৫ ফেব্রুয়ারি: তারিখ

৫ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৬তম দিন। বছর শেষ হতে আরো ৩২৯ (অধিবর্ষে ৩৩০) দিন বাকি রয়েছে।

১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯

ঘটনাবলী

  • ১৬৪৯ - প্রিন্স অব ওয়েলস দ্বিতীয় চার্লস রাজা হন।
  • ১৬৭৯ - জার্মানির সম্রাট প্রথম লিওপড ফ্রান্সের সঙ্গে শান্তিচুক্তি করেন।
  • ১৭৮২ - ব্রিটিশদের কাছ থেকে স্পেন মিনার্কো অধিকার করে।
  • ১৭৮৩ - ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ভূমিকম্পে ৩০০০০ লোক মৃত্যুবরণ করে।
  • ১৭৯২ - টিপু সুলতান ব্রিটিশ ও হায়দারাবাদের নিজামের কাছে পরাজিত হয়ে মহীশূরের অর্ধেক এলাকা ব্রিটিশদের হাতে ছেড়ে দেন।
  • ১৮১৭ - মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম গ্যাস কোম্পানি গঠিত হয়।
  • ১৮১৮ - চতুর্দশ চার্লসকে সুইডেনের রাজা ঘোষণা করা হয়।
  • ১৮৩১ - প্রসন্নকুমার ঠাকুরের সম্পাদনায় সাপ্তাহিক পত্রিকা দ্য রিফর্মার প্রথম প্রকাশিত হয়।
  • ১৮৭২ - ভারত সংস্কারক সভা কর্তৃক ‘ভারত আশ্রম’ প্রতিষ্ঠিত হয়।
  • ১৮৮৯ - গৌরহরি সেনের উদ্যোগে কলকাতার বিডন স্ট্রিটে ঐতিহাসিক চৈতন্য লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়।
  • ১৯০০ - মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে পানামা খাল নিয়ে চুক্তি হয়।
  • ১৯২২ -
    • ভারতে বৃটিশ শাসনামলে অসহযোগ আন্দোলনের সময় আজকের দিনে চৌরী-চৌরা ঘটনা, ১৯২২ উত্তরপ্রদেশে পুলিশের নির্যাতন সংগঠিত হয়।
    • পারিবারিক মার্কিন পত্রিকা ‘রিডার্স ডাইজেস্ট’প্রথম প্রকাশিত হয়।
  • ১৯২৩ - অস্ট্রেলীয় ক্রিকেটার বিল পন্সফোর্ড প্রথম-শ্রেণীর ক্রিকেটে ৪২৯ রান করে বিশ্বরেকর্ড গড়েন।
  • ১৯৩৪ - ইতালিতে একীভূত রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়।
  • ১৯৩৭ - চার্লি চ্যাপলিন অভিনীত প্রথম সবাক চলচ্চিত্র মডার্ন টাইমস মুক্তি পায়।
  • ১৯৫৮ - নতুন সংযুক্ত আরব প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে জামাল আবদেল নাসের মনোনীত হন।
  • ১৯৬৬ - লাহোরে আহুত ‘সর্বদলীয় জাতীয় সংহতি সম্মেলন’ শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবি উপস্থাপন করেন।
  • ১৯৭৪ - জাতীয় সংসদে বিরোধী ও স্বতন্ত্র সদস্যদের ওয়াক আউটের মুখে একতরফাভাবে বিশেষ ক্ষমতা আইনের বিল পাস করা হয়।
  • ২০১৩ - যুদ্ধাপরাধীর ফাঁসির দাবীতে গণজাগরণ মঞ্চের সৃষ্টি হয়।

