২০ ফেব্রুয়ারি: তারিখ

২০ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৫১তম দিন। বছর শেষ হতে আরো ৩১৪ (অধিবর্ষে ৩১৫) দিন বাকি রয়েছে।

১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯

ঘটনাবলী

  • ১৪৩৭ - স্কটিশ নগরী ব্যর্থ হয়।
  • ১২৫৮ - মোঙ্গল সেনাপতি হালাকু খাঁর হাতে বাগদাদের খলিফা মুস্তাসিম বিল্লাহ পরিবার ও অমাত্যবর্গসহ নিহত হন।
  • ১৫০৩ - পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা দক্ষিণ ভারতের কান্নানো বন্দর থেকে আফ্রিকায় মোজাম্বিকের উদ্দেশে যাত্রা করেন।
  • ১৮০৯ - সায়াগোসার যুদ্ধে ফরাসিদের কাছে স্পেনীয়রা পরাজিত হয়।
  • ১৮১১ - অস্ট্রিয়া নিজেকে দেউলিয়া ঘোষণা করে।
  • ১৮৩৫ - কলকাতা মেডিক্যাল কলেজে প্রথম ক্লাস শুরু হয়।
  • ১৮৬৮ - বাংলা সাপ্তাহিক হিসেবে অমৃতবাজার পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
  • ১৯০৬ - উত্তর নাইজেরিয়ায় বিদ্রোহ শুরু হয়।
  • ১৯৬২ - প্রথম মার্কিন নভোচারী জন এইচ গ্লেন জুনিয়র এর কক্ষ পথে অবতরণ করেন।
  • ১৯৬৭ - ইন্দোনেশিয়ায় জে. সুহার্তোর কাছে প্রেসিডেন্ট সুকর্নের সকল নির্বাহী ক্ষমতা হস্তান্তর করা হয়।
  • ১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় মরিশাস
  • ১৯৭৫ - এক প্রেসিডেন্সিয়াল আদেশের মাধ্যমে বলা হয়, আওয়ামী লীগের সকল সংসদ সদস্য বাকশালের সদস্য হিসেবে বিবেচিত হবে।
  • ১৯৭৭ - বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদক প্রবর্তন করে।
  • ১৯৮৪ - রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীকে সিলেটে দাফন সম্পন্ন করা হয়।
  • ১৯৮৭ - অরুণাচল প্রদেশমিজোরাম ভারতের পূর্ণরাজ্য হিসাবে গঠিত হয়।
  • ১৯৯১ - যুগোশ্লাভিয়া থেকে বিচ্ছিন্ন হতে স্লোভেনিয়ার পার্লামেন্ট সদস্যদের ভোটে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীয় হয়।
  • ১৯৯৯ - ভারতের প্রধানমন্ত্রী বাজপেয়ী ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দু’দেশের মধ্যে বাণিজ্যিক বাস সার্ভিসে করে পাকিস্তান সফর করেন।

জন্ম

  • ১৭৫৯ - জার্মান চিকিৎসক যোহান খৃস্টান রেইল জন্মগ্রহণ করেন।
  • ১৭৯৪ - আইরিশ লেখক উইলিয়াম কারলেতন জন্মগ্রহণ করেন।
  • ১৮৮৮ - ফরাসি ঔপন্যাসিক ঝর্ঝ বের্নানোস জন্মগ্রহণ করেন।
  • ১৯৩৭ - নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ রবার্ট হুবার জন্মগ্রহণ করেন।
  • ১৯৫১ - গর্ডন ব্রাউন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।
  • ১৯৭৮ - জার্মান অভিনেত্রী জুলিয়া জেন্টশ জন্মগ্রহণ করেন।
  • ১৯৮৬ - নুসরাত ইমরোজ তিশা, বাংলাদেশের অভিনেত্রী।
  • ১৯৮৯ - আমেরিকান অভিনেতা জ্যাক ফালাহে জন্মগ্রহণ করেন ।

