মহাদেশীয় প্রবাহ

ভাসমান ভূ-ভাগ তত্ত্ব বা মহাদেশীয় প্রবাহ (ইংরেজি: Continental drift) এর মতে যে পৃথিবীর ভূ-ভাগগুলো ভাসমান অবস্থায় রয়েছে এবং তারা ক্রমে পরস্পর যুক্ত বা বিযুক্ত হচ্ছে। আলফ্রেড ভেগেনার ১৯১২ সালে এই তত্ত্বটি প্রদান করেন; যা পরবর্তীতে প্লেট টেকটোনিক তত্ত্ব দ্বারা আরো সুসংহত ও সুসংগঠিত হয়েছে।

মহাদেশীয় প্রবাহ
Antonio Snider-Pellegrini's Illustration of the closed and opened Atlantic Ocean (1858).

তত্ত্বের মূল ভাষ্য

১৯১২ সালে ওয়েগনার এই তত্ত্বটি প্রকাশ করেন। এই তত্ত্বের মূল ভাষ্য হচ্ছে, " ত্রিশ কোটি বছর পূর্বে কার্বনিফেরাস যুগে দেশগুলো একসময় পরস্পর সংযুক্ত ছিলো। এদের বলা হতো প্যানজিয়া বা সুপারকন্টিনেন্ট । আর এর চর্তুদিকে প্যানথালাস নামে সাগরের অস্তিত্ব ছিলো। ১৮শ কোটি বছর পূর্বে এরা গন্ডোয়ানা এবং লরেশিয়া নামক দুইভাগে ভাগ হয়। যার মধ্যে বৃহত্তর ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরকা, এন্টার্কটিকা এবং আফ্রিকা একসাথে যুক্ত ছিল যা দক্ষিণ-পূর্ব ভারতের গন্ডোয়ানা রাজ্যের নামানুসারে গন্ডোয়ানা ভূভাগ নামে পরিচিত হয়। আর ইউরেশিয়া সহ বাকি অংশ নিয়ে লরেশিয়া তৈরী হয়। এদের মাঝে তৈরী হয় টেথিস সাগর। এর পরে ধীরে ধীরে তারা পরস্পরের নিকট হতে দূরে সরে যায় এবং আজ থেকে প্রায় ৪০ হাজার বছর পূর্বে তারা বতর্মান অবস্থানে আসে। এসময় টেথিস সাগর থেকে হিমালয়, লোহিত সাগর এবং ভারত মহাসাগর তৈরী হয়।" যার সমর্থনে তিনি দেখান যে, উত্তর আমেরিকার পূরব তীর ও ইউরোপের পশ্চিম তীর কাছাকাছি এনে মিলালে মিলে যায়। একই কথা সাউথ আমেরিকা ও আফ্রিকা আবার মাদাগাস্কার ও ভারত এর বেলায় ও খাটে। এই থিওরীই কন্টিনেন্টাল ড্রিফট বা মহাদেশীয় সঞ্চারন নামে পরিচিত যা তখন গুরুত্ব না পেলেও পরবর্তীকালে আলোর মুখ দেখে।

ইতিহাস

আব্রাহাম ওরতিলউস (১৫৯৬), থিওডর ক্রিস্টোফার লিলিয়েনথাল (১৭৫৬), আলেকজান্ডার ফন হুমবোল্‌ড্‌ট্ (১৮০১ ও ১৮৪৫), এবং আরো অনেকে ইতোপূর্বে উল্লেখ করেন, মহাদেশগুলোর বিভিন্ন অংশ পরস্পর সামঞ্জস্যপূর্ণ এবং এরা সম্ভবত পূর্বে কোনো একসময় একসাথে যুক্ত ছিল।