জন্ম

মৃত্যু

  • ১৬০৮ - জার্মান গণিতবিদ গ্যাসপার স্কট।
  • ১৮৫৯ - তর্কবাগীশ গৌরীশঙ্কর ভট্টাচার্য, বাঙালি কবি, লেখক, সাংবাদিক, সমাজ সংস্কারক এবং ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন 'বঙ্গভাষা প্রকাশিকা সভা'র অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি।
  • ১৮৮১ - বিখ্যাত স্কটিশ ঐতিহাসিক, সাহিত্য সমালোচক ও কলামিস্ট থমাস কার্লাইল।
  • ১৮৮৮ - ওলন্দাজ চিত্রশিল্পী আন্তন মাউভ।
  • ১৮৯৪ - সমাজসেবী ও দানশীল ব্যক্তিত্ব যদুলাল মল্লিক। (জ.১৮৪৪)
  • ১৯২১ - সতীশচন্দ্র মুখোপাধ্যায় (স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী), ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বাঙালি বিপ্লবী, বরিশাল যুগান্তর দলের প্রতিষ্ঠাতা।
  • ১৯৩২ - রাজনীতিবিদ ও সমাজ সংস্কারক মাওলানা মোহাম্মদ আলী।
  • ১৯৫৫ - করুণানিধান বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি কবি।(জ.১৯/১১/১৮৭৭)
  • ১৯৭৯ - এডি পেন্টার, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার
  • ১৯৮৮ - সন্তোষ দত্ত, ভারতীয় বাঙালি চলচ্চিত্র কৌতুকাভিনেতা।
  • ১৯৯৮ - অর্ধেন্দু সেন, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক।
  • ১৯৯৯ - নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান অর্থনীতিবিদ ওয়াসসিলয় লেওনটিফ।
  • ২০১১ - ইংরেজ লেখক ব্রায়ান জাককুস।
  • ২০১৪ -
    • ফিনিশ কবি মিরকা রেকলা।
    • যূথিকা রায় ভারতের বাঙালি কিংবদন্তি সঙ্গীতশিল্পী।(জ.২০/০৪/১৯২০)
  • ২০২০ - কার্ক ডগলাস, একজন মার্কিন অভিনেতা, প্রযোজক, পরিচালক ও লেখক। (জন্ম: ১৯১৬ সালের ৯ ডিসেম্বর)
  • ২০২০ - মোহাম্মদ শফিক, পাকিস্তানি রাজনীতিবিদ, গিলগিত-বালতিস্তান আইনসভার সদস্য ও গিলগিত-বালতিস্তান সরকারের মন্ত্রী।
  • ২০২০ - স্টানলি কোহেন মার্কিন জৈব রসায়নবিদ ও চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ী।
  • ২০২৩ - পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ। (জ. ১১/০৮/১৯৪৩)

ছুটি ও অন্যান্য

Tags:

৫ ফেব্রুয়ারি ঘটনাবলী৫ ফেব্রুয়ারি জন্ম৫ ফেব্রুয়ারি মৃত্যু৫ ফেব্রুয়ারি ছুটি ও অন্যান্য৫ ফেব্রুয়ারিঅধিবর্ষগ্রেগরীয় বর্ষপঞ্জী

🔥 Trending searches on Wiki বাংলা:

যুক্তরাজ্যর‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নরাজশাহী বিভাগউদ্ভিদসহীহ বুখারীবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডইসরায়েল–হামাস যুদ্ধচাকমানরেন্দ্র মোদীব্রহ্মপুত্র নদকুতুব মিনারমৌর্য সাম্রাজ্যসিফিলিসভারতীয় সংসদথাইল্যান্ডইউরোপীয় ইউনিয়নহৃৎপিণ্ডওমানবাংলাদেশের নদীর তালিকাআসসালামু আলাইকুমসাইপ্রাসবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলমঙ্গলকাব্যজ্বীন জাতিএশিয়াইরানজসীম উদ্‌দীনদারাজবাংলাদেশের পদমর্যাদা ক্রমদুবাইতাপ সঞ্চালন২০২২ বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফরবুর্জ খলিফাবাস্তুতন্ত্রক্যান্সারজেলা প্রশাসকসংস্কৃত ভাষাবিকাশবিমান বাংলাদেশ এয়ারলাইন্সচতুর্থ শিল্প বিপ্লবকাতারবাংলাদেশ সশস্ত্র বাহিনীসন্ধিকালো জাদুপানি দূষণপৃথিবীর বায়ুমণ্ডলবাংলাদেশের নদীবন্দরের তালিকান্যাটোজাতিসংঘপশ্চিমবঙ্গতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ভারতে নির্বাচনজন্ডিসবাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতিহস্তমৈথুনছিয়াত্তরের মন্বন্তরজামালপুর জেলাভারতের রাষ্ট্রপতিদের তালিকাইসলামশ্রাবন্তী চট্টোপাধ্যায়গ্রামীণফোনবাংলাদেশের ইউনিয়নের তালিকামেঘনা বিভাগচট্টগ্রাম বিভাগমৌলসমূহের ইলেকট্রন বিন্যাস (উপাত্ত পাতা)বৌদ্ধধর্মএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)যশস্বী জয়সওয়ালবাংলাদেশের রাষ্ট্রপতিব্যাংকভালোবাসাইউরোপীয় দেশগুলো ও অধীনস্থ ভূভাগের তালিকাআল্লাহনারীবাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকাচৈতন্যচরিতামৃতশেষের কবিতা🡆 More