১২ ফেব্রুয়ারি: তারিখ

১২ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৪৩তম দিন। বছর শেষ হতে আরো ৩২২ (অধিবর্ষে ৩২৩) দিন বাকি রয়েছে।

১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯

ঘটনাবলি

  • ১১৩০ - পোপ দ্বিতীয় ইনোসেন্ট নির্বাচিত হন।
  • ১৪২৯ - হেরিংসের যুদ্ধে ইংরেজদের কাছে ফরাসিরা পরাজয়বরণ করে।
  • ১৫০২ - ভাস্কো দা গামা পর্তুগালের লিসবন থেকে ভারতের দিকে তার দ্বিতীয় নৌ যাত্রা শুরু করেন।
  • ১৫৫৪ - নয়দিন ধরে ইংল্যান্ডের সিংহাসন দাবির এক বছর পর লেডি জেন গ্রেকে রাজদ্রোহিতার অভিযোগে শিরশ্ছেদ করা হয়।
  • ১৬৩৫ - দারাশিকোহ কান্দাহারের বিরুদ্ধে তৃতীয় অভিযান চালান।
  • ১৭০০ - গ্রেট নর্দান ওয়ার শুরু হয়।
  • ১৭৩৩ - ওগলেথর্প জর্জিয়া প্রতিষ্ঠা করেন।
  • ১৭৮২ - মাদ্রাজে ব্রিটিশ ও ফ্রান্স বাহিনীর যুদ্ধ।
  • ১৮১৮ - চিলি স্পেন থেকে স্বাধীনতা পায়।
  • ১৮৩২ - ইকুয়েডর কর্তৃক গালাপাগোস দ্বীপপুঞ্জ একীভূত।
  • ১৮৫৫ - মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত।
  • ১৮৭৭ - প্রথম টেলিফোনে সংবাদ প্রদান শুরু হয়।
  • ১৮৭৮ - ব্রিটিশ আবহাওয়া দফতর সর্বপ্রথম সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদন ইস্যু করে।
  • ১৮৮৯ - লন্ডন কান্ট্রি কাউন্সিল গঠিত হয়।
  • ১৯১২ - চীনের সম্রাট পুইয়ের পদত্যাগ।
  • ১৯১২ - মাঞ্চু রাজতন্ত্র উৎখাতের পর চীন প্রজাতন্ত্রে পরিণত হয়।
  • ১৯২১ - জর্জিয়ায় বলশেভিকদের বিদ্রোহ।
  • ১৯৪৫ - ইয়াল্টা সম্মেলন শেষ হয় এবং সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন জাপানের বিরুদ্ধে যুদ্ধে যোগদানে একমত হয়।
  • ১৯৬১ - শুক্র গ্রহের দিকে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক ভেনেরা ১ উৎক্ষেপণ।
  • ১৯৭০ - কায়রোতে ধাতব কারখানায় ইসরাইলি বিমান হামলা। ৭০ জন বেসামরিক মিসরীয় নিহত।
  • ১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইতালি
  • ১৯৭৩ - উত্তর ভিয়েতনাম প্রথম মার্কিন যুদ্ধবন্দি দলকে মুক্তি প্রদান করে।
  • ১৯৮১ - কক্সবাজারে সামুদ্রিক ঝড়ে ২০ জনের প্রাণহানি ঘটে।
  • ১৯৯৩ - কপিল দেবের টেস্ট ক্রিকেটে ৪ শ’ ইউকেট ও ৫ হাজার রান সংগ্রহের রেকর্ড।
  • ১৯৯৬ - প্যালেস্টাইন অথারিটির রাষ্ট্রপতি পদে শপথ নেন ইয়াসির আরাফাত।
  • ১৯৯৭ - বাংলাদেশ-ভারত পানি চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯৯৮ - বিমান দুর্ঘটনায় সুদানের প্রথম ভাইস প্রেসিডেন্ট লে. জে. আল বুজায়ের ও তথ্যমন্ত্রী ইব্রাহিম নিহত।
  • ১৯৯৯ - অভিশংসনের অভিযোগ থেকে মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটনের অব্যাহিত।