মৃত্যু

  • ১৪৩৭ - স্কটল্যান্ডের রাজা প্রথম জেমস নিহত হন।
  • ১৭০৭ - সম্রাট আওরঙ্গজেব মৃত্যুবরণ করেন।
  • ১৯০৭ - নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ হেনরি মিশান, মৃত্যুবরণ করেন।
  • ১৯১৬ - নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ সাংবাদিক ও রাজনীতিবিদ ক্লাস পন্টুস আরনল্ডসন মৃত্যুবরণ করেন।
  • ১৯২৮ - বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক ও রাজনীতিবিদ ফয়েজ আহমেদ মৃত্যুবরণ করেন।
  • ১৯৪৯ - স্বাধীনতা আন্দোলনে কংগ্রেসের সদস্য অবিভক্ত স্বাধীন বাংলা তথা 'সার্বভৌম বাংলাদেশ' গঠনের অন্যতম প্রবক্তা ও লেখক কিরণশঙ্কর রায়। (জ.২৫/১০/১৮৯১)
  • ১৯৫০ - শরৎচন্দ্র বসু, বাঙালি জাতীয়তাবাদী, পেশায় ব্যারিস্টার এবং ভারতের স্বাধীনতা কর্মী।(জ.১৮৮৯)
  • ১৯৬৮ - ইংরেজ পরিচালক এন্থনি আসকুইথ, মৃত্যুবরণ করেন।
  • ১৯৭১ - ভারতের স্বাধীনতা আন্দোলনের নিরলস কর্মী ও ফরোয়ার্ড ব্লক নেতা হেমন্তকুমার বসু(জ.০৫/১০/১৮৯৫)
  • ১৯৭২ - নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ ও একাডেমিক মারিয়া গ্যোপের্ট-মায়ার মৃত্যুবরণ করেন।
  • ১৯৭৬ - নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বিচারক রেনে কাসাঁ মৃত্যুবরণ করেন।
  • ১৯৮৬ - বাংলা সাহিত্যে গোয়েন্দা চরিত্র কিরীটি রায়ের স্রষ্টা ভারতীয় বাঙালি সাহিত্যিক নীহাররঞ্জন গুপ্ত ( জ.০৬/০৬/১৯১১)
  • ১৯৯২ - আমেরিকান অভিনেতা ডিক ইয়র্ক মৃত্যুবরণ করেন ।
  • ২০০৩ - গোলাম মুস্তাফা, বাংলাদেশি অভিনেতা।
  • ২০০৫ - ইংরেজ গণিতবিদ টমাস ওয়িল্লমরে মৃত্যুবরণ করেন ।
  • ২০১২ - ফয়েজ আহমেদ, বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিবিদ।
  • ২০২১ - একু‌শে পদকপ্রাপ্ত প্রবীণ অভি‌নেতা এটিএম শামসুজ্জামান। (জ. ১০/০৯/১৯৪১)
  • ২০২৪ - আমীন সায়ানি, খ্যাতনামা রেডিও ঘোষক ও উপস্থাপক। (জ.১৯৩২)

ছুটি ও অন্যান্য

  • আজ বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস।

বহিঃসংযোগ

Tags:

২০ ফেব্রুয়ারি ঘটনাবলী২০ ফেব্রুয়ারি জন্ম২০ ফেব্রুয়ারি মৃত্যু২০ ফেব্রুয়ারি ছুটি ও অন্যান্য২০ ফেব্রুয়ারি বহিঃসংযোগ২০ ফেব্রুয়ারিঅধিবর্ষগ্রেগরীয় বর্ষপঞ্জী

🔥 Trending searches on Wiki বাংলা:

প্রাণ-আরএফএল গ্রুপমুজিবনগর সরকারজব্বারের বলীখেলাআবদুল হামিদ খান ভাসানীবাংলাদেশ সেনাবাহিনীর প্রধানঅবনীন্দ্রনাথ ঠাকুরউমর ইবনুল খাত্তাববিটিএসইসতিসকার নামাজমানব শিশ্নের আকারবাংলা সাহিত্যের ইতিহাসউত্তর চব্বিশ পরগনা জেলাআন্দ্রে রাসেলসাংগ্রাইনেপালমিশরযৌন নিপীড়নকলকাতা নাইট রাইডার্সবল্লাল সেনঅস্ট্রেলিয়াউসমানীয় খিলাফতসুনামগঞ্জ জেলাবাংলা ভাষাইতিহাসজয়নুল আবেদিনসক্রেটিসকাতারভারতের রাষ্ট্রপতিদের তালিকাবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়নাটকমিয়া খলিফাচর্যাপদের কবিগণইন্দোনেশিয়া২০২৪ ইসরায়েলে ইরানি হামলাভূমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধিহেপাটাইটিস বিঢাকা জেলাশব্দ (ব্যাকরণ)কলাতাপরাজীব গান্ধীলক্ষ্মীপুর জেলাভারতের ইতিহাসবাংলা লিপিসুন্দরবনভারতের জাতীয় পতাকাদক্ষিণ এশিয়ামাশাআল্লাহবাঙালি হিন্দু বিবাহজাতীয় সংসদপুলিশপেপসিসাইবার অপরাধকক্সবাজারবাউল সঙ্গীতবাংলাদেশ সিভিল সার্ভিসবেগম রোকেয়াআর্জেন্টিনা জাতীয় ফুটবল দলঅনাভেদী যৌনক্রিয়াজগন্নাথ বিশ্ববিদ্যালয়সূরা নাসআবু বকরসংযুক্ত আরব আমিরাতত্রিভুজজামাল নজরুল ইসলামঅপারেশন সার্চলাইটআর্যআলিঅ্যান্টার্কটিকাআরসি কোলাবাংলাদেশের ইতিহাসরাধাসার্বিয়াকিশোরগঞ্জ জেলাওয়ালাইকুমুস-সালামমুসাফিরের নামাজবিমান বাংলাদেশ এয়ারলাইন্স🡆 More