লরেশিয়া: প্রাচীন অতিমহাদেশ

লরেশিয়া হল প্যানজিয়া নামক এককমহাদেশটি ভেঙে মেসোজোয়িক মহাযুগে (২৫.২ কোটি - ৬.৬ কোটি বছর আগে) যে দু'টি অতিমহাদেশ সৃষ্টি হয়েছিল, তার মধ্যে উত্তরের অংশটি। দক্ষিণের অংশটিকে সাধারণভাবে গন্ডোয়ানা অতিমহাদেশ নামে অভিহিত করা হয়ে থাকে। পূর্বতন লরেনশিয়া, বালটিকা, কাজাখস্তানিয়া, সাইবিরিয়া, প্রভৃতি ঐতিহাসিক মহাদেশ এবং উত্তর ও পূর্ব চীন মহাদেশীয় ভূত্বক নিয়ে গঠিত ছিল এই অতিমহাদেশ। অর্থাৎ বর্তমান পৃথিবীর উত্তর গোলার্ধের স্থলভাগের বেশিরভাগ অংশই মেসোজোয়িক মহাযুগে লরেশিয়া অতিমহাদেশের অন্তর্ভুক্ত ছিল। পূর্বতন পার্মিয়ান যুগে (প্যালিওজোয়িক মহাযুগের শেষভাগ; ২৯.৮৯ কোটি - ২৫.৪২ কোটি বছর আগে) লরেশিয়া মহাদেশের আয়তন ছিল প্রায় ৬ কোটি ৫০ লক্ষ বর্গকিলোমিটার।

লরেশিয়া: ধারণার উৎপত্তি, নামকরণ, উৎপত্তি
প্যানজিয়া এককমহাদেশ ভেঙে লরেশিয়া ও গন্ডোয়ানা অতিমহাদেশদ্বয়ের গঠন - ২০ কোটি বছর আগে ট্রায়াসিক যুগে।

ধারণার উৎপত্তি

জার্মান মেটিরিওলজিস্ট আলফ্রেড লোটার ভেগনার ১৯১২ সালে তাঁর বক্তৃতায় ও তারপর ১৯১৫ সালে তাঁর বিখ্যাত বই ডি এনটস্টেয়ুং ড্যের কন্টিনেন্টা উন্দ ওৎসেয়ানায় (মহাদেশ ও মহাসমুদ্রগুলির উৎপত্তি) প্রথম এককমহাদেশ প্যানজিয়ার ধারণা দেন। দক্ষিণ আফ্রিকার ভূবিজ্ঞানী আলেক্সান্দার দু তোয়া ১৯৩৭ সালে তাঁর বই আওয়ার ওয়ান্ডারিং কন্টিনেন্ট-এ ভেগনারের দেওয়া তত্ত্বকেই আরও বিস্তৃত করে ঐ এককমহাদেশ প্যানজিয়ার ভাঙনের ফলে উত্তরে লরেশিয়া ও দক্ষিণে গন্ডোয়ানা নামক দুই অতিমহাদেশের ধারণার কথা প্রথম উচ্চারণ করেন।

নামকরণ

লরেশিয়া নামটির উৎপত্তি দু'টি শব্দ লরেনশিয়া (উত্তর আমেরিকার মহাদেশীয় স্থলভাগ) ও ইউরেশিয়া থেকে। অর্থাৎ, নামটি ভূতাত্ত্বিকভাবে উত্তর আমেরিকা মহাদেশ ও ইউরেশিয়া মহাদেশদ্বয়ের মূল অংশের একত্র সমাবেশের তাৎপর্য বহন করে।