জন্ম

  • ১০১৪ - জার্মানি ও ইতালির রাজা কনরাড জন্মগ্রহণ করেন।
  • ১৫৬৭ - থমাস চেম্পিয়ন, ইংরেজ সুরকার ও কবি (মৃত্যু ১৬২০)।
  • ১৭৯৪ - আলেক্সান্ডার পেত্রভ, রুশ দাবাড়ু ও সুরকার (মৃত্যু. ১৮৬৭)
  • ১৮০৯ - চার্লস ডারউইন, ইংরেজ জীববিজ্ঞানী; বিবর্তনবাদের জনক।
  • ১৮০৯ - আব্রাহাম লিংকন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি।
  • ১৮২৪ - দয়ানন্দ সরস্বতী হিন্দু ধর্ম গুরু ও সমাজ সংস্কারক এবং আর্যসমাজের প্রতিষ্ঠাতা। (মৃ.৩০/১০/১৮৮৩)
  • ১৮৬১ - ফ্রাঙ্ক রিনহার্ট‌, আমেরিকান ফটোগ্রাফার (মৃত্যু ১৯২৮)
  • ১৮৭১ - দীনবন্ধু চার্লস ফ্রিয়ার এন্ড্রুজ ভারতের স্বাধীনতা সংগ্রামের একনিষ্ঠ সেবক। (মৃ.০৫/০৪/১৯৪০)
  • ১৮৯৭ - লিংকন লাপাজ, আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী ও একাডেমিক (মৃত্যু ১৯৮৫)
  • ১৯০০ - ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক মধু বসু (মৃ.১৯৬৯)
  • ১৯১১ - বিচারপতি ও বুদ্ধিজীবী সৈয়দ মাহবুব মোর্শেদ জন্মগ্রহণ করেন।
  • ১৯১৫ - মিয়ানমারের স্বাধীনতা সংগ্রামী আউং সান জন্মগ্রহণ করেন।
  • ১৯১৯ - সুভাষ মুখোপাধ্যায়, ভারতের বাঙালি পদাতিক কবি।(মৃ.০৮/০৭/২০০৩)
  • ১৯২০ - প্রাণ, ভারতীয় অভিনেতা (মৃত্যু ২০১৩)
  • ১৯৪২ - এহুদ বারাক, ইসরায়েলি জেনারেল, রাজনীতিবিদ ও ১০ম প্রধানমন্ত্রী।
  • ১৯৪৩ - আখতারুজ্জামান ইলিয়াস, বাংলাদেশী কথাসাহিত্যিক।
  • ১৯৫১ - চৌধুরী রহমত আলি, ব্রিটিশভারতীয়-পাকিস্তানি জাতীয়তাবাদি, পাকিস্তান শব্দের প্রবক্তা।
  • ১৯৯১ - পেট্রিক হারমান, জার্মান ফুটবলার।

মৃত্যু

ছুটি ও অন্যান্য

  • আন্তর্জাতিক ডারউইন দিবস
  • জাতীয় উৎপাদনশীলতা দিবস (ভারত)
  • ভেনেজুয়েলা: যুব দিবস
  • মায়ানমার: ইউনিয়ন দিবস

বহিঃসংযোগ

Tags:

১২ ফেব্রুয়ারি ঘটনাবলি১২ ফেব্রুয়ারি জন্ম১২ ফেব্রুয়ারি মৃত্যু১২ ফেব্রুয়ারি ছুটি ও অন্যান্য১২ ফেব্রুয়ারি বহিঃসংযোগ১২ ফেব্রুয়ারিঅধিবর্ষগ্রেগরীয় বর্ষপঞ্জী

🔥 Trending searches on Wiki বাংলা:

দ্বিঘাত সমীকরণবারো ভূঁইয়াফরিদপুর জেলা২৮ মার্চচর্যাপদইহুদি ধর্মশামীম শিকদারক্লিওপেট্রামারি অঁতোয়ানেতদারাজঅ্যামিনো অ্যাসিডভারতের রাষ্ট্রপতিদের তালিকাবাংলাদেশী জাতীয় পরিচয় পত্রকাঠগোলাপবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাযকৃৎসমাসমাটিরূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রপদ (ব্যাকরণ)বাংলা স্বরবর্ণভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডবুধ গ্রহতিমিবিসমিল্লাহির রাহমানির রাহিমআফগানিস্তানবাংলাদেশ আওয়ামী লীগলোকনাথ ব্রহ্মচারীভারত বিভাজনবাংলাদেশের ভূগোলবাংলাদেশ রেলওয়েতরমুজউপসর্গ (ব্যাকরণ)নাইট্রোজেনইসলাম ও অন্যান্য ধর্মসোনালী ব্যাংক লিমিটেডম্যালেরিয়াসমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক বিচারালয়ধর্মসূরা নাসবিটিএসস্বত্ববিলোপ নীতিভেষজ উদ্ভিদসুভাষচন্দ্র বসুরফিকুন নবীবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধসালমান শাহকালো জাদুমহাভারতপদার্থের অবস্থাকাজী নজরুল ইসলামদোলোর ই গ্লোরিয়াঅসমাপ্ত আত্মজীবনীসিলেটলালবাগের কেল্লাইজিও অডিটরে দা ফিরেনজেআবদুল হামিদ খান ভাসানীআর্জেন্টিনা–ব্রাজিল ফুটবল প্রতিদ্বন্দ্বিতাইতিহাসপরমাণুসেহরিদেলাওয়ার হোসাইন সাঈদীক্রোয়েশিয়ানোরা ফাতেহিজগন্নাথ বিশ্ববিদ্যালয়ময়মনসিংহ জেলাচড়ক পূজাইফতারক্রিয়েটিনিনসন্ধিপাকিস্তানঢাকা বিশ্ববিদ্যালয়পিপীলিকা (অনুসন্ধান ইঞ্জিন)সাপস্বামী বিবেকানন্দতাওরাত🡆 More