জাত বিভিন্ন খাবার কাগাওয়ার নিজস্ব বৈশিষ্ট্য। বিভিন্ন মাংসের মধ্যে জলপাই তেল মিশিয়ে প্রস্তুত খাদ্যে পলিফেনলের পরিমাণ বেশি থাকে বলে পচনের হার কমে যায়।

মৎস্যচাষ

সার্ডিন ও শিরাসু মাছ, অক্টোপাস ও স্কুইড ঈগল জাতীয় প্রাণীদের কেন্দ্র করে বড় মৎস্যশিল্প গড়ে উঠেছে। হামাচি, নোরি ও লাল সীব্রীমও মূল্যবান মৎস্যসম্পদ। ২০০৯ খ্রিঃ হিসেব অনুযায়ী মৎস্যশিল্প এখানকার মোট শিল্প উৎপাদনের ১৭% অধিকার করে ছিল। অবশ্য সেতো অন্তর্দেশীয় সাগরের লোহিত জোয়ার থেকে কগাওয়ার মাছ চাষের ক্ষতি হয়। এই ঘটনার যথার্থ বৈজ্ঞানিক পর্যবেক্ষণের জন্য উপসাগরের উপকূলে লোহিত জোয়ার গবেষণাগার নির্মিত হয়েছে।

তথ্যসূত্র

Tags:

কাগাওয়া প্রশাসনিক অঞ্চল ইতিহাসকাগাওয়া প্রশাসনিক অঞ্চল ভূগোলকাগাওয়া প্রশাসনিক অঞ্চল অর্থনীতিকাগাওয়া প্রশাসনিক অঞ্চল তথ্যসূত্রকাগাওয়া প্রশাসনিক অঞ্চলউইকিপিডিয়া:বাংলা ভাষায় জাপানি শব্দের প্রতিবর্ণীকরণজাপানজাপানের প্রশাসনিক অঞ্চলশিকোকু

🔥 Trending searches on Wiki বাংলা:

সাধু ভাষাইহুদিশেখশ্রীকৃষ্ণকীর্তনচৈতন্যচরিতামৃতউপন্যাসঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েইসলামি সহযোগিতা সংস্থাহস্তমৈথুনের ইতিহাসমুস্তাফিজুর রহমানবাংলাদেশের বিভাগসমূহমাওলানাকিরগিজস্তানচীন২০২২–২৩ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের পাকিস্তান সফর (ডিসেম্বর ২০২২)সিলেটদারাজরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবশাহবাজ আহমেদ (ক্রিকেটার)মানিক বন্দ্যোপাধ্যায়ভৌগোলিক আয়তন অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাশরৎচন্দ্র চট্টোপাধ্যায়যুক্তফ্রন্টওজোন স্তরআমার সোনার বাংলামুর্শিদাবাদ জেলাবটস্বাস্থ্যের উপর তামাকের প্রভাবশর্করাটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাঅর্থনীতিবাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত জেনারেলদের তালিকাজি২০চেন্নাই সুপার কিংসআমইউক্রেনে রুশ আক্রমণ (২০২২-বর্তমান)জনপ্রশাসন মন্ত্রণালয় (বাংলাদেশ)উজবেকিস্তানহজ্জযোনি পিচ্ছিলকারক২০২৪ ইসরায়েলে ইরানি হামলাসুন্দরবনরাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)অমর সিং চমকিলামুজিবনগর সরকারদেলাওয়ার হোসাইন সাঈদীদ্বৈত শাসন ব্যবস্থাসানরাইজার্স হায়দ্রাবাদষড়রিপুআহসান মঞ্জিলবাংলাদেশ সরকারমোশাররফ করিমহৃৎপিণ্ডসৌরজগৎগাজওয়াতুল হিন্দভারতের স্বাধীনতা আন্দোলনশবনম বুবলিভূমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধিত্রিভুজদৈনিক ইনকিলাবগজলডায়াজিপামজোট-নিরপেক্ষ আন্দোলনময়ূরী (অভিনেত্রী)মেটা প্ল্যাটফর্মসমৌলসমূহের ইলেকট্রন বিন্যাস (উপাত্ত পাতা)জ্ঞানচিয়া বীজবাংলাদেশের স্থল বন্দরসমূহের তালিকামহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাপর্তুগিজ সাম্রাজ্যআমাশয়ডায়াচৌম্বক পদার্থসুভাষচন্দ্র বসুমুহাম্মাদরবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মমহেন্দ্র সিং ধোনি🡆 More