উৎপত্তি

লরেশিয়া অতিমহাদেশটি সাধারণভাবে মেসোজোয়িক মহাযুগের ট্রায়াসিক যুগে (২৫.২২ কোটি - ২০.৮৫ কোটি বছর আগে) অতিকায় এককমহাদেশ প্যানজিয়ার অংশ ছিল এবং মহাদেশীয় চলনের (Continental drift) ফলে সেই এককমহাদেশটি ভেঙে আলাদা হয়ে উত্তর গোলার্ধের দিকে সরে এসেছিল বলে ধারণা করা হয়ে থাকে। তবে বর্তমান গবেষণায় বিশ্বাস করা হয় 'লরেশিয়া' বলতে পৃথিবীর স্থলভাগের যে অংশকে বোঝানো হয় তা আরও পূর্বে প্রায় ৮০ কোটি বছর আগে প্রোটেরোজোয়িক অধিযুগে রোডিনিয়া নামক এককমহাদেশটি ভেঙে যাওয়ার সময় থেকেই একইসাথে অবস্থান করছিল। মেসোজোয়িক মহাযুগের লরেশিয়া অতিমহাদেশের থেকে এই পূর্বতন অতিমহাদেশের পার্থক্য বোঝাতে এই পূর্বতন অতিমহাদেশকে সাধারণভাবে প্রোটো-লরেশিয়া বলে অভিহিত করা হয়। এই প্রোটো-লরেশিয়া পরবর্তীকালে আর ভেঙে যায়নি। প্রাক্‌-ক্যাম্ব্রীয় কালের সময়সীমার মধ্যেই তার শেষের দিকে আজ থেকে প্রায় ৬০ কোটি বছর আগে এই অতি মহাদেশটি মহাদেশীয় চলনের ফলে আরো দু'টি অতিকায় স্থলভাগের সাথে একত্রিত হয়ে প্যানোটিয়া অতিমহাদেশ গঠন করে। কিন্তু আজ থেকে ৫৪ কোটি বছর আগে ক্যাম্ব্রীয় যুগে মহাদেশীয় ভূত্বকগুলির পারস্পরিক সংঘর্ষের ফলে এই অতি মহাদেশটি আবার ভেঙে যায়।

এইভাবে লরেশিয়ার গঠন ও শেষপর্যন্ত তার ভেঙে যাওয়ার আসল কারণ লুকিয়ে আছে টেকটনিক পাতের চলন, মহাদেশীয় ভূত্বকের চলন ও সমুদ্রতলের বিস্তৃতি প্রক্রিয়ার মধ্যে।

তথ্যসূত্র

Tags:

লরেশিয়া ধারণার উৎপত্তিলরেশিয়া নামকরণলরেশিয়া উৎপত্তিলরেশিয়া তথ্যসূত্রলরেশিয়াঅতিমহাদেশগন্ডোয়ানাপ্যানজিয়াপ্যালিওজোয়িক

🔥 Trending searches on Wiki বাংলা:

চাঁদবইবাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৩কুরআনের সূরাসমূহের তালিকাকারাগারের রোজনামচাবাংলা লিপিঅমর্ত্য সেনআবদুল মোনেম লিমিটেডঅমর সিং চমকিলাযুক্তরাজ্যবাঙালি জাতিলোকসভানোবেল পুরস্কারপ্রাপ্তদের তালিকামাইটোসিসবীর্যমহিবুল হাসান চৌধুরী নওফেলঊষা (পৌরাণিক চরিত্র)বিকাশইউরোপীয় ইউনিয়নপূর্ণিমা (অভিনেত্রী)জব্বারের বলীখেলামিয়া খলিফাপদ্মা নদীচন্দ্রযান-৩যোগাসনজার্মানিখুলনা বিভাগঔষধ প্রশাসন অধিদপ্তরজহির রায়হানক্যান্সারবাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতিবাংলাদেশের স্বাধীনতা দিবসশেখ মুজিবুর রহমানপান (পাতা)ভাইরাসধর্মীয় জনসংখ্যার তালিকাহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসমাজশিক্ষাকলকাতাবিশ্ব দিবস তালিকাব্রিক্‌সবেগম রোকেয়াময়ূরী (অভিনেত্রী)আয়িশাক্রিস্তিয়ানো রোনালদোকাবাবাংলাদেশের একাডেমিক গ্রেডিং পদ্ধতিপারমাণবিক ভরের ভিত্তিতে মৌলসমূহের তালিকাসূর্যকাঁঠালপাকিস্তানউসমানীয় সাম্রাজ্যমানিক বন্দ্যোপাধ্যায়মুহাম্মাদশেখ হাসিনাবৃত্তচট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ভাষা আন্দোলন দিবসসার্বজনীন পেনশনচাঁদপুর জেলাইশার নামাজআল্লাহর ৯৯টি নামউপজেলা পরিষদবাউল সঙ্গীতফরাসি বিপ্লববাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকমালয়েশিয়াফিলিস্তিনমহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকা২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগআরব্য রজনীজয় চৌধুরীইসতিসকার নামাজবাংলাদেশ ব্যাংকের গভর্নরদের তালিকাআর্দ্রতাজনপ্রশাসন মন্ত্রণালয় (বাংলাদেশ)মেঘনাদবধ কাব্যজয়নুল আবেদিন🡆 More