সমালোচনা

  1. ওয়েগনার বলেন জোয়ার-ভাটা এবং আবর্তন শক্তি বর্তমানের তুলনায় কয়েক হাজার গুণ বেশি হলেও কোনো সঞ্চারণ সম্ভব নয়।
  2. ওয়েগনারের মতে পর্বত গঠনের সময় সিয়াল এবং সীমা প্রচণ্ড চাপের সংকুচিত হয় । কিন্তু বিজ্ঞানী বুচার বলেন সিয়াল বা সীমা কোনটাই কুঞ্চিত হয়নি । কুঞ্চিত হয়েছে পাললিক শিলা স্তর।
  3. ওয়েগনার প্যানজিয়া এর সঞ্চারণের সময় পুঞ্জীর সঠিক ব্যাখ্যা দিতে পারেননি ।
  4. ওয়েগনারের মতে, বর্তমান দ্বীপগুলো প্রধান মহাদেশগুলো হতে বিচ্ছিন্ন হয়ে সৃষ্টি হয়েছে।  কিন্তু দীপগুলো পললের স্তরায়ন আগ্নেয়গিরির উৎক্ষেপণ বা অন্য কোনভাবেও তৈরি হতে পারে।
  5. ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক'জন বিজ্ঞানীর গবেষণায় দুটি মহাদেশের উপকূলভাগের গভীরতা সমান নয় বলে প্রমাণিত হয়েছে।

তত্ত্বের উন্নয়ন

তথ্যসূত্র

Tags:

মহাদেশীয় প্রবাহ তত্ত্বের মূল ভাষ্যমহাদেশীয় প্রবাহ ইতিহাসমহাদেশীয় প্রবাহ সমালোচনামহাদেশীয় প্রবাহ তত্ত্বের উন্নয়নমহাদেশীয় প্রবাহ তথ্যসূত্রমহাদেশীয় প্রবাহআলফ্রেড ভেগেনারইংরেজি ভাষা

🔥 Trending searches on Wiki বাংলা:

ডুগংমীর মশাররফ হোসেনবাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের তালিকাবাংলা সংখ্যা পদ্ধতিসোভিয়েত ইউনিয়নসুফিবাদখ্রিস্টধর্মজয়নুল আবেদিনখালেদা জিয়ামেঘনাদবধ কাব্যপ্রেমহায়দ্রাবাদ রাজ্যবাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকাসজনেডেঙ্গু জ্বরসাপবাংলাদেশের জাতীয় পতাকাভৌগোলিক নির্দেশকবাংলাদেশের স্থল বন্দরসমূহের তালিকাসেজদার আয়াতআব্বাসীয় খিলাফতবিজয় দিবস (বাংলাদেশ)সর্বনামযৌনসঙ্গমজয়তুনফ্রান্সিস স্কট কী সেতু (বাল্টিমোর)র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নচোখপূর্ণ সংখ্যামিজানুর রহমান আজহারীকিশোরগঞ্জ জেলাবাংলা বাগধারার তালিকাবাংলাদেশের পোস্ট কোডের তালিকামির্জা ফখরুল ইসলাম আলমগীরঐশ্বর্যা রাইবাংলাদেশের জাতিগোষ্ঠীসূরা কাহফস্বাধীনতাপূর্ণিমা (অভিনেত্রী)বাংলাদেশ সশস্ত্র বাহিনীসার্বজনীন পেনশনইতিহাসসূরা আর-রাহমানআরবি বর্ণমালাবর্তমান (দৈনিক পত্রিকা)গুজরাত টাইটান্সমাহিয়া মাহিবিকাশসৌদি আরবের ইতিহাসকোকা-কোলাছিয়াত্তরের মন্বন্তর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবৃষ্টিতাহাজ্জুদশ্রীলঙ্কাবাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত জেনারেলদের তালিকাসানি লিওনউমাইয়া খিলাফতআলহামদুলিল্লাহমুসাফিরের নামাজআরবি ভাষাসেন রাজবংশস্বাস্থ্যের অধিকারদর্শনকালীপ্রথম উসমাননাগরিকত্ব (সংশোধন) আইন, ২০১৯চিরস্থায়ী বন্দোবস্তমোবাইল ফোনমালদ্বীপরোজাতামান্না ভাটিয়াব্রাহ্মী লিপিশাহরুখ খানজেলা প্রশাসকপ্রিয়তমাখালিদ বিন ওয়ালিদ🡆 More