রাশেদ খান মেনন: বাংলাদেশী রাজনীতিবিদ

রাশেদ খান মেনন (জন্মঃ ১৮ মে, ১৯৪৩) বাংলাদেশের একজন বামপন্থী সংশোধনবাদী ধারার রাজনৈতিক নেতা। ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নির্বাচিত সভাপতি। ২০১৪ সালের ৫ জানুয়ারী নির্বাচনের জন্য গঠিত সর্বদলীয় মন্ত্রিসভায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এই নির্বাচনে তিনি ঢাকা থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পান। ২০১৮ ও ২০২৪ সালের একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

রাশেদ খান মেনন
রাশেদ খান মেনন: পারিবারিক বৃত্তান্ত, রাজনৈতিক জীবন, প্রকাশিত গ্রন্থ
মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয়
কাজের মেয়াদ
৩ জানুয়ারি ২০১৮ – ৭ জানুয়ারি ২০১৯
প্রধানমন্ত্রীশেখ হাসিনা
উত্তরসূরীনুরুজ্জামান আহমেদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1943-05-18) ১৮ মে ১৯৪৩ (বয়স ৮০)
ফরিদপুর জেলা, বেঙ্গল প্রেসিডেন্সী, ব্রিটিশ ভারত
দাম্পত্য সঙ্গীলুৎফুন নেসা খান এমপি
সম্পর্ক
পিতামাতা
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
পেশারাজনীতিবিদ

পারিবারিক বৃত্তান্ত

রাশেদ খান ১৯৪৩ খিস্টাব্দের ১৮ই মে তারিখে ফরিদপুর শহরে জন্মগ্রহণ করেন। রাশেদ খান মেননের পিতা বিচারপতি আব্দুল জব্বার খান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পীকার ছিলেন। মাতা ও স্ত্রীর নাম যথাক্রমে সালেহা খাতুন এবং লুৎফুন্নেসা খান। তার ভাই-বোনরা হলেন সাবেক সাংবাদিক সাদেক খান, সাবেক কবি ও মন্ত্রী আবু জাফর ওবায়দুল্লাহ, সাবেক সাংবাদিক ও সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এনায়েতুল্লাহ্‌ খান এবং চারদলীয় জোট সরকারের সাবেক সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান, ইংরেজি দৈনিক নিউ এজ এর প্রকাশক শহিদুল্লাহ খান বাদল।

রাশেদ খান কলেজিয়েট স্কুল, ঢাকা কলেজ থেকে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান (অর্থনীতি) স্নাতকোত্তর (অর্থনীতি) সম্পন্ন করেন।

রাজনৈতিক জীবন

ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে থাকেন। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন। তিনি চীনপন্থী রাজনীতিতে দীক্ষিত এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ভাবশিষ্য। ষাটের দশকে তৎকালীন পূর্ব পাকিস্তানে সামরিক আইন বিরোধী ও পূর্ব পাকিস্তানের স্বাধিকার আদায়ের আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছেন। ১৯৬২-র শিক্ষা আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি বিখ্যাত হয়ে ওঠেন। ১৯৬৯-এর গণঅভ্যুত্থান সংগঠনে তিনি অসামান্য ভূমিকা পালন করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। পাকিস্তান আমলে "স্বাধীন পূর্ব বাংলার" কথা বলার জন্য তাকে সাত বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হয়েছিল। ২০০৮ খ্রিষ্টাব্দের নির্বাচনে তিনি বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন এবং তাকে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত করা হয়। ২০০৮-এর জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন।

রাশেদ খান মেনন ২০১৮ সালে জানুয়ারি মাসে মন্ত্রী হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

প্রকাশিত গ্রন্থ

  • রাজনীতি: রাশেদ খান মেননের রাজনৈতিক কলাম (১৯৯৮);
  • রাজনীতির কথকতা (২০০০);
  • ব্রাত্যজন নয়, নায়কদের ইতিহাস ও অন্যান্য (২০০২);
  • দুর্নীতি দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতা (২০০২)।

পুরস্কার ও স্বীকৃতি

বাংলাদেশের মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ঢাকা শহরের বাংলা মোটর থেকে মগবাজার মোড় পর্যন্ত সড়কের নামকরণ করা হয়েছে "রাশেদ খান মেনন সড়ক"।

তথ্যসূত্র

গ্রন্থসূত্র

  • লেখক অভিধান, বাংলা একাডেমী, ২০০৭, ঢাকা।

Tags:

রাশেদ খান মেনন পারিবারিক বৃত্তান্তরাশেদ খান মেনন রাজনৈতিক জীবনরাশেদ খান মেনন প্রকাশিত গ্রন্থরাশেদ খান মেনন পুরস্কার ও স্বীকৃতিরাশেদ খান মেনন তথ্যসূত্ররাশেদ খান মেনন গ্রন্থসূত্ররাশেদ খান মেননএকাদশ জাতীয় সংসদ নির্বাচনডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় (বাংলাদেশ)দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনদ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন, ১৯৭৯বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিবেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় (বাংলাদেশ)

🔥 Trending searches on Wiki বাংলা:

বিসিএস পরীক্ষাআবদুল মোনেম লিমিটেডকারকশিয়া ইসলামগঙ্গা নদীইহুদি গণহত্যাফজরের নামাজতাপপ্রবাহউপন্যাসসানি লিওনগাজওয়াতুল হিন্দকামরুল হাসানআব্বাসীয় খিলাফতহারুন-অর-রশিদ (পুলিশ কর্মকর্তা)অরিজিৎ সিংইসলাম ও হস্তমৈথুনবাঙালি সাহিত্যিকদের তালিকা (কালানুক্রমিক)মৌসুমীজাতীয় সংসদপ্রথম বিশ্বযুদ্ধের কারণবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়আডলফ হিটলারবিশেষ শাখা (বাংলাদেশ পুলিশ)মুহাম্মাদলোকসভা কেন্দ্রের তালিকামাওয়ালিমুহাম্মাদের সন্তানগণবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলনোয়াখালী জেলাআগরতলা ষড়যন্ত্র মামলামৌলিক সংখ্যাপলাশীর যুদ্ধবাণাসুরবাংলাদেশ সেনাবাহিনীর পদবিবটখাদ্যঅণুজীববাংলাদেশের তৈরি পোশাক শিল্পএম. জাহিদ হাসানতাপমাত্রাভৌগোলিক নির্দেশকবাংলাদেশ আওয়ামী লীগময়মনসিংহরবীন্দ্রনাথ ঠাকুরের জীবন (১৮৬১–১৯০১)লিঙ্গ উত্থান ত্রুটিনোরা ফাতেহিদ্য কোকা-কোলা কোম্পানিপদ্মা নদীনারী খৎনাবাংলাদেশের মন্ত্রিসভাআন্তর্জাতিক মুদ্রা তহবিলবাংলাদেশ জাতীয়তাবাদী দলকোষ বিভাজনধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরামুহাম্মাদের স্ত্রীগণপর্তুগিজ সাম্রাজ্যনারীকুরআনবুর্জ খলিফাঅভিস্রবণহরপ্পাজোট-নিরপেক্ষ আন্দোলনশবনম বুবলিবাংলা ভাষাবৈশাখী মেলাবাউল সঙ্গীতসিরাজগঞ্জ জেলাস্নায়ুযুদ্ধএল নিনোইতিহাসমহিবুল হাসান চৌধুরী নওফেলমাতৃভাষীর সংখ্যা অনুসারে ভাষাসমূহের তালিকাহার্নিয়াইসলামে যৌনতাগোপাল ভাঁড়বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৩বাইতুল হিকমাহফেসবুক২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ🡆 More